গুগল এডসেন্স ভেরিফিকেশন পিন চিঠি কি ?

গুগল এডসেন্স ভেরিফিকেশন পিন চিঠি কি : আপনারা যারা google এডসেন্স নিয়ে কাজ করেন। তারা সকলে জানেন, গুগল এডসেন্স একাউন্টে প্রথমবারের জন্য ১০ ডলার ইনকাম সম্পন্ন হয়ে গেলে।

এডসেন্সের মাধ্যমে একটি পিন ভেরিফিকেশন কোড, আমাদের পোস্ট অফিস ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।

গুগল এডসেন্স ভেরিফিকেশন পিন চিঠি কি ?
গুগল এডসেন্স ভেরিফিকেশন পিন চিঠি কি ?

তারপর গুগল এডসেন্সের পাঠানো। সেই এড্রেস ভেরিফিকেশন চিঠিতে থাকা পিন কোড, নিজের গুগল এডসেন্স একাউন্টে প্রবেশ করে, পিন কোড দিয়ে ভেরিফাই করে নিতে হয়।

যার ফলে নিজের এডসেন্স একাউন্টে দেওয়া আপনার ঠিকানা গুগল দ্বারা যাচাই করা হয়।

যখন আপনি পোস্ট অফিসের মাধ্যমে আসা চিঠির মাধ্যমে পিন করতে, দিয়ে নিজের এডসেন্স একাউন্ট ভেরিফাই করবেন। তখন এডসেন্স একাউন্টে দেওয়া আপনার ঠিকানায় যে সঠিক সেটি প্রমাণিত হবে।

এক্ষেত্রে মনে রাখবেন এড্রেস ভেরিফিকেশন চিঠির মাধ্যমে যতদিন পর্যন্ত আপনি এডসেন্স একাউন্ট ভেরিফাই না করবেন ততদিন গুগল এডসেন্স থেকে আপনার কোন টাকা প্রদান করা হবে না।

তাই গুগল এডসেন্স থেকে আয় করার টাকা উত্তোলন করার জন্য এই এড্রেস ভেরিফিকেশন পিএন চিঠি সঠিক ঠিকানায় পাওয়া অনেক জরুরী।

কিন্তু আপনারা যদি পিন সহ চিঠি পাচ্ছেন না। তাহলে পিন ছাড়াই এড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবেন। আপনার জাতীয় পরিচয় পত্র কার্ড বা পাসপোর্ট দিয়ে।

গুগল এডসেন্স দ্বারা এড্রেস ভেরিফিকেশন কোড না আসলে, কিভাবে আপনারা এড্রেস ভেরিফিকেশন করবেন। সে বিষয়ে আমাদের ওয়েবসাইটে আগে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে।

তাই আপনারা যারা গুগল এডসেন্স ভেরিফিকেশন পিন চিঠি কি এ বিষয়ে সম্পূর্ণ ধারণা পেতে, আমাদের লেখা আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি?

আপনাদের গুগল এডসেন্স একাউন্ট সুরক্ষিত রাখার জন্য গুগলের পক্ষ থেকে আপনার দেওয়া ঠিকানা যাচাই করার জন্য একটি চিঠি পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়।

উক্ত চিঠিতে আপনাকে একটি পিন নাম্বার দেয়া হয়। যা আপনি আপনার একাউন্টে গিয়ে নিজে ঠিকানা নির্ভরতার সাথে প্রমাণ করতে পারবেন।

আপনার এডসেন্স একাউন্টে এড্রেস ভেরিফিকেশন পিন সংযুক্ত করার পরে। গুগল এডসেন্স আপনার ইনকাম করা টাকা আপনার প্রস্তুত করার নির্দিষ্ট ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেবে।

এড্রেস ভেরিফিকেশন পিন আসতে কত দিন লাগে ?

আপনাদের গুগল এডসেন্স একাউন্টে যখন ১০ ডলার ইনকাম হবে। তখন অটোমেটিক ভাবে আপনাকে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আপনার এড্রেস ভেরিফিকেশন পিন আপনার নিজস্ব ঠিকানায় পাঠানো হবে।

বিশেষ করে, এড্রেস ভেরিফিকেশন পিন গুগল এডসেন্স দ্বারা দশ ডলার হওয়ার পর। দুই সপ্তাহ হতে চার সপ্তাহ পর্যন্ত পিন কোড সময় নিয়ে থাকে।

আপনার যদি এড্রেস ভেরিফিকেশন পিন আসার পরে, সেটি গুগল এডসেন্স একাউন্টে সাবমিট না করেন। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের বিজ্ঞাপন গুলো দেখানো বন্ধ হয়ে যাবে।

তাই এডসেন্সের দেওয়া পিন আপনার ঠিকানায় আসার পর যত দ্রুত সম্ভব, সংযুক্ত করে দিবেন।

ভেরিফিকেশন পিন কখন এবং কিভাবে দিবো ?

আপনার এডসেন্স একাউন্টে ১০ ডলার জমা হয়ে গেলে। আপনি এডসেন্স একাউন্টের উপরে একটি নোটিফিকেশন দেখতে পারবেন।

সেখানে বলা হবে, Your payments are on hold এর মানে আপনার এডসেন্স একাউন্ট থেকে কোন টাকা বর্তমানে আপনাকে দেওয়া হবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি পোস্ট অফিস আসা পিন কোড নিজের এডসেন্স একাউন্টে যুক্ত করছেন।

তো প্রথমে আপনার পোস্ট অফিসে আসার চিঠি পাওয়ার পর খুলতে হবে। সেখানে থাকা পিন নাম্বার দেখে নিতে হবে। তারপর আপনার গুগল এডসেন্স একাউন্ট লগইন করে, settings + account information অপশনে প্রবেশ করবেন।

তারপর Account information পেজে গিয়ে আপনারা Address verification একটি অপশন দেখতে পারবেন সেখানে ভেরিফাই অ্যাড্রেস এর একটি লিংক দেখানো হবে।

আপনারা সরাসরি ভেরিফাই এড্রেস লিংকে ক্লিক করবেন। সেই লিংকে ক্লিক করার পরে, একটু নিচে গেলে আরও একটি অপশন দেখতে পারবেন।

সেখানে enter your pin বক্সে আপনার চিঠি থেকে পিন নাম্বারটি ভালো করে, দেখে সংযুক্ত করে, তারপর সাবমিট পিন অপশনে ক্লিক করবেন।

এরকমভাবে আপনি যখন এড্রেস ভেরিফিকেশন পিনকোড সাবমিট করে দিবেন। তখনই আপনার এডসেন্স একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।

আর যখন আপনার গুগল এডসেন্স একাউন্টে ১০০ ডলার বা বেশি ইনকাম হবে। তখন আপনাকে এডসেন্স দ্বারা আপনার নির্দিষ্ট ব্যাংক একাউন্টে টাকা প্রদান করবে।

ভেরিফিকেশন পিন চিঠি পোস্ট অফিসে না আসলে কি করবেন ?

আমরা যারা গুগল এডসেন্স ব্যবহার করি সকলে জানি দশ ডলার হওয়ার পর এড্রেস ভেরিফিকেশন করার জন্য নিজের ঠিকানায় মানে পোস্ট অফিসে পিন কোড পাঠানো হয়।

কিন্তু অনেকের ক্ষেত্রে, ৫০ ডলার হয়ে গেলেও এড্রেস ভেরিফিকেশন পিন কোড আসে না। যদি পিন চিঠি পোস্ট অফিসে না আসে। তাহলে চিন্তার কোন কারণ নেই।

আপনারা জাতীয় পরিচয় পত্র এবং পাসপোর্ট ব্যবহার করে, খুব সহজেই এড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আজকের এই আর্টিকেলে আপনারা জানতে পারলেন। গুগল এডসেন্স ভেরিফিকেশন পিন চিঠি কি? যারা এডসেন্স ব্যবহার করেন।

তারা যদি ভেরিফিকেশন পিন কোড এডসেন্সে যুক্ত না করেন। সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার ডলার ইনকাম করার পরও টাকা উত্তোলন করতে পারবেন না।

তো গুগল এডসেন্স ভেরিফিকেশন পিন চিঠি সম্পর্কে আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে। তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ …

Leave a Comment