লিংকডইন কি ? LinkedIn কেন ব্যবহার করবেন এবং এর বৈশিষ্ট্য জেনেনিন ?

লিংকডইন হচ্ছে প্রফেশনালীদের জন্য সোশ্যাল নেটওয়ার্ক। যেখানে তারা বিভিন্ন ইউজারদের সাথে যোগাযোগ স্থাপন করা, শেয়ার করা ও শিক্ষা গ্রহণ করার মতো কাজ গুলো করে থাকে।

এই বিষয়ে বলতে গেলে, এটি প্রায় ফেসবুক এর মতো। কিন্তু নিজের একটি ভালো ক্যারিয়ার তৈরি করার জন্য আপনি লিংকডইন ব্যবহার করতে পারেন।

লিংকডইন কি ? LinkedIn কেন ব্যবহার করবেন এবং এর বৈশিষ্ট্য জেনেনিন ?
লিংকডইন কি ? LinkedIn কেন ব্যবহার করবেন এবং এর বৈশিষ্ট্য জেনেনিন ?

অবশ্যই লিংকডইন বর্তমানে সেরা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হিসেবে পরিচিত। যতিও এখানো অনেক লোক এই লিংকডইন সোশ্যাল মিডিয়া সম্পর্কে তেমন কিছু জানে না।

বিশেষ করে, লিংকডইন কেন ব্যবহার করা হয়। লিংকডইন ব্যবহার করে কি লাভ। এই বিষয় গুলো জনার জন্য অনেক লোক অনলাইনে সার্চ করে থাকে।

[wp_show_posts id=”3303″]

তাই আজ আমদের এই পোস্টে আপনাকে লিংকডইন কি? এবং আরো অন্যান্য তথ্য জানিয়ে দেব। তার জন্য আপনাকে নিচে দেওয়া লেখা গুলো শেষ পর্যন্ত পড়তে হবে। তাহলে আপনি লিংকডইন সম্পর্কে পরিষ্কার ধারণা গ্রহণ করতে পারবেন।

লিংকডইন কি ? (What is LinkedIn)

লিংকডইন (LinkedIn) হচ্ছে, এমন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফরম। যাকে মূলত প্রফেশনালদের জন্য ডিজাইন করা করা হয়েছে। আপনি ছোট বড়, জানা অজানা যে কোন কোম্পানি এর একজন মার্কেটিং কার্যনির্বাহী হতে পারেন।

একজন ব্যবসার মালিক বা একজন কলেজ স্টুডেন্ট যে তার প্রথম চাকরি খুজছে। লিংকডইন সেই সকল ব্যক্তিদের জন্য। যারা নিজের প্রফেশনাল লাইফ এবং ক্যারিয়ার নিয়ে অনেক আগ্রহী। যারা নিজের একটি ভালো ক্যারিয়ারের উদ্দেশ্যে নতুন সুযোগ খুজে পেতে চাই।

এছাড়া লিংকডইনের মাধ্যমে আপনারা অন্যান্য প্রফেশনালদের সাথে যুক্ত হতে পারবেন।তার জন্য লিংকডইন অবশ্যই একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট।

যেখানে আপনি অন্যান্য মানুষ এর সাথে যোগাযোগ স্থাপন করতে, শেয়ার করতে এবং মেসেজ পাঠাতে এছাড়া পোস্ট করতে পারবেন।

কিন্তু এই প্লাটফর্ম ব্যবহার এর মূল উদ্দেশ্য হচ্ছে নিজের কর্মজীবন ও ক্যঅরিয়ারের জন্য নতুন সুযোগ খুঁজ করা।

আপনারা লিংকডইন এর ব্যবহার করে নিজের বাসায় বসে চাকরির সন্ধান পাবেন।

তাছাড়া, এখানে আপনারা অন্যান্য পেশাদারদের সাথে যুক্ত হয়ে। তাদের সঙ্গে কথা বলতে পারবেন। নিজের ও তাদের কাজ এর বিষয়ে বলতে পারবেন এবং জানতে পারবেন। বিশেষ করে বিজনেস কার্ড আদান প্রদান করতে পারবেন।

ফেসবুকের মধ্যে নতুন ইউজারদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য কিংবা তাদের সাথে যোগাযোগ করার জন্য যে ভাবে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে থাকি।

ঠিক সেই ভাবে লিংকডইন এর মাধ্যমে নতুন ইউজারদের সাথে, যোগাযোগ স্থাপন করার জন্য। আপনাকে তাদের কানেক্ট রিকুয়েস্ট পাঠানোর মাধ্যমে নিজের My Network কে যুক্ত করতে হবে।

[wp_show_posts id=”3308″]

এখানে আপনারা অন্যান্য ইউজারদের সঙ্গে প্রাইভেট মেসেজের মাধ্যমে কথা বলার সুযোগ পাবেন। তাছাড়া নিজের প্রোফাইলের মাধ্যমে আপনি পেশাদারির অভিজ্ঞতা ও অর্জন গুলো সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। যার ফলে অন্যান্য ইউজার’রা সে গুলো দেখতে এবং জানতে পারবে।

লিংকডইন (LinkedIn) কি ধরণের ওয়েবসাইট ?

লিংকডইন হচ্ছে একটি মার্কিন ব্যবসা। এবং কর্ম সংস্থান ভিত্তিক অনলাইন সার্ভিস। যাকে ওয়েবসাইট এবং মোবাইল এপস এর মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে।

উক্ত পরিষেবাটি চালু হয়েছেল ২০০৩ সালে। এবং এই সাইট মুলত প্রফেশনাল নেটওয়ার্ক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর জন্য ব্যবহার করা হয়।

যে বেক্তি’রা চাকরির খোজ করেন। তারা এখানে সরাসরি নিজের সিভি পোস্ট করতে পারেন। সেরকম ভাবে কোম্পানি গুলো বা নিয়োগকর্তা’রা চাকরি বা কাজ গুলো এখানে সরাসরি পোস্ট করে। এবং পতিভাবান প্রার্থীদের খুজে নেন।

তো আমরা এখন আশা করছি যে, লিংকডইন কি বা কিধরণের ওয়েবসাইট এটি আপনারা পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। আর যদি না বুঝে থাকেন। তাহলে দয়া করে উক্ত আলোচনা আরো একবার পড়ুন।

লিংকডইন (LinkedIn) এর বৈশিষ্ট্য গুলো কি কি ?

লিংকডইন নাম এর এই বিজনেস প্লাটফর্ম দ্বারা যে গুলো বেসিক ফিচার দেওয়া হয়। সে গুলো নিচের অংশে আলোচনা করা হয়েছে। তার সঙ্গে আপনারা এটিও জেনে নিতে পারবেন যে, প্রফেশনালীদের দ্বারা উক্ত নেটওয়ার্ক কিভাবে ব্যবহার করা যায়।

তো চলুন আর সময় নষ্ট না করে লিংকডইন এর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক। যেমন-

হোম (Home) :

একবার লিংকডইনের মধ্যে লগইন করার পরে, হোম ফিড হলো আপনার নিউজ ফিড। এখানে আপনারা সকল নতুন আপডেট গুলো পেয়ে যাবেন।

যেমন- আপনার Follow করা কোম্পানি পেজ এবং সংযোগকারীদের মাধ্যমে করা বর্তমান পোস্ট গুলো।

প্রোফাইল (Profile) :

আপনাদের প্রোফাইলে, মূলত আপনাদের ব্যক্তিগত তথ্য গুলো শো করানো হবে। যেমন-

  • Name
  • Your Photo
  • Your Location
  • Your Occupation ইত্যাদি।

এই সকল তথ্য যে গুলো একেবারে উপরের অংশে থাকছে। এর নিচে আপনাদের বিভিন্ন আলাদা আলাদা অংশ গুলো দেওয়া হয়। যে গুলো আপনার নিজের হিসেবে কাস্টমাইজ করে নিতে পারবেন।

যেমন-

  • Short Summary
  • Work Experience
  • Education ইত্যাদি।

আমার সংযোগ (My Network) :

লিংকডইন (LinkedIn) এর মাধ্যমে আপনারা যত জন পেশাদারিদের সাথে যুক্ত হয়ে রয়েছেন। তাদের একটি লিষ্ট আপনারা দেখতে পারবেন।

তাছাড়া, আপনার সাথে সংযুক্ত হওয়ার জন্য। যারা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে সেই তালিকা আপনারা Invitations এর নিচে দেখতে পারবেন। আপনি আমন্ত্রণ গুলো গ্রহণ কিংবা রিজেক্ট করতে পারবেন।

চাকরি (Jobs) :

নিয়োগকর্তাদের মাধ্যমে প্রায় সকল প্রকার চাকরি গুলো প্রতিদিন লিংকডইন এর মাধ্যমে পোস্ট করা হয়। এখন লিংকডইন আপনাকে এমন কিছু নির্দিষ্ট কাজ এর সুপারিশ করবে।

যে, গুলো আপনার দিয়ে দেওয়া তথ্য লোকেশন পছন্দ এর কাজ ইত্যাদির উপর নির্ভর করে দেখানো হবে।

আপনারা সরাসির জব ট্যাবে ক্লিক করে, নিজের পছন্দ বা পেশা হিসেবে চাকরির পোস্ট গুলো দেখতে পারবেন।

আগ্রহ (Interests ) :

বিভিন্ন পেশাদারদের সাথে থাকা আপনার সম্পর্ক এর বাইরে এখানে আপনারা বিভিন্ন আগ্রহ গুলো ফলো করে রাখতে পারবেন। যেমন-

আপনার লোকেশন এবং আগ্রহ অনুযায়ী আপনি ভিন্ন কোম্পানির পেজ ও গ্রুপ গুলোর সঙ্গে যুক্ত হতে পারবেন।

তাছাড়া, শিক্ষগত উদদ্শ্যে কিংবা নতুন দক্ষতা অর্জন করার জন্য আপনারা লিংকডইন এর Lynda প্লাটফর্ম বহার করতে পারেন।

 সার্চ বার (Search Bar) :

লিংকডইনের মধ্যে আছে সার্চ নাম এর একটি শক্তিশারী বৈশিষ্ট্য। সার্চ বারের মাধ্যমে আপনারা নিজের হিসেবে এবং নির্দিষ্ট্য পেশাদার, কোম্পানি, চাকরি ইত্যাদি খুজে নিতে পারবেন।

মেসেজ (Messages) :

লিংকডেইনের মধ্যে থাকা প্রাইভেট মেসেজ অপশনের মাধ্যমে আপনি অন্যান্য পেশাদার বা ইউজারদের সাথে সরাসরি কথোপকথন করতে পারবেন।

অবশ্যই আপনি টেক্সট মেসেজের মাধ্যমে বিভিন্ন কিছু ফাইল যোগ করতে পারবেন। যেমন- ছবি, স্ক্রিনশর্ট, ডকুমেন্ট ইত্যাদি।

নোটিফিকেশন (Notifications) :

যে কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মতো লিংকডইনের একটি নোটিফিকেশন ফিচার আছে। আর যখন আপনাকে উক্ত প্লাটফর্ম অন্যের দ্বারা অনুমোদ করা হবে। সেটি আপনি উক্ত নোটিফিকেশন এর মাধ্যমে জেনে নিতে পারবেন।

কোন নতুন পোস্ট, কানেকশন রিকুয়েস্ট, ফলো, পরামর্শ করা আপনার প্রোফাইল ভিউ করছেন ইত্যাদি। সকল প্রকার তথ্য গুলো নোটিফিকেশন এর মাধ্যমে দেখানো হয়ে থাকে।

পেন্ডিং ইনভিটেশন (Pending Invitation) :

অন্যান্য পেশাদার’রা যখন আপনার সাথে লিংকডইনের মাধ্যমে যোগাযোগ করতে চাইবে। তখন তারা আপনাকে কানেকশন রিকুয়েস্ট পাঠাতে পারবে।

আর যখন আপনাকে কানেকশন রিকুয়েস্ট পাঠানো হয়। তখন আপনি একটি কানেকশন রিকুয়েস্ট নিজের মাই নেটওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন। সেই অবশ্যই আপনাকে এপ্রুভ করতে হবে। এছাড়া আপনি যদি সেই ইউজার এর সাথে যোগাযোগ না করতে চান। তবে, রিজেক্ট করে দিতে পারেন।

লিংকডইন (LinkedIn) কেন ব্যবহার করবেন ?

উক্ত আলোচনা অনুসরণ করে অবশ্যই বুঝতে পারছেন যে, লিংকডইন কি ধরণের সার্ভিস গুলো আমাদের প্রদান করে। এছাড়া লিংকডইন কারা ব্যবহার করে।

কিন্তু এখন আমরা সরাসরি ভাবে জানিয়ে দেওয়া চেষ্টা করব যে, লিংকডিইন কেন ব্যবহার করবেন। তো চলুন এই বিষয়ে একটু সংক্ষিপ্ত ক্যাটারি সম্পর্কে জেনে নেওয়া যাক। যেমন-

পুরাতন বন্ধুদের সাথে যোগাযোগ

আপনারা My Network ব্যবার করে, নিজের স্কুল, কলেজের বন্ধুদের সাথে এছাড়া শিক্ষক বা যে কোন ব্যক্তি যাদের আপনি নিজের পেশাদার নেটওয়ার্ক এ রাখতে চান। তাদের খুজে যোগাযোগ রাখতে পারবেন।

সার্চ বার এর মধ্যে নাম লিখে সার্চ করলেই আপনারা ইউজারদের প্রোফাইল পেয়ে যাবেন।

চাকরি খুজুন এবং এপ্লাই করুন

বর্তমানে সারা বিশ্ব জুড়ে লিংকডইন এর ব্যবহার মূলরুপে যে, কারণ এ করা হয়েছে সেটি হলো নতুন চাকরি এর খোজ করা এবং এপ্লাই করা। লিংকডইন হচ্ছে অনলাইনে সক্রিয় জনপ্রিয় প্লাটফর্ম। যেখানে আপনারা চাকরি খুজতে পারবেন।

আপনি যে সকল চাকরি করতে আগ্রহী সেই হিসেবে লিংকডইন আপনাকে চাকরির সুপারিশ করবে। কিন্তু আপনি সার্চ বারের সাহায্যে চাকরি খুজতে পারবেন।

নতুন পেশাদারদের সাথে যুক্ত হওয়া

আপনারা এখানে চেনা পরিচিত ব্যক্তিদের সাথে যুক্ত হতে পারবেন। কিন্তু আপনি চাইলে আপনার নিজের পেশার সাথে জরিড়ত বিভিন্ন অন্যান্য পেশাদারদের সঙ্গে যুক্ত হতে পারবেন।

এরকম ভাবে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যুক্ত হয়ে তাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন। যে গুলো আপনার ভবিষ্যত জীবনে কাজে আসবে।

বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ

আপনারা এখানে বিভিন্ন গ্রুপ পেয়ে যাবেন। যে গুলোতে যুক্ত হয়ে অন্যান্য নতুন নতুন প্রফেশনালদের সাথে পরিচয় বৃদ্ধি করতে পারবেন।

নিজের পেশা ও ইন্টারেস্টের সাথে সম্পর্কিত গ্রুপ গুলো খুজুন এবং সেই গুলোতে অংশ গ্রহণ করুন।

এরকম ভাবে গ্রুপ গুলোতে আপনার দেওয়া পোস্ট এর মাধ্যমে আপনাকে অন্যান্য প্রফেশনাল’রা জানতে পারবে। এবং চাইলে আপনার সাথে যুক্তও হতে পারবেন।

আর এই ভাবে আপনি নিজের নেটওয়ার্ক এর সংখ্যা বৃদ্ধি করে, নিতে পারবেন এবং নিজেকে বিখ্যাত করতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই পোস্টে আপনাকে জানিয়ে দিলাম। লিংকডেইন কি? লিংকডইন এর বৈশিষ্ট্য এবং লিংকডইন কেন ববহার করা হয়।

এখন আমি আশা করি যে, আমাদের পোস্টের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন। তবে, পোস্টের সাথে জরিত কোন প্রশ্ন থাকলে নিচে দেওয়া কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন।

আর বিশেষ করে আমাদের এই পোস্ট টি আপনার কাছে ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। এছাড়া আমাদের সাইট থেকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আরো নতুন নতুন পোস্ট পড়তে ভিজিট করুন। ধন্যবাদ।

1 thought on “লিংকডইন কি ? LinkedIn কেন ব্যবহার করবেন এবং এর বৈশিষ্ট্য জেনেনিন ?”

Leave a Comment