Nid সংশোধন আবেদন বাতিল করার উপায় : তো বন্ধুরা আপনারা যারা এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেছেন। কিন্তু পরে যদি মনে হয়। আপনার এনআইডি কার্ড সংশোধন করার প্রয়োজন নেই। তবে কি করবেন?
হ্যাঁ অবশ্যই এনআইডি সংশোধনের আবেদন বাতিল করে দিতে হবে। তো আপনারা কিভাবে এনআইডি সংশোধনের আবেদন বাতিল করবেন। সে বিষয়ে হয়তো জানেন না।
সে ক্ষেত্রে আপনি হয়তো যাবতীয় কাগজপত্র দিয়ে এনআইডি সংশোধন আবেদন সাবমিট করে দিয়েছেন। এবং আপনার আবেদনের কার্যক্রম গ্রহণের মেসেজ চলে এসেছে।
বর্তমান সময়ে লোকেরা এ ধরনের সমস্যার সম্মুখীন হোন। কিন্তু এতে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই।
আপনারা চাইলে অনেক সহজে আপনার Nid সংশোধন আবেদন বাতিল করে দিতে পারবেন। তো বন্ধুরা যারা Nid সংশোধন আবেদন বাতিল করার উপায় খোঁজেন তারা সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন।
কারণ আজ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে, Nid সংশোধন আবেদন বাতিল করার বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।
তো আপনি এই পোস্টের বিস্তারিত তথ্য পেতে চাইলে, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
Nid সংশোধন আবেদন
বর্তমান সময়ে লোকেরা বিভিন্ন কারণে এনআইডি কার্ড সংশোধন আবেদন করার পথ খুঁজে নেয়। আবার অনেক সময় দেখা যায়, ছোট ছোট ভুল থাকার কারণে।
আমরা এনআইডি সংশোধন আবেদন করে ফেলি। কিন্তু এন আই ডি সংশোধন না করলেও কিন্তু চলবে।
শুধু শুধু এনআইডি কার্ড সংশোধনের আবেদন করে ফেলি। এই পরিস্থিতিতে অনেকেই হতাশায় পড়ে যায়। এই ভেবে যে, আবেদন অনুমোদন হয়ে গেলে তো আবার আরেক ঝামেলায় হয়ে যাবে।
Read More: Bangladesh National ID card check online
সে সময় হয়তো আপনি নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করেন। সেখান থেকে অবশ্যই আপনাকে পরামর্শ প্রদান করা হয় তবে সে পরামর্শ পেয়ে আরো এক চিন্তাই পড়তে হয়।
তার কারণ সেখান থেকে আপনাকে বলা হবে। আপনি একটি আবেদন করেন, আপনার এন আই ডি সংশোধন আবেদন বাতিল করে দেবো।
তবে, আপনি কি আবেদন করবেন? সে বিষয়ে হয়তো ভালো করে জানেন না।
আপনি যদি এমন সমস্যায় পড়ে থাকেন, এতে করে চিন্তার কোন কারণ নেই। আপনারা আমাদের পোস্ট ভালোভাবে অনুসরণ করে সহজে জানতে পারবেন কিভাবে এনআইডি সংশোধনের আবেদন পত্র লিখতে হয়।
এছাড়া আমি আপনার সুবিধার জন্য এখানে এনাদের সংশোধন আবেদন বাতিল করার একটি পিডিএফ ফাইল আপলোড করেছি।
সেটি আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে পূরণ করলেই। নির্বাচন অফিসার জমা দিয়ে। এনআইডি সংশোধন আবেদন বাতিল করে দিতে পারবেন।
Nid সংশোধন আবেদন বাতিল করার উপায়
Nid সংশোধন আবেদন বাতিল করার জন্য উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি দরখাস্ত লিখতে হবে। আপনার লেখা দরখাস্তে উল্লেখ করতে হবে। আপনি আপনার এন আইডি কার্ড সংশোধনের আবেদন করেছেন এবং সেটি চলমান আছে।
তবে বর্তমানে আপনি আপনার এন আইডি কার্ডের তথ্য সংশোধন করতে চাচ্ছেন না। তার জন্য সংশোধন আবেদন বাতিল করার জন্য মহোদয়ের বরাবর আবেদন করবেন।
এক্ষেত্রে আপনি একটি A4 সাইজের সাদা কাগজে হাতে লিখে বা কম্পিউটারে টাইপ করে। এছাড়া নিচে দেওয়া আবেদন বাতিল করার পিডিএফ ফাইল ডাউনলোড করে পূরণ করে, আবেদন পত্র সাবমিট করতে পারবেন।
Nid সংশোধন আবেদন বাতিল করার দরখাস্ত
তারিখ : ১২ ফ্রেব্রুয়ারি ২০২৩ ইং
বরাবর,
উপজেলা নির্বাচন অফিসার
শেরপুর সদর, শেরপুর।
বিষয়ঃ Nid Card সংশোধনের আবেদন বাতিল প্রসঙ্গে।
মহোদয়,
যাথা বিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ/মোছাঃ (এখানে আপনার নাম লিখবেন), পিতা: মোঃ (এখানে পিতার নাম লিখবেন), গ্রাম/ মহল্লা : শেরপুর সদর, ডাকঘার: শেরপুর, উপজেলা: শেরপুর সদর, জেলা: শেরপুর। আমি বিগত ১০ জানুয়ারি ২০২৩ ইং তারিখে অনলাইনের মাধ্যমে আমার জাতীয় পরিচয়পত্র- এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেছি যার এনআইডি নম্বর – ১১০২১৬৭৯১০। আমার আবেদনটি এখনো অনুমোদন হয়নি পেন্ডিং অবস্থায় আছে।
এমতাবস্থায় আমি আমার জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি বাতিল করতে ইচ্ছুক। যে সমস্যার জন্য আমার জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড এর তথ্য সংশোধন করার জন্য আবেদন করেছিলাম। সেই সমস্যা সমাধান হয়ে গেছে বিধায়, আমার জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড সংশোধন এর আবেদনটি বাতিল করার প্রয়োজন।
অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেন যে,আমার জাতীয় পরিচয় পত্র Nid সংশোধন আবেদন বাতিল করে, পুনরায় জাতীয় পরিচয় পত্র কার্ড টি ব্যবহার করার সুযোগ করে দিতে আপনার সু-আজ্ঞা হয়।
(এখানে আপনার স্বাক্ষর)
বিনীত নিবেদক / নিবেদিকা
(এখানে আপনার নাম)
এনআইডি নম্বর- ১১০২১৬৭৯১
মোবাইল নম্বর : ০১৯******১১
উক্ত এনআইডি সংশোধন আবেদন বাতিল করার দরখাস্ত নমুনা হিসেবে, আপনারা কম্পিউটারের টাইপ করতে পারেন এছাড়া হাতে লিখে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে সাবমিট করতে পারেন।
তো উপরোক্ত দরখাস্ত লিখে নেয়ার পর, উপজেলা নির্বাচন অফিসার জমা দিতে গেলে আপনাকে স্ব-শরীরে উপস্থিত হয়ে আবেদন পত্রটি দাখিল করতে হবে।
Nid সংশোধন আবেদন বাতিল করার ফরম : ডাউনলোড করুন
শেষ কথাঃ
তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেলে আপনাকে জানানো হলো এনআইডি সংশোধন আবেদন বাতিল করার উপায়। আপনি যদি কোন কারণে জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড ভুল থাকার কারণে সংশোধন আবেদন করেন।
কিন্তু আবার যদি মনে হয় যে ভুল রয়েছে এতে আপনার কোন সমস্যা হবে না। সে ক্ষেত্রে আপনারা যদি আবেদন করে ফেলেন। তাহলে এন আই ডি সংশোধন আবেদন বাতিল করার আরজি জানাতে পারবেন।
তো বন্ধুরা আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার পর আপনার কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন।
এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড সংক্রান্ত জরুরী পোস্ট পড়তে চাইলে, নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।