স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচি’র শূন্য পদ গুলোতে বেকার জনবল নিয়োগ দেওয়ার জন্য বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নোক্ত ২৮ টি পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর এর চাকরির পদ গুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আপনার আগ্রহ ও যোগ্যতা থাকলে নিচে দেওয়া প্রকৃয়ার মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তর এর নতুন চাকরির সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত নিচে দেওয়া হল।

আমাদের এই এক্সপার্টজবস্.কম ওয়েবসাইটে আসার জন্য ধন্যবাদ। আমাদের এই সাইটে স্বাস্থ্য অধিদপ্তর এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল তথ্যাদি জানতে পারবেন। এছাড়া বাংলাদেশের সকল সরকারি বেসরকারি চাকরির খবর সমূহ পোস্ট করা হয়। আপনি যদি আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত চাকরির খবর পড়তে চান তবে আমাদের সাইট টি ভিজিট করুন।

১. পদের নাম : Training Coordinator

পদের সংখ্যা : ০১ টি।

২. পদের নাম : TB Preventive Therapy (TPT) Co-Coordinator

পদের সংখ্যা: ০১ টি।

৩. পদের নাম : District Surveillance

পদের সংখ্যা : ৬৪ টি।

৪. পদের নাম : Bio- Medical Engineer

পদের সংখ্যা : ০২ ‍টি।

৫. পদের নাম : M&E Officer

পদের সংখ্যা : ০৩ টি।

৬. পদের নাম : MIS Officer

পদের সংখ্যা : ০২ টি।

৭. পদের নাম : HR Officer

পদের সংখ্যা : ০১ টি।

৮. পদের নাম : Communication & Documentation Officer

পদের সংখ্যা : ০১ টি।

৯. পদের নাম : Program Organizer

পদের সংখ্যা : ১৬ টি।

১০. পদের নাম : Medical Technologist (LAB)

পদের সংখ্যা : ৩২০ টি।

১১. পদের নাম : Medical Technologist (Radiology)

পদের সংখ্যা : ৭৫ টি।

১২. পদের নাম : IT Assistant

পদের সংখ্যা : ০২ টি।

১৩. পদের নাম : MIS Assistant

পদের সংখ্যা : ০১ টি।

১৪. পদের নাম : Driver

পদের সংখ্যা : ০৪ টি।

১৫. পদের নাম : Electrician

পদের সংখ্যা : ০৫ টি।

১৬. পদের নাম : Lab Attendant

পদের সংখ্যা : ০৫ টি।

১৭. পদের নাম : Cleaner

পদের সংখ্যা : ০৫ টি।

১৮. পদের নাম : Delivery Assistant

পদের সংখ্যা : ০২ টি।

১৯. পদের নাম : M&E Expert

পদের সংখ্যা : ০১ টি।

২০. পদের নাম : Manager (KP Intervention)

পদের সংখ্যা : ০১ টি।

২১. পদের নাম : Accounts Officer

পদের সংখ্যা : ০১ টি।

২২. পদের নাম : Medical Officer

পদের সংখ্যা : ০৫ টি।

২৩. পদের নাম : Outreach Supervisor

পদের সংখ্যা : ০৫ টি।

২৪. পদের নাম : Asst. Manager (Prison Intervention)

পদের সংখ্যা : ০১ টি।

২৫. পদের নাম : Counselor (Prison Intervention)

পদের সংখ্যা : ০৬ টি।

২৬. পদের নাম : Medical Technologist (Lab) (Prison Intervention)

পদের সংখ্যা : ০৬ টি।

২৭. পদের নাম : Manager (Procurement & Supply Chain Management)

পদের সংখ্যা : ০১ টি।

২৮. পদের নাম : Accountant (Based In Prison Head Quarter)

পদের সংখ্যা : ০১ টি।

উক্ত স্বাস্থ্য অধিদপ্তর চাকরির আবেদন শর্তাবলী নিম্নরূপ :

০১ আগস্ট ২০২১ ইং তারিখে পদ ভিত্তিক বর্ণিত প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা হবে ১৮-৩০ বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ যোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র মৌখিক পরীক্ষার সময় করতে হবে।

প্রার্থীর যোগ্যতা যাচাই :

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুল তথ্য/জাল কাগজ পত্র প্রদর্শন হলে পরীক্ষায় উত্তীর্ণ যো কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজ পত্র মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির ০১ টি করে সত্যায়িত ফটোকপি প্রদর্শন করতে হবে যেমন :

(ক) অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের কপি।

(খ) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)

(গ) প্রার্থী যে ইউনিয়ন/ পৌরসভার বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ত্বের সনদপত্র দাখিল করতে হবে।

(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে।

(ঙ) ক্রমিক নং ১৪ এ বর্ণিত পদের প্রার্থীর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি প্রদর্শন করতে হবে।

(চ) জাতীয় পরিচয় পত্র এর সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে।

পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.mohfw.gov.bd ও www.dghs.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।

আবেদন করার পদ্ধতি : অনলাইনের মাধ্যমে http://ntp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। নিচের Apply লিংকে ক্লিক করে আবেদন ফরম সম্পুন্ন করুন।

Apply

ডাউনলোড করুন স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আবেদন শুরুর তারিখ : ২৭ জুলাই ২০২১ খ্রিঃ।
আবেদনের শেষ তারিখ : ১০ আগষ্ট ২০২১ খ্রিঃ।

পরিশেষ কথা :

উক্ত স্বাস্থ্য অধিদপ্তর চাকরির পুরো বিজ্ঞপ্তি আমাদের এই পেজের উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি উক্ত চাকরির বিস্তারিত শর্তাবলী পড়ার পড় পছন্দ মতো চাকরি মনে হয় তবে সময় নষ্ট না করে আজই আবেদন করতে পারবেন অনলাইন পদ্ধতির মাধ্যমে। আমাদের  এই ওয়েবসাইটে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।

Leave a Comment