সবচেয়ে ভালো ফ্রি ভিপিএন এন্ড্রয়েড (সেরা ৫ টি)

ফ্রি ভিপিএন এন্ড্রয়েড : যখন কথা হয় সবচেয়ে ভালো ভিপিএন এর তালিকা নিয়ে, তখন আমরা প্রথমে কোন জিনিস গুলোর উপর নজর দেওয়া প্রয়োজন অবশ্যই একটি জনপ্রিয় ভিপিএন সেবার মধ্যে যেমন-

আপনার আইপি ঠিকানা লুকানো, ইন্টারনেট জিও-ব্লক বাইপাস করা, ইন্টারনেট ট্র্যাফিক এনক্রিপ্ট করা। এছাড়া ভালো স্পিডের মতো সুবিধা থাকতে হবে। তাই তো!

সবচেয়ে ভালো ফ্রি ভিপিএন এন্ড্রয়েড (সেরা ৫ টি)
সবচেয়ে ভালো ফ্রি ভিপিএন এন্ড্রয়েড (সেরা ৫ টি)

তাই আজ আমাদেরকে আর্টিকেল এর মাধ্যমে আপনাকে সেরা ভালো ফ্রি ভিপিএন এন্ড্রয়েড সম্পর্কে জানাতে যাচ্ছি।

আপনার যদি একটি ভালো ভিপিএন সার্ভিস খুঁজে থাকেন। তাহলে সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন।

কারণ আমরা এখানে ফ্রি ভিপিএন এন্ড্রয়েড অ্যাপ সম্পর্কে আপনাকে জানিয়ে দেবো। যে এগুলো ব্যবহার করে, আপনারা সহজেই ভাল সার্ভিস পাবেন।

আপনি যদি ফ্রি ভিপিএন এন্ড্রয়েড অ্যাপ গ্রহণ করতে চান। তাহলে, আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

সবচেয়ে ভালো ফ্রি ভিপিএন এন্ড্রয়েড এপস কোন গুলো

আমরা সরাসরি নিচের আলোচনায় সেরা এবং ভালো ভিপিএন সার্ভিসগুলোর বিষয়ে, একটি তালিকা তৈরি করেছি।

এবং আপনার হিসেবে এগুলো কেন সেরা এবং ভালো এবং এদের সার্ভিস আপনার কেন পছন্দ। এই বিষয়ে আমরা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করেছি।

আপনি যদি সে ভিপিএন গুলো ডাউনলোড করেন তাহলে আপনার ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখতে পারবেন।

এবং নিরাপত্তার সাথে বিভিন্ন দেশের সাথে যুক্ত হয়ে, অনলাইনে কাজ করতে পারবেন। বিশেষ করে, মোবাইলে ভিডিও গেম।

তো চলুন সেসকল ফ্রি ভিপিএন এন্ড্রয়েড এপস গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। যেমন-

01. Express VPN

আপনাকে সহজভাবে বলতে চাইলে এই ভিপিএন সবথেকে জনপ্রিয় এবং ভালো যখন কথা হচ্ছে, স্ট্রিমিং, গেমিং এবং টরেন্টিং এর।

তখন সবচেয়ে ভালো ভিপিএস সার্ভিস এর কথা বললে উক্ত Express Vpn এর কথা বলা যায়।

উক্ত ভিপিএন টি অনেক ফাস্ট কাজ করে, থাকে এবং হাই কোয়ালিটি সিকিউর বললেও বলা যায়।

তাছাড়া সকল প্রকার ডিভাইস গুলোতে অনেক ইসমত ভাবে কাজ করে। এই ভিপিএন সার্ভিসটি বিশ্বজুড়ে বিশেষভাবে ফাস্ট এইচডি, স্ট্রিমিং, গেমিং এবং টরেন্টিং এর জন্য উপযুক্ত।

তাদের সার্ভিস নিয়ে যে কোন প্রকার অসুবিধা হলে আপনারা এ ভিপিএন এর এক্সেলেন্ট কাস্টমের সাপোট টিম এর সাথে যোগাযোগ করতে পারবেন।

যারা লাইভ চ্যাটের মাধ্যমে উপলব্ধ আছে।

আপনি যদি এই ভিপিএন ব্যবহার করতে চান। তাহলে দুইভাবে ব্যবহার করতে পারবেন যেমন- ফ্রী এন্ড্রয়েড ভার্সন এবং পেইড ভার্সন।

আপনি যদি এই ভিপিএন পেরভার্শন হিসেবে ব্যবহার করতে চান? তাহলে আপনাকে মাসে 7 ডলারের মত পেমেন্ট করতে হবে।

আর আপনি যদি অনলাইনে নরমাল কাজগুলো করতে চান। সে ক্ষেত্রে অবশ্যই ফ্রি ভার্সন ব্যাবহার করবেন। টাকা খরচ করার কোন প্রয়োজন নেই।

আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফ্রি ভিপিএন অ্যান্ড্রয়েড অ্যাপ টি সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

ডাউনলোড করুন- Express Vpn

02. Nord VPN

এ ভিপিএন অ্যাপ এ আপনারা মূলত পাবেন অনেক দ্রুত স্পিরিট এবং এডভান্স সিকিউরিটি সুবিধা সমূহ।

NordVPN বিশ্বের জনপ্রিয় একটি ভিপিএন সার্ভিস এবং ইন্টারনেটে নিরাপত্তার ক্ষেত্রে এটি সেরা ভিপিএন সার্ভিস প্রদান করে থাকে।

এটি কিন্তু এক্সপ্রেস ভিপিএন এর মত একটি জনপ্রিয় ভিপিএন সার্ভিস কিন্তু তুলনামূলকভাবে কম দাম। যদি আপনি পেইড ভার্সন ব্যবহার করেন।

আপনি যদি পেইড ভিডিএন ব্যবহার করতে চান। তবে আপনাকে মাসিক খরচ করতে হবে ৩ ডলার এর মতো। আর আপনি যদি টাকা খরচ না করতে চান।

তাহলে এটি সরাসরি গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রি ভিপিএন এন্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে নিতে পারবেন।

03. PIA VPN

Pia vpn সার্ভিসকে Torrenting  এর জন্য সবথেকে ভালো এবং সারা ভিপিএন বলা যায় যেখানে আছে সিকিউর সার্ভিস এবং বৃহৎতম নেটওয়ার্ক।

এখানে আপনারা ফাস্ট 17, 087 সার্ভিসগুলো চৌরাশি কান্ট্রির মধ্যে। আপনারা ইউএস নেটফ্লিক্স প্রেম করতে পারবেন।

প্রাইভেট ইন্টারনেট একসেস হচ্ছে অধিক নিরাপদ জিরো লক ভিপিএন যেখানে বৃহত্তম সার্ভিস নেটওয়ার্ক আছে।

প্রতিটি সার্ভারগুলো প্রদান করা থাকে ফাস্ট কানেকশন ইস ফ্লাট ফাইল শেয়ারিং এর জন্য।

আমেরিকান বেসড ভিপিএন এডভান্স সেটিং গুলো আমাদের দিয়ে থাকে, এখানে আপনারা পাবেন। ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস আন্ডারস্ট্যান্ড অ্যাক্সেস এবং ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে ফাস্ট স্পিড।

আপনি যদি থেকে যাবতীয় সুবিধা ভোগ করতে চান। তাহলে আপনাকে অবশ্যই প্রেমিয়াম ভার্শন কিনে নিতে হবে।

আর আপনি যদি নরমাল অনলাইন কাজ করেন। সেক্ষেত্রে এটি ফ্রি ভিপিএন এন্ড্রয়েড গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

04. Surfshark

আপনার জন্য আরও একটি জনপ্রিয় সেরা ভিপিএন হচ্ছে Surfshark. আপনি যদি এখানে সেরা সুবিধা গুলো পেতে চান। তাহলে আপনাকে এটি কিনে নিতে হবে।

আর এটি পেইড ভার্সন কিনতে আপনার মাসিক খরচ করতে হবে 2.49 ডলার। আর আপনি যদি টাকা খরচ না করতে চান।

তাহলে ফ্রি ভিপিএন এন্ড্রয়েড এ সাত দিন ব্যবহার করতে পারবেন।

আর আপনি যদি এই অ্যাপটি ডাউনলোড করতে চান। তাহলে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন।

05. IPVanish VPN

Ipvanish Vpn এর কাছে আছে সেরা ভিপিএন অ্যাপস আপনার আমাজন ফায়ার টিভি স্টিক এর জন্য।

IPVanish ভিপিএন অনেক ফাস্ট এবং সিকিউর এর দ্বারা আপনার স্ট্রিমিং অ্যাক্টিভিটি লগ রাখা হয় না।

এই সার্ভিসটি আপনার 84 এমবিপিএস দ্রুততার সাথে ব্যাবহার করতে দেবে। তাছাড়া এখানে আছে ৫০ কান্ট্রি এর সার্ভিস সাপোর্ট।

কিন্তু অন্যান্য ভিপিএন সার্ভিসগুলোর মত IPVanish  নেটফ্লিক্স এবং এর মত অন্যান্য পপুলার অ্যাপ গুলোকে আনলক করবে না।

আর আপনি যদি এটি একদম বিনামূল্যে ব্যবহার করতে চান। তাহলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যদি সবচেয়ে ভালো ফ্রি ভিপিএন এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে চান। তাহলে উক্ত আলোচনায় যে এপস সম্পর্কে আলোচনা করা হয়েছে।

সেখান থেকে আপনার পছন্দমত একটি সিলেক্ট করে নিবেন। তো সেই সাথে আজ আমাদের আর্টিকেলটি আজ এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো।

আপনি যদি আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে উপকৃত হন। তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর বিশেষ করে, এটি আপনার বন্ধুদেরকে জানাতে একটি সোশ্যাল মিডিয়ার শেয়ার করবেন।

এছাড়া, আমাদের ওয়েবসাইট থেকে আপনি যদি নিয়মিত নতুন নতুন টিপস পেতে চান, তাহলে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment