রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডের ফি পরিশোধ করার নিয়ম

রকেট অ্যাপ দিয়ে এন আইডি কার্ড ফি পরিশোধ করার নিয়ম : জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করেন।

বা ভোটার আইডি কার্ড উত্তোলনের জন্য আবেদন করেন না কেন? সে ক্ষেত্রে সরকারি ফি জমা দিতে হবে।

রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডের ফি পরিশোধ করার নিয়ম
রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডের ফি পরিশোধ করার নিয়ম

বিনা ফিতে জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড সংশোধন বা উত্তোলন করার কোন নিয়ম নেই। তাই রকেট অ্যাপ দিয়ে, আপনারা এনআইডি কার্ডের ফ্রি পরিশোধ করতে পারবেন।

আর রকেট অ্যাপ দিয়ে জাতীয় পরিচয় পত্র এন আইডি কার্ড এর ফি পরিশোধ করা অনেক সহজ।

কিন্তু ভোটার আইডি কার্ড সংশোধন ফি বা রি-ইস্যু আবেদন ফি যে, সবার জন্য সবসময় একই থাকবে সেটাও কিন্তু নয়।

জাতীয় পরিচয় পত্র সংশোধন একাধিক বার আবেদন করলে ফি এর পরিমাণ বেশি হবে। আর ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য কত টাকা লাগে।

সে বিষয়ে আমরা আগের একটি আর্টিকেলে জানিয়ে দিয়েছি। আপনার চাইলে সেটি অনুসরণ করতে পারেন।

তাই কিছু কিছু ক্ষেত্রে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য কম টাকা ফি পরিশোধ করতে হয়।

তার জন্য ভোটার আইডি কার্ড সংশোধন বা রি-ইস্যু এর আবেদন করার পূর্বে অবশ্যই ফি হিসাব করে জমা দিতে হবে।

রকেট অ্যাপ দিয়ে এন আইডি কার্ডের উপায় সম্পর্কে আমরা এখানে বিস্তারিত জানাবো। যাতে করে আপনারা সহজেই এনআইডি সংশোধন ফি পরিশোধ করতে পারেন।

তো আপনি যদি রকেট অ্যাপ দিয়ে এন আইডি কার্ডের ফি পরিশোধ করার নিয়ম জানতে চান? তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ড ফি পরিশোধ করার নিয়ম

আপনার যদি মোবাইল ব্যাংকিং রকেট অ্যাপ থাকে। তবে নিম্নোক্ত নিয়ম অনুযায়ী খুব সহজেই এনআইডি সংশোধন ফি বা এন আই ডি রি-ইস্যু’র ফি পরিশোধ করতে পারবেন। নিচের ছবিটা দেখুন-

তার জন্য সবার আগে, মোবাইলে থাকা রকেট অ্যাপ চালু করতে হবে। রকেট অ্যাপের ভিতরে, Add Money, Mobile Recharge, Bill Pay আরো ইত্যাদি অপশন মেনু দেখা যাবে।

সেখান থেকে Bill Pay অপশনে ক্লিক করতে হবে। এন আই ডি সংশোধন ফি পরিশোধ করার জন্য। তারপর আপনার সামনে একটি পেজ দেখানো হবে। নিচে দেওয়া ছবির মত।

অপরাধী ছবির মত সার্চ বক্সে 1000 টাইপ করবেন। এন আইডি ফি পেমেন্টের বিলের আইডি হলো- 1000। বিয়ার আইডি লেখার সঙ্গে সঙ্গে। মানে 100 লিখলে নিচে EC Bangladesh লেখাটির চলে আসবে।

সে লেখাটির উপরে ক্লিক করলে ক্যাপ পুনরায় লোড হয়ে নিচে দেওয়া ছবির মত একটি পেজ আকারে চলে আসবে।

উপরোক্ত পেজ এ বিলের আইডি লেখা থাকবে। বিলার নাম দেওয়া থাকবে। জাতীয় পরিচয় পত্র নম্বর লেখা থাকবে। অ্যাপ্লিকেশন টাইপ দেওয়া থাকবে। তো এপ্লিকেশন টিইপে, ক্লিক করে, 1,2,3,4, এই সকল সংখ্যাগুলোর মধ্যে যেকোনো একটি লিখতে হবে।

এখন প্রশ্ন হতে পারে ২ লিখলে, কি আবেদন হয়। ২ লিখলে কি আবেদন হয়। ৩ লিখলে কি আবেদন হয় এবং চার লিখলে ভোটার আইডি কার্ডে কিসের আবেদন হয়।

এ সম্পর্কে ভালো করে না জানলে, ভুল ফি পরিশোধ হয়ে যাবে।

01. Application Type– এই অপশনে, 1 লিখলে এন আই ডি ফ্রি পেমেন্ট করলে, ভোটার আইডি কার্ডের ওপর যে, সকল তথ্য লেখা থাকে। যেমন-

  • নিজের নাম
  • পিতা ও মাতার নাম
  • জন্মতারিখ
  • গ্রাম
  • পোস্ট কোড
  • জন্মস্থান জেলা
  • রক্তের গ্রুপ ইত্যাদি

উপরোক্ত তথ্যগুলো সংশোধন করার জন্য ফি পরিশোধ করতে পারবেন।

02. Application Type– এই অপশনে, 2 লিখলে এন আই ডি ফ্রি পেমেন্ট করলে, ভোটার আইডি কার্ডের উপরে থাকে না। যেমন-

  • স্বামী/ স্ত্রীর নাম
  • পিতা ও মাতার নাম
  • স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয় পত্র নম্বর
  • জন্ম সনদ নম্বর
  • টিন নম্বর
  • ড্রাইভিং লাইসেন্স
  • পাসপোর্ট নাম্বার
  • শিক্ষাগত যোগ্যতা
  • মোবাইল নাম্বার ইত্যাদি।

উপরোক্ত তথ্য গুলো সংশোধন করার জন্য ফি পরিশোধ করতে পারবেন।

03. Application Type– এই অপশনে 3 লিখে, যে সকল তথ্য ভোটার আইডি কার্ডের ওপরে লেখা থাকে এবং যে সকল তথ্য কার্ডের উপরে লেখা থাকে না উভয় তথ্যের সংশোধন করতে পারবেন।

04. Application Type– এই অপশনে 4 লিখে, ভোটার আইডি কার্ড উত্তোলন বা রি-ইস্যুর আবেদন ফি পরিশোধ করতে পারবেন।

Pay For- এই অপশনে নিজের জন্য ফি পরিশোধ করলে, Self নির্বাচন করবেন। অন্যদেরকে আপনি যদি অন্য জনের ফি পরিশোধ করেন সেক্ষেত্রে, Others নির্বাচন করবেন।

সেখানে আদার্স সিলেক্ট করলে, আবেদনকারীর মোবাইল নাম্বার দিতে হবে। তারপর ভেরিফাইড বাটনে ক্লিক করবেন। তবে পেজটি লোড হয়ে নিচে দেওয়া ছবির মত চলে আসবে।

আপনার কত টাকা ফ্রি জমা দিতে হবে সেটি সেই পেজে বলে দেয়া হবে সংশোধনের উপর ভিত্তি করে। যেমন ওপারের ছবিতে দেখতে পারছেন। Bill Amount Tk. 345 only।

এরকমভাবে আপনার ক্ষেত্রেও, সংশোধন ফি এর পরিমাণ দেখানো হবে। সেটি জানার পর আপনারা OK বাটনে ক্লিক করলে, নিচে দেওয়া ছবির মত চলে আসবে।

উপরোক্ত পেজে বিলার নেম দেখানো হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর দেখানো হবে। এপ্লিকেশন টাইপ দেখানো হবে। টাকার পরিমাণ দেখানো হবে।

এবং যে নাম্বার থেকে বিল পরিশোধ করছেন। সেই মোবাইল নাম্বার দেখানো হবে।

তারপর সেখানে রকেট একাউন্টের পিন নাম্বার প্রবেশ করাতে হবে। তারপর রকেট আইকন এর ওপর চেপে ধরে রাখতে হবে।

তাহলে ফি পরিশোধ হবে। এবং পেজটি লোড হয়ে, নিচে দেওয়া ছবির মত আসবে।

আপনারা ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন। সেখানে বিলের যাবতীয় তথ্যাদি দেখানো হবে। আপনি চাইলে, সেই ভাউচারটি সেভ করে রেখে দিতে পারেন।

এবং অফিসে আবেদন করার সময় প্রিন্ট করে আবেদনের সাথে সংযুক্ত করতে পারবেন।

শেষ কথাঃ

আমাদের আজকের আর্টিকেলটি ছিল, রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডের ফি পরিশোধ করার নিয়ম। তো আপনি যদি জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড কোন কারণবশত সংশোধন করতে চান।

তাহলে আপনাকে অবশ্যই সংশোধন ফি প্রদান করতে হবে। আপনারা উপরোক্ত পদক্ষেপ অনুযায়ী যদি কাজ করতে পারেন।

তাহলে নিজের ঘরে বসেই ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এবং আবেদন ফি পরিশোধ করতে পারবেন রকেট অ্যাপের মাধ্যমে।

শেষপর্যন্ত আমাদের লেখা আর্টিকেলটি পড়ার পর। আপনার কাছে কেমন লাগলো আশা করি, কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর যদি রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডে ফ্রী পরিশোধ করা নিয়ে কোন প্রশ্ন থাকে তবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

Leave a Comment