গুগল ক্রোম (Google chrome) ব্রাউজারে নতুন থিম ইনস্টল করার উপায়

গুগল ক্রোম ব্রাউজারের নতুন থিম ইন্সটল করার উপায় : আমাদের আজকের এই আইডি গেলে আপনাকে জানিয়ে দেবো গুগল ক্রোম ব্রাউজারে নতুন থিম ইন্সটল করার উপায় সম্পর্কে।

আমরা জানি আপনাদের মধ্যে অনেকেই গুগল ক্রোম থিম ইন্সটল করার নিয়ম সম্পর্কে জানেন না। অনেকে হয়তো এটাও জানে না যে, গুগল ক্রোম ব্রাউজার এর থিম পরিবর্তন করা যায় বা বদলানো যায়।

গুগল ক্রোম (Google chrome) ব্রাউজারে নতুন থিম ইনস্টল করার উপায়
গুগল ক্রোম (Google chrome) ব্রাউজারে নতুন থিম ইনস্টল করার উপায়

এখন অনেকে চিন্তা করছেন যে ব্রাউজার থিম পরিবর্তন করে লাভ কি? আসলে যেভাবে মোবাইল এবং কম্পিউটার এর থিম পরিবর্তন করার পর সেখানে কিছু নতুন এবং আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড স্টাইল চলে আসে্

ঠিক সেরকম ভাবে ক্রোম ব্রাউজার এর থিম পরিবর্তন করার পর ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড এবং স্টাইল পরিবর্তন হয়ে থাকে। যা দেখতে অনেক আকর্ষণীয় হয়ে ওঠে।

তারপর ক্রোম ব্রাউজার এর ব্যাকগ্রাউন্ড স্টাইল হবে, সেটি পুরোপুরি থিমের উপর নির্ভর করে।

আপনি ওয়েব ব্রাউজারের জন্য অনেক প্রকার স্টাইলিশ এবং আলাদা আলাদা ক্যাটাগরির থিম পেয়ে যাবেন।

কিছু সাধারণ পদক্ষেপ অনুসরণ করে, আপনারা নিজের গুগল ক্রোম ব্রাউজারের ডিফল্ট থিম পরিবর্তন করে, নিজের মন মত একটি নতুন থিম ইন্সটল করে নিতে পারবেন।

[wp_show_posts id=”3303″]

গুগল ক্রোম (Google chrome) ব্রাউজারে নতুন থিম ইনস্টল করার উপায়

গুগল ক্রোম এ প্রেম যুদ্ধ করার জন্য আপনার এক্সটেনশন ইন্সটল করার প্রক্রিয়া ফলো করতে হবে। এমনিতে ক্রোম ব্রাউজারের এক্সটেনশন কিভাবে ইন্সটল করতে হয়। সে বিষয়ে আমরা আগের আর্টিকেলে জানিয়ে দিয়েছি।

যাই হোক নিচে আমি আপনাদের ধাপে ধাপে দেখে দেবো কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে থিম ইন্সটল করতে হয়।

গুগল ক্রোম ব্রাউজারে নতুন থিম ইন্সটল করার জন্য আপনাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে। নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।

ক্রোম ব্রাউজার লগইন করার আপনারা ক্রোম এর উপরের ডান দিকে 3 আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করে সাইন ইন টু ক্রোম এ চলে যাবেন।

এরপর নিজের জিমেইল একাউন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করে, আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিবেন। আপনার যদি কোন জিমেইল একাউন্ট না থাকে তবে আপনি সরাসরি একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।

কিভাবে জিমেইল একাউন্ট খুলতে হয়, সে বিষয়ে আমাদের ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করা রয়েছে। আপনি চাইলে সে আর্টিকেলটি পড়ে সহজে জিমেইল একাউন্ট খুলতে পারবেন।

[wp_show_posts id=”3306″]

তো চলো না এখন জেনে নেয়া যাক। গুগল ক্রোম ব্রাউজারে নতুন থিম ইন্সটল করার নিয়ম সম্পর্কে।

ধাপ – ১ :

সবার আগে ক্রোম ব্রাউজারের, উপরের ডান দিকে থাকা 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে দুইটি অপশন দেয়া হবে যেমন-

  1. More Tools
  2. Extensions

প্রথমে More Tools অপশনে ক্লিক করুন, তারপর এক্সটেনশন অপশনটিতে ক্লিক করবেন।

ধাপ – ২ :

আপনারা এক্সটেনশনের অপশনে ক্লিক করার পরে গুগল ক্রোমে আগে থেকেই ইনস্টল এক্সটেনশনের পেজ দেখানো হবে।

এক্সটেনশন পেজের বাম পাশে 3 ডট আইকন দেখতে পারবেন। সেখানে আপনার ক্লিক করতে হবে। আমরা যে আইকনের কথা বলছি সেটি আপনারা এক্সটেনশনের উপরে দেখতে পারবেন।

ধাপ – ৩ :

এক্সটেনশন লেখার সামনে আইকনে ক্লিক করে আপনারা একটি নতুন পেজ পেয়ে যাবেন। সে নতুন পেজ বা পপ-আপ এর একেবারে নিচের অংশে আপনারা Open chrome web store নামে একটি লিঙ্ক দেখতে পারবেন। সরাসরি ক্লিক করে দিবেন।

[wp_show_posts id=”3306″]

ধাপ – ৪ :

লিংকে ক্লিক করার পর একটি পেজে আপনারা ক্রোম ওয়েব স্টোর এর ওয়েবসাইট দেখতে পারবেন। তবে আমরা chrome-extension চাইনা আমাদের প্রয়োজন ক্রোমের জন্য, থিম তাই আপনারা থিম অপশনে ক্লিক করে দিবেন।

ধাপ – ৫ :

তারপর, উপরে যে বিষয়গুলো আপনাকে বলেছি chrome-extension পেজের উপরের বাম পাশে থাকা থিম অপশনে ক্লিক করে ক্রোম ব্রাউজারে টিম পেজ পেয়ে যাবেন।

থিমস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অনেকগুলো ফ্রী ব্রাউজার থিম পেয়ে যাবেন।

আপনারা ওপেন সার্চ বক্সে, বিভিন্ন সিমের নাম লিখে সার্চ করলে আরো দ্রুত পেয়ে যাবেন। এছাড়া ক্রিম এর অনেক আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা সিলেক্ট করে, থিম নির্বাচন করতে পারবেন।

[wp_show_posts id=”3310″]

ধাপ – ৬ :

থে মোশন এ ক্লিক করার পরে আপনারা গুগল ক্রোম ব্রাউজারের জন্য অনেক জনপ্রিয় থিম পেয়ে যাবেন। এখন সে থিমগুলোর মধ্যে যা আপনার ভালো লাগবে সেটি ক্লিক করে দিবেন।

মোটকথা আপনার গুগল ক্রোম ব্রাউজারের থিমটি পছন্দ হয়। সেটি ক্লিক করার সাথে সাথে ইন্সটল হয়ে যাবে। আপনি যখন পছন্দমত থিমটি ক্লিক করবেন তখন আপনাকে স্বাগতম জানিয়ে একটি মেসেজ দেখানো হবে।

তারপর আপনারা সরাসরি সেই থিম এক্সটেনশন এ ক্লিক করে চালু করে দিবেন। তাহলে আপনার থিম ইনস্টল সম্পন্ন হবে।

আপনারা উপরের আলোচনা থেকে যে তথ্যগুলো দেখতে পারলেন। সে নিয়মগুলো অনুসরণ করে আপনি কাজ করতে পারলে, সহজে আপনার গুগল ক্রোম ব্রাউজারের জন্য যে কোনো পছন্দনীয় থিম ইন্সটল করতে পারবেন একদম ফ্রীতে।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

বন্ধুরা আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারের জন্য নতুন নতুন থিম ইন্সটল করতে চান তাহলে উক্ত ধাপগুলো অনুসরণ করুন। এছাড়া আমরা গুগল ক্রোম ব্রাউজারের জন্য যে থিমগুলো ইন্সটল করার নিয়ম জানিয়েছি।

ঠিক সেরকম ভাবে আপনারা বিভিন্ন ধরনের chrome-extension ব্যবহার করে কাজ করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে গুগল ক্রোম ব্রাউজারের জন্য বিভিন্ন ধরনের এক্সটেনশন সিস্টেম চালু করার বিষয়ে পোস্ট পাবলিশ করার রয়েছে, সে গুলো পড়ে নিতে পারেন।

তো আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। বিশেষ করে আমাদের ওয়েবসাইট থেকে নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

1 thought on “গুগল ক্রোম (Google chrome) ব্রাউজারে নতুন থিম ইনস্টল করার উপায়”

  1. প্রত্যেকটা টিপস খুবই কার্যকর। এগুলো আগে জানা ছিল না।

    Reply

Leave a Comment