ছাড়পত্রের জন্য আবেদন

ছাড়পত্রের জন্য আবেদন : বর্তমান সময়ের বিভিন্ন ধরনের বিভিন্ন ছাড়পত্র হতে পারে। বিশেষ করে ছাড়পত্রের জন্য অনেক স্টুডেন্ট চাই আবেদন করতে।

ছাড়পত্র এর জন্য আবেদন করার মূল কারণ হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়া।

তবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা সঠিকভাবে ছাড়পত্র লেখার নিয়ম সম্পর্কে জানেন না।

তাই তাদের সুবিধার কথা চিন্তা করে, আমাদের আজকের এই আর্টিকেলে ছাড়পত্রের জন্য আবেদন কিভাবে লিখতে হয়। সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব।

ছাড়পত্রের জন্য আবেদন
ছাড়পত্রের জন্য আবেদন

আর বিশেষ করে, আমরা এখানে ছাড়পত্রের জন্য আবেদন বিভিন্ন শ্রেণী অনুযায়ী ধাপে ধাপে জানানোর চেষ্টা করব।

তাই ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম জানতে, আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম

ছাড়পত্র লেখার জন্য যে বিষয়গুলো প্রতিটি স্টেটমেন্টের মাথায় রাখতে হবে। সেগুলো নিয়ে আমরা এখানে বিশেষভাবে আলোচনা করব।

আপনি যদি সেই বিষয় গুলো সঠিকভাবে জানতে পারেন। তাহলে খুব সহজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবেন্ আপনার প্রয়োজনীয় প্রতিষ্ঠান গুলোতে।

তো ছাড়পত্র লেখার জন্য যে, বিষয় গুলো আপনার জানা থাকতে হবে।

সেগুলো হচ্ছে-

  • ছাড়পত্র চেয়ে আবেদনের শুরুতে তারিখ লিখতে হবে।
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বরাবর আবেদন দাখিল করতে হবে।
  • বিষয় লিখতে হবে ছাড়পত্রের জন্য আবেদন।
  • আবেদনের শুরুতে লিখতে হবে যথাবিহিত/ সবিনয় নিবেদন এই যে, লেখার পরে সংক্ষেপে নিজের বক্তব্য প্রদান করতে হবে।
  • এক্ষেত্রে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টতার মেয়াদকাল উল্লেখ করে দিতে হবে।
  • তারপর প্রতিষ্ঠানটি ছাড়ার কারণগুলো উল্লেখ করতে হবে।
  • সর্বশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় বিবেচনার জন্য আর্জি জানাতে করতে হবে।

তো আপনারা যারা ছাড়পত্রের আবেদন করতে চান? তারা উপরোক্ত বিষয় গুলো মাথায় রেখে কাজ করতে পারলে, খুব সহজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবেন।

এখন জেনে নেয়া যাক। ছাড়পত্রের জন্য আবেদন লেখার সঠিক প্রক্রিয়া গুলো সম্পর্কে বিস্তারিত।

“ছাড়পত্রের জন্য আবেদন”

তারিখ : ১৭/০৪/২০২৩ ইং
বরাবর
প্রধান শিক্ষক
এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন।

বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।

মহোদয়/ জনাব,

যথাবিহিত প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি (এখানে আপনার নাম লিখবেন) আপনার বিদ্যালয়ের নিয়মিত একজন ছাত্র/ ছাত্রী। আমার শ্রেণী রোল নম্বর: ০১। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে নিযুক্ত রয়েছেন। সম্প্রতি আমার বাবা ঢাকায় বদলি হয়ে যান। আমাকেও তার সাথে ঢাকায় চলে যেতে হবে। এজন্য আমার বাবা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমাকে ঢাকায় একটি স্কুলে ভর্তি করে দেবেন।

অতএব, মহোদয় সমীপে আকল আবেদন যে, আমাকে বিদ্যালয় ত্যাগের একটি ছাড়পত্র প্রদান করে আমার লেখাপড়ার পথ সুন্দর করতে আপনার সু-আজ্ঞা হয়।

বিনীত নিবেদক

আপনার অনুগত ছাত্র/ছাত্রী

এখানে আপনার নাম লিখবেন

শ্রেণী: …. রোল নং, …. শাখা …. লিখবেন।

১৭ এপ্রিল ২০২৩ ইং

বরাবর

প্রধান শিক্ষক

এখানে আপনার উচ্চ বিদ্যালয় এর নাম লিখবেন

বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন।

মহাত্মন/ জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমার বাবা একজন সরকারি কর্মজীবী। তার বদলেজনিত কারণে কর্মস্থল পরিবর্তন হয় আমাকে ীঠ বিদ্যালয় বিদ্যালয় পরিত্যাগ করে আমার বাবা নতুন কর্মস্থল সিলেট চলে যেতে হচ্ছে। এমতাবস্থায় নতুন বিদ্যালয়ে ভর্তির জন্য ছাড়পত্র একান্ত প্রয়োজন।

অতএব, বিনীত নিবেদন এই যে আমাকে বিদ্যালয়ে পরিত্যাগের ছাড়পত্র প্রদান করলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব।

বিনীত নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী

এখানে আপনার নাম লিখবেন

শ্রেণী … রোল নং …. শাখা…. লিখবেন।

১৭-০৪-২০২৩ ইং

বরারব,

প্রধান শিক্ষক,

আপনার বিদ্যালয়ের নাম লিখবেন।

বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।

বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমার পিতা একজন সরকারি অফিসার হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি তাকে ঢাকা থেকে ময়মনসিংহ বড়ে করা হয়েছে। আমার পরিবার খুব শীঘ্রই নতুন জায়গায় স্থানান্তরিত হতে যাচ্ছে। এখানে আমার সাথে থাকার মত কোন আত্মীয়-স্বজন নেই। তাই আপনার স্কুলে পড়ালেখা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এমতাবস্থায়ী আমার একটি ছাড়পত্রের প্রয়োজন।

অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, বিদ্যালয়ের সকল পাওনা ফি প্রাপ্তের পর নতুন বিদ্যালয় ভর্তি হওয়ার জন্য ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী

এখানে আবেদনকারীর নাম

শ্রেণী …., রোল নম্বর …. শাখা ….. লিখবেন।

তারিখ : ১৭.০৪.২০২৩ ইং

বরাবর,

প্রধান শিক্ষক,

এখানে প্রাথমিক বিদ্যালয়ের নাম লিখবেন।

বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব/জনাবা,

যথা ভেতর সম্মান প্রদর্শন করবার বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমার পিতা উপজেলা নির্বাহী অফিসার। তিনি সম্প্রতি ময়মনসিংহ থানায় বদলি হয়েছেন। আমার পরিবার খুব শীঘ্রই সেখানে চলে যাবে। সুতরাং আমার পিতার নতুন কর্মস্থলের নিকটবর্তী একটি স্কুলে ভর্তি হওয়ার জন্য আমার ছাড়পত্র প্রয়োজন।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, বিদ্যালয়ে সাধারণ পাওনা গ্রহণ করে আমার পরিবর্তনের প্রয়োজনীয়তা বিবেচনা করব আমাকে অনুগ্রহ করে কিছু করতে আপনার সু-মর্জি হয়।

বিনীত নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী

এখানে আবেদনকারীর নাম লিখতে হবে।

শ্রেণী …., রোল নং …. লিখতে হবে।

শেষ কথাঃ

আপনারা যারা বিভিন্ন বিদ্যালয়ের ছাড়পত্রের আবেদন লেখার নিয়ম জানতে চান? তারা উপরোক্ত ছাড়পত্রের জন্য আবেদন প্রক্রিয়া অনুসরণ করে, খুব সহজেই নিজের প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।

তো ছাড়পত্রের জন্য আবেদন সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর বিশেষ করে, আমাদের এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের আবেদন প্রক্রিয়া জানতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment