গুগল ক্রোম ব্রাউজারের সেরা টিপস এন্ড ট্রিকস

গুগল ক্রোম ব্রাউজারের সেরা টিপস-এন্ড-ট্রিকস : বর্তমান সময়ে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য। আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকে।

তার কারণ হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার অনেক ফাস্ট এবং কিছু বিশেষ ফাংশন এখানে আছে। সহজভাবে বলতে গেলে যখন কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার কথা চলে আসে। তখনই গুগল ক্রোম ব্রাউজার সবার কাছে জনপ্রিয়।

গুগল ক্রোম ব্রাউজারের সেরা টিপস এন্ড ট্রিকস
গুগল ক্রোম ব্রাউজারের সেরা টিপস এন্ড ট্রিকস

গুগল ক্রোম ব্রাউজার কে 2008 সালে গুগোল দ্বারা মার্কেটিং শুরু করা হয়। সকল প্রকার ইন্টারনেট ব্রাউজার এর মধ্যে ব্রাউজার সবথেকে বেশি ইউজার ফ্রেন্ডলি।

বর্তমান সময়ে দেশে বিদেশের অনেক জায়গায় থেকে গুগল ক্রোম ব্রাউজার অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। বর্তমান সময়ে অনলাইন জগতে সবথেকে জনপ্রিয় ও সেরা ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত হয়েছে গুগল ক্রোম ব্রাউজার।

তার জন্য আমাদের আর্টিকেলে আপনাদের জানিয়ে দেবো। গুগল ক্রোম ব্রাউজারের সে লুকিয়ে থাকা এবং অজানা টিপস-এন্ড-ট্রিকস এর বিষয়ে যেগুলো অনেক সহজে আপনি ব্যবহার করতে পারবেন।

[wp_show_posts id=”3308″]

আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারের টিপস-এন্ড-ট্রিকস সম্পর্কে জানতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

গুগল ক্রোম ব্রাউজারের সেরা ৭ টিপস এন্ড ট্রিকস

গুগল ক্রোম ব্রাউজার এমন একটি ফাংশন লুকিয়ে আছে যেগুলোর বিষয়ে অনেকেই জানেনা। সে ফিচারগুলো মধ্যে যেগুলো আমি জানি সেগুলোর ভেতরে নিয়ে আপনাকে জানাবো।

এ সকল টিপস টিউটরিয়াল গুলোর মধ্যে এমন অনেক ফিচার আছে। যেগুলো ক্রোম ব্রাউজার ব্যাবহার করে। আপনারা অভিজ্ঞতা আরো অনেক সহজ ও সরল করে নিতে পারবেন।

গুগল ক্রোম ব্রাউজারের এই টিপস অ্যান্টিক আপনারা ক্রোম ডেস্কটপ ভার্শনে ব্যবহার করার সুযোগ পাবেন। আমরা যে টিপস গুলো দেখাবো এগুলো আপনারা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন না।

[wp_show_posts id=”3306″]

তো চলুন জেনে নেয়া যাক। গুগল ক্রোম ব্রাউজারের সেরা টিপস এন্ড ট্রিকস সম্পর্কে।

01. গেম (Game) খেলার ফিচার

আপনি হয়তো গুগল ক্রোমের এই ফিচারটির বিষয়ে অবশ্যই জানেন না। আপনারা নিজের ক্রোম ব্রাউজারে গেম খেলতে পারবেন ইন্টারনেট কানেকশন না থাকা অবস্থায়।

কথাটি শুনে অবাক লাগলেও সত্যি। আপনি যদি কম্পিউটারে ইন্টারনেট কানেকশন করা না থাকে। সে সময় আপনি যদি ব্রাউজারে কোন ওয়েবসাইট এর নাম লিখে সার্চ করেন তাহলে No ইন্টারনেট নামে একটি পেজ দেখানো হবে।

পেজের উপরে একটি dinosaur  ছবি দেখতে পারবেন। যখন আপনি আপনার কম্পিউটারের কীবোর্ড এ স্পেস বাড়ে ক্লিক করবেন তখন গুগল ক্রোম সেই গেমটি চালু করে দেবে।

ভালভাবে জানার জন্য, আপনারা প্র্যাকটিস করতে পারেন। আসলে অনেক সময় কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করে, ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়।

তাই আপনার ইন্টারনেট কানেকশন আবার চলে আসার আগ পর্যন্ত। আপনার মনোরঞ্জনের জন্য গেম খেলার এর ফিচার গুগল ক্রোম ব্রাউজারে দেয়া রয়েছে।

02. স্টার্টআপে একাধিক পেজ খুলুন

আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে স্টার্টআপ অপশন সেট করতে চান? তাহলে সেটাও সম্ভব। ক্রোম ব্রাউজার কম্পিউটার ওপেন করার সাথে সাথে আপনি কিছু সেট করা বা নির্দিষ্ট ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে খুলতে চান। তাহলে এটি সাধারণ অপশন তারা সেটা সম্ভব।

[wp_show_posts id=”3308″]

সবার আগে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে ডান পাশে থাকা 3 আইকনে ক্লিক করবেন তারপর সেখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিবেন।

এছাড়া ক্রোম সেটিং এ যাওয়ার জন্য আপনার ব্রাউজারের ইউ আর এল বক্স এ Chrome://Settings/ লিখে কিবোর্ড এ এন্টার প্রেস করবেন।

তারপর সেটিং অপশনে গিয়ে সবার নিচে আপনারা On startup নামে অপশন দেখতে পারবেন। তারপর সেখানে আপনারা 3 নাম্বার অপশন টি সিলেট করে দিবেন যেমন- Open a specific page or set of pages. তারপর আপনারা সহজেই স্টার্টআপ ব্যবহার করে পেজ খুলতে পারবেন।

এ কাজটি করার ফলে আপনারা সহজেই গুগল ক্রোম ব্রাউজারে আপনার পছন্দমত ওয়েবসাইট গুলো যুক্ত করে রাখতে পারবেন। যা আপনার কাজ করতে অনেক সুবিধা হবে।

03. সম্প্রতি বন্ধ হওয়া ট্যাব গুলো আবার খুলুন

আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার সময় ব্রাউজারে বন্ধ করার tab-এ বার ফিরে আনতে চাই। মনে করুন আপনি কিছু একটা লিখে পরে ছিলেন কোন ওয়েবসাইটে এবং হঠাৎ ভুলে আপনি সেটা একটি ক্লোজ করে দিয়েছিলেন।

[wp_show_posts id=”3303″]

এখন ভুল হোক বা বুঝেশুনে হোক আপনি যদি আবার সেটা ফিরিয়ে আনতে চান সেটাও কিন্তু সম্ভব। তার জন্য গুগল ক্রোম চালু করে আপনার কীবোর্ড থেকে শর্টকাট Ctrl+shift+T ব্যবহার করবেন তাহলে বন্ধ হওয়া ট্যাপটি আবার পুনরায় খুলতে পারবেন।

04. ক্রোমে গোপন মোড চালু করুন

গুগল ক্রোম ব্রাউজারে, Incognito window নামে একটি অপশন দেওয়া রয়েছে। সে অপশনটি ব্যবহার করে আপনি কি নতুন ব্রাউজার উইন্ডো চালু করে সেখানে আপনি গোপনে ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।

যার ফলে আপনার গুগল ক্রোম ব্রাউজারে কোন হিস্টোরী থাকবে না। তার জন্য আপনারা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে উপরে 3 ডট আইকনে ক্লিক করে, Incognito window অপশন পেয়ে যাবেন।

সেখানে ক্লিক করলেই কাজ হবে। আর আপনি যদি নিজের কিবোর্ড থেকে ক্রমে গোপন মোড চালু করতে চান তাহলে আপনাকে শর্টকাট টাইপ করতে হবে- Ctrl+Shift+N.

05. নেভিগেট/ট্যাবের মধ্যে সুইচ করুন

গুগল ক্রোম ব্রাউজারে কাজ করার সময় আমরা একসাথে অনেকগুলো টেপ খুলে আলাদা আলাদা ওয়েবসাইট ব্রাউজার ব্যবহার করি।

সে ক্ষেত্রে বারবার আলাদা আলাদা ট্যাবে বা ট্যাবের ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের মাউস ব্যবহার করে, ট্যাবে ক্লিক করার দরকার পড়ে।

তাই আপনি যদি অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করার সময় অনেকগুলো ট্যাপ খুলে রাখেন। সেক্ষেত্রে আপনার সময় নষ্ট করে, মাউস ধরে ক্লিক করতে হবে না। আপনারা সরাসরি কিবোর্ড ব্যবহার করে, শর্টকাট Ctrl+Tab ক্লিক করলে অটোমেটিকলি আলাদা আলাদা ট্যাবে যেতে পারবেন।

06. গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করুন

আপনারা অনেকেই ব্রাউজার এক্সটেনশন কি এ বিষয়ে জানেন না। ব্রাউজার এক্সটেনশন হচ্ছে, এখানে অনেকগুলো প্লাগিন একসাথে ব্যবহার করা যায় এটি শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারের সম্ভব।

গুগল ক্রোম ব্রাউজারে আপনারা অসংখ্য এক্সটেনশন ফ্রিতে পেয়ে যাবেন। যেগুলো আপনার জিমেইল একাউন্টে লগইন করতে পারবেন।

বিশেষ করে যারা ব্লগিং করেন। তারা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখেন সে সময় অনেকের টাইপিং স্পিড দুর্বল হওয়ার ফলে। তারা ভয়েস ইন ভয়েস টাইপিং গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে পারেন।

[wp_show_posts id=”3303″]

এরকমভাবে আপনারা অসংখ্য পরিমাণের, গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র জিমেইল একাউন্ট কানেক্ট করে।

07. গুগল ক্রোম ব্রাউজারের থিম পরিবর্তন

আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে দেখতে পারবেন, গুগল ক্রোম ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দেওয়া রয়েছে।

আপনি যদি সে কালার টি পরিবর্তন করে আপনার ব্যক্তিগত ছবি এবং গুগল ক্রোম ব্রাউজারে বিভিন্ন থিম ব্যবহার করতে চান। তাহলে সহজেই পরিবর্তন করতে পারবেন।

গুগল ক্রোম ব্রাউজার background-image পরিবর্তন করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজার চালু করতে হবে। তারপর ব্রাউজার অপেন করা হয়ে গেলে সবার নিচের ডান পাশে কাস্টমাইজ ক্রোম লেখা অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করতে হবে।

তারপর আপনার সামনে অসংখ্য পরিমাণের ব্রাউজার থিম চলে আসবে আপনার পছন্দমত যেকোনো একটি ক্লিক করে দিলেই সেটি ব্যাকগ্রাউন্ড হিসেবে যুক্ত হয়ে যাবে।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার হলো গুগল ক্রোম ব্রাউজারের সেরা 7 টি টিপস এন্ড ট্রিকস সম্পর্কে।

আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে এই সুবিধাগুলো ভোগ করতে চান। তাহলে আমাদের দেওয়া তথ্য মত কাজ করুন।

আমাদের আজকের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে নতুন নতুন আর্টিকেল পড়তে চান। অবশ্যই নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment