ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম

ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম : বর্তমান সময়ে, বেশিরভাগ মানুষ তাদের ভোটার আইডি কার্ডের ছবি নিয়ে সন্তুষ্ট নয়।

বিশেষ করে ২০০৭ সাল থেকে ২০০৯ সালের মধ্যে যারা ভোটার হয়েছেন। তাদের ভোটার আইডি কার্ডের ছবি এতটাই অস্পষ্ট/ অসুন্দর হয়েছে। যা বলার ভাষা নেই।

ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম

যদিও ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম অনেক সহজ। তবুও সেটিকে ঝামেলা মনে করে। ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করেন না অনেকেই।

এছাড়া, ভোটার আইডি কার্ড এর ছবি যত অসুন্দর হক না কেন? সেটির জন্য কোন কাজ আটকে থাকবে না। অন্যদিকে ভোটার আইডি কার্ডের নাম ভুল হলে, ভোটার আইডি কার্ড সংশোধন না করা পর্যন্ত, সেটি ব্যবহার করা যাবে না।

তো আজ আমাদের এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করব। ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম সম্পর্কে।

[wp_show_posts id=”3308″]

যে কারণে ভোটার আইডি কার্ডের ছবি অসুন্দর হয় ?

যারা গত ২০০৭ সাল থেকে ২০০৯ সালের মধ্যে ভোটার হয়েছিল। তাদের ভোটার আইডি কার্ডের ছবি অসুন্দর হওয়ার পেছনে, সব থেকে বড় কারণ হচ্ছে, লো কোয়ালিটির ওয়েব ক্যামেরার ব্যবহার করার ফলে।

এক্ষেত্রে দ্বিতীয় কারণ পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা না থাকা। এবং তৃতীয় কারণ হচ্ছে, ছবি গ্রহণকারী ব্যক্তির অদক্ষতা।

ভোটার তালিকা হালনাগাদ এর সময় গণহারে নতুন ভোটার নিবন্ধন করা হয়। দীর্ঘ সময় পর্যন্ত রোদে গরমে লাইনে দাঁড়িয়ে থাকার জন্য চেহারা অনেকটাই মলিন হয়ে যায়।

নতুন ভোটার এর চাপ থাকার ফলে,  দ্রুত কাজ শেষ করার জন্য। ভোটারের ছবি তোলার সময় পর্যাপ্ত সময় ব্যয় করা সম্ভব হয় না বিধায়, ভোটার আইডি কার্ডের ছবি অসুন্দর হয়।

এছাড়া কিছু কিছু পোশাক পরিধান করার জন্য ভোটার আইডি কার্ডের ছবি অসুন্দর দেখায়। পুরুষদের ক্ষেত্রে টি-শার্ট পরে নতুন ভোটার এর ছবি তুলতে যাওয়া একদমই উচিত নয়।

সাধারণত সাদা কালার এর পোশাক ব্যতীত অন্য যেকোনো রং এর শার্ট পরা উত্তম।

এক্ষেত্রে আবার অনেক মহিলা মানুষ রয়েছে। যারা বাড়ির বাইরে যেতে হলে বোরখা, হিজাব পরিধান করে বের হয়।

নতুন ভোটার আইডি কার্ড করার জন্য ছবি তোলার সময় ভোটার এর দুই কান, চুলের গোড়া, এবং গলা পর্যন্ত দেখা যাওয়া বাঞ্জনীয়।

[wp_show_posts id=”3303″]

তো বাধ্য হয়ে হিজাব খোলার প্রয়োজন হয়। তবে হিজাব সম্পূর্ণ খোলা সবার পক্ষে সম্ভব হয় না। তারা হিজাবকে টেনে মাথার চুল এবং দুই কান বের করেন।

যার ফলে ভোটারের প্রকৃত চেহারা অনুযায়ী ছবি আসে না। মেয়েদের হিজাব পরিধান করা অবশ্যই প্রয়োজন। কিন্তু নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলতে যাওয়ার সময় সাথে এটি জাতীয় কাপড় নিয়ে যায় উত্তম।

প্রয়োজনের সময় হিজাব হলে ওড়না দিয়ে মাথায় ঘোমটা দিলেও ছবি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

তো আশা করা যায়, আপনারা বুঝতে পারছেন। যে কারণে, ভোটার আইডি কার্ডের ছবি অসুন্দর দেখায় বা অসুন্দর হয়।

যে কারণে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন ?

বর্তমান সময়ে যাদের ভোটার আইডি কার্ডের ছবি অসুন্দর রয়েছে। তাদের উচিত এমনিতেই ছবিটি পরিবর্তন করে নেওয়া।

এছাড়া মানুষের চেহারা এবং শারীরিক অবস্থা সারা জীবন একই রকম থাকে না পরিবর্তন হয়ে যায়। যারা ২০০৭ সাল এবং ২০০৮ সাল এর মধ্যে ভোটার হয়েছিলেন।

তাদের সে সময় চেহারা এবং শারীরিক অবস্থা আর এখনকার চেহারা ও শারীরিক অবস্থার মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে।

তাই যখন বুঝবেন আপনার চেহারা আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। তখন আবেদন করে ,ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করা নিয়ে উত্তম।

ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম

আপনারা অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন এর আবেদন করতে পারবেন না। ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চাইলে। অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে, ২ নং সংশোধনী ফরম পূরণ করে আবেদন সাবমিট করতে হবে।

ছবি পরিবর্তনের সংশোধন আবেদন করার পূর্বে ভোটার আইডি কার্ড সংশোধন ফ্রি হিসাব করে, বিকাশ এবং নগদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

সংশোধনের ফর্মের ওপর ফি পরিশোধের ট্রানজেকশন নাম্বারটি লিখে দিতে পারেন। বা সেই জমার রশিদ আবেদনের সঙ্গে যুক্ত করতে পারেন

ভোটার আইডি কার্ড সংশোধন ফরম পূরণ করার নিয়ম

উপজেলা নির্বাচন অফিস থেকে বা অনলাইন থেকে ভোটার আইডি কার্ড সংশোধন ফরম-২ সংগ্রহ করে, নিচের নমুনা অনুযায়ী ছবির মত পূরণ করতে হবে।

আপনারা উপরের ছবিটা যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই সংশোধনী ফরম ২ এর ১ নং ক্রমিকে (ক) এর জায়গায় আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে।

তারপর এক নং ক্রমিকের (খ) তে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র এন আইডি কার্ডের নম্বর লিখতে হবে।

২নং ক্রমিকে কিছু লেখার প্রয়োজন নেই। তিন নং ক্রমিকের (ঝ) এর জায়গায় তৃতীয় কলাম চাহিদা সংশোধিত তথ্য এর এখানে ছবি পরিবর্তন লিখে দিবেন।

সর্বশেষ, আবেদনকারীর স্বাক্ষর সম্পূর্ণ নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখতে হবে। যেমনটা আপনারা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন।

ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আপনি যদি ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান? সে ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে।

আর সেগুলো হচ্ছে-

  • জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • জন্ম নিবন্ধন সনদ
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • ছবি পরিবর্তন এর প্রত্যয়ন পত্র

উপরোক্ত কাগজপত্র সংগ্রহ করে আপনারা সংশোধনী ফরম ২ পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দেওয়ার পর।

আপনার পুরাতন ছবি বাতিল করে, নতুন ছবি তোলে সেটি আপনার জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ডে আপলোড করে দেয়া হবে।

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করা হলো ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম সম্পর্কে।

আপনার ভোটার আইডি কার্ডের তোলা ছবি যদি আপনার কাছে ভালো না লাগে স্পষ্ট দেখা যায়।

সে ক্ষেত্রে আপনারা সহজে উপরুক্ত নিয়ম অনুযায়ী সংশোধনী ফরম-২ পূরণ করে, উপজেলা নির্বাচন অফিসে জমা দেয়ার পর। দ্রুত ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করে নিতে পারবেন।

[wp_show_posts id=”3306″]

তো আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার পর আপনার কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর বিশেষ করে, আমাদের এই ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ডের নতুন নতুন তথ্য জানতে, নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment