IMEI কোড দিয়ে মোবাইল নাম্বার চেক করার উপায়

আমাদের এই পোস্টের মাধ্যমে যেকোনো মোবাইল এর IMEI নাম্বার বের করার সহজ উপায় গুলো জেনে নিতে পারবেন।

আমাদের দেওয়া পদ্ধতি গুরোর মধ্যমে যেকোনো একটি উপায় অনুসরণ করে, মোবাইলের আইএমইআই নাম্বার বের করে নিতে পারবেন।

বর্তমান সময়ে এন্ড্রয়েড মোবাইলের IMEI নাম্বারটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই নাম্বারটি থেকে জানা যায় মোবাইলটি বৈধ কিনা।

IMEI কোড দিয়ে মোবাইল নাম্বার চেক করার উপায়
IMEI কোড দিয়ে মোবাইল নাম্বার চেক করার উপায়

আর সব থেকে মজার বিষয় হচ্ছে আপনার মোবাইল যদি কোন কারণে হারিয়ে যাই। তখন আপনারা IMEI নাম্বার অনুসরণ করে মোবাইলটি খুঁজে পেতে পারবেন।

তো আপনি যদি IMEI কোড দিয়ে মোবাইল নাম্বার চেক করার উপায় জানতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষপ্রান্ত মনোযোগ সহকারে পড়ুন।

IMEI নাম্বার কি?

IMEI এর পূর্ণরূপ- International Mobile Equipment Identity. উক্ত IMEI প্রতিটি মোবাইল ডিভাইসের জন্যে একটি সংখ্যা সংখ্যাসূচক আইডেন্টিটি।

[wp_show_posts id=”3303″]

এজন্য প্রতিটি IMEI নাম্বার অন্য তথা একটি আরেকটি থেকে আলাদা। মোটকথা IMEI সংখ্যাটি মোবাইলের পরিচয় বহন করে।

IMEI নাম্বার দিয়ে কি হয় ?

IMEI একটি মোবাইল ডিভাইসের কমপ্লিট আইডেন্টিটি। আপনি মনে করুন আপনার মোবাইল হারিয়ে গেছে। এখন আপনি বিভিন্ন অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র IMEI দিয়ে মোবাইলটি ট্র্যাক করতে পারবেন।

[wp_show_posts id=”3303″]

আবার আপনি যদি আপনার হারিয়ে যাওয়া মোবাইল এর জন্য থানায় অভিযোগ করতে চান তারা আপনার কাছে অবশ্যই IMEI নাম্বার চাইবে এবং তা দিয়ে, আপনার মোবাইলটি ট্র্যাক করতে পারবে।

বর্তমান সময়ে অনেক অবৈধ মোবাইল ফোন আছে যেমন- আইফোনে IMEI নাম্বার থাকে না। আবার অনেক নকল মোবাইলে, খারাপ বা করাপ্টেড IMEI নাম্বার দেওয়া থাকে।

তাই আপনার মোবাইল আসল কিনা কিংবা IMEI নাম্বার ভ্যালিড কিনা তা জানতে, আপনারা অনলাইনের মাধ্যমে, সহজেই জানতে পারবেন শুধুমাত্র একটি ওয়েবসাইট ভিজিট করে। আর সেই ওয়েবসাইটটি হচ্ছে- https://www.imei.info

এখন একটি কথা অবশ্যই মনে রাখবেন যে মোবাইলে IMEI নেই কিংবা করাপ্টেড IMEI এর মানে সেই মোবাইল নকল। যেকোনো মোবাইল কেনার আগে অবশ্যই IMEI চেক করে কিনবেন।

[wp_show_posts id=”3303″]

বর্তমান সময়ে আইফোন বা স্বামীর মত ওয়েবসাইটে তাদের ডিভাইসের IMEI ভেরিফাই করার অপশন দেওয়া থাকে। তাই মোবাইল কিনার আগে IMEI ভেরিফাই করে আসলটা কিনবেন।

যেকোন মোবাইলে IMEI (আইএমইআই) নাম্বার চেক ?

আমাদের এই আর্টিকেলে মোবাইলের, IMEI নাম্বার চেক করার কিছু পদক্ষেপ প্রস্তুত করা হয়েছে আপনার মোবাইলটা যদি ফিচার ফোন হয়ে থাকে তাহলে, আপনারা সহজেই IMEI নাম্বার বের করতে পারবেন।

আর যদি আপনার মোবাইলটি স্মার্ট হয়ে থাকে। তাহলে আপনি সব গুলো অনুসরণ করে, আপনার মোবাইলের IMEI নাম্বার চেক করতে পারবেন।

আপনি যদি যেকোনো মোবাইলের IMEI নাম্বার চেক করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

পদক্ষেপ- ১ : 

ফিচার যুক্ত এবং সকল মোবাইল IMEI নাম্বার চেক করার নিয়ম। IMEI নাম্বার চেক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল অ্যাপ্লিকেশনে প্রবেশ করুন।

তারপর সেখানে টাইপ করুন- *#06#, নাম্বারটি টাইপ করার সাথে সাথে একটি পপআপ উইন্ডো চালু হবে। সে পপআপ উইন্ডো তে আপনি আপনার মোবাইলের IMEI নাম্বারটি দেখতে পারবেন।

[wp_show_posts id=”3306″]

বন্ধুরা প্রথম পদক্ষেপটি আপনি সহজে বুঝতে পেরেছেন। যে শুধুমাত্র আপনার মোবাইলে ডায়াল প্যাড এ গিয়ে চারটি অক্ষর টাইপ করলি আইএমইআই নাম্বার জেনে নিতে পারবেন খুব সহজে।

পদক্ষেপ- ২ :

স্মার্ট ফোন IMEI  চেক করার নিয়ম। প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। তারপর অ্যাবাউট ফোনে প্রবেশ করতে হবে।

এবাউট অপশনে যাওয়ার পরে সেখানে, স্ট্যাটাস অপশন দেখতে পাবেন। সেখানে সরাসরি ক্লিক করে দিবেন। স্ট্যাটাস অপশনে ক্লিক করার পরে আপনাকে নতুন একটি ইন্টারফেস দেওয়া হবে সেখানে আপনি, IMEI  ইনফর্মেশন অপশন দেখতে পারবেন।

[wp_show_posts id=”3308″]

সেখানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার মোবাইলের IMEI  নম্বরটি দেখতে পারবেন। আইফোন ইউজার’রা Settings> General> About এ প্রবেশ করে, IMEI নম্বরটি দেখতে পারবেন।

আপনার মোবাইলের বক্স এবং ওয়ারেন্টি কার্ড আপনি IMEI নাম্বারটি খুঁজে পাবেন। যাইহোক যেখান থেকে দেখুন না কেন অবশ্যই নাম্বারটি লোড করে রাখবেন।

IMEI নাম্বারটা যদি আপনার কাছে সংরক্ষিত থাকে তাহলে যদি কোন সময় আপনার মোবাইল টি হারিয়ে যায়। তাহলে আর কোন চিন্তা করতে হবে না। সহজেই নাম্বার টি ব্যবহার করে মোবাইলটি পুনরুদ্ধার করতে পারবেন।

তো বন্ধুরা আপনারা IMEI কোড দিয়ে মোবাইল নাম্বার চেক করার উপায় সম্পর্কে জানতে পারলেন। আপনার যদি IMEI নাম্বারটির জানা থাকে তাহলে অবশ্যই যেকোন মোবাইলে নাম্বার চেক করে নিতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই পোস্টে আপনার সাথে আলোচনা করা হলো, IMEI কোড দিয়ে মোবাইল নাম্বার চেক করার উপায়। এবং IMEI নাম্বার বের করার সহজ উপায় সম্পর্কে।

আপনি যদি আমাদের আর্টিকেলটি পড়ে উপকৃত হন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বিশেষ করে, আপনার বন্ধুদেরকে এ বিষয়ে জানাতে অবশ্য একটি সোশ্যাল মিডিয়ার শেয়ার করে দিবেন।

এছাড়া, আপনি যদি আমাদের এই ওয়েবসাইট থেকে নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে চান তাহলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment