ভালো ল্যাপটপ চেনার উপায়

ভালো ল্যাপটপ চেনার উপায় : বর্তমান সময়ে অনেকে প্রশ্ন করে থাকে যে, ল্যাপটপ কেনার আগে একটি ভালো ল্যাপটপ চেনার উপায় কি?

এছাড়া ল্যাপটপের বৈশিষ্ট্য কি। তো আপনি যদি এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চান তাহলে সঠিক একটি ওয়েবসাইটে চলে এসেছেন।

ভালো ল্যাপটপ চেনার উপায়
ভালো ল্যাপটপ চেনার উপায়

কারণ আপনি না জেনে শুনে যদি একটি ল্যাপটপ কিনেন। সে ক্ষেত্রে, আপনার উপার্জিত টাকা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভালোভাবে জেনে একটি ভালো ল্যাপটপ কেনার চেষ্টা করুন।

আমাদের জানামতে বেশিরভাগ মানুষদের ল্যাপটপের বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা না থাকায়। কম্পিউটারের দোকানে কম্পিউটার দোকানের সেলসম্যান এর দেওয়া তথ্য ভিত্তিতে ল্যাপটপ কিনা থাকে।

এই ক্ষেত্রে সেলসম্যান, আপনার সুবিধার বিষয়টি বিবেচনা না করে, তাদের ব্যবসা প্রসারের জন্য বা লাভের জন্য বিবেচনা করে।

আপনার কাছে ল্যাপটপ বিক্রি করে। এ ধরনের ল্যাপটপ কেনার পর, তখন ল্যাপটপের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

সে সময় ল্যাপটপ নিয়ে হতাশা এবং চিন্তার মধ্যে থাকতে হয় অনেকের। তো আপনি যদি নতুন ল্যাপটপ কিনতে চান? তবে সবার আগে যে সকল বিষয় জানা প্রয়োজন।

সে বিষয় গুলোর উপর পূর্ণাঙ্গ অভিজ্ঞতা অর্জন করে, নিজে নিজে একটি ভাল উন্নত মানের ল্যাপটপ পছন্দ করে কিনতে পারেন।

এছাড়া এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে, তাহলে আপনি একটি পুরাতন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে ল্যাপটপের ভালো দিক গুলো নিজে নিজে বুঝতে পারবেন।

ভালো ল্যাপটপ কেনার উপায় কি? একটি ল্যাপটপ কেনার সময় এবং ডিসপ্লে ব্যাটারি ল্যাপটপের সব আনুষাঙ্গিক আরো বিষয় গুলো বিবেচনা করে, ভালো মানের ল্যাপটপ কিনতে পারবেন।

তো বন্ধুরা আপনারা যারা ভাল ল্যাপটপে জানার উপায় খুঁজে থাকেন। তারা নিম্নোক্ত বিষয় গুলোর ওপর নজর রেখে। একটি নতুন বা পুরাতন ল্যাপটপ কিনতে পারেন।

যেমন- প্রসেসর, মাদারবোর্ড, হার্ডডিস্ক, ডিসপ্লে, ram, rom, cpu, laptop এর সাইজ, ল্যাপটপের ওজন, এবং ল্যাপটপের ডিজাইন অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং ল্যাপটপের ব্র্যান্ড ইত্যাদি।

একটি ভালো ল্যাপটপ এর মূল বৈশিষ্ট্য কি কি?

একটি ভাল ল্যাপটপ চেনার উপায় অনেক গুলো। তো একটি ভাল মানের ল্যাপটপ জানার জন্য ল্যাপটপ এর অনেক ধরনের বৈশিষ্ট্য বিবেচনা করতে হয়।

তবে, আপনি সকল প্রকার বৈশিষ্ট্য বিবেচনা করে, কখনো ল্যাপটপ নির্বাচন করতে পারবেন না।

এছাড়া আমরা এখানে যে সব গুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেই অনুযায়ী ভালো মানের ল্যাপটপ নির্বাচন করতে পারবেন।

সেজন্য একটি ভাল মানের ল্যাপটপ কেনার জন্য ল্যাপটপের বৈশিষ্ট্য গুলো সব থেকে গুরুত্বপূর্ণ।

এবং অবশ্যই প্রয়োজনীয় শুধুমাত্র সেই বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা করব। সেগুলোর আইডিয়া নিতে পারলে, খুব সহজে একটি ভালো মানের ল্যাপটপ কিনতে পারবেন।

তো চলুন এখন জেনে নেয়া যাক। ভালো ল্যাপটপ চেনার উপায় সম্পর্কে।

প্রসেসর

একজন ক্রেতা ল্যাপটপ কেনার সময় ল্যাপটপ এর প্রসেসর নির্বাচনের ক্ষেত্রে সমস্যায় পড়ে যায়। কারণ বাজারে এত গুলো কোম্পানির প্রসেসর এবং বিভিন্ন ক্যাটাগরির প্রসেসর আছে।

যাতে কোন ধরনের প্রসেসর ল্যাপটপের জন্য ভালো হবে। সেটা একজন অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি ছাড়া সহজে বুঝতে পারে না।

সাধারণত কম্পিউটার প্রসেসর এর ক্ষেত্রে মার্কেটে দুই ধরনের কোম্পানি সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে, এএমডি এবং ইন্টেল কোম্পানি।

এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এএনডি প্রসেসর কিনবেন নাকি? ইন্টেল এর প্রসেসর কিনবেন।

মোট কথা হচ্ছে আপনি যেই প্রসেসর কেনার না কেন সেটি আপনার বাজেটের উপর নির্ভর করবে। আপনার জন্য এ এম ডি প্রসেসর ভালো হবে নাকি ইন্টেল এর প্রসেসর ভালো হবে।

আপনার বাজেট যদি ৩০ হাজার টাকা হয় বা তার কম হয় তবে আপনার জন্য এএমডি প্রসেসর অনেক ভালো হবে।

কারণ ৩০ হাজার টাকার কম দামে ইন্টেল এর ল্যাপটপ কিনলে, সেই ল্যাপটপ থেকে আপনি ভালো সুবিধা ভোগ করতে পারবেন না।

কারণ ৩০ হাজার টাকা দিয়ে কেনা এএমডি প্রসেসর এর যুক্ত ল্যাপটপ ৩০ হাজার টাকার ইন্টেল এর প্রসেসরের চাইতে অনেক ভালো সুবিধা দিয়ে থাকে।

তাই 30 হাজার টাকার কম দামে ল্যাপটপ কেনার ক্ষেত্রে এ এম ডি প্রসেসর এর আপডেট হবে। পক্ষান্তরে আপনার বাজেট যদি পাইছি হাজার টাকা হয় তাহলে আপনি অনায়াসে ইন্টেল এর প্রসেসর কিনতে পারবেন।

কারণ ৩৫ হাজার টাকার বেশি বাজেটের ইন্টেল প্রসেসর যুক্ত ল্যাপটপ থেকে আপনি এএমডি’র চাইতে, অনেক বেশি ভালো সুবিধা গ্রহণ করতে পারবেন।

কারণ ইন্টেল এর তুলনা মূলক থেকে কম শক্তি অপচয় করে।

তো এখন আপনি সিদ্ধান্ত নেন, ল্যাপটপ কেনার সময় কোন ধরনের প্রসেসর আপনার ল্যাপটপে যুক্ত করবেন।

আপনি যদি একটু বেশি টাকা খরচ করে, ইন্টেল এর প্রসেসর কিনতে পারেন। তাহলে সব থেকে বেশি সুবিধা পাবে।

র‌্যাম

আপনি যদি ভাল ল্যাপটপ চেনার উপায় খোঁজেন। সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে র‌্যাম এর দিকে নজর দিতে হবে।

আপনি যদি ল্যাপটপ কেনার সময় অন্য তামানের একটি প্রসেসর কিনেন। আর লো কোয়ালিটি র‌্যাম কিনেন, সে ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার ভালোভাবে চালাতে পারবেন না স্লো কাজ করবে।

তাই আপনাকে মাথায় রাখতে হবে। ভালো ল্যাপটপ কেনার সময়, প্রসেসরের পাশাপাশি ভালো কোয়ালিটির র‌্যাম কিনতে হবে।

আপনি চাইলে আপনার ল্যাপটপে, ৪ জিবি বা ৮ জিবি ddr4 ‍র‌্যাম যুক্ত করতে পারেন। এতে করে আপনার কম্পিউটার অনেক দ্রুত গতিতে চলতে সহায়তা করবে।

হার্ডডিস্ক

হার্ডডিক্স হচ্ছে কম্পিউটার এবং ল্যাপটপের স্থায়ী মেমোরি কার্ড। যেখানে আপনারা কম্পিউটারে যে কোন ফাইল, ছবি অডিও ভিডিও এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো জমা করে রাখতে পারবেন।

এক্ষেত্রে ভালো ল্যাপটপ হিসেবে বিবেচনা করার জন্য আপনারা ল্যাপটপে, ৫০০ জিবি বা ১০০০ জিবি হার্ডডিক্স যুক্ত করে নেবেন। তাহলে আপনারা নিশ্চিন্তে, যে কোন তথ্য সংগ্রহ করবে রাখতে পারবেন।

তাই আপনারা অবশ্যই ল্যাপটপের জন্য ভালো একটি হার্ডডিস্ক লাগানোর চেষ্টা করবেন।

মাদারবোর্ড

মাদারবোর্ড হচ্ছে কম্পিউটার এর সার্কিট বোর্ড। যাকে কম্পিউটারের প্রাণও বলা চলে। একটি মাদারবোর্ডে কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশ সংযুক্ত করা হয়।

তাই আপনি যদি ভালো একটি কম্পিউটার/ ল্যাপটপ কিনতে চান? সেক্ষেত্রে, DDR4 RAM  M .2 ssd বা NVME M.2 SSD  সাপোর্ট করে কিনা সে বিষয়ে জেনে নিয়ে ল্যাপটপ ক্রয় করবেন।

ব্যাটারি ক্যাপাসিটি

ব্যাটারির মাধ্যমে ল্যাপটপ চার্জ করে বিদ্যুৎ ছাড়া যে, কোন জায়গা থেকে আপনারা ব্যবহার করতে পারবেন।

তাই ল্যাপটপের চাহিদা এত বেশি যে সকল ব্যাটারির গায়ে, 44 WH বা 50 WH লেখা থাকে সেগুলো বেশি সময় ধরে চার্জ সংরক্ষণ করতে পারে।

বিশেষ করে আপনার যখন নতুন ল্যাপটপ কিনতে যাবেন। তখন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে ল্যাপটপ কিনবেন।

আপনার ল্যাপটপ ব্যাটারির পাওয়ার যদি বেশি থাকে সে ক্ষেত্রে, প্রায় ছয় থেকে সাত ঘন্টা অনায়াসেই বিদ্যুৎ ছাড়া চালাতে পারবেন।

অপারেটিং সিস্টেম

এর ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই সব সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করাই উত্তম। অনেক অল্প দামে আপনারা অপারেটিং সিস্টেম বাজারে কিনতে পাবেন।

এছাড়া আপনি যদি টাকা না খরচ করতে চান? সে ক্ষেত্রে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ বা উইন্ডোজ ১০ ব্যবহার করতে পারেন।

তো বন্ধুরা আপনারা যারা ভাল ল্যাপটপ চেনার উপায় খুঁজে দেখেন। তারা উপরোক্ত নিয়ম অনুযায়ী একটি ল্যাপটপ কিনতে পারেন। তাহলে অনেক ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন।

শেষ কথাঃ

আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করা হলো- ভালো ল্যাপটপ চেনার উপায় কি? আপনি যদি ল্যাপটপ কিনতে চান? সে ক্ষেত্রে উপরোক্ত নিয়ম ফলো করে, ল্যাপটপ কেনেন তাহলে ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন।

তো আপনারা যারা ভাল ল্যাপটপ কিনতে চান? নতুন হক আর পুরাতন হোক সে বিষয়গুলো সঠিকভাবে বিবেচনা করে তারপর কিনবেন।

এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে আপনারা যদি ল্যাপটপ এবং কম্পিউটার সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে চান? তাহলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment