বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায় : আমাদের এ পোস্টে আর আপনাকে জানাতে চাচ্ছি ভিসা ছাড়া যাওয়া যায় যেসব দেশে।
আপনি যদি আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত অনুসরণ করেন। তাহলে জানতে পারবেন যেসব দেশে যেতে লাগেনা কোন ভিসা।
বর্তমান সময়ে আমাদের মাঝে এমন অনেক লোক আছে। যারা ভিসা ছাড়া অন্য দেশে ভ্রমণ করতে আগ্রহী। আপনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে ভিসা ছাড়া অন্য কোন দেশে যেতে চান। তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
কারণ এই পোস্টে আমি আপনাকে এমন একটি তালিকা দেখাব যে, তালিকা থেকে আপনি জেনে নিতে পারবেন। বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
বাংলাদেশ থেকে ভিসা ছাড়া অন্য কোনো দেশে যাওয়ার বিষয়টি আসলে পাসপোর্ট এর র্যাংক এর উপর নির্ভর করে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই পাসপোর্ট এর রেংক কারা প্রদান করে।
এই প্রশ্নের উত্তরে আমরা বলব। ইন্টার্নেশনাল এয়ার ট্রানস্পর্ট অথরিটি এই র্যাংক প্রদান করেন। আর এই র্যাংক প্রতি বছর নতুন করে প্রবেশ করানো হয়।
আর সবথেকে জনপ্রিয় বিষয় হচ্ছে যে, আমাদের তালিকা অনুযায়ী বাংলাদেশ পাসপোর্ট এর র্যাংক হচ্ছে ৮৯ তম। যার ফলে, এখন আমরা ভিসা ছাড়াই বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারি।
বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়
অবাক করার মত বিষয় এই যে আমাদের বাংলাদেশের পাসপোর্ট গ্লোবাল র্যাংক অনুযায়ী হয়ে থাকে। একজন বাংলাদেশে বর্তমানে মোট 46 টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
আরও অবাক করার মত বিষয় হচ্ছে বর্তমান সময়ে দিনে 46 এর মধ্যে মোট 12 টি দেশ আছে। যে দেশ গুলোতে যেতে কোন প্রকার ভিসা করার প্রয়োজন হয় না।
তো চলুন আর সময় নষ্ট না করে জেনে নেয়া যাক। সে সকল দেশের সম্পর্কে যে, দেশ গুলোতে একজন বাংলাদেশের মানুষ কোন প্রকার ভিসা ছাড়াই যেতে পারবেন।
বাংলাদেশ পাসপোর্ট ধারীদের জন্য ভিসা ছাড়া দেশের তালিকা
আপনি যদি পাসপোর্ট থাকে তবে, আপনি সেই পাসপোর্ট এর মাধ্যমে বেশ কিছু দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। এসকল দেশগুলোকে বলা হয়ে থাকে ভিসা ফ্রি দেশ। তো চলুন এবার নিচের তালিকা থেকে সে সকল দেশের নাম জেনে নেয়া যাক।
যে দেশগুলোতে ভিসা ছাড়া শুধুমাত্র পাসপোর্ট থাকলেই যাওয়া যায় যেমন-
- বাহামা : ৯০ দিনের জন্য ভিসা ফ্রি
- বার্বাডোস : ১৮০ দিনের জন্য ভিসা ফ্রি
- ভুটান : ১৪ দিনের জন্য ভিসা ফ্রি
- ডোমিনিকা : ১৮০ দিনের জন্য ভিসা ফ্রি
- ফিজি : ১২০ দিনের জন্য ভিসা ফ্রি
- গাম্বিয়া : ৬০ দিনের জন্য ভিসা ফ্রি
- গ্রেনাডা : ৯০ দিনের জন্য ভিসা ফ্রি
- লেসোথো : ভিসা ফ্রি
- সেন্ট কিটস এবং নেভিস : ৯০ দিনের জন্য ভিসা ফ্রি
- ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস : ৩০ দিনের জন্য ভিসা ফ্রি
- টোবাগো : ভিসা ফ্রি
আপনি যদি এই এই গুলোতে যেতে চান। তাহলে বাংলাদেশে থাকে ভিসা ছাড়াই যেতে পারবেন। শুধুমাত্র পাসপোর্ট থাকতে হবে। তো আপনি যদি এই দেশগুলোতে ভ্রমণ করতে আগ্রহী থাকে। তাহলে আজও বাংলাদেশ থেকে শুধুমাত্র পাসপোর্ট নিয়ে চলে যেতে পারেন ফ্রিতে।
যে দেশে অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন ?
বর্তমানে এমন অনেক দেশ আছে। যে দেশ গুলোতে আপনি অন অ্যারাইভাল ভিসার মাধ্যমে যেতে পারবেন। মূলত আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন। এবং আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে।
তাহলে আপনি নিম্নোক্ত দেশগুলোতে কোন প্রকার ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। তো চলুন এবার তাহলে সেই দেশগুলোর নাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
অ্যাঙ্গোলা | আগমনের পূর্বে ভিসা |
বলিভিয়া | আগমনের ভিসা/e-Visa/৯০ দিন |
বুরুন্ডি | আগমনের ভিসা/৩০ দিন |
কম্বোডিয়া | ই-ভিসা/৩০ দিন |
কেপ ভার্দে | আগমনের ভিসা (EASE) |
কোমোরোস | আগমন/৪৫ দিন ভিসা |
কঙ্গো | ই-ভিসা/৯০ দিন |
জিবুতি | ই-ভিসা |
ইথিওপিয়া | ই-ভিসা |
গ্যাবন | ই-ভিসা |
গিনি | ই-ভিসা/ ৯০ দিন |
গিনি-বিসাউ | আগমনের ভিসা /e-Visa/৯০ দিন |
কেনিয়া | ই-ভিসা/৯০ দিন |
মাদাগাস্কার | আগমনের ভিসা / e-Visa/৯০ দিন |
মালাউই | ই-ভিসা/ ৯০ দিন |
মালদ্বীপ | আগমনের ভিসা/ ৩০ দিন |
নেপাল | আগমনের ভিসা/ ৯০ দিন |
নাইজেরিয়া | আগমনের পূর্বে ভিসা |
রুয়ান্ডা | আগমনের ভিসা/ই-ভিসা/৩০ দিন |
সামোয়া | আগমনের ভিসা/ ৬০ দিন |
সেশেলস | পর্যটক নিবন্ধন/ ৯০ দিন |
সিয়েরা লিওন | আগমনের ভিসা/ ৩০ দিন |
সোমালিয়া | আগমনের ভিসা/৩০ দিন |
দক্ষিণ সুদান | ই-ভিসা |
সুরিনাম | ই-ভিসা |
তিমুর-লেস্তে | আগমনের ভিসা/৩০ দিন |
টুভালু | আগমনের ভিসা/৩০ দিন |
উগান্ডা | ই-ভিসা |
উজবেকিস্তান | ই-ভিসা/ ৩০ দিন |
আপনারা উপরের শোকেজে দেশগুলোর নাম দেখতে পারছেন সেগুলোতে ভিসা ছাড়াই অ্যারাইভাল ভিসার মাধ্যমে যেতে পারবেন।
সে গুলোর তালিকা উপরে, উল্লেখ করা হয়েছে আশা করি এ তালিকা থেকে আপনি জেনে নিতে পারবেন যে বাংলাদেশ থেকে ভিসা ছাড়া কোন দেশে যাওয়া যায়।
- বাংলাদেশ থেকে মালয়েশিয়া ভিসা আবেদন করার নিয়ম
- দুবাই কাজের ভিসা ২০২৩ : দুবাই ভিসা
- ভিসা কি? কিভাবে ভিসা করতে হয় ২০২৩
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনি যদি বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমন করতে চান তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সবথেকে জনপ্রিয় বিষয়ে আজ আমরা আপনাকে জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
আপনি যদি বাংলাদেশ থেকে ভিসা ছাড়া বিভিন্ন দেশে যেতে চান। তাহলে উপরের তালিকা থেকে যেকোন একটা বেছে নিতে পারেন।
আর আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার পর আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বিষয়ে আপনার বন্ধুদের জানাতে অবশ্যই একটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।
বিশেষ করে আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে ভিসা সংক্রান্ত আরও যাবতীয় তথ্য পেতে চান। তাহলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।