নেটফ্লিক্স কি ? নেটফ্লিক্স কিভাবে কাজ করব : আজ আমরা আপনাকে নেটফ্লিক্স সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করব। নেটফ্লিক্স সাম্প্রতিক সময়ে, অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।
যেখানে বিশ্বের ওয়েব সিরিজ, অনলাইন মুভি টিভি সিরিয়াল দেখার বিষয়টি যেভাবে বেড়ে চলেছে। যাতে করে মানুষের থিয়েটার এবং সোপ অপেরা নির্ভর জীবন যাত্রার মালিকাধীন হওয়ার প্রবণতা অনেক বারে কমে যাচ্ছে।
শুধুমাত্র ইন্টারনেট কানেকশন, এন্ড্রয়েড মোবাইল বা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস থাকলে আপনার একেবারে এন্টারটেনমেন্ট রেডি।
এমন একটি অন্যতম আন্তর্জাতিক এবং লোকপ্রিয় অভার দ্যা টপ বা ওটিটি প্লাটফর্ম হচ্ছে নেটফ্লিক্স।
ঘরে বসেই সারা দুনিয়ার টিভি এবং মুভি দেখার কোন ব্যাপারই না। আজ আমাদের আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানাতে চাচ্ছি, নেটফ্লিক্স কি এবং নেটফ্লিক্স কিভাবে ব্যবহার করে ? নেটফ্লিক্স একাউন্ট খোলার নিয়ম আরো অন্যান্য বিষয়াদি সম্পর্কে।
আপনি যদি নেটফ্লিক্স সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
- গুগল ফাইন্ড মাই ডিভাইস কি ? এর কাজ এবং বৈশিষ্ট্য গুলো
- হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার অ্যাপস [ডাউনলোড করুন]
- ভার্চুয়াল রিয়েলিটি কি ? কত প্রকার এবং কিভাবে কাজ করে ? জেনে নিন এখানে
নেটফ্লিক্স কি ? (What is Netflix)
নেটফ্লিক্স হচ্ছে একধরণের সাবস্ক্রিপশন ভিত্তিক স্ট্রিমিং পরিষেবা। যা সাবস্ক্রাইব সদস্যদের ইন্টারনেট যুক্ত ডিভাইসে এপসবিহীন ভাবে টিভি শো এবং সিনেবা দেখার সুযোগ প্রদান করে।
নেটফ্লিক্স হলো বিশ্বের সেরা নেতৃস্থানীয় প্রিমিয়াম মিডিয়া স্ট্রিমিং প্লাটফর্ম। আমেরিকা ভিত্তিক উক্ত মিডিয়া স্ট্রিমিং এবং ভিডিও রেন্টাল কোম্পানি স্থাপিত হয় 1997 সালে।
শুরুর দিকে এই প্লাটফর্ম মেইলইন ডিভিডি ভাড়া দেওয়ার সার্ভিস প্রদান করার মাধ্যমে যাত্রা শুরু করে। তবে, িএখন তারা উক্ত সার্ভিসটি দিয়ে থাকে। কিন্তু এটি শুধুমাত্র আমেরিকার মধ্যে সীমাবদ্ধ আছে।
কিন্তু 1999 সালে নেটফ্লিক্স তাদের অনলাইন সাবস্ক্রিপশন সার্ভিস প্রদান করা শুরু করে। ইন্টারনেট এর মাধ্যম, বিশ্বব্যাপী দখল এর সম্ভাবনা কে সফল ভাবে আন্দাজ করে।
উক্ত কোম্পানি তদের ব্যবাসায়ীক মডেল কে পরিবর্তন করে প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রুপান্তরিক করে নিয়েছ।
তাই নেটফ্লিক্স হয়ে উঠেছে অন্যান্য অনলাইন স্ট্রিমিং সার্ভিস কোম্পানি গুলোর তুলনায় অনেক বেশি সফল।
উক্ত প্লাটফর্ম তার নেটফ্লিক্স অরজিনাল প্রোগ্রাম এর মাধ্যমে। সারা দুনিয়ার অন্যতম বৃহত্তম মিডিয়া প্রকাশক হিসেবে শীর্ষস্থান সুরক্ষিত করে নিয়েছে।
বর্তমান সময়ে সরা পৃথিবীতে উক্ত কোম্পানির প্রায় 2200 লক্ষ এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
নেটফ্লিক্স (Netflix) এর মাধ্যমে কি করা যায় ?
নেটফ্লিক্স এর মাধ্যমে আপনার এন্ড্রয়েড বা উইন্ডোজ ১০ ডিভাইস থেকে অনলাইনে কানেকশন এর সহায়তায় বিভিন্ন টিভি শো এবং সিনেমা দেখতে পারবেন। এছাড়া ডাউনলোডে করে নিয়ে অফলাইনেও দেখতে পারবেন।
এখানে আপনারা কনটেন্ট গুলো অঞ্চল ভিত্তিক পরিবর্তন করে বা সময় এর সাথে পরিবর্তন করে থাকে। আপনারা এখানে বিভিন্ন অ্যাওয়অর্ড উইনিং নেটফ্লিক্স অরজিনাল প্রোগ্রাম। টিভি শো, ডকুমেন্টারী, ফিল্ম এবং আরো বিভিন্ন শো দেখতে পারবেন।
এছাড়া আপনি যত বেশি নেটফ্লিক্স কনটেন্ট দেখবেন। ঠিক তত ভালো ভাবে আপনি এখানে আপনার পছন্দ মতো টিভি শো বা ফিল্ম এর রেকোমেন্ডেশন পেয়ে যাবেন।
নেটফ্লিক্স এর অরজিনাল কনটেন্ট গুলো অনেক উন্নত মানের এবং বিনোদন মূলক হয়। যার জন্য নেটফ্লিক্স অনেক লোকপ্রিয়তার অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে।
উক্ত নেটফ্লিক্স অরজিনাল প্রোগ্রাম এর যাত্রা শুরু হয় 2013 সালে। এদের প্রথম অরজিনাল প্রোগ্রাম ছিল হাউস অফ কার্ডস।
এই পর্যন্ত তাদের সেরা অরজিনাল কনটেন্ট স্ট্রেঞ্জার থিংস সরা বিশ্বে ব্যাপক সারা ফেলছে।
কোন কোন ডিভাইসে নেটফ্লিক্স দেখা যায় ?
নেটফ্লিক্সের জন্য আপনি যে কোন স্ট্রিমিং মিয়িা প্লেয়ার, স্মার্ট টিভি, গেম কনসোল, স্মার্ট ফোন, ট্যাবলেট ইত্যাদির মতো ডিভাইস ইন্টারনেটে যুক্ত করে নিজস্ব এপ্লিকেশন বা ওয়েবসাইট এর মাধ্যমে কনটেন্ট গুলো দেখতে পারবেন।
এছাড়া ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে আপনি কম্পিউটারে নেটফ্লিক্স গুলো দেখতে পারবেন।
উক্ত প্লাটফর্ম এ বিনাবাধায় কনটেন্ট এক্সেস করার জন্য আপনার স্টেডি ইন্টারনেট কানেকশ এবং সাপোর্ট ডিভাইস দরকার হবে।
নেটফ্লিক্সে ইন্টারনেট সংযোগ এর প্রয়োজনীয়তা এবং ডেটার ব্যবহার
অনেক সাবস্ক্রাইবার এখনও ডেটা ক্যঅপ এবং কম ব্যান্ডউইথ এর প্ল্যান ব্যবহার করে থাকে। তাই নেটফ্লিক্স এর কাছে ডেটার ব্যবহার একটি উদ্বেগ এর বিষয় হয়ে গেছে।
আপনারা যে কোন ল্যাপটপ, কম্পিউটার, স্মার্ট ফোন বা স্মার্ট টিভিতে সংযুক্ত হয়ে ভালো ইন্টারন্টে সংযোগ ছাড়া এর স্ট্রিমিং বাধাগস্ত হতে পারে।
কিন্তু নেটফ্লিক্স এর সর্বনিম্ন 0.5 এমবিপিএস এর ইন্টারনেট স্পিড দরকার হবে। আপনার ইন্টারনেট স্পিড চেক করতে ক্লিক করুন।
তবে স্মুথ স্ট্রিমিং অভিজ্ঞতার জন্যে উক্ত প্লাটফর্ম আপনাকে 1.5 এমবিপিএস ইন্টারনেট স্পিড থাকতে হবে।
নেটফ্লিক্স এর কাজ কি ?
নেটফ্লিক্স এর স্ট্রিমিং সার্ভিস এর সবথেকে বিস্তৃত লাইব্রেরি গুলো আচে। আর এটি কে ব্যবহার করা অনেক সহজ ব্যাপার।
এখানে আপনারা একবার সাইন আপ করে লগইন করলেই। আপনি এর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এক্সেস পেয়ে যাবেন।
যেখানে আপনি তার জনপ্রিয় শো গুলোর তালিকাভূক্ত অবস্থায় আলাদা আলাদা ক্যঅটাগরি থেকে দেখতে পারবেন।
নেটফ্লিক্স এর সকল ভিডিও ফাইল বিভিন্ন দুরবর্তী সার্ভার এ সংরক্ষিত হয়ে থাকে। আপনাকে ভিডিও গুলো স্ট্রিম করার জন্য যে কোন ফিল্ম বা শো সিলেক্ট করতে হবে।
এছাড়া উক্ত স্ট্রিম শুরু হতে কয়েক মিনিট সময় লেগে যেতে পারে। তবে ইন্টারনেট সংযোগ স্থিতিশিল না হলে।
বাধাহীন ভাবে নেটফ্লিক্স দেখার জন্য বাফার বা প্রি লোডের জন্য কয়েক সেকেন্ড এবং মিনিট সময় দিতে হবে।
আপনারা এখানে যত বেশি পরিমাণের হিসেবে বা টিভি শো দেখবেন। তত পরিমাণের নেটফ্লিক্স আপনার দেখার ইতিহাস এর উপর ভিত্তি করে শো বা সিনেমা গুলো দেখাবে।
কিন্তু, এইরকম ভাবে আপনি যে সব সময় সঠিক শো গুলো পাবেন না কিন্তু না। তার জন্য নেটফ্লিক্স এ ভালো শো দেখতে চাইল আপনি বিশ্বস্ত ওয়েবসাইট বা বন্ধুদের সুপারিশ এর উপর নির্ভর করতে পারেন।
তাছাড়া, আপনি স্মার্ট মোবাইল এবং টিভি এপস প্লে স্মুথ বাটনে ক্লিক করতে পারবেন। এবং নেটফ্লিক্স আপনাকে আগের দেখা ইতিহাস এবং পছন্দ এর ভিত্তিতে যা খুশি প্লে করতে পারে।
এই গুলো বাদ দিলে আপনি নিজের মতো নেটফ্লিক্স এ উপলব্ধ যা ইচ্ছা কনটেন্ট সার্চ করে দেখতে পারবেন।
নেটফ্লিক্স কিভাবে ব্যবহার করব ?
নেটফ্লিক্স ব্যবহার করার পূর্বে আপনাকে জেনে রাখতে হবে যে, এটি হচ্ছে একটি পেইড স্ট্রিমিং সার্ভিস। মানে এখানে কনটেন্ট দেখার জন্য আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা পে করতে হবে।
যেভাবে আপনি টিভি ক্যাবল চ্যানেল দেখতে ক্যাবল নেটওয়ার্ক প্রোভাইডারদের একটি নির্দিষ্ট পরিমাণের টাকা প্রদান করে থাকে। কিন্তু নেটফ্লিক্স ব্যবহার করা অনেক সহজ। যে কোন সাধারণ ব্যক্তির দ্বারা ব্যবহার করা সম্ভব হবে।
তো আপনি যদি নেটফ্লিক্স ব্যবহার করার উপায় জানতে চান। তাহলে নিচের তথ্য গুলো অনুসরণ করুন। যেমন-
প্রথমে আপনার ডিভাইস এর ভিত্তিতে নেটফ্লিক্স ব্রাউজার বা এপ্লিকেশন চালু বা ডাউনলোড করতে হবে।
- নেটফ্লিক্স এর ওয়েব সাইট লিংকঃ www.netflix.com
- নেটফ্লিক্স এর অফিসিয়াল এপস স্টোর লিংকঃ https://apps.apple.com/us/app/netflix/id363590051
- নেটফ্লিক্স এর গুগল প্লে স্টোর লিংকঃ https://play.google.com/store/search?q=netflix&c=apps
এখন আপনাকে নেটফ্লিক্স এ একাউন্ট তৈরি করার জন্য তথ্য যুক্ত করতে হবে। তারপরে, আপনি যে মাসিক বা বার্ষিক প্ল্যান নিতে চান। সেটি সিলেক্ট করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিবেন।
তারপরে, পেমেন্ট সঠিক ভাবে দেওয়া হলে, আপনার নেটফ্লিক্স একাউন্ট থেকে উক্ত প্লাটফর্ম এর এক্সেস পেয়ে যাবেন। সাইন আপ করার পর। আপনার সাবস্ক্রাবার আইডি এবং পাওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
তারপরে, আপনি যে কোন ডিভাইস থেকে আপনার সাবস্ক্রাইবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নেটফ্লিক্স ইউজ করতে পারবেন।
আপনি যদি উক্ত আলোচনা মনযোগ দিয়ে অনুসরণ করে থাকেন। তাহলে আশা করা যায় নেটফ্লিক্স কিভাবে ব্যবহার করতে হয়। সেই বিষয়ে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন।
এখন আমি আপনাকে জানিয়ে দেব। নেটফ্লিক্স একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে তার জন্য নিচে দেওয়া পদক্ষেপ গুলো ধাপে ধাপে অনুসরণ করুন।
নেটফ্লিক্স একাউন্ট খোলার নিয়ম
জনপ্রিয় স্ট্রিমিং কনটেন্ট সহ নেটফ্লিক্স নিঃসন্দেহে অনেক জনপ্রিয় একটি ওটিটি প্লাটফর্ম। আরো অনেক এর মতো আপনিও নেটফ্লিক্স এর সেরা কনটেন্ট গুলো এক্সেস করতে চান। তবে নিচে দেওয়া তথ্য গুলো ভালো ভাবে অনুসরণ করুন।
তাহলে আপনি সঠিক ভাবে নেটফ্লিক্স এ একটি একাউন্ট খোলতে পারবেন। যেমন-
- প্রথমে গুগল প্লে স্টোরে, অ্যাপল এপস স্টোর থেকে নেটফ্লিক্স অ্যাপস ডাউনলোড করুন। এছাড়া সরাসরি নেটফ্লিক্স সাইটে প্রবেশ করুন।
- তারপরে নেটফ্লিক্স এপস বা ওয়েবসাইট এর মাঝবরাবর থাকা লাল রং এর Get Started অপশনে ইমেইল এড্রেস দিয়ে ক্লিক করুন।
- তারপরে, আপনার সাবস্ক্রিপশন প্ল্যান সিলেক্ট করুন।
- তারপরে, আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড এর তথ্য যুক্ত করুন। যা দিয়ে পেমেন্ট পরিশোধ করবেন।
- পেমেন্ট পদ্ধতি কন্ফার্ম করার জন্য OTP যুক্ত করুন।
- তারপরে, আপনার প্রোফাইল নির্বাচন করুন। যেথান থেকে আপনি নেটফ্লিক্স কনটেন্ট দেখতে চান।
- সর্বশেষ আপনার ডিভাইসে এখন আপনার নেটফ্লিক্স একাউন্ট যুক্ত হয়ে যাবে।
তো বন্ধুরা উক্ত নিয়ম অনুযায়ী কাজ করতে পারলে। আপনি সহজেই নেটফ্লিক্স একাউন্ট খোলতে পারবেন। আর আপনার পছন্দের স্ট্রিমিং গুলো দেখতে পারবেন।
- এন্ড্রয়েড মোবাইল রুট করার সহজ উপায় (রুটিং এপস)
- টাকা ইনকাম করার এপস | মোবাইল অ্যাপস থেকে আয় | বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম
- এন্ড্রয়েড এপস তৈরী | এন্ড্রয়েড এপস (android apps) তৈরী করা ফ্রি ওয়েবসাইট
শেষ কথাঃ
তো বন্ধুরা, আজ আমাদের নেটফ্লিক্স কি ? নেটফ্লিক্স কিভাবে ব্যবহার করব? এবং নেটফ্লিক্স একাউন্ট খোলার নিয়ম সম্পর্কের আর্টিকেলটি এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো।
তবে. আপনি কোন নেটফ্লিক্স প্ল্যান নিতে চান। কোন শো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বিশেষ করে, আপনি যদি আমাদের এই ওয়েবসাইট থেকে আরো নতুন নতুন টিপস এন্ড টিক্স পেতে চান। তবে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।