কম্পিউটার হার্ডওয়্যার কি ? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি : আপনি যদি কম্পিউটার নিয়ে কাজ করেন তবে কম্পিউটার হার্ডওয়ার এর কথা অবশ্যই শোনেছেন।
আমরা জানি কম্পিউটারের প্রতিটি অংশকে হলো হার্ডওয়্যার। কম্পিউটারে যদি কোন হার্ডওয়্যার না থাকে তবে কম্পিউটার দিয়ে কোন কাজ করা সম্ভব না।
আপনি যদি কম্পিউটার হার্ডওয়্যার এর বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তবে আমাদের এই আর্টিকেল এর লেখা গুলো মনযোগ দিয়ে পড়ুন।
আমরা আপনাকে এখানে জানাবো কম্পিউটারের হার্ডওয়্যার কি? হার্ডওয়ারের নাম, হার্ডওয়ার কত প্রকার এবং কি কি? হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি? এই সকল তথ্য জানতে নিচে দেওয়া তথ্য গুলো ধাপে ধাপে দেখুন।
কম্পিউটার হার্ডওয়্যার কি ?
কম্পিউটা যে সকল অংশ গুলো চোখ দিয়ে দেখতে পারি এবং হাতের স্পর্শ করতে পারি তাকেই এক কথায় হার্ডওয়্যার বলে।
আপনি যদি উক্ত কথা না বোঝতে পারেন তবে আপনাকে সহজ ভাবে বলছি কম্পিউটার এর হার্ডওয়্যার বলতে বুঝায় কম্পিউটারের সিপিইউ, মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্কেনার, মাইক্রোফোন, ক্যামেরা ইত্যাদি যন্ত্র গুলোকেই কম্পিউটারের হার্ডওয়্যার বলা হয়।
মোট কথা কম্পিউটারে যে সকল প্রেক্টিকেল অংশ গুলো আমরা চোখে দেখতে পারি এবং স্পর্শ করতে পারি সেই সকল অংশই হচ্ছে হার্ডওয়্যার।
আমরা যে সকল হার্ডওয়্যারের কথা আপনাকে বললাম সে গুলো কম্পিউটারে বিভিন্ন ধনের কাজ করে থাকে।
উক্ত হার্ডওয়্যার গুলো কাজ করার জন্য সাপোর্ট দিয়ে থাকে কম্পিউটারের সফটওয়্যার গুলো।
কম্পিউটার হার্ডওয়্যার কাকে বলে ?
কম্পিউটারের অনেক কাজ করার সময় যে সকল প্রয়োজনীয় ডিভাইস গুলো ব্যবহার করতে হয় সেগুলোকে হার্ডওয়ার বলে।
আমরা জানি কম্পিউটার একটি ছোট বিন্দু থেকে শুরু করে কম্পিউটারের মনিটর, কিবোর্ড, মাউস থেকে শুরু করে ইত্যাদি ডিভাইস গুলোর উপর কাজ করার জন্য ব্যবহার করা হয়। এ সকল ডিভাইস গুলো কম্পিউটার এর হার্ডওয়্যার অংশ হিসেবে পরিচিত।
কম্পিউটার প্রতিটি কাজ সফটওয়্যারের সাহায্যে করে থাকে। কিন্তু আপনার যদি কম্পিউটার হার্ডওয়্যার না থাকে তবে সফটওয়্যার ব্যবহার করার মতো জায়গায় থাকবে না।
তাই কম্পিউটারের সফটওয়্যার গুলোকে সঠিক ভাবে কাজ করানোর জন্য যে জিনিস গুলো প্রয়োজন হয় সে গুলোই হচ্ছে হার্ডওয়্যার।
হার্ডওয়্যার কত প্রকার ও কি কি ?
আমরা কম্পিউটারে যে সকল হার্ডওয়্যার গুলো নিয়ে কাজ করি সেই সকল হার্ডওয়ার এর অবস্থান অনুযায়ী কম্পিউটার হার্ডওয়্যার কে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন-
১। Internal
২। External
Internal হার্ডওয়্যার গুলো হচ্ছে কম্পিউটার এর ভেতরে থাকে আর অন্যটি হলো External হার্ডওয়্যার যা কম্পিউটারের বাহিরে থাকে।
Internal হার্ডওয়ার এর ভেতরের অংশ :
আমরা জানি কম্পিউটারের ভেতরে অনেক যন্ত্রাংশ থাকে সেগুলোর মধ্যে ইন্টার্নাল কিছু হার্ডওয়ার রয়েছে সেগুলোর নাম :
- কন্ট্রোল প্রসেসিং ইউনিট সি.পি.ইউ
- মাদারবোর্ড
- র্যাম [ রেনডম এক্সেস মেমোরি]
- রম [ রেড অনলি মেমোরি]
- হার্ড ড্রাইভ
- পাওয়ার সাপ্লাই ইউনিট
- নেটওয়ার্ক কার্ড
- এসএসডি
- গ্রাফিক্স কার্ড
- কুলিং ফ্যান
অবশ্যই দেখুনঃ
- কম্পিউটারে টাইপিং স্পিড দ্রুত করার নিয়ম [বিস্তারিত এখানে]
- কম্পিউটার ভিডিও এডিটিং সফটওয়্যার | ভিডিও এডিটিং সফটওয়্যার free download
- ১৫ টি প্রয়োজনীয় এবং কাজের ওয়েবসাইট [বিস্তারিত এখানে]
External হার্ডওয়ার এর বাহিরের অংশ :
আমরা জানি কম্পিউটারের বাহিরে অনেকগুলো যন্ত্রাংশ রয়েছে সেগুলোর মধ্যে এক্সটার্নাল কিছু হার্ডওয়ার রয়েছে সেগুলোর নাম :
- মনিটর
- মাউস
- কিবোর্ড
- স্পিকার
- প্রিন্টার
- ইউএসবি
- ইত্যাদি
হার্ডওয়ার এর অংশ কয়টি ?
আমরা জানি কম্পিউটার ব্যবহার করার জন্য অনেকগুলো হার্ডওয়ার ব্যবহার করতে হয় যেগুলো ভেতরের হার্ডওয়ার রয়েছে এবং বাহিরের হার্ডওয়ারের রয়েছে।
তবে এর মধ্যে দুইটি হার্ডওয়ার এর অংশ যেমন- ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইস । ইনপুট হার্ডওয়ার কী? কম্পিউটারে ভেতরে প্রবেশ করানোর জন্য যেসকল ডিভাইস ব্যবহার করা হয় সে সকল ডিভাইসকে ইনপুট ডিভাইস বলা হয়।
যেমন ইনপুট ডিভাইস গুলোর নাম: মাউস কিবোর্ড স্ক্যানার মাইক্রোফোন ইত্যাদি এসকল ইনপুট ডিভাইস বলা হয়।
আউটপুট হার্ডওয়ার কী? কম্পিউটারের বাহিরে যে সকল যন্ত্রাংশ ব্যবহার করা হয়, এবং ইনপুট হিসেবে কাজ করার পর যে জিনিস গুলো আমরা ডিভাইস গুলোর মাধ্যমে পেয়ে থাকে সে গুলোকে আউটপুট ডিভাইস বলা হয় যেমন: মনিটর হেডফোন প্রজেক্টর প্রিন্টার সাউন্ডবক্স ইত্যাদি।
হার্ডওয়ার এর কাজ কি?
আমরা জানি কোন কম্পিউটার ব্যবহার করার জন্য প্রথমে হার্ডওয়ার্ক গুলো প্রয়োজন হয় সেগুলোর নাম আমরা ইতোমধ্যে আপনাকে জানিয়েছি আপনি যদি না বুঝে থাকেন তবে উপরের অংশ গুলো আবার পড়ে নিতে পারেন।
এখন আমরা আপনাকে জানাবো হার্ডওয়ার মূলত কি কাজ করে। প্রথমত বলতে গেলে হার্ডওয়ার ডিভাইসের সাহায্যে কম্পিউটারের ইনপুট দেয়া হয়। আউটপুট ডিভাইসের সাহায্যে কম্পিউটার থেকে আউটপুট নেওয়া এবং ইউজারকে দেওয়া হয়।
কম্পিউটারের প্রসেসিং ডিভাইস এর সাহায্যে কোন ডাটা কে প্রসেস করা হয়। কম্পিউটারের স্টোরেজঃ ডিভাইসের সাহায্যে কোন ডাটা স্টোর করে বা সংরক্ষণ করে রাখা হয়।
কম্পিউটারের সফটওয়্যার কে নিজের কাজ করা সুযোগ প্রদান করে দেয়া হয় যার সাহায্যে আপনি কম্পিউটারে যে সকল কাজ করতে চান সেই কাজগুলো সফটওয়্যার মাধ্যমে সম্পাদন করতে পারে।
আমি আশা করি আপনি আমাদের আলোচনায় বুঝতে পেরেছেন হার্ডওয়ার কি এবং হার্ডওয়ার কাকে বলে হার্ডওয়ার কত প্রকার ও কি কি।
শেষ কথাঃ
আমরা আশা করে যে উপরের আলোচনা থেকে কম্পিউটার হার্ডওয়ার কি কম্পিউটার হার্ডওয়ার কাকে বলে ও কত প্রকার এ সকল বিষয়ের উপর বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
আপনার মনে যদি হার্ডওয়্যার সম্পর্কে কোন প্রশ্ন জাগে তবে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
ট্যাগ: কম্পিউটার হার্ডওয়্যার কি ? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি রেজাল্ট কম্পিউটার হার্ডওয়্যার কি ? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি কম্পিউটার হার্ডওয়্যার কি ? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি কম্পিউটার হার্ডওয়্যার কি ? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি কম্পিউটার হার্ডওয়্যার কি ? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি
আমাদের এই পোস্ট আপনার ভালো লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন বিষয়ে তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ