কিভাবে বানাবেন একটি ফ্রি লোগো ? (লোগো ডিজাইন টিউটোরিয়াল)

ফ্রী লোগো ডিজাইন : আপনি যদি কোনো ব্লগ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজের অনলাইন বিজনেস এর জন্য, ফ্রিতে একটি লোগো বানানোর কথা চিন্তা করছেন।

একটি ফ্রী লোগো বানানো এমনি সহজ ব্যাপার নয়। তবে অনলাইনে এমন অনেক লোগো তৈরি করার ওয়েবসাইট আছে। যেগুলো ব্যবহার করে, আপনি নিজের ব্লগ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের জন্য যেকোনো ধরনের লোগো বানিয়ে নিতে পারবেন।

কিভাবে বানাবেন একটি ফ্রি লোগো ? (লোগো ডিজাইন টিউটোরিয়াল)
কিভাবে বানাবেন একটি ফ্রি লোগো ? (লোগো ডিজাইন টিউটোরিয়াল)

কিন্তু বেশিরভাগ লোগো ডিজাইন করার ওয়েবসাইট এবং অনলাইন সফটওয়্যার গুলো আমাদের বিভিন্ন ভাবে ঠকিয়ে থাকে।

লোগো তৈরি করার জন্য, তারা প্রথমে বলে থাকে যে Create a Free Logo. কিন্তু পরে যখন আমরা আমাদের তৈরি করা লোগো ডাউনলোড করার চেষ্টা করি। তখন তারা আমাদের সে গুলো ফ্রিতে ডাউনলোড করতে দেয় না।

[wp_show_posts id=”3308″]

সে তৈরি করা লোকের জন্য আমাদের কিছু টাকা খরচ করে, তারপর ডাউনলোড করতে হয়।

এছাড়া অনেক অনলাইন লোগো ডিজাইন সফটওয়্যার বা ওয়েবসাইটে আপনারা লোগো তৈরি করে নিতে পারবেন এবং ডাউনলোড করার সুযোগ থাকছে 100% ফ্রী তে।

তবে এমন ওয়েবসাইটে আপনারা নিজের তৈরি করার লোগো গুলো কে। শুধুমাত্র একটি লো কোয়ালিটি ফাইল ডাউনলোড করতে পারবেন।

আপনি যদি তৈরি করার লোকও হাই কোয়ালিটি এবং আকর্ষনীয় ফাইল ডাউনলোড করতে আগ্রহী থাকেন। তাহলে আপনাকে অবশ্যই কিছু টাকা খরচ করে ডাউনলোড করতে হবে।

এক্ষেত্রে মনে রাখবেন আপনি যদি নিজের ব্লগ বা ইউটিউব চ্যানেলে ব্যবহার করেন। সেক্ষেত্রে দেখতে অনেক খারাপ লাগবে। তাই সব সময় ভালো কোয়ালিটির ব্যবহার করার চেষ্টা করবেন।

এখন আপনার উপরের কথা শুনে মাথা ঘুরছে তাই না। কিভাবে একটি আকর্ষণীয় হাই কোয়ালিটি লোগো তৈরি করবেন এবং ফ্রিতে ডাউনলোড করবেন।

[wp_show_posts id=”3306″]

আমরা আজ আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। যে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা যে, কোন লোক তৈরি করে সহজেই হাই কোয়ালিটি তে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

আর সেই ওয়েবসাইটের সাথে আমরা প্রথমে পরিচয় করে দিয়েছে সেটি হচ্ছে canva.com. Canva.com ওয়েবসাইটটি ব্যবহার করে।

আপনারা নিজের প্রয়োজন মতো। যে কোনো প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয় ভাবে। হাই কোয়ালিটি তে ফ্রিতে লোগো ডিজাইন করে, ডাউনলোড করতে পারবেন।

প্রচলন এখন জেনে নেয়া যাক ক্যানভাস ব্যবহার করে একটি লোগো কিভাবে তৈরি করা যায়। এবং হাই কোয়ালিটি তে ফ্রিতে ডাউনলোড করার উপায় সম্পর্কে।

লোগো তৈরি করুন canva.com ব্যবহার করে ?

Canva.com এমন একটি অনলাইন টুলস বা সফটওয়্যার। যা ব্যবহার করে আপনি অনেক প্রকার গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে পারবেন।

এটি ব্যবহার করে আপনারা হাই কোয়ালিটি লোগো সোশ্যাল গ্রাফিক্স স্টাইলিশ নেম, বিভিন্ন ধরনের কার্ড, ইউটিউব চ্যানেলের ব্যানার থাম্বনেইল ইত্যাদি সহজেই তৈরি করতে পারবেন একদম ফ্রীতে।

[wp_show_posts id=”3306″]

আমরা যেহেতু লোগো তৈরির কথা আলোচনা করছি। সে ক্ষেত্রে কিভাবে canva.com দিয়ে লোগো বানাবেন সেটা জেনে নেয়া যাক।

লোগো ডিজাইন টিউটোরিয়াল (ক্যানভা)

ক্যানভা সফটওয়্যার এবং ওয়েবসাইট ব্যবহার করে আপনারা ফ্রিতে লোগো তৈরি করতে পারবেন। তাই এই সফটওয়্যার বা ওয়েবসাইট ব্যবহার করার জন্য। আপনার কম্পিউটার বা ল্যাপটপ সেইসাথে ইন্টারনেট কানেকশন দরকার হবে।

আমাদের এই পোস্টে লোগো অনলাইন ডিজাইন করব। এবং তারপর সেটি নিজের কম্পিউটারে ডাউনলোড করে ব্যবহার করব। সে বিষয়ে জানতে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

Canva.com ওয়েবসাইটে প্রবেশ করুন

আপনি যদি কোন প্ল্যাটফর্ম এর জন্য লোগো তৈরী করতে চান সেক্ষেত্রে আপনাকে সরাসরি canva.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ক্যানভা এর ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি দেখতে পারবেন- New To Canva Singup নামে একটি লাইন এবং তার নিচে একটি রেজিস্টেশন ফরম দেয়া হবে। ‍Sing up for canva account.

আপনার যেহেতু লোগো তৈরি করবেন সে ক্ষেত্রে আপনারা একাউন্ট খোলার সময় সরাসরি Small Business অপশনে ক্লিক করে দিবেন।

ক্যানভাতে Sign up করুন

তারপর ক্যানভাসে সাইন আপ করার জন্য আপনাকে দুইটি অপশন দেয়া হবে, আপনার যদি কোন জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন আপ করতে চান তাহলে, সরাসরি আপনার জি-মেইল একাউন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন।

এছাড়া আপনি যদি নিজের নাম দিয়ে কেনবা অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। তাহলে সাইন আপ উইথ ইমেইল অপশনে ক্লিক করে দিবেন।

[wp_show_posts id=”3303″]

এখন ফরম ফিলাপ করুন

Sing up with email অপশনে ক্লিক করার পরে আপনি একটি ফরম পাবেন। সেই ফ্রম আপনি একে একে নতুন করে নিজের নাম, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড লিখবেন।

সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর নিচে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে স্বাগতম জানিয়ে আপনার ক্যানভা একাউন্ট এর একটি ড্যাশবোর্ড দেয়া হবে্

লোগো অপশন সিলেক্ট করুন

সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন সেখান থেকে, আপনাকে অবশ্যই লোগো ডিজাইন অপশনটি সিলেক্ট করতে হবে।

তার জন্য আপনাকে, I want to create a logo অপশনে ক্লিক করতে হবে।

তারপর লোগোতে ক্লিক করা হয়ে গেলে। আপনাকে ব্লগের অনেক ধরনের ক্যাটাগরি বা ডিজাইন দেখানো হবে। আপনি যেভাবে লোগো বানাতে চান সে হিসেবে একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিবেন।

লোগো ডিজাইন করার জন্য, যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেগুলো হচ্ছে-

  • Restaurant logo
  • Brand logo
  • Fashion logo
  • Computer logo
  • Education logo ইত্যাদি।

আপনি যদি বিজনেস ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করে ক্লিক করেন, তাহলে আপনি বিজনেস রিলেটেড বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে পারবেন।

এছাড়া আপনি যদি নিজের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরী করতে চান্ তাহলে Brand logo অপশনে ক্লিক করে দিবেন।

নিজের লোগো সিলেক্ট করে বানিয়ে নিন

Brand logo কিংবা যেকোন লোগো ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনি লোগো এডিটর নামে পেজ দেখতে পারবেন।

সেখানে, বাম পাশে ক্যানভা অনেক ধরনের সুন্দর সুন্দর লোগো ডিজাইন দেখিয়ে দিবে। আপনাকে শুধুমাত্র বাম দিক থেকে নিজের মন মত লোগো ডিজাইন সিলেক্ট করতে হবে।

[wp_show_posts id=”3306″]

এরপরে, ডান পাশে রাইট ক্লিক করে, আপনার পছন্দ মত লোগোটি এডিট করতে হবে। লোগো তৈরি এডিট করা অনেক সহজ ব্যাপার। আপনি লেখাগুলো তে ক্লিক করে নিজের কোম্পানি ওয়েবসাইট এ ছাড়া ইউটিউব এর নাম দিতে পারেন।

ছবি আপলোড করে লোগোতে যুক্ত করতে পারবেন। লোগো টেক্সট, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, কালার পরিবর্তন করতে পারবেন।

নিজের তৈরি করা লোগো ডাউনলোড করুন ?

উপরের নিয়ম অনুযায়ী আপনি যখন একটি লোগো তৈরি করবেন তারপর আপনাকে সরাসরি ডাউনলোড করতে হবে।

তৈরি করা লোগো ডাউনলোড করার জন্য আপনি সরাসরি ডান পাশে ওপরে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন এতে করে আপনাকে লোগোর ফাইল সিলেক্ট করার অপশন দেয়া হবে।

আপনি সেখান থেকে পিএনজি (PNG) সিলেট করে, বা জেপিজি (JPEG) সিলেট করে, ডাউনলোড বাটনে ক্লিক করবেন।

এই হল canva.com দিয়ে, বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করার সিস্টেম। আপনি যদি সবথেকে আকর্ষনীয় ও জনপ্রিয় লোগো ডিজাইন করতে চান। একদম ফ্রিতে সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যানভা ব্যবহার করতে হবে।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদেরকে আর্টিকেলে আপনাকে জানিয়ে দেওয়া হলো, কিভাবে বানাবেন একটি ফ্রী লোগো। আপনি যদি আমাদের লোগো ডিজাইন টিউটোরিয়াল টি মনোযোগ সহকারে পড়ে থাকেন।

তাহলে আশা করা যায় আপনি canva.com ব্যবহার করে। সহজেই যেকোন প্লাটফর্মের জন্য লোগো ডিজাইন করতে পারবেন। এবং হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন কোন ঝামেলা ছাড়া।

আমাদের আজকের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট এর আশা করছি। আর বিশেষ করে, আপনি যদি লোগো ডিজাইন করতে ব্যর্থ হন। তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাকে যতটুক সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো ধন্যবাদ।

Leave a Comment