ইনফিনিক্স (INFINIX) কোন দেশের কোম্পানি : কোম্পানির মালিক কে, এছাড়া আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজ আমাদের এই আর্টিকেলে আপনাকে জানিয়ে দেবো।
ইনফিনিক্স মোবাইল কোম্পানির নাম আপনি অবশ্যই শুনেছেন আজ বলব। এই মোবাইল এবং এই কোম্পানি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় মোবাইল কোম্পানি হচ্ছে ইনফিনিক্স।
ইনফিনিক্স মোবাইল বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে, অনেক বেশি জনপ্রিয় এবং খুবই বেশি ব্যবহার করে থাকে। এর সব থেকে বড় হচ্ছে ইনফিনিক্স মোবাইল এর মান ভালো কিন্তু দাম অনেক কম।
গত কয়েক বছর ধরে স্মার্ট মোবাইল ফোন ব্যবহারকারী মানুষের সংখ্যা। আমাদের দেশে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এবং এখন আরো অনেক বেড়েছে।
তাই অনেক বিদেশি কোম্পানি, বাংলাদেশের বাজারে তাদের নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন গুলো লঞ্চ করছে। কারণ বাংলাদেশের বাজারে বিশ্বের, বিভিন্ন মোবাইলের চাহিদা রয়েছে। বিশেষ করে, ইনফিনিক্স কোম্পানির মোবাইল ফোন গুলো বেশি।
ইনফিনিক্স কোম্পানির মালিক এবং সিইও কে ?
ইনফিনিক্স হচ্ছে একটি চীনা কোম্পানি্ ইনফিনিক্স স্মার্ট মোবাইল ফোন কোম্পানি 2013 সালে Transsion Holdings এর মাধ্যমে হংকংয়ে চালু হয়েছিল।
ইনফিনিক্স মোবাইল কোম্পানির বিভিন্ন দেশে বিভিন্ন সিইও আছে। ইনফিনিক্স কোম্পানির ভারতের উত্তর প্রদেশের নয়ডায় নিজস্ব প্ল্যান্ট আছে যার সিইও হচ্ছে অনিস কাপুর। আমাদের জানামতে স্যামসাংয়ের বড় কোম্পানির সাথে কাজ করেছে অনীস কাপুর।
এ পর্যন্ত ইনফিনিক্স চীনের অন্যতম সফল স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত।
INFINIX কোন দেশের কোম্পানি ?
ইনফিনিক্স কম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পেছনে রয়েছে ট্রান্সশন হোল্ডিং কোম্পানি নামের চীনা কোম্পানি। সেজেম ওয়্যারলেসের ট্রান্সশন হোল্ডিংস ইনফিনিক্স নামে একটি প্রতিষ্ঠা করেছিল একথা আগেই আমরা উল্লেখ করেছি।
উক্ত ট্রান্সমন হোল্ডিংস চায়না’র একটি স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানি এবং ওয়ারলেস ফ্রান্সের একটি বহুজাতিক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক ভিত্তিক কোম্পানি যা মোবাইল এবং ডিজাইন করে।
ইনফিনিক্স এর স্মার্ট মোবাইল ফোন গুলো ফ্রান্সে ডিজাইন করা হয়ে থাকে। তবে এদের উৎপাদন ফ্রান্স, কোরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং ভারতের মতো দেশগুলোতে হয়ে থাকে।
ইনফিনিক্স বিশ্বের দ্রুত বর্ধনশীল কোম্পানি গুলোর মধ্যে একটি। ইনফিনিক্স কোম্পানির 30 টির বেশী দেশে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ইনফিনিক্স চীনের অন্যতম সফল স্মার্ট মোবাইল ফোনের নির্মাতা হিসেবে পরিচিত্
ইনফিনিক্স (INFINIX) কোম্পানির ইতিহাস
2013 সালে ইনফিনিক্স কোম্পানিটি চীনের হংকং শহরে যাত্রা শুরু করেছিল। এই কোম্পানিটির সদরদপ্তর চীনের দক্ষিণ-পূর্ব অবস্থিত সেন-জেন শহরে।
ইনফিনিক্স কোম্পানির গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র মূলত ফ্রান্স এবং কোরিয়াতে আছে। ইনফিনিক্স কোম্পানির মালিক – ঝু ঝাওজিয়াং ও সেজেম ওয়্যারলেস এবং ট্রান্সশন হোল্ডিং কোম্পানি কোম্পানি গঠনের পেছনে আছে। এ বিষয়ে আমরা উপরেই আলোচনা করেছি।
ইনফিনিক্স কোম্পানির বর্তমান সময়ে ৩০ টির বেশী দেশে তাদের সার্ভিস পরিচালনা করছে। ইনফিনিক্স কোম্পানির মালিক হওয়ার সাথে সাথে ঝু ঝাওজিয়াং উক্ত কোম্পানির গ্লোবাল সিইও।
ইনফিনিক্স হচ্ছে প্রথম কোম্পানির যে, পাকিস্তানের তার মোবাইল উৎপাদন কারখানা স্থাপন করেন। ইনফিনিক্স কোম্পানি নোট 4 এবং ইনফিনিক্স হট 4 প্রো এ দুটি স্মার্ট মোবাইল ফোন ভারতের বাজারে লঞ্চ করেছে।
ইনফিনিক্স কোম্পানির মোবাইল বিক্রি কমার্স ওয়েবসাইট এর সাথে হাত মিলিয়েছে। এন এস কোম্পানি ভারতীয় বাজারে 2020 সালে ইনফিনিক্স স্মার্ট এন্ড্রয়েড টিভি বাজারে আনার ঘোষণা করেন। 32 ইঞ্চি স্ক্রিন সাইজ পাওয়া যাবে।
ইনফিনিক্স কোম্পানির 2021 সালের ল্যাপটপ নিয়ে আসে বাজারে তার নাম হচ্ছে INboox X1 সেরিজ। ইনফিনিক্স নাইজেরিয়ার ল্যান্ডিং, মানে নামে মার্কেট গুলোর মধ্যে একটি ম্যাগাজিন মার্কেটিং এজ থেকে। সর্বাধিক উদ্ভাবনে মোবাইলফোন ব্যান্ড এই পুরস্কারটি জিতে নিয়েছেন।
ইনফিনিক্স নোট 5 এন্ড্রয়েড চালু করার জন্য। গুগল এর সাথে যুক্ত হয়ে, ব্যবসা করার কথা চিন্তা করছেন।
ইনফিনিক্স কোম্পানির ভালো কিছু প্রোডাক্ট
ইনফিনিক্স এক্স প্রো এর দাম 400 ডলার এবং এখন পর্যন্ত এটি ইনফিনিক্স মোবাইল প্রস্তুতকারক এর উৎপাদন করা জনপ্রিয় মোবাইল ফোন।
উচ্চ মানের ক্যামেরা যুক্ত করা আছে। ios একটি 108 মেগাপিক্সেল ক্যামেরা এর প্রধান এবং এটি 4 হাজার পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে।
তাছাড়া, আমরা নিচের আলোচনাতে ইনফিনিক্স কোম্পানির কিছু আধুনিক মডেল সম্পর্কে আলোচনা করছে দেখুন।
INFINIX HOT 9 PRO
2020 ইনফিনিক্স হট ৯ প্রো তে আছে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। যার রেজুলেশন 720 x 1600 পিক্সেল। এই স্মার্ট মোবাইল এ পয়েন্ট জেরও গিগাহার্জ প্রসেসর দ্বারা চালিত হয় এবং 4 জিবি র্যাম রয়েছে এখানে।
INFINIX SMART 4
2020 সালের ডিসেম্বর মাসে লঞ্চ করা হয় ইনফিনিক্স SMART4. যার ডিসপ্লে 6.82 ইঞ্চি। রেজুলেশন হচ্ছে- 720 x 1640 পিক্সেল। এটির প্রসেসর হচ্ছে- (Mediatek MT6761 Helio A22 quad core) এবং র্যাম হচ্ছে 2gb।
INFINIX SMART 5
2021 সালের ফেব্রুয়ারি মাসে ইনফিনিক্স SMART 5. এখানে আছে 6.82 ইঞ্চি ডিসপ্লে। রেজুলেশন 720 x 1640 পিক্সেল। স্মার্ট মোবাইল ফোনে 2.0 GHz, 6 x 1.8 GHz দ্বারা পরিচালিত। এছাড়া ২ গিগাবাইট র্যাম রয়েছে এ স্মার্ট মোবাইল ফোনে।
INFINIX SMART HD
2021 সালের নভেম্বর মাসে, INFINIX SMART HD লঞ্চ হয়। রেজুলেশন- 720 x 1560 পিক্সেল। স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে হচ্ছে 6.1. এছাড়া স্মার্ট মোবাইল ফোনে রয়েছে, 1.8 GHz প্রসেসর এবং 2 জিবি র্যাম।
উক্ত জনপ্রিয় ফোনগুলো ছাড়া আরও অসংখ্য ইনফিনিক্স কোম্পানির মোবাইল রয়েছে। যা আপনারা বাংলাদেশের মার্কেটপ্লেস গুলোতে সহজেই অল্প দামে কিনে নিতে পারবেন।
আরো দেখুনঃ
- মোবাইল দিয়ে টাকা ইনকাম | প্রতিদিন 1100 টাকা ঘরে বসে আয় করুন
- লঞ্চ হচ্ছে এই নতুন এন্ড্রয়েড 5G মোবাইল [জেনেনিন বিস্তারিত]
- বাংলাদেশে oppo মোবাইলের দাম ও ছবি [বিস্তারিত এখানে]
- মোবাইলের গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড করুন
শেষ কথাঃ
বন্ধুরা আমাদের এই আর্টিকেলে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, ইনফিনিক্স (INFINIX) কোন দেশের কোম্পানি এবং ইনফিনিক্স কোম্পানির মালিক এবং সিইও কে।
এখন আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার পর আপনার কেমন লাগলো অবশ্য একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের সাইট থেকে নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন।