রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ : বর্তমান সময়ে আপনারা যারা মোবাইলে রকেট অ্যাকাউন্ট ব্যবহার করেন। রকেট একাউন্টে টাকা থাকলে সেটি আপনারা যেকোনো সময় মোবাইল রিচার্জ করতে পারবেন।

কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে। যারা রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম জানেন না।

তাই আপনি যদি রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার বিষয়ে পুরো তথ্য জানতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে পারেন।

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ
রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ

কারণ আমাদের আজকের এই আর্টিকেলে আপনাকে জানিয়ে দেবো। কিভাবে রকেট একাউন্ট থেকে যে, কোন নাম্বারে মোবাইল রিচার্জ করা যায়। আর মোবাইল রিচার্জ করার দুটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব।

তো আপনি যদি রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে চান? তবে আমাদের দেওয়া পদক্ষেপ গুলো ধাপে ধাপে অনুসরণ করুন।

রকেট থেকে মোবাইল রিচার্জ করার সুবিধা

বর্তমান সময়ের রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা অনেক সুবিধা জনক। আমাদের প্রয়োজনের সময় খুব সহজেই রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করে নিতে পারি।

সাধারণত আমরা মোবাইল রিচার্জ করার জন্য বিভিন্ন ফেক্সিলোড দোকানে গিয়ে ভিড় জমায়। কিন্তু আপনাদের যদি বিকাশ একাউন্ট থাকে্

তবে সে বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমাণের টাকা লোড করে রাখেন। সে ক্ষেত্রে, ফেক্সি লোড করার জন্য আপনাকে বিভিন্ন দোকানে ঘুরপাক খেতে হবে না।

নিজের ঘরে বসেই রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। আবার আপনারা চাইলে আপনার রকেট একাউন্ট থেকে যে, কোন মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করতে পারবেন।

আপনার রকেট একাউন্ট থেকে অন্যকে পর্যাপ্ত পরিমাণের মোবাইল রিচার্জ করার ফলে, ভালো পরিমাণের ক্যাশব্যাক গ্রহণ করতে পারবেন।

এরকমভাবে, রকেট একাউন্ট ব্যবহার করে, আপনারা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা অনেকটাই সহজ ব্যাপার। রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার জন্য আমরা আপনাকে সহজ পদ্ধতি গুলো জানিয়ে দেব।

সাধারণত রকেট একাউন্ট থেকে দুইটি প্রক্রিয়ার মাধ্যমে মোবাইল রিচার্জ করা যায়। যেমন-

  1. রকেট অ্যাপ ব্যবহার করে।
  2. রকেট কোড ডায়াল করে।

আপনি যদি রকেট এপস এবং রকেট কোড ডায়াল করার মাধ্যমে মোবাইল রিচার্জ করার বিষয়ে বিস্তারিত জানতে চান? তাহলে আমাদের লেখাগুলো ধাপে ধাপে ফলো করুন।

আমরা আপনাকে প্রথমে জানাবো। রকেট অ্যাপ দিয়ে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয়।

রকেট অ্যাপস দিয়ে মোবাইল রিচার্জ করার নিয়ম

রকেট অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করার নিয়ম অনেকটাই সহজ ব্যাপার। আপনারা চাইলে খুব সহজে মোবাইলে থাকার রকেট অ্যাপ দিয়ে রকেট একাউন্টের মাধ্যমে মোবাইলটি চার্জ করে নিতে পারবেন।

রকেট অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করতে চাইলে, আপনাকে অবশ্যই মোবাইলে রকেটের অ্যাপ ইন্সটল রাখতে হবে। আপনার মোবাইলে যদি রকেট অ্যাপ থাকে।

তাহলে ভালো আর যদি না থাকে কোন চিন্তার কারণ নেই। আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে, রকেট অ্যাপ ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে নিতে পারবেন।

রকেট অ্যাপ ডাউনলোড করার পর, আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে যেগুলো ভালোভাবে পড়তে পারলে খুব সহজেই রকেট অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।

তো আপনার মোবাইলে রকেট অ্যাপ ওপেন করে, যে কাজ গুলো করতে হবে।

সেগুলো হচ্ছে

প্রথমে Mobile Number : মোবাইল নাম্বার অপশনে আপনি যে নাম্বারের রকেট থেকে মোবাইল রিচার্জ করতে চান সেটে লিখবেন।

তারপর Recipient Name : মোবাইল নাম্বার দেওয়ার পর এই অপশন থেকে আপনি যার নাম্বারে রিচার্জ দিয়েছেন তার নাম্বারে যদি আপনার মোবাইল নাম্বার সেভ থাকে তাহলে তার নাম চলে আসবে। আর যদি মোবাইল নাম্বার সেভ না করা থাকে তাহলে এখানে আননোন দেখানো হবে।

তারপর Operator : এই অপশন থেকে আপনাকে অপারেটর সিলেক্ট করে নিতে হবে। আপনি রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে চান তাহলে, banglalink, gp, robi, airtel ইত্যাদি যেকোনো একটি অপারেটর সিলেক্ট করে দিবেন।

তারপরে, নাম্বার ও অপারেটর সিলেট করার পরে সরাসরি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন।

এখন আপনারা রিচার্জ এমাউন্ট নামে একটি অপশন দেখতে পারবেন। আপনার রকেট একাউন্ট থেকে কত টাকা মোবাইল রিচার্জ দিতে চান? তার পরিমাণ লিখবেন। হতে পারে ২০ টাকা ৫০ টাকা বা ১০০ টাকা। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন।

তো উপরোক্ত কাজ সম্পন্ন করা হয়ে গেলে কনফার্ম পেজ দেখতে পারবেন। সেখানে আপনার দেওয়া মোবাইল নাম্বার এবং রিচার্জ এর পরিমাণ ঠিক রয়েছে কিনা সেটি দেখতে পারবেন।

আপনি যদি সবকিছু ঠিকঠাক মনে করেন তাহলে রকেট একাউন্টের চার ডিজিট পিন দিয়ে, রকেট আইকনে কিছুক্ষণ ক্লিক করে ধরে থাকবেন তারপর আপনি যে নাম্বারে রিচার্জ করেছেন সেখানে চলে যাবে।

তো বন্ধুরা আপনারা যারা রকেট অ্যাপস দিয়ে মোবাইল রিচার্জ করতে চান? তারা উপরোক্ত পদক্ষেপ অনুসরণ করে, খুব সহজেই মোবাইল রিচার্জ করে নিতে পারবেন।

রকেট কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করার নিয়ম

আপনি যদি রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার সহজ উপায় খুঁজে থাকেন। তাহলে আপনার হাতে থাকা বাটন মোবাইল থেকে শুরু করে, স্মার্ট মোবাইল ফোনে রকেট কোড ডায়াল করে রিচার্জ করতে পারবেন।

তো চলুন জেনে নেয়া যাক। রকেট কোড ডায়াল করে, মোবাইল রিচার্জ করার নিয়ম সমূহ সম্পর্কে।

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার জন্য ।প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন এ গিয়ে- *322# লিখে আপনার রকেট একাউন্টে যে, নাম্বার দিয়ে খুলেছেন। সেই নাম্বারে ডায়াল করবেন।

তারপর আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। কিন্তু তার মধ্যে থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে- TopUp / Telco Service অপশন।

TopUp / Telco Service তিন নম্বরে থাকা অপশনটি সেন্ড করতে হবে।

তারপর, TopUp অপশনে যাওয়ার পরে। TopUp  অপশন থেকে 1 নাম্বারে থাকা 1 লিখে সেন্ড করতে হবে।

তারপর আপনাকে আরো দুটি অপশন দেয়া হবে। যেমন-

  1. Self- আপনি যদি নিজের নাম্বারে রকেট থেকে রিচার্জ করতে চান? তাহলে, Self (1) সিলেক্ট করে দিবেন।
  2. Other- আবার আপনি যদি অন্য কারো মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান? তাহলে আপনাকে Other (2) সিলেক্ট করতে হবে।

তারপর আপনার সামনে Enter Amount  অপশন দেখানো হবে। আপনি রকেট একাউন্ট থেকে মোবাইলে যত টাকা রিচার্জ করতে চান তার পরিমাণ লিখতে হবে। হতে পারে ২০ টাকা, ৫০ টাকা বা ১০০ টাকা।

তারপর আপনার রকেটের পিন দেওয়ার বক্স চলে আসবে। সেখান থেকে আপনার রকেট একাউন্টের চার ডেজিট পিন লিখে সেন্ড করতে হবে।

তো কিছু মুহূর্ত পরে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে। আপনি অমুক নাম্বারে বা নিজের নাম্বারে কত টাকা রিচার্জ করেছেন তার একটি প্রমাণ।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার উপায় জানতে চান?

তারা উপরোক্ত আলোচনা অনুসরণ করে, রকেট অ্যাপস এবং ডায়াল কোড ব্যবহার করে, খুব সহজেই রকেট একাউন্ট থেকে। যেকোন নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন।

তো রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

এছাড়া, আমাদের এই ওয়েবসাইট থেকে বিভিন্ন মোবাইল ব্যাংকিং একাউন্ট এর সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment