অভ্র কিবোর্ড ডাউনলোড | avro keyboard free download

অভ্র কিবোর্ড ফ্রী ডাউনলোড : আমাদের বাংলাদেশের সব থেকে গর্বের বিষয় হচ্ছে যে আমরা আজ স্বাধীন ভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি।

এবং বাংলা ভাষাতে নিজের মনের ভাব প্রকাশ করা থেকে শুরু করে। দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগ করতে পারি।

বাংলা ভাষা এবং আজীবন রক্ষার্থে আমরা প্রতিটি কাজে। এবং দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে বাংলা ভাষায় কথা বলি।

এর জন্য এখন অনেক বিদেশী বাংলা ভাষা আয়ত্ত করে, নিয়েছে। আর আমাদের বাংলা ভাষায় এবং সম্মান বেশ উঁচুতে পৌঁছে গেছে।

বিশ্বের মধ্যে বাংলা ভাষার সম্মান কতটা অভ্র কিবোর্ডে এক নজর দেখলে বোঝা যায়। বাংলার কোটি কোটি মানুষ এর উন্নয়ন এর জন্য তৈরি করা হয়।

অভ্র কিবোর্ড ডাউনলোড | avro keyboard free download
অভ্র কিবোর্ড ডাউনলোড | avro keyboard free download

অভ্র কিবোর্ড এখন প্রতিটি বাঙালির কম্পিউটারে এবং এন্ড্রয়েড মোবাইলে বিস্তার করেছে। বর্তমান সময়ে যারা বিশেষ করে কম্পিউটারে অফিশিয়াল এবং ব্যক্তিগত কাজ করে, তারা অধিকাংশ সময় অভ্র কিবোর্ড দিয়ে ইংরেজি লেখা বাংলা করে নিতে পারে।

আজ আমাদের আর্টিকেল এর মাধ্যমে আমরা শিখিয়ে দেব। কিভাবে অভ্র কিবোর্ড কম্পিউটারে ব্যবহার করতে হয় এবং অভ্র কিবোর্ড ফ্রী ডাউনলোড করার উপায় সম্পর্কে।

আপনি যদি অভ্র কীবোর্ড সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

অভ্র কিবোর্ড কে তৈরি করেছে ?

বাংলাদেশ এর মেডিকেল স্টুডেন্ট পড়ুয়া এক যুবক তার নাম হচ্ছে, মেহেদী হাসান খান। তিনি 2003 সালে, প্রথম ফ্রী বাংলা লেখা কিবোর্ড মানে অভ্র কিবোর্ড তৈরি করেন।

মেহেদী হাসান খান এর জন্ম 1986 সালে। মেহেদী হাসান খান ময়মনসিংহ মেডিকেল কলেজ এ পড়াশোনা করছেন এবং সেখানে পড়াশোনা অবস্থায় তৈরি করেন। তার প্রিয় বাংলা টাইপিং কম্পিউটার অভ্র কিবোর্ড।

অভ্র কিবোর্ড এর অজানা তথ্য হচ্ছে একই বোর্ডে প্রথম তৈরি করা হয় 2003 সালের 14 জুন। তারপর মেহেদী হাসান খান তিনি তার সফটওয়্যার প্রতিষ্ঠান অমিক্রনলাব প্রতিষ্ঠা করে।

এবং সেখানে এই সফটওয়্যার আরো ব্যবহারযোগ্য করে তোলে তারপর 2003 সালের 23শে জুলাই সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয় অভ্র কিবোর্ড।

অভ্র কিবোর্ড তৈরি করে মেহেদী হাসান খান 2011 সালে তথ্যপ্রযুক্তি শিল্পে বিশেষ অবদান রাখেন। এবং পুরস্কার গ্রহণ করেন।

বর্তমানে যে পরিমাণ সফটওয়্যার ফ্রি ভার্সন পাওয়া যায়। সেটি কিন্তু আগের সময়গুলোতে পাওয়া যেত না। কম্পিউটার ব্যবহারকারী সকল মানুষকে মাসিক বা বাসরের টাকার বিনিময়ে প্রয়োজনীয় সফটওয়্যার কিনে ব্যবহার করতে হতো।

কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের কিবোর্ড ফ্রিতে পাওয়া গেল অভ্র কিবোর্ড সবার শীর্ষে অবস্থান করছে। যার জন্য অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখা খুব সহজ এবং দ্রুত শিখে ফেলা যায়। কারণ এখানে ইংরেজি লিখলে অটোমেটিক বাংলাতে রূপান্তরিত হয়ে যায়।

অভ্র কিবোর্ড ফ্রিতে ডাউনলোড করুন

আমাদের এই পোস্টে, আপনাকে জানিয়ে দেবো অভ্র কিবোর্ড ডাউনলোড করার উপায় সম্পর্কে। আমরা আগেই বলেছি আপনি যদি কম্পিউটার এবং এন্ড্রয়েড মোবাইলে বাংলা লিখতে পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই অভ্র কিবোর্ড আপনার জন্য অনেক সহজ হবে।

কারণ অভ্র কিবোর্ড ব্যবহার করে আপনারা ইংরেজি বর্ণ লিখলে অটোমেটিকলি বাংলা তে রুপান্তরিত হয়ে যাবে। আর এই কিবোর্ড টি ডাউনলোড করার জন্য। আপনাকে একটি লিংক দিয়ে দেবো। সেখানে ক্লিক করে আপনারা সরাসরি কম্পিউটারের জন্য ডাউনলোড করে নিতে পারবেন।

কম্পিউটারের জন্য অভ্র কিবোর্ড ডাউনলোড – avro keyboard free download PC

অ্যান্ড্রয়েড ফোনের জন্য অভ্র কিবোর্ড ডাউনলোড – avro keyboard free download Mobile

অভ্র কিবোর্ড কিভাবে ইন্সটল করবেন ?

আপনি যদি অভ্র কিবোর্ড কম্পিউটারে ইন্সটল করতে চান, তাহলে অনেক সহজেই করে নিতে পারবেন। আমরা আপনাকে বলে দেব কিভাবে অভ্র কিবোর্ড ইন্সটল করতে হয়। তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

প্রথমে অপেক্ষা করুন অভ্র কিবোর্ড ইন্সটল না হওয়া পর্যন্ত অভ্র কিবোর্ড ইন্সটল হয়ে যাওয়ার পর। আপনি আপনার কম্পিউটারের ডাউনলোড ফাইল প্রবেশ করবেন। তারপর সেখানে অগ্রবর্তী দেখতে পারবেন। আর সেই অভ্র কিবোর্ড এর ফাইলটিতে ডাবল ক্লিক করে প্রবেশ করবেন।

ক্লিক করার পরে, কিছু বেসিক অ্যাকসেস চাওয়া হবে আপনার কাছে আপনি সবকয়টি অ্যাক্সেস এলাউ করে দিবেন। মানে যে এক্সেস গুলো আপনার কাছে চাওয়া হবে, সেগুলো yes বা ok দিয়ে দিবেন।

উপরে দেয়া সকল কাজ গুলো সঠিক ভাবে করে নিলে আপনার অভ্র কিবোর্ড কম্পিউটারে ইন্সটল হয়ে যাবে তারপর আপনার কম্পিউটারে গিয়ে গুগল সার্চ এ প্রবেশ করবেন।

সেখানে যাবার পর বাংলা টাইপ করে, আপনার প্রয়োজনীয় সকল বিষয়ে জেনে নিতে পারবেন। মানে কীবোর্ড ইংলিশ লিখলে অটোমেটিক বাংলা হবে যেমন- ami = আমি।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা এতক্ষণ আপনারা উপরের আলোচনা থেকে জানতে পারলেন, অভ্র কিবোর্ড ডাউনলোড করার নিয়ম সম্পর্কে এবং কিভাবে অভ্র কিবোর্ড ইন্সটল করতে হয় সে বিষয়ে।

আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে নতুন নতুন কীবোর্ড সম্পর্কে জানতে চাইলে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment