নতুন নিয়মে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম । জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম: আমাদের বিভিন্ন সময়ে জাতীয় পরিচয় পত্র চেক করার প্রয়োজন হয়ে পড়ে। এবং অনেকেই রয়েছেন যারা এনআইডি কার্ড এখনো পাননি তাদের জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার প্রয়োজন হয়। এক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।

আজকে আমি এমন একটি ট্রিকস শেয়ার করব যেভাবে আপনি চাইলেই নিজেই নিজের ভোটার আইডি কার্ড চেক / Nid Card Check করে দেখতে পারবেন।  তাও আবার ছবিসহ সকল তথ্য দেখা যাবে। এমনকি এ সকল তথ্য এনআইডি অনলাইন কপি হিসেবেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম। নতুন নিয়মে
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম। নতুন নিয়মে

কেন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা প্রয়োজন হয়?

অনেক নতুন ভোটার রয়েছেন যারা নির্বাচন অফিসের বারবার গিয়েও তাদের এনআইডি কার্ড পাচ্ছেন না। তারা চাইলে নতুন নিয়মে জাতীয় পরিচয় পত্র চেক করে তাদের জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে নিতে পারবেন। NID Card check Online.

Read More: Bangladesh National ID card check online

কেননা নির্বাচন কমিশন বর্তমানে প্রত্যেক ভোটারের তথ্য গুলো অনলাইনে আপলোড করে রেখেছে। চাইলে একজন নাগরিক তার ভোটার তথ্য বা এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে।

এক্ষেত্রে আবার কিছু প্রতিবন্ধকতা বা রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়ে থাকে। যেমন যে ব্যক্তির ভোটার আইডি কার্ড চেক করতে চাচ্ছেন তাকে উপস্থিত থাকতে হবে।

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম এতটাই সহজ যে, নতুন ভোটার এবং পুরাতন ভোটার সব ধরণের ভোটারই তাদের  Nid Card Check করতে নিতে পারবে। অনলাইন থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে এখন আর অনলাইন কপি দেয়া হয় না।

কারণ তারা প্রায় প্রত্যেকটি ভোটারের হাতে Nid Card / ভোটার আইডি কার্ড তুলে দিয়েছে এবং দিচ্ছে। যারা ভোটার আইডি কার্ড পায়নি তারা সবাই নতুন এবং আন্ডারএজ ভোটার বিধায় অনলাইন সিস্টেম থেকে নতুন ভোটারদের Nid Card Download করার সুযোগ দেয়া আছে।

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

যারা নতুন ভোটার হয়েছেন তারা এনআইডি সারোয়ার কোভিদ ডাউনলোড করতে পারেন খুব সহজেই এনআইডি কার্ড আকারে। কিন্তু যারা পুরাতন ভোটার/ইতিপূর্বে ভোটার আইডি কার্ড পেয়েছেন তারা কিন্তু চাইলেও ফ্রিতে এনআইডি সার্ভার কবি ডাউনলোড করতে পারে না।

তবে 21 টাকা ফি পরিশোধ করার মাধ্যমে নতুন বা পুরাতন সবাই এনআইডি সার্ভার কপি ডাউনলোড/ NID Server Copy করে নিতে পারবেন খুব সহজেই আমাদের এই নিয়মটি ফলো করে।

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম নতুন নিয়মে

  • নতুন নিয়মে কিভাবে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করবেন নিচের স্টেপ টি ফলো করুন:
  • প্রথমে আপনাদেরকে একটি নতুন বাজার ওপেন করতে হবে।
  • অতঃপর সেখানে সার্চ করতে হবে https://prottoyon.gov.bd/
  • অতঃপর ফ্রি রেজিস্ট্রেশন এ ক্লিক করে নাগরিক সিলেক্ট করতে হবে। নিচের মত একটি ফ্রম চলে আসবে।
NID Online Copy Download
NID Online Copy Download
  • অতঃপর এখানে আপনার এনআইডি নম্বর জন্মতারিখ এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে ফেলুন।
  • নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি পাসওয়ার্ড পাবেন।
  • আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • লগিন করা হয়ে গেলে লগিন পেজ থেকে বাম পাশে এনআইডি কার্ড প্রিন্ট অপশনে ক্লিক করুন।
  • নিচের পেজটি লক্ষ করুন>>

nid card online copy download

  • এখন এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করুন।
  • অতঃপর সার্ভার আপনাকে 21 টাকা ভ্যাট সহ 23 টাকা পে করতে বলবে টাকাটি পেমেন্ট করে দিলেই প্রিন্ট অপশন চলে আসবে। পেমেন্ট অপশনে ক্লিক করে একটি ভুল নম্বর দেবেন। এবং পেমেন্ট করার ট্রাই করবেন।

নিচের ইমেজ টি দেখুন-

জাতীয় পরিজচয় পত্র ডাউনলোড
জাতীয় পরিজচয় পত্র ডাউনলোড
  • যখন পেমেন্ট না হবে তখন আপনার দেশগুলো ফিরে গিয়ে, “জাতীয় পরিচয় পত্রের আবেদন সমূহ” ট্যাব ক্লিক করবেন।
  • সেখানে আপনার জাতীয় পরিচয় পত্রের আবেদন এর লিস্ট দেখতে পাবেন এবং নিচে প্রিন্ট করুন একটি বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনার জাতীয় পরিচয় পত্র ডাউনলোড হয়ে যাবে।

নিচের ইমেজ টি দেখুন।

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন।

ডাউনলো করা পর নিচের মতে কপি দেখতে পাবেন>>

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড
জাতীয় পরিচয়পত্র ডাউনলোড

নতুন নিয়মে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম

এছাড়াও আপনি চাইলে অন্য আরেকটি নিয়মে আপনার জাতীয় পরিচয় পত্র টি চেক করে নিতে পারেন। Online national ID card check Bangladesh.

জমি জমা সংক্রান্ত কাজে Nid Card / ভোটার আইডি কার্ড প্রয়োজন হয় এবং তারা অনলাইনে করে নেয়। সেখানে একটি নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র চেক করা যায় ছবি সহ।

আমরা ভুমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইট land.gov.bd ব্যবহার করে আমাদের করে নিতে পারবো এনআইডি ডাটাবেজ থেকে। সেই সাথে ভোটারের যাচাইকৃত তথ্যের স্ক্রীনশর্ট নিয়ে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি হিসেবেও নানা কাজে ব্যবহার করা যাবে।

ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে/  বা ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে  প্রথমে land.gov.bd সাইট এ প্রবেশ করুন। তাহলে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার নাগরিক নিবন্ধন পেজে নিয়ে যাবে। এবং নিচের ছবির মত একটি ফরম দেখা যাবে।

ছবি সহ জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
ছবি সহ জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম

❖ এই ফরমে প্রথমে মোবাইল নম্বর লিখতে হবে। যেকোন একটি মোবাইল নম্বর দিলেই হবে।
❖ জাতীয় পরিচয় পত্র ঘরে ১৭ সংখ্যা বা ১০ সংখ্যার এনআইডি নম্বর দিতে হবে হবে।
❖ জন্ম তারিখের ঘরে ভোটারের জন্ম তারিখ লিখতে হবে (মাস/দিন/বছর)।
❖ তারপর পরবর্তী পদক্ষেপ এ ক্লিক করলেই ভোটার তথ্য যাচাই হয়ে যাবে আর কিছু করা লাগবে না।

এনআইডির সার্ভার থেকে ভোটারের ডাটা লোড হয়ে অটোমেটিক আপনার সামনে আসবে। উপরে লেখা থাকবে জাতীয় পরিচয়পত্রের তথ্য। তার নিচে ভোটারের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং ছবি থাকবে।

নতুন নিয়মে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
নতুন নিয়মে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম

কিছুদিন আগেও নির্বাচন অফিসের ওয়েবসাইট থেকে / ভোটার আইডি কার্ড চেক করা যেত। কিন্ত সেখানে ছবিসহ তথ্য দেখা যেত না এবং বর্তমানে সে অপশনটিও বন্ধ করে দেয়া হয়েছে।

কেবলমাত্র Nid Service এর সাইটে রেজিস্ট্রেশন করার পরই ভোটার তথ্য দেখা যায় এবং নতুন ভোটারদের Nid Card Download করা যায়।

ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইট ব্যবহার করে যে কেউ অনলাইন থেকে নিজেই নিজের / ভোটার আইডি কার্ড চেক করে করে দেখতে পারবে।
যদিও একজন ভোটারের সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ তথ্য এখানে নেই। তবুও যতটুকু তথ্যই পাওয়া যাচ্ছে তা সম্পূর্ণ সঠিক তথ্য। অনলাইন থেকে লেখাটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো। ধন্যবাদ..!

NID Online Copy Download Video Guide


সর্বপরি:

আপনি যদি এই নিয়মটি ফলো করেন তাহলে অবশ্যই আপনি জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন এবং একটি অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। আপনাদের যদি কোনরকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কি সমস্যা হয়েছে সেটাও বলতে বলবেন না।

আমাদের দিয়া নিয়ম অনুযায়ী যদি আপনার অনলাইন কপি ডাউনলোড করতে পারেন তাহল অবশ্যই কমেন্ট করে অন্যদের অনুপ্রেরণা দেবেন ধন্যবাদ।

Leave a Comment