জমির দলিল খরচ 2023 || জমির দলিল সংক্রান্ত সকল আপডেট তথ্য এখানে

আপনারা যারা বাংলাদেশের জমির দলিল খরচ সম্পর্কে জানতে চান? তাদের জন্য এই আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে। তো জমির দলিল খরচ সম্পর্কে জানতে চাইরে আপনাকে সর্বপ্রথম জানতে হবে, জমির দলিল কত প্রকার হয়ে থাকে।

কারণ জমির দলিল এর উপর ভিত্তি করে দলিল খরচ নির্ধারিত হয়। তো আপনারা যারা জমির দলিল খরচ সম্পর্কে জানতে চান? তারা আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

জমির দলিল খরচ 2023
জমির দলিল খরচ 2023

তো চলুন জেনে নেওয়া যাক। জমির দলিল কোন কোন প্রকার আছে। আর দলিল প্রকার ভিত্তিক দলিল খরচ কত হয় সেই সম্পর্কে বিস্তারিত।

জমির দলিল প্রকার সমূহ

আপনারা যারা জমি সংক্রান্ত তথ্য জানতে চান। তাদের জমির দলিল প্রকার সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরী। কারণ আপনি যদি কোন ব্যক্তির কাছে জমি ক্রয় করেন।

সেই সময় আপনাকে জমির দলিল প্রকার ভেদে দলিল খরচ প্রদান করতে হবে। তাহলে জেনে নিন জমির দলিল এর কিছু প্রকার সমূহ যেমন-

  • সাফ-কবলা দলিল খরচ।
  • দানপত্র দলিল খরচ।
  • এওয়াজ দলিল খরচ।
  • বন্টন নামা দলিল খরচ।
  • অসিয়ত নামা দলিল খরচ।
  • উইল দলিল খরচ।
  • নাদাবী দলিল খরচ।
  • বায়না দলিল খরচ, ইত্যাদি।

উপরোক্ত দলিল এর ভিত্তিতে দলিল খরচ আলাদা হয়ে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক জমির দলিল খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য।

সাফ-কবলা দলিল খরচ

হস্তান্তরিত জমির দলিলের লিখিত মূল্য ১ হাজার টাকা দিলল এর মূল্য ২৪০০/- টাকা। এছাড়া এর কম হলে নগদ অর্থ ও ২৪০০০/- টাকার বেশির হলে প্রে অর্ডার এর মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ শাখায় টাকা জমা করতে হবে।

দানপত্র দলিল খরচ

দানপত্র দলিল রেজিস্ট্রার খরচ, সাব-রেজিস্ট্রি অফিস হস্তান্তর জমির দলিলের লিখিত মূল্য ২৫০০/- টাকা দলিল এর দাম ২৪০০০/- টাকা বা তার কম হলে, নগদ অর্থ ও ২৪০০০/- টাকার বেশি হলে প্রে অর্ডার এর মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক শাখায় টাকা জমা দিতে হবে।

এওয়াজ দলিল খরচ

এওয়াজ দলিল খরচ – ই ফি ১০০/- টাকা বাংলায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট একটি স্টার অংশ বিশেষ এর জন্য ১৫/- টাকা ইংরেজি ভাষায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পাতা বা তার অংশ বিশেষ এর জন্য ২৪/- টাকা।

বাংলায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট একটি অংশ বিশেষ এর জন্য ২৪/- টাকা।

রেজিস্টেশন ফি হস্তান্তরিত জমির দলিল লিখিত মূল্য ২৫ শতাংশ দলিল এর দাম ২৪,০০০/- টাকা বা তার কম হলে, অর্থ ও ২৪,০০০/- টাকার বেশি হলে প্রে অর্ডার এর মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক শাখায় টাকা জমা করতে হবে।

বণ্টন নামা জমির দলিল রেজিস্ট্রির খরচ

বন্টন নামা জমির দলিল লিখিত বৃহত্তম পক্ষের অংশ এর মূল্য বাদ দিয়ে। সর্ব মোট ২৯ লাখ থেকে ৫০ লাখ টাকা হলে ১২০০/- থেকে ২০০০/- টাকা প্রদান করতে হবে।

বন্টন নামা দলিল লিখিত বৃহত্তম এক পক্ষের অংশ মূল্য বাদ দিয়ে মোট মূল্য ৫০ লাখ টাকার বেশি হলে ২০০০/- টাকা জমা দিতে হবে।

  • অনূধর্ব ৩ লাখ টাকা হলে ৫০০/- টাকা খরচ লাগবে।
  • অনূধর্ব ১০ লাখ টাকা হলে ৭০০/- টাকা খরচ লাগবে।
  • অনূধর্ব ৩০লাখ টাকা হলে ১২০০/- টাকা খরচ লাগবে।
  • অনূধর্ব ৩৫ লাখ টাকা হলে ১৮০০/- টাকা খরচ লাগবে।
  • অনূধর্ব ৫০ লাখ টাকার বেশি হলে ২০০০/- টাকা খরচ লাগবে।

তো আপনারা যারা জমির দলিল সংক্রান্ত খরচ জানতে চান। তাদের জমির প্রকার ভেদে জমির দলিল খরচ প্রদান করতে হয়।

আমি আপনাদের সুবিধার জন্য এখানে জমির দলিল খরচ কত হয়। সেই বিষয়ে আলাদা আলাদা ভাবে জানানোর চেষ্টা করেছি।

এখন আপনি কোন ধরণের জমির দলিল করতে চান? সেটি নির্ধারণ করে খরচ বহন করতে হবে।

শেষ কথাঃ

আমাদের এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করা হলো – জমির দলিল খরচ 2023 নিয়ে। আপনারা যারা জমি কিনতে চান?

বা ওয়ারিশ হিসেবে জমির দলিল করতে চান? তাহলে কোন ক্যাটাগরির দলিল খরচ কত তা উক্ত আলোচনায় উল্লেখ করা হয়েছে।

তো জমি-জমা সংক্রান্ত আরো অন্যান্য আর্টিকেল পড়তে চাইলে, আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। কারণ আমরা এখানে জমি বিষয়ে বিভিন্ন পোস্ট পাবলিশ করেছি।

আপনার প্রয়োনীয় জমির দলিল বিষয়ে জানতে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment