ব্রাউজার এক্সটেনশন কি ? গুগল ক্রোমে কিভাবে extension install করবেন ?

গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন : আপনারা যারা কম্পিউটারে এবং মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন। তারা সকলেই ব্রাউজার এক্সটেনশন এর ব্যাপারে শুনেছেন। তবে একটি ব্রাউজার এক্সটেনশন কি সেটা আপনার মাথায় কখনো ঠিকভাবে বুঝে আসেনি।

এমনিতে বেশিরভাগ মানুষ কিন্তু, গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন গুলো ব্যবহার করে থাকে।

ব্রাউজার এক্সটেনশন কি ? গুগল ক্রোমে কিভাবে extension install করবেন ?
ব্রাউজার এক্সটেনশন কি ? গুগল ক্রোমে কিভাবে extension install করবেন ?

এর কারণ সব থেকে বেশি গুগল ক্রোম ব্রাউজার মানুষ এর মাঝে প্রচলিত এবং এই ব্রাউজার ব্যবহার করে হাজার হাজার কাজের এক্সটেনশন বা প্লাগইন ব্যবহার করা যায় একদম ফ্রিতে।

তার জন্য আজ আমাদের এই আর্টিকেলে আপনাদের সুবিধার জন্য জানাতে চাচ্ছি। ব্রাউজার এক্সটেনশন কি? এবং গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে এক্সটেনশন ইন্সটল করবেন।

[wp_show_posts id=”3308″]

আপনি যদি এ বিষয়ে সম্পূর্ণ ধারণা নিতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

ওয়েব ব্রাউজার এক্সটেনশন কি ?

বর্তমান সময়ে যারা ইন্টারনেট ব্যবহার করে তারা মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারে বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করে, নিজের অনলাইনে বিভিন্ন প্রকার কাজ গুলো সহজে সম্পন্ন করতে পারে।

তাই আপনি এইধরনের এক্সটেনশন নিজের ওয়েব ব্রাউজারে ইন্সটল করে, তার ফাংশন বাড়িয়ে নিতে পারেন।

তবে সবার আগে আপনার এই এক্সটেনশন গুলো কি এবং এদের কাজ কি এবিষয়ে জেনে নিতে হবে। ব্রাউজার এক্সটেনশন এমন একটি টেকনিক সফটওয়্যার যার দ্বারা আপনারা নিজের ওয়েব ব্রাউজার কে, কাস্টোমাইজ করে এর ফাংশন বাড়িয়ে নিতে পারবেন।

যখন আপনারা ব্রাউজারে কোন এক্সটেনশন ইন্সটল করবেন তখন সেই ওয়েব ব্রাউজারের ফাইলগুলো কাস্টমেরস হয়। সেখানে কিছু আলাদা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি হয়ে যায় অটোমেটিক।

[wp_show_posts id=”3303″]

সেই এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল গুলো আপনার ব্রাউজার এক্সটেনশন এর সাথে জড়িত ফাংশন যোগ করে থাকে।

এরকমভাবে আপনি যে সকল এক্সটেনশন প্লাগিন ওয়েব ব্রাউজারে ইন্সটল করবেন। তার সাথে জড়িত নতুন কার্যকারিতা ব্রাউজারে তৈরি হয়ে যাবে।

মনে করুন, গুগল ক্রোম ব্রাউজার এর একটি অনেক প্রচলিত এক্সটেনশন আছে যার নাম হচ্ছে, ভয়েস ভয়েস টাইপিং। এই এক্সটেনশন গুগল ক্রোম ব্রাউজারে ইন্সটল করার পরে আপনার ব্রাউজার একটি নতুন ফাংশন চালু হয়ে যাবে।

যার ফলে আপনারা কম্পিউটারে মাইক্রোফোন ব্যবহার করে যে কোন ভাষায় কথা বলে সেটি অটোমেটিকলি টাইপিং হয়ে যাবে।

বর্তমান সময়ে যারা ব্লগিং করেন, তাদের মধ্যে অধিকাংশ মানুষ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে, সেক্ষেত্রে তারা ওয়েবসাইটে আর্টিকেল লেখার জন্য ভয়েস ভয়েস টাইপিং টি যুক্ত করেন। যাতে করে হাত দিয়ে টাইপিং করতে হয়।

আপনার গুগল ক্রোম ব্রাউজারে আপনি যদি ভয়েস টাইপিং এক্সটেনশনটি যুক্ত করেন সেক্ষেত্রে অনেক ভালো পারফর্মেন্স করতে পারবেন। মানে মুখে বলে টাইপিং করতে পারবেন ইংরেজি এবং বাংলা।

গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন কিভাবে ইনস্টল করবো ?

বর্তমান সময়ে মজিলা ফায়ারফক্স এবং অন্যান্য ওয়েব ব্রাউজারে এক্সটেনশন ইন্সটল করার অপশন দেওয়া রয়েছে। তবে আমরা সবাই জানি গুগল ক্রোম ব্রাউজার সবথেকে বেশি ব্যবহার হয় ব্রাউজার।

এখানে আপনারা হাজার হাজার কাজ করার জন্য এবং মজার ব্রাউজার এক্সটেনশন পেয়ে যাবেন। তাই আমি আপনাদের গুগল ক্রোম এ ইন্সটল করার নিয়ম দেখিয়ে দেব।

এক্ষেত্রে মনে রাখবেন, গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন ইন্সটল করার জন্য আপনাকে নিজের ক্রোম ব্রাউজারে গুগোল একাউন্ট দ্বারা লগইন থাকতে হবে। তারপর আপনি নিচের পদক্ষে পগুলো অনুসরণ করে এক্সট্রানশন ইন্সটল করতে পারবেন।

গুগল ক্রোমে কিভাবে extension install করবেন ?

আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে বিভিন্ন কাজ করতে চান। সেক্ষেত্রে আপনার সুবিধার জন্য জনপ্রিয় কিছু এক্সটেনশন যুক্ত করে নিতে পারেন।

[wp_show_posts id=”3303″]

তাই আমাদের মধ্যে অনেক লোক আছে। যারা গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন গুলোর নাম জানেনা। এবং সেগুলো ইনস্টল করার নিয়ম জানেনা।

আমি আপনাদের সুবিধার জন্য এখানে কিছু পদক্ষেপ দেখাব। যে পদক্ষেপ গুলো অনুসরণ করে আপনারা সহজেই গুগল ক্রোম ব্রাউজারে ইন্সটল করতে পারবেন।

পদক্ষেপ – ১ :

সর্বপ্রথম আপনার নিজের গুগল ক্রোম ওয়েব ব্রাউজার থেকে এক্সটেনশন অপশনে ক্লিক করতে হবে। তার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার এ গিয়ে সার্চ করতে হবে Extensions.

তারপর আপনাকে অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিতে হবে।

[wp_show_posts id=”3303″]

পদক্ষেপ – ২ :

তারপর আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন নামে একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন। সে ড্যাসবোর্ডের বামপাশে আপনারা অনেক গুলো অপশন পেয়ে যাবেন।

পদক্ষেপ – ৩ :

এখন আপনারা সে ড্যাসবোর্ডের বাম পাশে একটি সার্চ বক্স দেখতে পারবেন। Chrome web store এই অপশনের নিচে।

পদক্ষেপ – ৪ :

উপরে দেওয়া বক্স অপশনে ক্লিক করে, আপনাদের প্রয়োজনীয় সকল প্রকার এক্সটেনশন খুঁজে নিতে পারবেন। এছাড়া আপনাদের বোর্ডে প্রবেশ করার পর ডান পাশে দেখতে পারবেন অসংখ্য পরিমাণের এক্সটেনশন জমা রয়েছে।

[wp_show_posts id=”3306″]

সেই এক্সটেনশন গুলোতে ক্লিক করে আপনারা সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে ইন্সটল করে নিতে পারবেন।

আর যদি আপনার সরাসরি কোনো নির্দিষ্ট এক্সটেনশন প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্চ বক্সে ক্লিক করে খুঁজে নিতে হবে।

পদক্ষেপ – ৫ :

আপনার প্রয়োজন মত google-chrome-extension খুঁজে নেয়ার পর সেটি ইন্সটল করার জন্য আপনারা দুইটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন।

আপনি সরাসরি Add to chrome অপশন এ ক্লিক করে আপনার পছন্দমত গুগল ক্রোম এক্সটেনশন টি যুক্ত করে নিতে পারবেন।

আশা করি আপনি যদি আমাদের দেওয়া পদক্ষেপগুলো অনুসরণ করেন। তাহলে আপনার প্রয়োজনীয় যেকোনো google-chrome-extension ইনস্টল করে নিতে পারবেন।

[wp_show_posts id=”3308″]

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হলো। ব্রাউজার এক্সটেনশন কি? এবং গুগল ক্রোমে কিভাবে এক্সটেনশন ইনস্টল করবেন।

আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমাদের ওয়েবসাইট থেকে নতুন নতুন আর্টিকেল পড়তে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment