ওয়ারিশ সনদ কি ? ওয়ারিশ সনদ কিভাবে পাবেন এবং কোথায় ব্যবহার করবেন ?

ওয়ারিশ সনদ : কোন মানুষ মৃত্যুর পর তার স্থাবর অস্থাবর সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে তার ব্যক্তিগত আইন অনুযায়ী বন্টন করা হয়।

তবে এজন্য সে ব্যক্তির উত্তরাধিকার বা ওয়ারিশ কারা তা জানা দরকার হয়।

ওয়ারিশ সনদ কি ? ওয়ারিশ সনদ কিভাবে পাবেন এবং কোথায় ব্যবহার করবেন ?
ওয়ারিশ সনদ কি ? ওয়ারিশ সনদ কিভাবে পাবেন এবং কোথায় ব্যবহার করবেন ?

আর এই বিষয়টি নির্ধারণ করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা আদালত এই ওয়ার্ডের সনদপত্র প্রদান করেন।

তাই আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের জানাবো। ওয়ারিশ সনদ কি ? ওয়ারিশ সনদ কিভাবে পাবেন এবং কোথায় ব্যবহার করবেন? এ বিষয়ে বিস্তারিত তথ্য।

তাই আপনারা যারা ওয়ারিস সানা সম্পর্কে বিস্তারিত জানতে চান? তারা আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

ওয়ারিশ সনদ কি ?

কোন মানুষ মৃত্যুর পর তার স্থাবর অস্থাবর সম্পত্তি উত্তরাধিকারদের মধ্যে তার ব্যক্তিগত আইন অনুযায়ী এবং নিজ দেশের আইনে বন্টন করা হয়।

এক্ষেত্রে দেখা যায় স্থানীয়ভাবে একজন মানুষ উত্তরাধিকার ও ওয়ারিশ কে সেটি সবাই জানলেও অফিস আদালত বা প্রতিষ্ঠান সেটি জানেন না।

আবার দেখা যায় এক ব্যক্তি একাধিক স্ত্রী এবং সন্তান থাকলে, মৌখিক ভাবে কাউকে, এছাড়া পরিবারের কাছে থেকে দূরে থাকে। তার প্রকৃত উত্তরাধিকার কারা তা নিয়ে প্রশ্ন হয়।

[wp_show_posts id=”3308″]

তো যাতে করে ভবিষ্যতে কোন প্রকার সমস্যা দেখা না দেয় এজন্য স্থানীয় প্রশাসন বা আদালত থেকে করা। সেই মৃত ব্যক্তির ওয়ারিশ সম্পর্কে একটি সনদ নেওয়ার প্রয়োজন হয়। আর সেটিকে মূলত ওয়ারিশ সনদ বলা হয়।

ওয়ারিশ সনদ কোথায় ব্যবহার করবেন ?

তো আপনি যদি ওয়ারিশ সনদপত্র হাতে পেয়ে যান। সেটি কোথায় দরকার হবে। সে বিষয়ে না জানেন। তাহলে আমাদের লেখা আলোচনা ভালোভাবে অনুসরণ করুন।

তা আপনি যদি সনদ কোথায় দরকার হয়। সে বিষয়ে জানতে চান? তাহলে নেচে দেওয়ার তথ্যটি অনুসরণ করুন। আমরা এখানে জানিয়ে দিয়েছি ওয়ারিশ সনদ মূলত কোথায় কোথায় দরকার হয়।

  • জমি বা সম্পত্তি বাটোয়ারা কাজে।
  • নামজারি করার কাজে।
  • আইনগত অধিকার আদায়ের কাজে।
  • ঘোষণামূলক মোকাদ্দামা কাজে।
  • ব্যাংক বা বীমা প্রতিষ্ঠানে মৃত ব্যক্তির টাকা-পয়সা থাকলে।
  • মৃত ব্যক্তির পেনশন তুলতে। আর ইত্যাদি।

ওয়ারিশ সনদপত্র কিভাবে পাবেন ?

ওয়ারিশ সাধারণত স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র। যা একজন মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকার ওয়ারিশগণের স্বীকৃতি প্রদান করে।

[wp_show_posts id=”3303″]

এছাড়া ওয়ারিশ সনদ দেওয়ানী আদালত এর মাধ্যমে পাওয়া যায়। সাধারণত টাকা পয়সা এবং অস্থাবর সম্পত্তির দেনা পাওনা।

ব্যাংক বীমা ইত্যাদি সুষ্ঠু হিসাব পাওয়ার জন্য এবং যাতে করে ভবিষ্যতে, কোন প্রকার ঝামেলা না হয়। সেজন্য দেওয়ানী আদালতের মাধ্যমে ওয়ারিশন নিতে হয়।

ওয়ারিশ সনদ নিতে কি কি লাগবে ?

আপনি যদি ওয়ারিশ সনদপত্র সংগ্রহ করতে চান? সে ক্ষেত্রে আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে।

সেগুলো হচ্ছে-

  • ওয়ারিশগণের এক কপি সত্যায়িত ছবি।
  • মৃত ব্যক্তির মৃত্যু সনদ এক কপি সত্যায়িত।
  • চেয়ারম্যান/মেয়র করতে তদন্ত প্রতিবেদন।
  • সংশ্লিষ্ট বাজার হেডম্যান/ চৌধুরি’র তদন্ত প্রতিবেদন।

ওয়ারিশ সনদের খরচ

আপনি যদি ওয়ারিশ সনদ করতে চান? সেক্ষেত্রে সাধারণত ৫০ টাকা থেকে ১০০ টাকা প্রয়োজন হবে। এটি পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ ভেদে আলাদা হয়ে থাকে। তাই টাকার পরিমাণটি কম বেশি হতে পারে।

ওয়ারিশান সনদ পাওয়ার আবেদন পত্র

বরাবর

চেয়ারম্যান

পৌরসভা/ইউনিয়ন পরিষদ

ঠিকানা লিখতে হবে।

বিষয়ঃ ওয়ারিশান সনদ পত্র পাওয়ার জন্য আবেদন।

মহোদয়/জনাব,

যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমার পিতা- মৃত. (এখানে নাম লিখবেন), পিতাঃ (এখানে মৃত ব্যক্তির পিতার নাম লিখবেন), গ্রামঃ (গ্রামের নাম লিখবেন), উপজেলাঃ (উপজেলার নাম লিখবেন), জেলাঃ (জেলার নাম লিখবেন)। তিনি মৃত গালে নিম্নলিখিত ওয়ারিশগণদের রেখে যান।

[wp_show_posts id=”3306″]

(নিজের ছকে- ক্রমিক নং, ওয়ারেসগণের নাম, সম্পর্ক, বয়স এবং মন্তব্য তৈরি করতে হবে)। যতজন ওয়ারিশগণ থাকবে, ততটি ক্রমিক নং তৈরি করতে হবে।

ক্রমিক নং ওয়ারিশাগণের নাম সম্পর্ক বয়স মন্তব্য
 ১। নাম ছেলে ২৫
২। নাম ছেলে ৩৮
৩। নাম মেয়ে ৪৪
৪। নাম মেয়ে ৫৩

অতএব, মহাদয় সমীপে আকুল আবেদন এই যে, উপরে উল্লেখিত বিষয়ে আমাকে একটি ওয়ারিশ সনদপত্র প্রদান করিতে আপনার সু-মর্জি হয়।

বিনীত নিবেদক

স্বাক্ষর

নামঃ,

পিতার নামঃ

গ্রামঃ

মোবাইল নাম্বার

আপনারা উপরোক্ত দরখাস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিকট জমা দেওয়ার পর, আপনার সকল কাগজপত্র প্রমান দেখে। ওয়ারিশ সনদপত্র প্রদান করবে।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা ওয়ারিশ সনদ কি? সনদ কিভাবে পাবেন এবং কোথায় ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারলেন।

ওয়ারিশ সনদ সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আর আমাদের এই সাইট থেকে জমি- জমা সংক্রান্ত নতুন নতুন তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment