SSD কি ? জেনেনিন HDD এবং SSD এর মধ্যে পার্থক্য গুলো

আজ আমরা আপনাদের জানাব এসএসডি কি: বর্তমান সময়ে আমরা যখন কোন কম্পিউটার বা ল্যাপটপ কেনার চিন্তা করে থাকি তখন এই এসএসডি শব্দটি আমাদের নজরে চলে আসে আর সে সময় আমরা এ বিষয়ে জানার চেষ্টা করে থাকি আধুনিক কম্পিউটার সিস্টেম গুলো অনেক উন্নত হয়ে দাঁড়িয়েছে একটা কম্পিউটার এতটা দ্রুত কাজ করবে সেটার ওপর নজর রেখে আধুনিক কম্পিউটার গুলো তৈরি করা হয়েছে।

আমরা যখন একটি কম্পিউটার দ্রুত কাজ করার ক্ষমতা নিয়ে কথা বলে থাকে তখন সেটার বিষয়ে গুরুত্ব ভূমিকা পালন করে এসএসডি। এটি হচ্ছে একটি আধুনিক এবং উন্নত মানের কম্পিউটার স্টরেস সলিউশন। আগের দিনগুলোতে এইচডিডি এর তুলনায় অধিক দ্রুতভাবে কাজ করে আসলে এসএসডি এবং হার্ডডিস্ক এই দুটি কাজ একই রকম কিন্তু এখানে অনেক ধরনের পার্থক্য আছে আপনি যদি এখানে এসএসডি কি এ সম্পর্কে না জেনে থাকেন তবে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের এই বিষয়ে সঠিক ধারনা দেয়ার চেষ্টা করব।

আপনি যদি এসএসডি এবং এইচডিডি এবং এসএসডি এর মধ্যে পার্থক্য গুলো জানতে চান তবে আমাদের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

SSD কি ? জেনেনিন HDD এবং SSD এর মধ্যে পার্থক্য গুলো
SSD কি ? জেনেনিন HDD এবং SSD এর মধ্যে পার্থক্য গুলো

SSD কি ? 

আমরা প্রথমে আপনাদের জানিয়ে দেব এসএসডি এর পূর্ণরূপ- Solid State Drive. এসএসডি এর বিষয়ে সহজভাবে বলতে গেলে বলা যায় এটি একটি উন্নত স্তরেজ ডিভাইস যেগুলোকে বর্তমানে আধুনিক কম্পিউটার ডিভাইস গুলোতে ব্যবহার করানো হয়।

এসএসডি এর মত কম্পিউটার বা ল্যাপটপের যেকোন ফাইল গুলোকে সংরক্ষণ করে রাখার কাজ করে থাকে এটা সঠিক যে হার্ডডিস্ক এর তুলনায় অনেক দ্রুত কাজ করার ক্ষমতা রাখে এগুলো এতটা দ্রুত হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে ব্যবহার করা হয় ফ্লাশ মেমোরি ট্রেডিশনাল টেকনোলজি থেকে অনেক বেশি দ্রুত আর হার্ড ডিস্ক গুলো এমন কিছু টেকনোলজি ব্যবহার করা হয় সেগুলো অনেক স্লো কাজ করে থাকে।

যার জন্য আমাদের কম্পিউটার বা ল্যাপটপ গুলো অনেক স্লো ডাটা ফাইল রক্ষণাবেক্ষণ করে থাকে এক কথায় আপনার কন্টাক্ট ন কাজ করে থাকে। এসিটি হচ্ছে আধুনিক কম্পিউটারের স্টরেস সলিউশন যাকে হার্ডডিস্ক এর আপডেট ভার্সন বলা হয়।

এসএসডি এর দাম এইচডি কয়েক গুণ বেশি হয়ে থাকে তার জন্য এসিডযুক্ত কম্পিউটার বা ল্যাপটপ দাম একটু বেশি হয় এবার আপনি নিজেই চিন্তা করুন আপনার কম্পিউটার এসএসডি নাকি এইচডি ব্যবহার করা উচিত।

SSD কত প্রকার ও কি কি?

আমরা আপনাদের উপরের আলোচনা থেকে জানিয়েছি এসএসডি কি এখন আমরা আপনাদের জানাব এসএসডি কত প্রকার ও কি কি এমনিতে এসএসডি এর আলাদা আছে যেগুলো স্পিড এবং কানেক্টিভিটি এর উপরে ভাগ করা হয়েছে এর প্রকারভেদ গুলো হচ্ছে-

  • Sata SSD
  • Msata SSD
  • M.2 SSD
  • SSHD

আমরা এখন এসএসডি কত প্রকারে বিষয়ে জেনে গেছি এখন সময় এই বিষয়গুলো বিস্তারিত জেনে নেওয়া সমালোচনা করে জেনে নেয়া যাক।

Sata SSD

Sata SSD সম্পূর্ণ ল্যাপটপের হার্ডডিস্ক এর মত দেখা যায় হার্ডডিস্ক এর মত এধরনের এসএসডি গুলো সাধারণ Sata কানেক্টর এর মাধ্যমে কম্পিউটার গুলো কানেক্ট হয়ে থাকে এর জন্য যেকোনো কম্পিউটারগুলোতে এ ধরনের এসিড এগুলো বেশি পরিমাণে ব্যবহার করা হয়।

এগুলো lowest grade এর sata এস এস এসডি গুলোতে বর্তমানে কম্পিউটার সিস্টেমগুলোতে হার্ড ড্রাইভ এর পরিবর্তে ব্যবহার করা হয়।

Msata SSD

msata SSD গুলোকে micro sata SSD বলা হয়। সাধারণ যেসকল এসএসডি রয়েছে সেগুলোর তুলনায় এ ধরনের এসএসডি গুলো অনেক ছোট দেখতে অনেকটা আলাদা হয়।

এগুলো দেখতে ram stick এর মতো। এই msata SSD গুলো প্রতিটি কম্পিউটার ডিভাইস এর সাথে কানেক্ট করা যায় না কারণ এটা ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে অবশ্যই আলাদা একটি msata SSD পোর্ট থাকতে হবে। এই এসএসডিটি মূলত ল্যাপটপ ব্যবহার করা হয়ে থাকে।

M.2 SSD

M.2 SSD গুলোতে এম এস টা এসএসডি এর মত হয়ে থাকে কিন্তু এটাকে msata ssd এর আপডেট ভার্সন হিসেবে বলা হয়ে থাকে। M.2 SSD গুলো msata ssd  এর থেকে অনেক দ্রুত কাজ করে থাকে আধুনিক ফিল্ম ও ল্যাপটপগুলোতে এ ধরনের এসএসডি গুলো বেশিরভাগ সময় ব্যবহার করা হয়।

আপনারা চাইলে আধুনিক M.2 SSD এবং এম এস টা এসএসডি এই দুইটা মাধ্যমে নিজের ডিভাইসের সাথে কানেক্ট করে নিতে পারেন এই এসএসডি গুলো অনেক বেশি দাম হয়ে থাকে এবং অন্যান্য হার্ডডিস্ক এর তুলনায় অনেক কম জায়গা নিয়ে থাকে।

SSHD

এই ধরনের SSHD গর্ভধারণের স্তরেজ ডিভাইস যেগুলোকে সম্পন্ন যাবে এসএসডি বলা যায় না কারণ এই এস এস এইচডি গুলোর মত হার্ডডিক্স ডিভাইস এর এসএসডি দুই ধরনের প্রযুক্তি ব্যবহার করে এগুলোকে তৈরি করা হয়।

তার জন্য এধরনের physical স্টরেস ডিভাইসগুলোকে বলা হয় এস এস এইচডি। এটির মাধ্যমে দ্রুত কাজ করার সাথে অধিক স্তরেজ ক্যাপাচিটি পেয়ে যাবেন।

SSD এবং HDD এর মধ্যে পার্থক্য গুলো

এসএসডি অবশ্যই এইচডিডি এর তুলনায় অনেক বেশি পরিমাণে দ্রুত কাজ করে হার্ডডিস্ক এর তুলনায় সলিড স্টেট ড্রাইভ অনেক কম ব্যবহার করা হয়।

এসএসডি হার্ডডিস্ক এর তুলনায় অনেক ছোট হয় যার ফলে সহজে কম্পিউটার বা ল্যাপটপ গুলোতে সংযুক্ত করা যায় হার্ডডিস্ক কিছুটা আওয়াজ হয় কিন্তু এসএসডি গুলোতে কোন আওয়াজ শোনা যায় না।

যেকোন ফাইল কপি এবং রাইট করার ক্ষেত্রে হার্ডডিস্ক 50 থেকে 120 এমবিবিএস দেওয়া থাকে কিন্তু এসএসডি এর ক্ষেত্রে 200 থেকে 550mb/s থাকে।

এইচডিডি এর থেকে এসএসডি এর দাম কয়েকগুণ বেশি হয়ে থাকে।

আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপে অধিক জায়গা চান তবে এইচডিডি এর তুলনায় এসএসডি ব্যবহার করতে পারেন কারন এখানে অনেক বেশি জায়গা পেয়ে যাবেন।

এসএসডি এর মধ্যে কোন মুভি পার্ট থাকেনা তাই এগুলো সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু এইচডিডি এর মধ্যে অনেকগুলো মুভি পার্ট রয়েছে যার কারণে খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

এইচডি দিতে তাই সিক্স-সেভেন wat power consume করে দেওয়া থাকে আর এসএসডি তে প্রায় 2-3 wat power consume করা থাকে যার কারণে কম্পিউটারের ব্যাটারি কিছুটা বেশি ব্যাকআপ দেয়া সম্ভব না হয়।

SSD নাকি HDD কোনটা ব্যবহার করবেন ?

আপনারা উপরের আলোচনা পরে হয়তো বুঝতে পারছেন রে এইচডিডি থেকে এসএসডি অনেক ভালো একটি ড্রাইভ। আর সবকিছু জানার পর এখন আপনাকে আমরা কোনভাবেই এইচডিডি ব্যবহার করার পরামর্শ প্রদান করব না কিন্তু এইচডিও অনেক ভালো কম্পিউটার ডিভাইস হিসেবে প্রমাণিত হয়ে আছে এছাড়া বর্তমানে অনেকগুলো মানুষ এই এইচডিডি ব্যবহার করে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের স্টোরেজঃ ব্যবহার করবেন।

বর্তমান সময়ে যারা আধুনিক ও দ্রুত কম্পিউটার ব্যবহার করতে চান তারা এসএসডি ব্যবহার করতে পারেন এসএসডি এর ক্ষেত্রে আমরা বেশি ইন্টারেস্ট পাবেন না তাই যারা কম্পিউটারের ব্যবহার করতে চান তারা এসএসডি ব্যবহার করুন।

এমন অনেক মানুষ আছে যারা নিজের কম্পিউটারে অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য হার্ড ড্রাইভ ব্যবহার করে থাকে এবার আপনি নিজে যদি এমন ব্যক্তি হয়ে থাকেন তাহলে সি ড্রাইভ এর জন্য 120 অথবা 240gb এসএসডি ব্যবহার করতে পারেন।

যারা কোন ভাবে নিজের তথ্য বা ডাটাগুলো হারাতে চান না তারা এটি ব্যবহার করে যেসব বেশি ছুটি পেয়ে যাবেন আপনি যদি নিজের কম্পিউটার বা ল্যাপটপে বেশি পরিমাণে এর কাজ করে থাকেন তবে আমি আপনাকে এসএসডি ব্যবহার করার পরামর্শ প্রদান করব।

এছাড়া আপনারা যদি এইচডি ব্যবহার করতে চান তাহলে আপনি কম টাকায় বেশি স্টরেস ইন স্পেস পেয়ে যাবেন তবে আপনারা অবশ্যই এইচডিডি ব্যবহার করুন আপনি যদি ডাটা, ফাইল নিয়ে মতলব থাকে তবে এইচডিডি ব্যবহার করুন আপনি নিজে কম্পিউটার বা ল্যাপটপের অপারেটিং সিস্টেম ইন্সটল করার জন্য একটি সাধারন সাইজের এসএসডি ব্যবহার করতে পারেন তাহলে ফাইল স্তরেজ এর জন্য আলাদা এইচডিডি ব্যবহার করে নিতে পারবেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

বন্ধুরা আমাদের আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানানো হলো একটি কি এবং এইচডিডি এবং এসএসডি এর মধ্যে পার্থক্য গুলো কি? আপনারা যদি আমাদের আলোচনাটি সঠিক ভাবে মনোযোগ সহকারে পড়েন তবে এ বিষয়ে সঠিক ধারণা পেয়ে গেছেন।

SSD কি ? জেনেনিন HDD এবং SSD এর মধ্যে পার্থক্য গুলো SSD কি ? জেনেনিন HDD এবং SSD এর মধ্যে পার্থক্য গুলো SSD কি ? জেনেনিন HDD এবং SSD এর মধ্যে পার্থক্য গুলো SSD কি ? জেনেনিন HDD এবং SSD এর মধ্যে পার্থক্য গুলো

SSD কি ? জেনেনিন HDD এবং SSD এর মধ্যে পার্থক্য গুলো SSD কি ? জেনেনিন HDD এবং SSD এর মধ্যে পার্থক্য গুলো SSD কি ? জেনেনিন HDD এবং SSD এর মধ্যে পার্থক্য গুলো SSD কি ? জেনেনিন HDD এবং SSD এর মধ্যে পার্থক্য গুলো

আমাদের আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তবে এটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment