ব্লগস্পট বা ব্লগার (CMS) এড়িয়ে চলার 7 টি কারণ সমূহ

বর্তমান সময়ে যারা ব্লগিং করে টাকা ইনকাম করছে। তারা ভালো একটি CMS ব্যবহার করে কাজ করছে। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক ব্লগার রয়েছে।

যারা নতুন অবস্থায় ব্লগিং করার জন্য ব্লগস্পট বা ব্লগার সিএমএস বেছে নেয়। কিন্তু একটা সময় দেখা যায় ব্লগার ব্যবহার করার ফলে, তারা ব্লগিং সেক্টরে সফল হতে পারে না। এমনও অনেকে আছে যারা ব্লগিং ছেড়ে দেয়।

তাই যারা ব্লগিং করার চিন্তা করছেন। তাদের সুবিধার জন্য আজকের এই পোস্টে, ব্লগস্পট বা ব্লগার প্লাটফর্ম এড়িয়ে চলার কিছু কারণ সম্পর্কে।

ব্লগস্পট বা ব্লগার (CMS) এড়িয়ে চলার 7 টি কারণ সমূহ
ব্লগস্পট বা ব্লগার (CMS) এড়িয়ে চলার 7 টি কারণ সমূহ

আমরা সবাই জানি ব্লগার সিএমএস দিয়ে সহজেই একটি ওয়েবসাইট তৈরি করে নেওয়া যায়। যেখানে ওয়েবসাইট তৈরি করার জন্য কোন প্রকার ডোমেইন, হোস্টিং এবং থিম কিনতে হয় না। সকল সরঞ্জাম একদম ফ্রিতেই পাওয়া যায়।

আপনি যদি ব্লগিং শুরু করার আগে, কাজ শেখার জন্য প্র্যাকটিস করতে চান? সে ক্ষেত্রে, আপনারা ব্লগার বেছে নিতে পারেন।

অন্য দিকে ব্লগিং সেক্টরে প্রফেশনাল ভাবে টাকা ইনকাম করার উদ্দেশ্যে কাজ করতে চাইলে, ব্লগার সিএমএস এড়িয়ে চলার কারণ গুলো জানুন।

ব্লগস্পট বা ব্লগার (CMS) কি?

ব্লগস্পট বা ব্লগার সিএমএস হলো একটি ফ্রি প্লাটফর্ম। ব্লগার সিএমএস ব্যবহার করে, সহজেই একটি ব্যক্তিগত এবং ব্যবসার জন্য ফ্রি ডোমেইন, ফ্রি হোস্টিং এবং থিম ব্যবহার করে সাইট তৈরি করা যায়।

কিন্তু ব্লগার ব্যবহারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আজকের এই পোস্টে, আমরা ব্লগস্পট ডোমেইন ব্যবহার এড়িয়ে চলার কারণ গুলো তোলে ধরব। যা আপনাকে ব্লগিং কাজে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

তো যাইহোক এখন চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক।

ব্লগস্পট বা ব্লগার (CMS) ব্যবহার করলে ব্র্যান্ডের ক্ষতি হবে?

বর্তমান সময়ে আপনি যদি কোন কোম্পানির জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে চান? সেটি কিনা ব্লগস্পটে। এক্ষেত্রে এটি আপনার জন্য সবচেয়ে বড় ভুল হবে।

কারণ ব্লগস্পট দিয়ে সাইট তৈরি করলে, আপনার ব্র্যান্ডের অনেক ক্ষতি হবে। কারণ আপনি যে ওয়েবসাইট টি ব্লগস্পট দিয়ে বানাবেন।

সেটি হলো একটি সাব ডোমেইন। যা আপনার ব্র্যান্ডিং এর সঙ্গে বিলবে না। এছাড়া আপনি টাকা ইনকাম করার জন্য সাইট তৈরি করতে চাইলে অবশ্যই ব্লগস্পট বা ব্লগার (CMS) এড়িয়ে চলার চেষ্টা করবেন।

আর ব্লগার প্লাটফর্ম দিয়ে টাকা বাচানোর জন্য সাইট তৈরি করতে চাইলে, অবশ্যই একটি কাস্টম ডোমেইন ক্রয় করবেন। আর মনে করি একটি সাইট প্রফেশনাল ভাবে তৈরি করার জন্য আপনারা একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করুন।

ব্লগস্পট বা ব্লগার ওয়েবসাইট গুগলে ভালো পারফর্ম করতে পারে না?

বর্তমানে আপনি যদি কোন তথ্য জানার জন্য গুগলে সার্চ করেন। তাহলে সার্চ ফলাফলে এমন কোন সাইট blogspot.com নামে পাবেন না। আর যদি পান তবে এর % মাত্র ১%। কারণ এই ব্লগস্পট প্লাটফর্ম গুলো গুগল এতটা গুরুত্বদেয় না।

কারণ ব্লগস্পটে এসইও করা সম্ভব হয় না। বর্তমানে একটি সাইটের মূল লক্ষ্য থাকে এসইও। কারণ এসইও করা ছাড়া সাইট গুগলে বা অন্য কোন সার্চ ইঞ্জিনে র‌্যাংক করা যায় না।

তাই blogspot.com ব্যবহার না করে, কাস্টম ডোমেইন ব্যবহার করুন।

ব্লগস্পট বা ব্লগার (CMS) ব্যবহার করলে ব্যাকলিংক পাওয়া কঠিন

একটি ওয়েবসাইটের জন্য এসইও হলো আরো একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনি যদি বড় কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে চান? সেক্ষেত্রে তারা আপনাকে ব্যাকলিংক দিতে রাজি হবে না।

কারণ ব্লগস্পট সাইট গুলো এতটা গ্রহণযোগ্য হয় না।

ব্লগস্পট বা ব্লগার (CMS) ব্যবহার করলে সাইটের প্রকৃত মালিক হতে পারবেন না?

আপনি যদি ব্লগস্পট দিয়ে সাইট তৈরি করেন। এই সাইটের পুরো মালিকানা থাকবে গুগল এর হাতে। শুধু মাত্র আপনি সাইটে যে সকল আর্টিকেল লিখবেন। সেগুলোর মালিকানা আপনার হাতে থাকবে।

এছাড়া, আপনার আর্টিকেল একসময় আপনার নাও থাকতে পারে। কারণ ব্লগস্পট থেকে যেকোন সময় আপনার কষ্ট করে লেখা আর্টিকেল গুলোও সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতে পারে।

এক্ষেত্রে, আপনি যদি ব্লগার সিএমএস এ একটি কাস্টম ডোমেইন কিনে সাইট তৈরি করেন। তাহলে কিছুটা নিশ্চয়তা পাবেন।

ব্লগস্পট বা ব্লগার ব্যবহার করলে ব্লগস্পটের শর্তাবলি মানতে হবে?

আমরা জানতে পারলাম, ব্লগার এর পুরো মালিকানা গুগল এর। তো আপনাকে অবশ্যই ব্লগারে বিধি নিশেষ গুলো মনে নিয়ৈ কাজ করতে হবে।

আপনি যদি কোন কারণে ব্লগারে শর্ত ভঙ্গ করেন। তাহলে তারা তাতক্ষণিক ভাবে ব্লগ সাইট টি ডিজিট করে নিতে পারে।

ব্লগস্পট বা ব্লগার (CMS) ব্যবহার করলে মনিটাইজেশন সমস্যা

বর্তমান সময়ে, আপনি যদি টাকা ইনকাম করার জন্য Blogspot.com দিয়ে সাইট তৈরি করেন। তাহলে সেই সাইটে যে সকল পোস্ট লিখবেন। সেগুলো এসইও সম্পন্ন হলেও গুগলে র‌্যাংক করানো সম্ভব হয় না।

ব্লগস্পটে পোস্ট, র‌্যাংক করানো তো পরের কথা। ব্লগস্পর্টে পোস্ট লেখার পরে, সেগুলো গুগলে ইনডেক্স করা অনেক সমস্যা হয়।

আর আপনার সাইটের পোস্ট যদি গুগলে ইনডেক্স না হয়। তাহলে ব্লগস্পট মনিটাইজেশন পাওয়া যাবে না। ব্লগে মনিটাইজ পেতে অনেক কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়াবে।

ব্লগস্পট বা ব্লগার ব্যবহার করলে কাস্টমাইজেশন সীমাবদ্ধতা

আপনারা ব্লগস্পট দিয়ে সাইট তৈরি করলে, নিজের পছন্দ মতো কাস্টমাইজেশন করতে পারবেন না। তার কারণ হলো- ব্লগস্পট বা ব্লগার প্লাটফর্ম এ কাস্টম কোন এক্সেটেনশন/ ‍টুলস ব্যবহার করা যায় না।

বিশেষ করে, আপনি যদি সাইট এসইও করতে চান? তাহলে কোন ফ্রি বা পেইড টুলস ব্যবহার করার সুযোগ পাবেন না। অন্যদিকে সাইট এসইও করার জন্য ওয়ার্ডপ্রেস এ অসংখ্য পরিমাণের এসইও টুলস ব্যবহার করতে পারবেন।

শেষ কথাঃ

উপরে আলোচনা শেষে আমি আশা করতে পারি যে, আপনারা ব্লগস্পট বা ব্লগার (CMS) এড়িয়ে চলার সঠিক কারণ গুলো জানতে পারছেন।

এখন আপনি যদি ব্লগিং করতে চান? তাহলে ওয়ার্ডপ্রেস বা অন্য কোন পেইড সিএমএস ব্যবহার করে, একটি সাইট তৈরি করবেন। তাহলে সকল সুবিধা ভোগ করতে পারবেন।

আর এই পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সঙ্গে ব্লগিং করে আয় করার বিষয়ে নতুন নতুন টিপস পেতে, আমাদের সাইটটি ভিজিট করুন

ধন্যবাদ।

Leave a Comment