ওয়ানপ্লাস (One Plus) মোবাইলের সেরা ৪ টি মডেল ও দাম

আপনার যদি একটি প্রিমিয়াম সেগমেন্ট এর এন্ড্রয়েড মোবাইল কিনতে আগ্রহী থাকেন। তাহলে ওয়ান প্লাস মোবাইলের মডেল গুলো দেখে নিতে পারেন্

ওয়ানপ্লাস বর্তমানে, আমাদের অনেক ফিচার, ফ্রেন্ডলি স্মার্টফোন গুলো অফার করে থাকে। তাছাড়া আমরা প্রায় সকল জরুরি স্পিসিফিকেশন গুলো দেখতে পারবেন এবং সেটাও একটি সঠিক মূল্য’র মাধ্যমে।

ওয়ানপ্লাস (One Plus) মোবাইলের সেরা ৪ টি মডেল ও দাম
ওয়ানপ্লাস (One Plus) মোবাইলের সেরা ৪ টি মডেল ও দাম

বেশিরভাগ স্মার্ট মোবাইল ফোন গুলোর তুলনায় ওয়ানপ্লাস এর স্মার্ট মোবাইল গুলো আমাদের প্রিমিয়াম লুক এর সাথে উন্নত ফিচার গুলো প্রদান করে থাকে।

কিন্তু যখন কথা হচ্ছে ওয়ানপ্লাস স্মার্ট মোবাইল ফোন নিয়ে, এখানে সবথেকে সেরা মডেল কোনটি, তখন অবশ্যই কিছু বিষয়ের উপর নজর দিতে হবে।

চিন্তার কোন কারণ নেই আমাদের আজকের এই পোস্টে আপনাকে জানিয়ে দেবো ওয়ানপ্লাস মোবাইলের সেরা মডেল এবং দাম সম্পর্কে।

আমরা যে স্মার্ট মোবাইল ফোন এর বিষয়ে বলবো। ওয়ান প্লাস মডেল গুলো আপনাকে সেরা ফিচার, ডিজাইন, লুক এবং স্পিসিফিকেশন দিবে।

তাই আপনি যদি ওয়ানপ্লাস মোবাইলের সেরা মডেল এবং দাম সম্পর্কে জানতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

সেরা ওয়ানপ্লাস মোবাইল ফোন

আপনি যদি নিজের এন্ড্রয়েড মোবাইল টি আপগ্রেড করতে চান। এবং একটি প্রিমিয়াম সেগমেন্ট এর মোবাইল ক্রয় করার কথা ভাবছেন। তবে আমি আপনাকে পরামর্শ দিব একবার হলেও ওয়ান প্লাস মোবাইল ব্যবহার করে দেখুন।

আমরা আপনার সুবিধার জন্য এখানে, সেরা ওয়ান প্লাস মোবাইল ফোনের মডেল এবং দাম নিয়ে হাজির হয়েছি। সেই ওয়ান প্লাস মোবাইল গুলোর বিষয়ে সম্পূর্ণ ধারণা নিতে নিচে দেয়া তথ্য গুলো ধাপে ধাপে অনুসরণ করুন।

01. OnePlus Nord 2T 5G

বর্তমানে বেশিরভাগ জায়গায় 5-জি চলে এসেছে।  এজন্য আপনি যদি একটি ফায়ার যে প্রিমিয়াম সিমেন্ট এর মোবাইল কম দামে খুঁজে থাকেন তাহলে ওয়ানপ্লাস Nord 2T 5G মডেলের মোবাইল টি কিনতে পারেন।

ওয়ানপ্লাস এর তরফ থেকে চলে আসা একটি Mid Price Range স্মার্ট মোবাইল ফোন। যদিও মডেল এর স্পিসিফিকেশন গুলো সাংঘাতিকভাবে আকর্ষণীয়।

ওয়ানপ্লাস মোবাইলের মধ্যে থাকছে, 6.43-inches স্ক্রীন সাইজ। 1080 x 2400 পিক্সেল রেজুলেশন। তাছাড়া এখানে থাকছে 90HZ এর রিফ্রেশ রেট। মোবাইলে গেমিং এবং এইচডি ভিডিওর ক্ষেত্রে দারুন ডিসপ্লে যুক্ত করা রয়েছে।

অ্যান্ড্রয়েডের ভাষণ নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা পাবেন এন্ড্রয়েড ১২ ভার্সন। মডেল টিতে পারছেন, 3-GHz processor, Mali-G77 MC9 GPU ও 8-GB RAM.

উক্ত ওয়ানপ্লাস Nord 2T 5G স্মার্টফোনের ব্যাটারি দেওয়া রয়েছে 4500 এমএইচ। এখানে সাপোর্ট করবে, Super Fast 80W VOOC Chargin.

ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এখানে ক্যামেরা রয়েছে- Riple Camera Setup. যেখানে ক্যামেরা তে থাকছে, ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল।

এছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ওয়ানপ্লাস এর মোবাইল কানেক্টিভিটি অপশন হিসেবে আপনারা পাচ্ছেন- ব্লুটুথ, জিপিএস, ওয়াইফাই, 3g নেটওয়ার্ক, 4g নেটওয়ার্ক এবং 5-জি নেটওয়ার্ক।

আপনি যদি ওয়ানপ্লাস Nord 2T 5G মোবাইলটি কিনতে চান তাহলে এর দাম পড়বে, = 35,000/- টাকা।

02. OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G এর নাম হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটাও একটি ফাইভ-জি স্মার্ট মোবাইল ফোন যা কম বাজেট এর মধ্যে ক্রয় করা যাবে।

OnePlus Nord CE 2 Lite 5G এ মডেলের মোবাইলটি অনেক pocket-friendly price এর সাথে চলে আসে 25000 এরকম। OnePlus Nord CE 2 Lite 5G মডেলের মোবাইলে আপনারা স্ক্রীনসাইজ পাবেন 6.59 ইঞ্চি।

এবং এই মডেলের মোবাইলে 1080 x 2412  পিক্সেল রেজুলেশন রয়েছে। OnePlus Nord CE 2 Lite 5G মডেল এ পাবেন, 401 PPI, IPS LCD ডিসপ্লে।

এখানে মোবাইলের প্রসেসর হিসেবে রয়েছে, Qualcomm Snapdragon 695 ও 5000 mAh ব্যাটারি পাওয়ার। ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলতে গেলে আপনারা এভারেজ কোয়ালিটি আশা করতে পারেন।

কিন্তু মোবাইলের দাম হিসেবে কোয়ালিটি অনেকটাই ভালো। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এখানে থাকছে 16 মেগাপিক্সেল এবং বিয়ার ক্যামেরা হিসেবে পাচ্ছেন 64 মেগাপিক্সেল + টু মেগাপিক্সেল।

এছাড়া মোবাইলে থাকছে 6 জিবি র্যাম এবং Octa core প্রসেসর। OnePlus Nord CE 2 Lite 5G মডেলের মোবাইল গেমিং এর ক্ষেত্রে এখানে দেওয়া থাকছে GPU – Adreno 619.

ওয়ানপ্লাস এর আমরা বিশেষভাবে দেখতে পারি ক্লিন সফটওয়্যার ভালো ব্যাটারি লাইফ এবং দারুণ পারফর্মেন্স তাই আপনি যদি এটি কিনতে চান তাহলে বাংলাদেশে টাকা খরচ পড়তে পারে। OnePlus Nord CE 2 Lite 5G দাম =  25,147/- টাকা।

03. OnePlus 10T 5G

আমরা এখন আপনাকে ওয়ানপ্লাস কোম্পানির যে আরো একটি জনপ্রিয় মোবাইল লেখা বইটির নাম হচ্ছে, OnePlus 10T 5G. প্রিমিয়াম ওয়ান প্লাস মোবাইল হিসেবে আপনারা এটি ব্যবহার করতে পারেন।

এ মোবাইলের স্পেসিফিকেশন ফিচার গুলো অনেক ভালো। ই-মোবাইলে আপনারা পাবেন 6.7 ইঞ্চি ডিসপ্লে এবং 1080 x  2412 পিক্সেল রেজুলেশন।

মোবাইলের ডিসপ্লে টাইপ থাকছে, luid AMOLED ও pixel density থাকছে 394 ppi. তাছাড়া মোবাইলে স্ক্যান পটাকশন হিসেবে দেওয়া থাকছে, Gorilla Glass.

সবথেকে জনপ্রিয় চার্জ আছে মোবাইল মডেল দেওয়া রয়েছে সেটা হচ্ছে 120 Hz এর refresh rate. আরো থাকছে 128 জিবি ইন্টারনাল মেমরি এবং 8 জিবি র্যাম।

প্রসেসর হিসেবে এখানে থাকছে, Qualcomm Snapdragon 8+ Gen 1 processor, ব্যাটারি হিসেবে, 4,800mAh. এবং এন্ড্রয়েড ভার্সন 12.

আপনি যদি বাংলাদেশ থেকে এ মডেলের ওয়ান প্লাস মোবাইল টি কিনতে চান তাহলে আপনার খরচ পড়তে পারে, 62,869/- টাকা।

04. OnePlus 10R 5G

ওয়ানপ্লাস এর OnePlus 10R 5G এ মডেলটি আপনারা বাংলাদেশের বাজারে, 44008.93 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই মোবাইলের মডেল থাকছে 6.70 ইঞ্চি স্ক্রিন সাইজ।

এবং 1080 x 2400 রেজুলেশন। ডিসপ্লের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন, Bezel-less display ও Corning Gorilla Glass. OnePlus 10R 5G  মডেল টেস্ট জনপ্রিয় ডিসপ্লে কোয়ালিটির জন্য অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।

এটি একটি জনপ্রিয় ওয়ানপ্লাস স্মার্ট মোবাইল ফোন যেখানে, একটি প্রসেসর এবং ব্যাটারি ক্যাপাসিটি আছে। ওয়ানপ্লাস এর ক্ষেত্রে এই মডেল থাকছে, MTK D8100 Max প্রসেসর এবং এখানে থাকছে এন্ড্রয়েড ভার্সন 12.

আপনি যদি এই মডেলের মোবাইল টি কিনতে চান তাহলে আপনার বাংলাদেশ টাকা খরচ পড়তে পারে = 44009/- টাকা।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, আমাদের আজকের এই পোস্ট থেকে আপনাদের জানিয়ে দেওয়া হলো ওয়ানপ্লাস মোবাইলের সেরা ০৪ (চার) টি মডেল এবং দাম সম্পর্কে।

আপনি যদি ওয়ানপ্লাস কোম্পানির মোবাইল ব্যবহার করতে আগ্রহী থাকেন। তাহলে, আপনার বাজেট অনুযায়ী যে, কোন একটি ওয়ানপ্লাস মডেলের মোবাইল কিনে নিতে পারেন।

উপরিউক্ত আলোচনার পর আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বিশেষ করে, এ আর্টিকেল বিষয়ে আপনার বন্ধুদের জানাতে একটি শেয়ার করে দিবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

এছাড়া আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে নিয়মিত বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স পেতে চান, তাহলে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment