ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার উপায় | Add Bangla Font to Blogger

বর্তমান সময়ে, অনলাইনে অসংখ্য বাংলা ওয়েবসাইট আছে। ইন্টারনেটে বাংলা ভাষায় ব্লগ, ওয়েবসাইট, নিউজ, প্রযুক্তিগত ব্লগ এবং ইত্যাদি বিভিন্ন ধরনের ম্যাগাজিন ওয়েবসাইট রয়েছে।

ব্লগার এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে বাংলা ব্লগ তৈরি করা সম্ভব হয়। মনে করুন আমাদের এই সাইটটি একটি ব্লগ সাইট। আমাদের সাইটের দিয়ে তৈরি করা হয়েছে। এখন ব্লগার হোক বা ওয়াডপ্রেস অন্যান্য সিএমএস হোক।

ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার উপায় | Add Bangla Font to Blogger
ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার উপায় | Add Bangla Font to Blogger

বাংলা কয়েক সাইটে যদি বাংলা ফন্ট না থাকে তাহলে ভিজিটরদের আকৃষ্ট করা সম্ভব হবে না কারণ ডিফল্ট বাংলা ফন্ট দেখতে হেভি জিবি এবং অস্পষ্ট মনে হয়।

তাই আমাদের আজকের পোস্টে আপনাকে জানাতে চাচ্ছি। ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার উপায় সম্পর্কে। আমাদের এই পোস্টে আপনাকে মোট দুইটি বাংলা ফন্ট যুক্ত করার উপায় শিখিয়ে দেব।

এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যদি যেকোনো একটি বাংলা ফন্ট একবার আপনার ব্লগ সাইটে যুক্ত করতে পারেন। তাহলে কোন বাংলা ফন্ট বা ইংরেজি যে কোন ব্লগার থেমে সহজেই যুক্ত করতে পারবেন।

আমিন যে দুইটি বাংলা ফন্ট যুক্ত করার বিষয়ে বলবো প্রথমে দেখিয়ে দেব, সোলায়মান লিপি বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম সম্পর্কে এবং তারপরে বলে দেব, হিন্দ শিলিগুড়ি যুক্ত করার উপায়।

আপনি যদি ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

ব্লগারে কেন বাংলা ফন্ট যুক্ত করবেন ?

বাংলা ব্লগ বা ওয়েবসাইটে বাংলা ফন্ট ইনস্টল করা না থাকলে অনেক ক্ষেত্রে ফন্ট সমস্যা দেখা দিতে পারে। যেমন ফন্ট ভেঙ্গে যাওয়া থেকে শুরু করে, সঠিক ভাবে ফন্ট শো না করা ইত্যাদি আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

কিভাবে ফোনের সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়ে মূলত আজ আমাদের এই আর্টিকেলটি। এয়ারটেলে আমি আপনাদের জানিয়ে দেবো ব্লগার এ কিভাবে বাংলা ফন্ট ইন্সটল করতে হয়।

আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন আমাদের ব্লগে একটি ফন্ট সেটআপ করা রয়েছে। কারন আপনিও এই পোস্টে বাংলাতে পড়ছেন।

বাংলা কাস্টম ফন্ট ইন্সটল করা থাকলে ওয়েবসাইটের লেখা গুলো বেশ সুন্দর দেখায়। আপনারা যদি খেয়াল করে থাকেন। তাহলে বুঝতে পারবেন দেশের সকল নিউজ ওয়েবসাইট গুলো বাংলা কাস্টম ফন্ট ব্যবহার করে থাকে।

[wp_show_posts id=”3308″]

কাস্টম ফন্ট ব্যাবহার করে অনেক কিছু কারণ আছে সেগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ব্লগ বা ওয়েবসাইট এর লেখা সুন্দর ভাবে দেখানো। কারণ যাই হোক না কেন এখন জেনে নেই কিভাবে ব্লগার ওয়েবসাইটে বাংলা কাস্টম ফন্ট ইন্সটল করবেন।

ব্লগারে সোলাইমান লিপি ফন্ট যুক্ত করার উপায়

আমরা আপনাকে আগেই বলেছিলাম ব্লগারে, জনপ্রিয় বাংলা ফন্ট সলাইমানলিপি। আপনারা এ ফন্ট ব্যবহার করে অনেক সুন্দর করে, বাংলা ফন্ট ভিজিটরদের দেখাতে পারবেন।

তো আমি এখন আপনাকে জানিয়ে দেবো ব্রকেরেজ সলাইমানলিপি ফন্ট যুক্ত করার উপায় সম্পর্কে। তার জন্য নিচে দেওয়া ধাপ গুলো অনুসরন করুন। যেমন-

  • প্রথমে আপনার blogger.com লগইন করতে হবে।
  • তারপর ব্লগার ড্যাশবোর্ড থেকে থিম অপশনে প্রবেশ করতে হবে।
  • তারপর নিরাপত্তার জন্য আপনার বর্তমান থিমটি ব্যাকআপ করে নেবেন।
  • এরপরে এডিট এইচটিএমএল বাটনে ক্লিক করে দিবেন।
  • তারপর, <Head> ট্যাগ খুজে বের করবেন এবং নিচের কোড গুলো <Head> ট্যাগ এর নিচে পেস্ট করে দিবেন।
  • বাংলা ফন্ট = কপি করুন_ <link href=”https://fonts.maateen.me/solaiman-lipi/font.css” rel=”stylesheet”/>

উপরে দেওয়া কোড টি <Head> ট্যাগ এর নিচে পেস্ট করার পরে <Body> ট্যাগ খুঁজে বের করতে হবে। তারপরে, <Body> ট্যাগের নিচের কোড গুলো পেস্ট করতে হবে। যেমন-

[wp_show_posts id=”3303″]

কপি করুনঃ <!–Solaimanlipi CSS starts–><style> @import url(‘https://fonts.maateen.me/solaiman-lipi/font.css’);</style><!–Solaimanlipi CSS ends–>

তারপরে, Font Family লিখে আপনার থিম এ কোন ফন্ট যুক্ত করা হয়েছে। সেটি খুজে বের করুন। ফন্ট দেখতে অনেক অংশ নিচে কোড এর মতো হবে যেমন-  font-family: Arial, sans-serif;

আপনারা সেখানের Arial এর জায়গা নিচে দেওয়া কোড Solaimanlipi লেখাটি পেস্ট করে দিবেন। আপনার থিম এ Arial ফন্ট অনেক সময় নাও থাকতে পারে। আপনার ব্লগারে যে ফন্ট থাকুন না কেন। আপনি সেটি বাদ দিয়ে মানে ডিলিট দিয়ে solaimanlipi যুক্ত করে দিবেন। যেমন- font-family: ‘SolaimanLipi’, sans-serif !important;

তারপরে, আপনার থিমে যত গুলো Arial ফন্ট লেখা থাকবে সেই সকল জায়গায় Solaimanlipi পোস্ট করে সেভ থিম বাটনে ক্লিক করে থিম সেভ করে নিবেন।

এখন আপনার যদি font-family: Font Awesome বা font-family: Font Inherit হয়ে থাকে। তবে পরিবর্ন করবেন না। এতে করে থিম এর ডিজাইন এবং আইকন গুলো শো হবে না।

এখন আপনার ওয়েবসাইট টি রিফ্রেশ করে, দেখবেন। আপনার ওয়েবসােইটে বাংলা ফন্ট যুক্ত হয়েছে।

আপনি যদি উক্ত সকল কাজ সঠিক ভাবে সম্পন্ন করেন। তবে কোন ঝামেলা ছাড়া আপনার ব্লগার সাইটে বাংলা ফন্ট যুক্ত করে নিতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই পোস্টে আপনাকে জানিয়ে দেওয়া হলো, ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার উপায় সম্পর্কে। আপনি যদি আপনার ভিজিটরদের সুন্দর বাংলা ভাষা দেখাতে চান। তাহলে অবশ্যই সোলায়মান লিপি ফন্ট ব্লগারের উপরের নিয়ম অনুসরণ করে যুক্ত করে দিতে পারেন।

তো বন্ধুরা আমাদের আর্টিকেলটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি শেয়ার করে দেবেন।

আর বিশেষ করে, আপনি যদি ব্লগার সম্পর্কে আরো নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে চান? তাহলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment