জিপি সিম 4g করার নিয়ম

জিপি সিম 4g করার নিয়ম : বর্তমানে আমাদের মধ্যে অনেকেই গ্রামীণ সিম ব্যবহার করেন। অনেকে জিপি সিমটি ব্যবহার করছেন। সেটি অনেকের থ্রিজি অবস্থায় রয়েছে।

তাই অনেকেই জানতে চাই জিপি সিম 3g থেকে 4g করার উপায় কি? তাই আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করব জিপি সিম 4g করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

জিপি সিম 4g করার নিয়ম
জিপি সিম 4g করার নিয়ম

তো আপনি যদি এ বিষয়ে বিস্তারিত ধারণা পেতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত।

বর্তমান সময়ে বাংলাদেশ এর সবথেকে সুপারফাস্ট নেটওয়ার্ক গুলোর মধ্যে জনপ্রিয় সিম হচ্ছে, জিপি বা গ্রামীণফোন কোম্পানি।

জিপি সিমের 3g নেটওয়ার্কের তুলনায় 4জি নেটওয়ার্ক অনেক দ্রুততম কাজ করে।

তার জন্য এখন অনেক জিপি সিম ব্যবহার করে, অনলাইনে বিভিন্নভাবে সার্চ করে জানার চেষ্টা করে জিপি সিম 4g করার নিয়ম কি।

আপনি যদি জিপি সিম ফোরজি করতে চান? তাহলে, আপনারা দুর্দান্তভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন একদম ফুলস্পিডে।

তো চলুন বিস্তারিত জেনে নেয়া যাক। জিপি সিম 4g করার নিয়ম সম্পর্কে।

গ্রামীণ জিপি এখন তাদের ব্যবহারকারীদের থ্রিজি সিমকে 4g করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফার প্রদান করে থাকে। যার ফলে তাদের সকল জিপি গ্রাহকরা ফোরজি স্পিডে সুবিধা উপভোগ করতে পারছে।

গ্রামীন সিম ব্যবহারকারীরা যদি তাদের 3জি সিম কে জিপি 4জি তে রূপান্তরিত করতে চায়। তাহলে তারা গ্রামীণ কোম্পানির পক্ষ থেকে সাড়ে ৬ জিবি ইন্টারনেট বোনাস পাবে।

আর উক্ত ইন্টারনেট বোনাসের মেয়াদ থাকবে, সর্বোচ্চ সাত দিন পর্যন্ত। কিন্তু এক্ষেত্রে একটি শর্ত আছে যে হঠাৎ করে যদি কেউ তার জিপি 3g সিম কে জিপি 4g তে রুপান্তরিত করে, তাহলে তিনি ইন্টারনেট ৬ জিবি বোনাসটি গ্রহণ করতে পারবেন না।

তাই বর্তমান সময়ের যাদের সিএনজি সিম বন্ধ অবস্থায় রয়েছে তাদেরকে সেই সিম চালু করে। কিছুদিন ব্যবহার করার পর, সেটে যদি ফোরজিতে রূপান্তর করতে চান? তাহলে সেই সিমের মালিকরা সাড়ে ৬ জিবি ইন্টারনেট ফ্রি বোনাস পাবেন।

জিপি সিম 4G করার নিয়ম

গ্রামীন সিম থ্রিজি থেকে জিপি 4g তে রুপান্তর করতে চাইলে আপনাকে কিছু নিয়ম অনুসরণ করে কাজ করতে হবে। তাহলে আপনারা চাইলে খুব সহজেই আপনার জিপি সিম 4g তে ট্রান্সফার করতে পারবেন।

তার জন্য নিচে দেওয়া তথ্য গুলো ধাপে ধাপে অনুসরণ করুন।

প্রথমে আপনার নিকটস্থ কোনো গ্রামীণফোন সেবা কেন্দ্রে যেতে হবে। আবার আপনি চাইলে যে সব জায়গায় বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করেছেন বিক্রি করে সেখানে গিয়েও আপনি থ্রিজি সিমকে 4 জি তে রূপান্তর করে নিতে পারবেন।

জিপি 3g সিম থেকে 4g সিমে রূপান্তর করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখের দরকার হবে। যদি অন্য কারো জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে। তবে অবশ্যই তাকে সাথে নিয়ে যেতে হবে।

জিপি সিম 3g থেকে 4g করার জন্য আপনার ২০০ টাকা চার্জ প্রদান করতে হবে।

বর্তমান সময়ে নতুন যে সকল গ্রামীন সিম ক্রয় করা হয় তার সবটি তে রূপান্তরিত করা। কিন্তু যে সকল জিপি সিম আমরা অনেক আগের সময় কিনেছি সেগুলো 3g তেই রয়ে গেছে।

তাই জিপি 3g থেকে 4g করার জন্য আমাদের উপরোক্ত পদক্ষেপ গ্রহণ করে ২০০ টাকা চার্জ প্রদান করে, 4জি তে রূপান্তরিত করতে হবে।

তো আপনারা যারা গ্রামীন সিম ব্যবহার করেন। তাদের জন্য আমি কিছু সংক্ষিপ্ত কোড জানিয়ে দিব। যেগুলো ব্যবহার করে অনেক উপকৃত হতে পারবেন।

বিশেষ করে, আমাদের মধ্যে এমন অনেক গ্রামীন সিম ব্যবহারকারী রয়েছে যারা ইন্টারনেট চেক করার নিয়ম জানেন না এবং জিপি সিমের নাম্বার মুখস্ত রাখেন না বিধায় অন্যকে বলতে পারেন না।

তাই আপনি যদি এ বিষয় গুলো জানতে চান? তাহলে নিচে দেওয়া তথ্যটি অনুসরণ করুন।

জিপি সিম নাম্বার চেক করার কোড

তো আমরা অনেকেই গ্রামীন সিম ব্যবহার করে কিন্তু নিজের সিম নাম্বার নিজে মুখস্ত রাখতে পারি না। যার ফলে অন্য কেউ নাম্বার চাইলে, সাথে সাথে দিতে পারি না।

তাই আপনার সাথে যদি এই সমস্যার ঘটে থাকে। তবে আর চিন্তার কোন কারণ নেই। আপনার হাতে থাকা মোবাইল সিম নাম্বার খুব সহজেই। অন্য কেউ চাইলে সাথে সাথে দিতে পারবেন। আপনার মোবাইলের একটি সাধারন কোড ব্যবহার করে।

তো জিপি সিমের নিজের নাম্বার চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে- *2# এই নম্বরটি। ডায়াল করার সাথে সাথে আপনাকে নিজের জিপি সিমের নাম্বারটি দেখানো হবে।

জিপি ইন্টারনেট চেক করার কোড?

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এখনো পর্যন্ত জানে না গ্রামীন সিমে কিভাবে ইন্টারনেট চেক করতে হয়। তাই আমি আপনাকে জানিয়ে দেবো।

গ্রামীন সিমের ইন্টারনেট চেক করার কোড সম্পর্কে যা ব্যবহার করে, আপনার সহজে জিপি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।

এজন্য আপনার মোবাইলের ডায়ালপেডে গিয়ে জিপি সিম ইন্টারনেট চেক করার জন্য ডায়াল করতে হবে- *121*1# নাম্বার।

হারানো সিম বন্ধ করার উপায়

শেষ কথাঃ

বন্ধুরা আপনারা যারা জিপি সিম 4G করার নিয়ম জানতে চেয়েছিলেন। উপরোক্ত আলোচনা অনুসরণ করে, জিপি কাস্টমার কেয়ারে যোগাযোগ করে, খুব সহজেই 2জি, 3জি জিপি সিম গুলো 4g তে রূপান্তরিত করতে পারবেন।

তো জিপি সিম 4g করার নিয়ম সম্পর্কে আপনার যদি কোন মতামত জানা থাকে। তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ।

Leave a Comment