ইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়ম

আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আজ আমরা আপনাকে জানাব ইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়ম।

আমাদের মধ্যে অনেক লোক আছে যারা ইউটিউব চ্যানেল তৈরি করে এবং ব্লগ তৈরি করে সেখান থেকে প্রচুর টাকা আয় করছে।

কিন্তু অনেক ইউটিউবার এবং ব্লগার আছে তারা জানে না যে, ইউটিউব এর ভিডিও গুলো ব্লগ সাইটে কিভাবে এম্বেড করতে হয়। তো চিন্তার কোন কারণ নেই। আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দেব কি করে ইউটিউব ভিডিও ব্লগ সাইডে এম্বেড করবেন।

আপনি যদি এ বিষয়ে জানতে চান তবে আমাদের দেওয়া আর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

আপনি যদি একজন ব্লগার হন তবে অবশ্যই ইউটিউব এর ভিডিও গুলো নিজের আর্টিকেল এর মাধ্যমে যুক্ত করতে পারবেন।

আপনি নিজের ইউটিউবে আপলোড করা ভিডিও গুলো নিজের ব্লগ এর আর্টিকেলে শো করাতে চাইছেন।

এছাড়া হতে পারে অন্যান্য যে কোন ইউটিউবারদের ভিডিও গুলো আপনার আর্টিকেল এ দেখাতে চাইছেন। আপনারা যে কোন ক্ষেত্রে আপনার সেই ইউটিউব ভিডিও নিজের আর্টিকেল এর মধ্রে এম্বেড করে নিতে পারবেন।

আপনি যদি নিজের ইউটিউব চ্যানেল এর ভিডিও গুলো ব্লগের কনটেন্ট এ এম্বেড করচেন তবে আপনারা ব্লগ ও ইউটিউব চ্যানেল দুই ভাবে লাভ করতে পাবে।

আপনারা নিজের ব্লগ এর মাধ্যমে এম্বেড করা সেই ভিডিও থেকে অনেক ভিউস পেয়ে যাবেন। এভাবে আপনাদের ইউটিউব চ্যানেল এর ওয়াচ-টাইম বৃদ্ধি পাবে।

এছাড়া আপনি যদি ব্লগিং করেন তবে আর্টিকেল এর মধ্যে ইউটিউব ভিডিও এম্বেড করার ফলে আর্টিকেল এর ব্রাউন্স রেড কমে যাবে।

যার জন্য আপনার আর্টিকেল গুগল সার্চ ইঞ্জিনে অধিক ভালো পজিশনে র‌্যাংক করবে। কিন্তু কোন কারণ বা লাভ যাই হোক না কেন যদি আপনি নিজের ব্লগ পোস্ট এর মধ্যে ইউটিউব ভিডিও এম্বেড করতে চান তবে সেই প্রক্রিয়া ওয়ার্ডপ্রেস বা ব্লগার ২টি অনেক সহজ।

ইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়ম
ইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়ম

ইউটিউব ভিডিও ব্লগ সাইডে এম্বেড করার নিয়ম

ইউটিউব ভিডিও যে কোন ব্লগ সাইডে এম্বড করার জন্য আমাদের সর্ব প্রথমে সেই ভিডিও এর এইচটিএমএল এম্বেড কোড কপি করতে হবে।

এইচটিএমএল এম্বেড কোড কপি করার পরে কোডটি আমাদের ওয়ার্ডপ্রেস বা ব্লগার টেক্সট এডিটর এর মধ্যে পেস্ট করতে হবে।

উক্ত কাজ গুলো করার পরে আপনার কপি করা কোড এর মধ্যে ইউটিউব ভিডিও আর্টিকেল এর মধ্যে এম্বেড হবে।

আপনাদের প্রশ্ন হতে পারে যে, ইউটিউব এর এইচটিএমএল এম্বেড কোড কপি করব কিভাবে? তো চিন্তার কোন কারণ নেই আমরা এই আর্টিকেল থেকেিআপনাকে জানিয়ে দেব কোড কপি করার নিয়ম।

এইচটিএমএল কোড কপি করার জন্য সবার আগে আপনাকে নিজের কম্পিউটার এর ব্রাউজার চালু করে youtube.com এর সাইটে যেতে হবে।

তারপরে আপনি ইউটিউব এর যে ভিডিও নিজের ব্লগের আর্টিকেল এ এম্বেড করবেন সেই ভিডিওতে ক্লিক করুন।

ভিডিও’র পেজ চালু হওয়ার পরে ভিডিওর টাইটেল এর ঠিক নিচের অংশে এবং ডান পাশে আপনারা শেয়ার অপশন দেখতে পারবেন।

সেই অপশনে সরাসরি ক্লিক করে দিবেন। তারপরে শেয়ার অপশনে ক্লিক করার পরে পেজে ভিডিও শেয়ারিং এর সাথে যুক্ত কিছু অপমন চলে আসবে।

আপনার ব্লগ সাইটের আর্টিকেল েএর মধ্যে ভিডিও এম্বেড করার জন্য আপনাকে সেই এম্বেড বাটনে ক্লিক করে দিতে হবে।

সর্বশেষ এম্বেড এর বাটন এর মধ্যে ক্লিক করার পরে আপনাকে সেই ভিডিও এর এম্বেড কোড দেওয়া হবে।

আপনি এইচটিএমএল কোডটি পাওয়ার পরে এটি আপনার ব্লগের আর্টিকেল এর মধ্যে পেস্ট করে দিন।

ওয়ার্ডপ্রেস এর মধ্যে ইউটিউবের ভিডিও এম্বেড করুন

যারা নিজের ব্লগ সাইট ওয়ার্ডপ্রেস এ যুক্ত করেছেন তারা নিচে দেওয়া উপায় গুলো ব্যবহার করে উপরের আলোচনাতে যেভাবে কপি করা ভিডিও এম্বেড কোড আর্টিকেল এর মধ্যে পেস্ট করে যুক্ত করে নিতে পারবেন।

তো চলুন দেখে নেওয়া যাক ওয়ার্ডপ্রেস এর মধ্যে ইউটিউব ভিডিও এম্বেড করার নিয়মঃ

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস পোস্ট এডিট অপশনে গিয়ে সেখানে থাকা টেক্সট এর বাটনে ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস টেক্সট এডিটর এর মধ্যে Visual ও Text দুইটি অপশন ডিসপ্লেতে পেয়ে যাবেন।

কিন্তু কপি করা ভিডিও এম্বেড কোড বা যে কোন ধরণের এইচটিএমএল কোড নিজের আর্টিকেলে যুক্ত করতে গেলে আপনাকে প্রথমে টেক্সট ভিউ অপমনে ক্লিক করে দিতে হবে।

তারপরে সঠিক ভাবে নিজের সাইটে এইচটিএমএল ভিডিও এম্বেড পেস্ট করুন। এখন টেক্সট এর সাথে থাকা Visual এর মধ্যে ক্লিক করুন।

ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে, আপনার এম্বেড হয়ে গেছে। আপনার এই উপায় গুলো ব্যবহার করে সহজেই যে কোন ইউটিউব ভিডিও আপনাদের ওয়ার্ডপ্রেস ব্লগের আর্টিকেল এর সাথে যুক্ত করে নিতে পারবেন।

আমরা আশা করি যে, আপনি যদি আমাদের দেওয়া তথ্য গুলো ধাপে ধাপে অনুসরণ করেন তবে বুঝতে পারছেন ইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড যুক্ত করার নিয়ম।

আরো পড়ুনঃ 

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে ব্লগ সাইটে ইউটিউব ভিডিও এম্বেড করতে হয়।

আমাদের এই আর্টিকেল পড়ে যদি আপনার উপকার হয় তবে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।

ইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়ম ইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়মইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়ম ইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়ম

ইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়ম ইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়ম ইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়মইউটিউব ভিডিও ব্লগ সাইটে এম্বেড করার নিয়ম

আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।

Leave a Comment