গুগল এডসেন্স পাচ্ছেন না? গুগল এডসেন্স এর বিকল্প সেরা ৫ টি এড নেটওয়ার্ক

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ ওয়েবসাইটে গুগল এডসেন্স দ্বারা ইনকাম করার চিন্তা করে থাকেন। তবে গুগল এডসেন্স অ্যাপ্রভাল না পেলে অনেকেই হতাশায় পড়ে যান।

এক্ষেত্রে অনেকেই জানেন না যে, একটি ওয়েবসাইটে গুগল এডসেন্স বিজ্ঞাপন ছাড়াও অনলাইন থেকে আরও বিভিন্ন এডস নেটওয়ার্ক দিয়ে ইনকাম করা যায়।

আপনার ওয়েবসাইটে যদি এখনো google এডসেন্স একাউন্ট যুক্ত না করে থাকেন। বিশেষ করে, এডসেন্স আবেদন করার পর বারবার রিজেক্ট হয়। কোনভাবেই এডসেন্স পাচ্ছেন না।

গুগল এডসেন্স পাচ্ছেন না? গুগল এডসেন্স এর বিকল্প সেরা ৫ টি এড নেটওয়ার্ক
গুগল এডসেন্স পাচ্ছেন না? গুগল এডসেন্স এর বিকল্প সেরা ৫ টি এড নেটওয়ার্ক

সে ক্ষেত্রে আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ওয়েবসাইটে এডসেন্সের বিকল্প অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করার।

তাই আজকের এই আর্টিকেলে আমরা গুগল এডসেন্স এর বিকল্প ছাড়া কয়েকটি এড নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব।

যেগুলো ব্যবহার করলে, গুগল এডসেন্স এর মত আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন।

তো আসুন যারা গুগল এডসেন্স পাচ্ছেন না। এখন google এডসেন্স এর বিকল্প অ্যাড নেটওয়ার্ক খুঁজছেন? তারা আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ুন।

গুগল এডসেন্স এর বিকল্প সেরা ৫ টি এড নেটওয়ার্ক

বর্তমান সময়ে একটি ওয়েবসাইটের জন্য গুগল এডসেন্স পাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। কারণ এডসেন্সের নীতিমালা সঠিকভাবে পূরণ না করতে পারলে এডসেন্স অ্যাপ্রভাল হয় না।

এখন আপনি দীর্ঘদিন যাবত চেষ্টা করছেন। এডসেন্স পাওয়ার জন্য কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে। এখন আপনি যেহেতু দীর্ঘদিন যাবত ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করছেন অনেক সময় ব্যয় করেছেন। হাল ছেড়ে দিলে তো চলবে না।

এক্ষেত্রে আপনারা গুগল এডসেন্সের বিকল্প হিসেবে অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে, অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।

গুগল এডসেন্সের বিকল্প অ্যাড নেটওয়ার্ক গুলো ব্যবহার করার সময়, আপনাকে এডসেন্সের মতো তেমন কোন গুরুত্বপূর্ণ শর্ত পালন করতে হবে না।

আপনারা সাধারন কিছু শর্ত মোতাবেক ওয়েবসাইটে বিজ্ঞাপন যুক্ত করে ইনকাম করা শুরু করতে পারবেন।

তো চলুন, এমন কিছু গুগল এডসেন্স বিকল্প অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে জেনে নেয়া যাক।

Media.net

Media.net হচ্ছে প্রাসঙ্গিক বিজ্ঞাপন নেটওয়ার্ক। এটি ২০১৬ সালে Miteno কমিউনিকেশন টেকনোলজি যা “Shuzhi.AI” নামে পরিচিত।

এই প্লাটফর্মটি চীনা কনসোটিয়াম 900 মিলিয়ন মার্কিন ডলারে মিডিয়া ডটনেট ক্রয় করেন। চুক্তিটি এখন পর্যন্ত তৃতীয় বৃহত্তম বিজ্ঞাপন প্রযুক্তি অধিগ্রহণ বলে বিবেচিত হয়।

ইনকামের ভিত্তিতে মিডিয়া ডট নেট হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাসঙ্গিক এড নেটওয়ার্ক। এই বিজ্ঞাপন নেটওয়ার্ক বিশ্বব্যাপী পাঁচটি বৃহত্তম অ্যাড প্রযুক্তি সংস্থার মধ্যে একটি।

মিডিয়া.net কোম্পানি উত্তর আমেরিকা, এশিয়া ও ইউরোপ জুড়ে ১৩০০ এরও বেশি কর্মী কাজ করছে। নিউইয়র্কে এটির সদর দপ্তর। দুবাইয়ের বৈদেশিক সদর দপ্তর রয়েছে।

গুগল এডসেন্সের মতো মিডিয়া ডটনেট বিশেষভাবে কাজ করে থাকে। এই প্লাটফর্ম ব্যবহার করে, ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে বিজ্ঞাপন দেখে ইনকাম করা যায়।

উক্ত বিজ্ঞাপন network ওয়েবসাইটে যুক্ত করার পর বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে টাকা প্রদান করে থাকে। তাই আপনি যদি google এডসেন্স এর বিকল্প হিসেবে অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করতে চান? সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব মিডিয়া.net অ্যাপ্রুভ করে নিন।

Skimlinks

Skimlinks হচ্ছে অনলাইন পাবলিশারদের জন্য একটি জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্ক। এটি প্রযুক্তিতে বিশেষ করণ করে, যার স্বয়ংক্রিয়ভাবে পাবলিশারদের বাণিজ্যিক সামগ্রিক থেকে পণ্যের লিঙ্ক গুলোকে সংযুক্ত করে থাকে।

Skimlinks এই কোম্পানির সদর দপ্তর লন্ডনে। একটি লন্ডনসহ অস্ট্রেলিয়ান দেশের এলিশিয়া নাভারো ও জো স্টেপনিউস্কি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে।

Skimlinks এতে 62 জন এরও বেশি কর্মী আছে। এটি ২০২৩ সাল পর্যন্ত 24 মিলিয়ন ডলার ইনকাম করেছে। লন্ডন ও নিউইয়র্ক সিটিতে Skimlinks এর অফিস রয়েছে।

এখন আপনি যদি গুগল এডসেন্সের মত বিজ্ঞাপন দেখিয়ে, ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে এই এড নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন।

Native Advertizing

Native Advertizing যাকে স্পন্সর কন্টেন্ট বলা হয়। এটি এক ধরনের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। আপনি যদি গুগল এডসেন্স না পেয়ে হতাশায় পড়েন। তাহলে আপনার জন্য এই প্ল্যাটফর্মটি সেরা হবে।

PropellerAds

Propeller AOL Netscape পরিচালিত একটি সংবাদ সমষ্টিকারী। ইউজারদের প্রথম পৃষ্ঠায় কোন ধরনের গল্পগুলো অন্তর্ভুক্ত করতে হবে তার জন্য ভোট দিতে পারে এবং সেগুলোতে মন্তব্য করতে পারে।

২০১০ সাল থেকে Propeller সক্রিয় হওয়া বন্ধ করে দেয়। ওয়েবসাইটের প্রধান স্থপতি ছিলেন ব্রায়ান আলভে। এটি Weblogs – Inc. সিইও জেসন ক্যালকানিস তিনি ২০০৬ সালে AOL ছেড়ে দেন।

তারপরে এটির পরিচালক ছিলেন টম ড্রেপো। এখন আপনি যদি গুগল এডসেন্স এর মত বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে PropellerAds একাউন্ট ক্রিয়েট করতে পারেন।

VigLink

VigLink হচ্ছে সান ফ্রান্সিসকো প্রকাশক, ফোরাম ও ব্লগারদের জন্য আউটবাউন্ড ট্রাফিক পরিষেবা প্রদানকারী। VigLink ইন টেক্সট বিজ্ঞাপন ও বিপণনের বিশেষজ্ঞ।

এটি ২০০৯ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়। তারপর ২০১২ সালে “Oliver Roup” জানিয়েছেন VigLink প্রতি মাসে ৫ বিলিয়ন পেজে কাজ করেছে।

২০১৪ সাল পর্যন্ত VigLink 27.34 মিলিয়ন অর্থ উপার্জন করেছে। তো বর্তমানে যারা google এডসেন্স অ্যাপ্রভাল পাচ্ছেন না। তারা চাইলে এই প্লাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম করা শুরু করতে পারেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা অনলাইন সেক্টরে এমন অসংখ্য এড নেটওয়ার্ক রয়েছে। যেগুলো ব্যবহার করে google এডসেন্সের বিকল্প হিসেবে কাজ করে থাকে।

তবে বিশ্বের সবথেকে জনপ্রিয় এড নেটওয়ার্ক হলো গুগল এডসেন্স। আপনি যদি অনেক দিন যাবত গুগল এডসেন্স অ্যাপ্রভাল করানোর জন্য অপেক্ষা করেছেন কিন্তু বারবার রিজেক্ট হয়েছেন।

সে ক্ষেত্রে উপরে উল্লেখিত যে কোন একটি প্ল্যাটফর্ম বেছে নিয়ে, বিজ্ঞাপন দেখানো শুরু করতে পারেন।

এখন এই পোস্ট সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে, আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।

Leave a Comment