ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় (জেনেনিন)

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় : ই-পাসপোর্ট কি? এবং ই পাসপোর্ট চেক করার নিয়ম গুলো সম্পর্কে। আজ আমাদের এই আর্টিকেলে জানিয়ে দেয়া হবে।

এছাড়া আমাদের এই আর্টিকেল গুলোতে আপনাদের জানিয়ে দেয়া হয়েছে। যে, কিভাবে আপনি নিজস্ব রেজিস্ট্রেশন আইডি এবং জন্ম তারিখ দিয়ে ই পাসপোর্ট চেক করবেন।

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় (জেনেনিন)
ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় (জেনেনিন)

আর সে আর্টিকেলে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়।

বিশেষ করে অনেকেই জানতে চেয়েছেন যে, ই-পাসপোর্ট 10 বছর মেয়াদ হোক। আর পাঁচ বছর মেয়াদি হোক সেটি কতদিন পরে পাওয়া যায়।

সে লক্ষ্যে আজ আমরা আমাদের এই আর্টিকেলে, আপনাদের জানাব ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়।

বিশেষ করে আপনার যদি আমাদের আর্টিকেলটির শেষ পর্যন্ত স্পষ্ট ভাবে পড়েন। তাহলে আশা করা যায়। আপনি সহজেই ই-পাসপোর্ট কত দিনে পাওয়া যায় জেনে নিতে পারবেন।

যারা মূলত নিয়মিত এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন। তারা ই পাসপোর্ট এর গুরুত্ব সম্পর্কে ভালো করে জানেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের এই ই পাসপোর্ট সেবা চালু করেছে।

যার ফলে আপনি এখন অনলাইনের মাধ্যমে এ ধরনের ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে নিজের ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি পাসপোর্ট এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনে নিতে পারবেন।

কিন্তু আমরা যারা নতুন ব্যক্তি হিসেবেই পাসপোর্ট এর জন্য আবেদন করি তাদের মনে, বারবার প্রশ্ন এসে যায় আসে। আর প্রশ্নটিই হলো- ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়।

প্রচলন আর সময় দীর্ঘায়ু না করে, এ পাসপোর্ট কত দিনে পাওয়া যায়। সে বিষয়ে জেনে নেয়া যাক।

পাসপোর্ট হয়েছে কিনা কিভাবে জানবো ?

ই পাসপোর্ট কতদিনে পাবেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেবো। কিন্তু তার আগে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করবো।

যে আপনার ই পাসপোর্ট হয়েছে কিনা।

সেটি আসলে কিভাবে জানবেন মানে, আপনি যদি এই ই পাসপোর্ট এর জন্য আবেদন করেন। আপনার আবেদন করার পরে, সেই ই পাসপোর্ট এর কাজ কতদূর অগ্রসর হয়েছে।

আপনার সেই ই পাসপোর্ট এর কাজ সম্পন্ন হয়েছে কিনা। সে সম্পর্কে আপনি যাবতীয় তথ্য নিজের ঘরে বসেই জানতে পারবেন।

কিন্তু এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে এই পাসপোর্ট অনলাইন চেক করার নিয়ম গুলো অবশ্যই অবশ্যই জানতে হবে।

তো চলুন সেই বিষয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি।

সবার আগে আপনাকে ই পাসপোর্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। কিন্তু আপনারা চাইলে গুগল থেকে কি পাসপোর্ট অফিসে প্রবেশ করতে পারবেন।

এছাড়া আপনার সুবিধার জন্য আমরা এখানে একটি লিংক যুক্ত করে দিয়েছি। সেই লিঙ্ক এ ক্লিক করে, আপনারা সহজেই প্রবেশ করতে পারবেন।

ই পাসপোর্ট চেক করার লিংক- epassport.gov.bd

আপনার যখন উক্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করবেন। তখন আপনাকে পুনরায় লগইন করতে দেওয়া হবে।

আপনারা লগইন করার পরে, Check Status অপশনে ক্লিক করবেন। আর যখন আপনি সেখানে ক্লিক করবেন। তখন আপনি কিছু ফাঁকা বক্স পেয়ে যাবেন।

সে ফাকা বক্সে আপনার রেজিস্ট্রেশন আইডি এবং আপনার জন্ম নিবন্ধন এর সঠিক জন্ম তারিখটি যুক্ত করে দেবেন।

তারপর সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি পাসপোর্ট এর যাবতীয় তথ্য গুলো জেনে নিতে পারবেন। নিচের ছবিটি দেখুনঃ

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ?

আপনি যদি একান্ত ভাবে জানতে চান ই-পাসপোর্ট কত দিনে পাওয়া যায়। তবে আমি কোন ভাবে আপনাকে এক কথায় উত্তর দিতে পারব না কারণ যখন আপনি এই ই পাসপোর্ট করবেন।

তখন আপনি বিভিন্ন বছর মেয়াদী এবং বিভিন্ন পাসপোর্ট দেখতে পারবেন।

এই ভিন্ন ভিন্ন এবং বিভিন্ন পাসওয়ার্ডগুলো মূলত বিভিন্ন সময়ে পাওয়া যায়। আর তার জন্য এই বিষয়টিকে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে আপনাকে বোঝানোর জন্য।

তো চলুন আর সময় নষ্ট না করে জেনে নেয়া যাক বিভিন্ন ধরনের এই ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়।

৪৮ এবং ৬৪ পাতার ই পাসপোর্ট

আপনার যখন 48 এবং 64 পাতা ই-পাসপোর্ট করবেন। এ সময় আপনি বিভিন্ন মেয়াদের ই-পাসপোর্ট গুলো দেখতে পারবেন।

যেমন মনে করুন আপনি চাইলে পাঁচ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে পারবেন।

তবে আপনার এই পাসপোর্ট এর ধরন অনুযায়ী নির্ভর করবে। আপনি আসলেই ই পাসপোর্ট কতদিনে পাবেন। যেমন-

৫ বছর মেয়াদী ৪৮ পাতার ই পাসপোর্ট

আপনি যখন 48 পাতার পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করবেন তখন আপনার বিশ দিনের মধ্যে সেই ই পাসপোর্ট হাতে পাবেন।

5 বছর মেয়াদী 48 পাতার এই পাসপোর্টে পেতে আপনার খরচ হবে প্রায় 4025 টাকা।

আপনি যদি 48 পাতার এই পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট 7 দিনের মধ্যে পেতে চান তবে আপনাকে খরচ করতে হবে 6325 টাকা।

মূলত এ ধরনের ই-পাসপোর্ট গুলোকে জরুরী ই পাসপোর্ট বলা হয়।

এছাড়া আপনি যদি 48 বছর মেয়াদি পাসপোর্ট 3 দিনের মধ্যে সংগ্রহ করতে চান। তবে আপনাকে খরচ করতে হবে- 8625 টাকা এগুলোকে অতি জরুরী পাসপোর্ট হিসেবে গণ্য করা হয়।

১০ বছর মেয়াদী ৪৮ পাতার ই পাসপোর্ট

আপনার যখন 48 পাতার ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করবেন। তখন সেই পাসপোর্ট আপনারা 20 দিনের মধ্যে হাতে পাবেন। এছাড়া তার জন্য আপনার খরচ হবে 5750/- টাকা।

আর আপনে যখন 48 পাতার ১০ বছর মেয়াদী ই পাসপোর্ট 7 দিনের মধ্যে পেতে চাবেন। তখন তার জন্য আপনার করচ হবে 5750/- টাকা।

এছাড়া আপনি যখন 48 পাতার 10 বছর মেয়াদী ই পাসপোর্ট করবেন সেই সময় আপনার খরচ হবে 8050/- টাকা।

আর আপনি যখন 48 পাতার 10 বছর মেয়াদী ই পাসপোর্ট করবেন। সেই সময় আপনি এটি 3 দিনের মধ্যে ই পাসপোর্ট হাতে পেতে চাইলে আপনার খরচ হবে 10350/- টাকা।

৫ বছর মেয়াদী ৬৪ পাতার ই পাসপোর্ট

আপনি যখন চৌষট্টি পাতার পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করবেন তখন আপনার বিশ দিনে পাসপোর্ট হাতে পেতে খরচ হবে 6325 টাকা।

আপনি যখন 64 পাতার পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করবেন তখন আপনি সাত দিনের সেই পাসপোর্ট হাতে পেতে পারবেন তার জন্য খরচ হবে 8625 টাকা।

আর আপনি যখন 64পাতার পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করবেন তখন আপনি তিন দিনের হাতে পেতে চাইলে আপনার খরচ হবে 12075/- টাকা।

১০ বছর মেয়াদী ৬৪ পাতার ই পাসপোর্ট

আপনি যখন চৌষট্টি পাতার 10 বছর মেয়াদি পাসপোর্ট করবেন তখন আপনার বিশ দিনের খরচ হতে পারে 8050 টাকা।

আপনি 64 বছর মেয়াদি পাসপোর্ট করবেন তখন সেটি 7 দিনের মধ্যে হাতে পেতে চাইলে আপনার খরচ হতে পারে দশ হাজার 350 টাকা।

আপনি যখন 64 বছর মেয়াদি পাসপোর্ট করবেন সেটি তিন দিনের মধ্যে পেতে চাইলে আপনার খরচ হবে 13 হাজার 800 টাকা।

আপনারা আসলে ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় সেই বিষয়ে উক্ত আলোচনাতে জেনে নিতে পারলেন।

মোট কথা আপনি যদি একটু টাকা বেশি খরচ করেন। সেক্ষেত্রে আপনি দ্রুত ই পাসপোর্ট হাতে পাবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা এই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় তা নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করা হলো। আমরা আশা করি যে আপনি আলোচিত আলোচনা থেকে স্পষ্ট ভাবে ধারণা নিতে পেরেছেন ই-পাসপোর্ট আসলে কত দিনে পাওয়া যায়।

আপনি যদি আমাদের আর্টিকেলটি পড়ে উপকৃত হনG তবে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর বিশেষ করে, এ বিষয়ে আপনার বন্ধু-বান্ধবদের জানাতে একটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।

এছাড়া আপনি যদি আমাদের এই ওয়েবসাইট থেকে পাসপোর্ট সংক্রান্ত আরো নতুন নতুন টিপস পেতে চান। তাহলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment