অফিসিয়াল ফোন চেনার উপায় জেনেনিন এখানে।

বর্তমান সময়ে, আমরা মার্কেট থেকে যে ধরনের এন্ড্রয়েড মোবাইল গুলো কিনে থাকি। সেগুলো অফিশিয়াল নাকি আন-অফিসিয়াল তা আমরা অনেকেই জানিনা।

অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মোবাইল চেনার কিছু উপায় অবশ্যই রয়েছে। সেই উপায় গুলো আপনারা জানতে পারলে, ব্যবহার করা মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল সে বিষয়ে জানতে পারবেন।

অফিসিয়াল ফোন চেনার উপায়
অফিসিয়াল ফোন চেনার উপায়

আর তাই আজকের আর্টিকেলে আমরা আপনাকে অফিসিয়াল ফোন জানার উপায় সম্পর্কে বলবো। আপনি যদি এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চান? তাহলে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

বর্তমান সময়ে আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে। যারা ভালো ব্র্যান্ডের মোবাইল গুলো মার্কেট থেকে না কিনে পুরাতন কোন ব্যক্তির কাছে কিনে।

কারণ কম দামে মোবাইল গুলো পাওয়া যায়। কিন্তু অনেকেই ভাল মোবাইল দেখে, মোবাইলটি অফিশিয়াল নাকি আন অফিসিয়াল সে বিষয়ে গার্য করে না।

তো আপনি যদি পুরাতন বা নতুন মোবাইলটি আনঅফিশিয়াল কেনেন তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন।

তাই আপনাদের অবশ্যই মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সে বিষয়ে খতিয়ে দেখতে হবে।

আর কিভাবে অফিসিয়াল ফোন কিনবেন। সে বিষয়ে জানতেন নিচে দেওয়া তথ্য গুলো অনুসরণ করুন।

অফিসিয়াল মোবাইল ফোন কি?

আমরা অফিসিয়াল মোবাইল ফোন গুলোকে বুঝি বৈধ মোবাইল। আমাদের দেশের বাইরে থেকে নিজের দেশে যে, মোবাইল গুলো সরকারকে ট্যাক্স দিয়ে আমাদের দেশে প্রদান করা হয়।

যে মোবাইল ফোন গুলো সরকার কর্তৃক অনুমতি দেয়, সে ফোনগুলোকে মূলত অফিশিয়াল ফোন বলা হয়।

অফিসিয়াল ফোন চেনার উপায় কি?

আপনার হাতে থাকা ব্যবহৃত মোবাইল ফোন অফিশিয়াল নাকি আনঅফিসিয়াল। সে বিষয়ে জানতে আমাদের লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

তাহলে বুঝতে পারবেন আপনার ব্যবহার করা মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল।

01. অফিশিয়াল মোবাইল ফোন চেনার জন্য আপনার মোবাইলের 15 ডিজিটের “IMEI” নাম্বার দেখুন। উক্ত নাম্বারটি আপনাদের মোবাইলের ব্যাটারির নিচে কিংবা মোবাইলের প্যাকেট বা মোবাইলের কভারের উপরে লেখা থাকবে।

02. আর আপনি যদি কোন জায়গায় এই নাম্বারটি খুঁজে না পান। সেক্ষেত্রে আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে- *#06# ডায়াল করে কল দিবেন। তাহলে সরাসরি আপনার মোবাইলে থাকা “IMEI” নাম্বারটি চলে আসবে।

03. এরপর আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে KYD <স্পেস> 15 ডিজিট এর “IMEI” কোড লিখে ১৬০০২ নাম্বারে এসএমএস পাঠিয়ে দিবেন।

04. আপনাদের এসএমএস পেরন হওয়ার পর তারা আপনাকে একটি এসএমএস পাঠাবে, যেখানে বলে দেবে। আপনার মোবাইলটি অফিসিয়াল বৈধ নাকি আনঅফিসিয়াল অবৈধ।

এখন আপনি যখন কোন মোবাইল কিনতে যাবেন। তখন এই পদ্ধতিটি ব্যবহার করে, মোবাইলটি অফিশিয়াল নাকি আনঅফিসিয়াল সে বিষয়ে জেনে নিবেন। যদি ফলাফলে আপনার মোবাইলটি অফিশিয়াল হয়, তাহলে মোবাইলটি কিনবেন।

অফিসিয়াল ফোন চেনার কোড

আপনি চাইলে যে কোন মোবাইলের কোড ব্যবহার করে, মোবাইলটি অফিশিয়াল নাকি আন অফিসিয়াল সে বিষয়ে জানতে পারবেন।

তো অফিসিয়াল ফোন চেনার কোড ব্যবহার করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মেসেজ লিখতে হবে- KYD <স্পেস> 15 ডিজিট এর “IMEI” কোড লিখে সেন্ড করতে হবে ১৬০০২ নাম্বারে।

এক্ষেত্রে আপনি যদি মোবাইলের “IMEI” নাম্বারটি না জানেন সে ক্ষেত্রে মোবাইলের ডায়াল প্যাড থেকে- *#০৬# কোড ডায়াল করে “IMEI” নম্বরটি বের করে নিতে পারবেন।

অফিসিয়াল মোবাইল ব্যবহারের সুবিধা

অফিসিয়াল মোবাইল ফোন ব্যবহার করার কিছু সুবিধা রয়েছে।

আর সেই সুবিধা গুলো হলো-

  • আপনার হাতে থাকা মোবাইলটি যদি অফিসিয়াল হয়। সে ক্ষেত্রে সেটি কোনো কারণে হারিয়ে যায়, তা সহজেই ট্র্যাকিং করে বের করতে পারবেন।
  • আপনি যদি কোন অফিসিয়াল মোবাইল কিনেন তাহলে মোবাইলের মালিকের নাম লিখিত হিসেবে আপনার নামটি থাকবে।
  • অন্যদিকে অফিসিয়াল মোবাইলের দাম আনঅফিশিয়াল মোবাইলের থেকে একটু বেশি।
  • আপনি অফিসিয়াল মোবাইল ক্রয় করলে আসল এবং অরিজিনাল ফোন পাবেন।
  • অফিশিয়াল মোবাইল আপনি সকল ধরনের আপডেট পাবেন।

ব্যবহার করা মোবাইলের বর্তমান অবস্থার যাচাই করার উপায়

আপনি যদি ব্যবহার করা মোবাইলের বর্তমান অবস্থা জানতে চান? সে ক্ষেত্রে কিছু উপায় অবলম্বন করতে হবে। যেমন-

  • সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে- *16161# নম্বরে ডায়াল করবেন।
  • এরপর আপনার মোবাইল স্ক্রিনে অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে “Status Check” অপশনটি সিলেক্ট করে দিবেন।
  • এরপর একটি অটোমেটিক বক্স চলে আসবে। সেখানে আপনার 15 ডিজিটের আইএমইআই নাম্বার যুক্ত করবেন।
  • তারপর একটি হ্যাঁ এবং না সম্বলিত বক্স চলে আসবে সেখান থেকে হ্যাঁ সিলেক্ট করে দেবেন।
  • সর্বশেষ আপনাকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আপনার ব্যবহৃত মোবাইলটির বর্তমান অবস্থা সম্পর্কে।

তাছাড়া আপনারা বিটিআরসি এর অফিসিয়াল www.btrc.gov.bd ওয়েবসাইট থেকে মোবাইল কাস্টমার কেয়ার এর নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে সেবা গ্রহণ করতে পারবেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আমরা উপরে উল্লেখিত আলোচনায় অফিশিয়াল ফোন চেনার উপায় এবং অফিশিয়াল ফোন চেনার কোড সম্পর্কে বলে দিয়েছি। সেইসাথে অফিসিয়াল ফোন ব্যবহার করার সুবিধাগুলো কি সে সম্পর্কেও জানানো হয়েছে।

আশা করি, আমাদের লেখাগুলো পড়ে অফিশিয়াল ফোন জানার বিষয়ে বুঝতে পেরেছেন। তারপরও যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর মোবাইল সংক্রান্ত নতুন নতুন টিপস পেতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন

ধন্যবাদ।

Leave a Comment