রোবট কি ? রোবট এবং মানুষের মধ্যে পার্থক্য

রোবট কি : আমরা সকলে জানি বর্তমান বিশ্ব প্রযুক্তির ছোঁয়া লেগেছে। আর তাই পুরো পৃথিবীতে এখন বিভিন্ন প্রকার প্রযুক্তি সৃষ্টি হয়েছে।

আমরা এসকল প্রযুক্তির ফলে জীবন চলার পথে অনেক সুবিধা ভোগ করতে পারি। তাই আজ আমি আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে শেয়ার করবো। যা বিশ্বের সেরা জনপ্রিয় একটি প্রযুক্তির নাম হচ্ছে রোবট।

রোবট কি ? রোবট এবং মানুষের মধ্যে পার্থক্য
রোবট কি ? রোবট এবং মানুষের মধ্যে পার্থক্য

আপনার যদি রুট এবং মানুষের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা রোবট সম্পর্কে জানতে আগ্রহী। অনেকেই বলে এবং ইউটিউবে সার্চ করে রোবট সম্পর্কে জানতে চাই।

এবং মানুষের মধ্যে পার্থক্য কি? রোবট কিভাবে সকল প্রকার কাজ করতে পারে, ইত্যাদি বিষয়ে জানতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

[wp_show_posts id=”3308″]

বর্তমান সময়ে সকলেই রোবটের নাম শুনে থাকবেন এবং বিভিন্ন মুভিতে রোবটের অভিনয় দেখেছেন কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা রোবট সম্পর্কে জানেনা।

কিন্তু রোবট কিভাবে সকল কাজ করে সে বিষয়ে ধারনা রাখে না তাই আজ আপনাদের রোবট সম্পর্কে বিস্তারিত ধারণা দেব।

রোবট কি ? (What is robot)

রোবট ভালো একটি যান্ত্রিক কৃত্রিম কার্য সম্পাদন। রোবট সাধারণত ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবস্থা। কাজকর্ম এবং চলাফেরা সবকিছুই মানুষের মতো দেখতে হয়।

বর্তমানে রোবটকে মানুষের কাজের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। রোবট শব্দের উৎপত্তি হয়েছে রোবটা কোন শব্দ থেকে। যার অর্থ হলো মানুষের দাসত্ব করা এবং একটানা বিশ্রামহীন পরিশ্রম করতে পারে একটি যন্ত্র।

রোবট কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত করা হয় মানুষের মত কাজ করার ক্ষমতা সংরক্ষণ করে। রোবটের কাজ দেখলে আপনার মনে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে।

[wp_show_posts id=”3308″]

রোবট অনেক কঠিন কঠিন কাজ গুলো অল্পসময়ের মধ্যে করে দিতে পারে। মানে মানুষ যে সকল কষ্টসাধ্য কাজ করতে পারে না। সে গুলো রোবট পলকের মধ্যে করে দিতে পারে। আর রোবট তৈরি করা হয়েছে। মেকানিক্যাল সফটওয়্যার এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর মিশ্রণে।

প্রতিটি সময় মনে রাখবেন রোবট হলো, কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রিত এবং পরিচালিত একটি যন্ত্র বা মেশিন।

রোবট এর সংজ্ঞা

অনেকভাবে দেওয়া যায় কিন্তু সহজ ভাষায় বলতে গেলে, যে যন্ত্র নিজে নিজে মানুষের সকল কাজ গুলো করতে সাহায্য করে। এবং অন্যান্য কঠিন ও জটিল কাজে মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত করা হয় তাকে বলা হয় রোবট।

রোবট শব্দের অর্থ কি?

রোবট শব্দটি উৎপত্তি হয়েছে রোবটা শব্দ থেকে। যার অর্থ হচ্ছে, মানুষের কাজের সহায়তা করা বা দাসত্ব করা। এবং অবিশ্রামে একটানা পরিশ্রম করতে পারে, এমন একটি যন্ত্র হচ্ছে রোবট।

[wp_show_posts id=”3308″]

রোবট আবিষ্কার করেন কে?

এতকিছু জানার পর এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে রোবট কে আবিষ্কার করেন। রোবট এর আবিষ্কারক হচ্ছে কারেল কাপেক। রোবট কে ইংরেজি ভাষায় রোবটা বলা হয়। আর এটিকে বাংলাতে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি সর্বপ্রথম ১৯২১ সালে আবিষ্কার করা হয়।

রোবট কত প্রকার ও কি কি ?

রোবট কে বিভিন্ন কাজের জন্য প্রস্তুত করা যেতে পারে, তাই বলা যায় রোবটের বিভিন্ন প্রকার হয়ে থাকে। কিন্তু এদের কাজের ওপর এবং প্রযুক্তির উপর নির্ভর করে রোবটকে ৮ ভাগে ভাগ করা যায় যথা-

  1. মেডিকেল রোবট
  2. শিল্প কারখানায় ব্যবহৃত রোবট
  3. পারিবারিক রোবট
  4. সেবা রোবট
  5. বিনোদন রিপোর্ট
  6. প্রতিযোগিতা এবং শখ রোবট
  7. স্পেস রোবট
  8. সামরিক রোবট

উক্ত আটটি ভাবে রোবট কে ভাগ করা হয়।

রোবট কিভাবে কাজ করে?

রোবট কিভাবে কাজ করে এটি জানার জন্য আপনাকে অবশ্যই আমাদের লেখাগুলো স্পষ্ট ভাবে পড়তে হবে। রোবটকে কাজ করানোর জন্য তার মধ্যে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা যন্ত্র যুক্ত করা রয়েছে।

[wp_show_posts id=”3303″]

সে যন্ত্রগুলো মধ্যে ৫ টি অংশ রয়েছে যে গুলো কাজ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ যেমন-

  • Power source
  • Brain system
  • Sensor system
  • Muscle system
  • Structure body

প্রত্যেকটি রোবটকে কাজ করার জন্য তার কিছু শারীরিক গঠন অবশ্যই যুক্ত থাকে। তাই এখানে এক প্রকার Sensor, Motor এবং Power দেওয়ার ক্ষেত্রে সোর্স কম্পিউটার বারিন থেকে রোবটের পুরো নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।

রোবট গুলো ব্যবহার করা হয়, Piston যার মাধ্যমে এটি সব দিকে চলাফেরা করার ক্ষমতা সংরক্ষণ করে। এই বারিনের মধ্যে প্রোগ্রাম গুলোকে ইন্সটল করা থাকে।

এছাড়া এই প্রোগ্রাম হিসেবে, বারিন সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। রোবট এর মধ্যে যে প্রোগ্রামগুলো থাকে সে গুলোর অনুযায়ী রোবট কাজ করে থাকে।

তার জন্য রোবটকে যদি অন্য প্রকার কাজকর্মগুলো করার জন্য তৈরি করা হয়। তাহলে নতুন করে, আবার প্রোগ্রাম লিখতে হয়।

সকল প্রকার রোবট এর মধ্যে সেন্সর যুক্ত করা থাকে না। তবে বিশেষ কিছু রোবট এর মধ্যে শোনার জন্য বা অনুভব করার জন্য, এই সেন্সর লাগানো হয়।

[wp_show_posts id=”3308″]

রোবট এবং মানুষের মধ্যে পার্থক্য কি ?

উপরের আলোচনা অনুসরণ করে আপনারা রোবট সম্পর্কে অনেক ধারণা পেয়ে গেছেন। এখন আপনাদের জানানোর সময় এসে গেছে রোবট এবং মানুষের মধ্যে পার্থক্য কি।

আমরা একটি উদাহরন হিসেবে আপনাকে বলছি, একজন মানুষ একটি আদর্শ রোবট সৃষ্টি করতে পারে। কিন্তু একটি রোবট আদর্শ মানুষ বানাতে পারে না। এটি হচ্ছে সবথেকে বড় পার্থক্য।

এছাড়া মানুষের রাগ অভিমান ভালোবাসা রয়েছে। তবে একটা রোবট এর মধ্যে সেগুলোর কোন অনুভূতি নেই।

একজন মানুষ ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে পারে না। সে ক্ষেত্রে একটি রোবট ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে পারে।

রোবট এবং মানুষের মধ্যে সবথেকে বড় আরো একটি পার্থক্য হচ্ছে, মানুষ ঝুঁকিপূর্ণ কাজ গুলো করতে অক্ষম। কিন্তু রোবট ঝুঁকিপূর্ণ কাজগুলো সহজেই সমাধান করতে পারেন।

এই পার্থক্য ছাড়া আরো অনেক পার্থক্য রয়েছে। যেগুলো রোবট এবং মানুষের মধ্যে রাতদিন ডিফারেন্স।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

বন্ধুরা আমাদের এই আর্টিকেলে আপনাকে জানিয়ে দেওয়া হলো, রোবট কি? রোবট এবং মানুষের মধ্যে পার্থক্য সম্পর্কে। আপনি যদি এ বিষয়টি জানার জন্য অনলাইনে সার্চ করে সঠিক তথ্য না পান। তবে আজ আপনারা আর্টিকেল পড়ে সম্পূর্ণ তথ্য জানতে পেরেছেন।

আমাদের আর্টিকেলটির যদি আপনার কাছে ভাল লেগে থাকে। তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমাদের ওয়েবসাইট থেকে নতুন নতুন আর্টিকেল পড়তে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment