১৩ টি অনলাইন জব | অনলাইনে মাসে ১ লক্ষ+ টাকা ইনকাম করার উপায়

বর্তমানে অনলাইন হয়েছে টাকা ইনকাম করার জনপ্রিয় মার্কেট। আর ঘরে বসে করা যায় এমন অনলাইন জব এর অভাব নেই। সময়ের উন্নাতির সাথে সাথে অনলাইন ব্যপারটি মানুষের জীবনের সাথে বিশেষভাবে জড়িয়ে পড়েছে।

অনলাইনে ইনকাম করার অনেক মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম সেরা মাধ্যম হলো অনলাইন জব। অনলাইনে অনেক জব রয়েছে যে কাজগুলি আপনি পার্টটাইম অথবা ফুলটাইম করার সুযোগ রয়েছে তার সাথে অনলাইন থেকে আয় করার বিপুল সম্ভাবনা রয়েছে।

আজকে এই এক্সপার্ট জবস এর পোস্ট এ বিস্তারিত আলোচনা করবো- কিভাবে ঘরে বসে অনলাইন জব করে টাকা আয় করবেন ।

সেই সাথে কয়েকটি অনলাইন জব ওয়েসাইট ও মার্কেটপ্লেস শেয়ার করবো। যেখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করে আপনার দক্ষতা অনুযায়ী কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।

তো চলুন আলোচনা শুরু করা যাক।
অনলাইন জব করে মাসে আয় করুন অক্ষাধিক টাকা
অনলাইন জব করে মাসে আয় করুন অক্ষাধিক টাকা

ঘরে বসে এ ল্যাপটপ, কম্পিউটার,  মোবাইল, বা অন্যান্য ডিভাইসে ইন্টারনেটের মাধ্যমে কোন কোম্পানি বা কোন ব্যক্তির কাজ করাকে অনলাইন জব বলে।

অনেকেই গুগলে অনলাইন জব সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করতেছে। যেমন:

  • অনলাইন জব করার উপায়।
  • মোবাইলে অনলাইন জব করা যাবে কি?
  • মেয়েদের জন্য অনলাইন জব আছে কি?
  • কিভাবে অনলাইন জব শুরু করবো?
  • অনলাইন জব কিভাবে করব?, ইত্যাদি

উপরের এই সকল প্রশ্ন সহ আরও বিভিন্ন প্রশ্ন নিয়ে এই পোস্টে বিস্তর আলোচনা করব এবং সেইসাথে আপনাকে দিকনির্দেশনা দিব যাতে আপনিও এই কাজগুলোর ভিতরে কোন কাজকে বেছে নিয়ে অনলাইনে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন এবংঅনলাইনে নিজের ক্যারিয়ার  দাঁড় করাতে পারবেন।

অনলাইন জব করার জন্য কি কি লাগবে?

যারা অনলাইন জব করার মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাদের মধ্যে একটি প্রশ্ন অনেক কমন। যে, অনলাইনে জব করতে হলে কতটুকু পড়াশুনা, বা কি সার্টিফিকেট লাগে?

প্রথমেই বলে রাখি, অনলাইনে জব পেতে হলে বা ইন্টারনেটে চাকরি করত আপনাকে অবশ্যই সেই কাজে দক্ষতা থাকতে হবে। অনলাইনে বেশিরভাগ চাকরির ক্ষেত্রেই সার্টিফিকেট এর কোন প্রয়োজন হয় না। আপনার যদি আপনার দক্ষতা থাকে তাহলে সার্টিফিকেট না থাকলেও আপনি কাজ পাবেন ।

অনলাইন জব করার জন্য আপনার যে জিনিশগুলো আপনার প্রয়োজন:

  • কম্পিউটার বা স্মার্টফোন
  • ইন্টারনেট কানেকশন
  • কম্পিউটার/মোবাইল সম্পর্কে বেসিক ধারণা
  •  যে কাজ করবেন সে কাজের দক্ষতা

মেয়েদের জন্য অনলাইন জব আছে কি?

শুধু যে অনলাইন থেকে ছেলেরা টাকা রোজগার করতে পারবে আসলে বিষয়টা এমন নয়। অনলাইনে ছেলেদের পাশাপাশি মেয়েরাও জব করে টাকা ইনকাম করতে পারে।

এখানে যে অনলাইন জবগুলো শেয়ার করেছি তার সবগুলোই মেয়েরাও করে অনলাইনে টাকা আয় করতে পারবে। তাই আমাদের এই অনলাইন জব সম্পর্কে পোস্ট টি ছেলে-মেয়ে, ছাএ-ছাএী, চাকরিজীবি, গ্রহিনী সবাই করতে পারবে।

দিনে কতটুকু সময় কাজ করতে হবে?

অনলাইন জব গুলোতে মজার একটি বিষয় হল আপনি দিনের যেকোনো সময়। যতটুকু সময় পান ততটুকু সময় কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। এখানে ধরাবাঁধা কোনো সময় নেই। আপনি চাইলে প্রতিদিন দুই ঘন্টা কাজ করতে পারবেন আবার আটঘন্টা ও কাজ করতে পারবেন।

আবার আপনি যদি চান প্রতিদিন সকালে কাজ করবেন এবং রাতে কাজ করবেন সারাদিন অন্য কাজ করবেন এটাও সম্ভব। অর্থাৎ অনলাইনে যে কাজগুলো রয়েছে তার বেশিরভাগই আপনার সুবিধা মতো কাজ করতে পারবেন।

অনলাইনে পার্ট টাইম জব (part time online job)

এখন আপনি হয়তো ভাবছেন আপনি একটা চাকরি করেন, বা পড়াশোনা করেন, অথবা একটা ব্যবসার সাথে জড়িত রয়েছেন আপনি কি এই কাজটি করতে পারবেন?

হ্যাঁ বন্ধুরা আমি আজকের এই পোস্টটিতে যে সমস্ত অনলাইন জবের কথা আলোচনা করেছি এগুলি আপনার যদি প্রতিদিন দুই থেকে চার ঘণ্টা বা ছয় ঘন্টা সময় থাকে আপনি করতে পারবেন।

মজার বিষয় হলো এই কাজগুলি দিনের যেকোনো সময় করা যাবে। আপনি চাইলে সপ্তাহে চারদিন এই কাজ করবেন এবং দুইদিন অন্য কাজ করবেন এট ‍ও সম্ভব।

অনলাইন জব কে আপনি পারেন অথবা ফুল টাইম জব হিসেবে অথবা আপনার পেশা হিসেবেও নিতে পারেন। মোটকথা এখানে আপনি যত কাজ করবেন তত ইনকাম করতে পারবেন। আমরা যে সমস্ত চাকরি ব্যবসা বা অন্যান্য কাজ করে থাকি তার চেয়ে তুলনামূলক অনলাইনের কাজ গুলি সহজ। অনলাইন কাজগুলোতে তুলনামূলকভাবে বেশি টাকা  ইনকাম করা যায়।

এছাড়া এখানে আলোচনা করেছি আপনি যদি পার্টটাইম কাজ করেন কোন কাজটি আপনার জন্য ভালো হবে এবং যদি আপনি ফুলটাইম কাজ করেন তাহলে আপনার জন্য কোন কাজটি ভালো হবে।

অনলাইনে ইনকাম জন্য এখানে ১৫ টি অনলাইন জব তুলে ধরা হলো। আপনার সুবিধা মতো যে কোন একটি কাজ করে ইন্টারনেটে ঘরে বসে ইনকাম করতে পারেন।

সেরা ১৫টি অনলাইন জব (Online Job in Bangladesh)

শুরুতেই একটা কথা বলে রাখি, আমি অনলাইন জবের তালিকার মধ্যে ওই সকল অনলাইন কাজগুলি রেখেছি, যে কাজ বা জব গুলোর মাধ্যমে আপনি আপনার অনলাইনে ব্রাইট ক্যারিয়ার গড়তে পারবেন। তবে হ্যা আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে।

এখানে আমি অনলাইনের কিছু সহজ জব এই তালিকা থেকে বাদ দিয়েছি। যে অনলাইন জবগুলো করলে হয়ত আপনার মোবাইলে ডাটার টাকা আসবে, কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না।

এটা আমরা সবাই জানি, যে কাজ  টি সহজ সেটা থেকে বেশি কিছু অর্জন করা যায় না। যেটা তুলনামূলক কঠিনে সেটার মূল্যও বেশি। তাই আমাদের ঐসকল কাজ নির্বাচন করতে হবে যেগুলোর মাধ্যমে ক্যারিয়ার গড়া যাবে।

তো চলুন কথা না বাড়িয়ে  অনলাইন জব ২০২৩ এর তালিকা গুলো মনোযোগ দিয়ে দেখি।

#১ ব্লগিং করে ইনকাম

আমার পরিচিতি অনেকেই নিজের ঘরে বসে ব্লগিং করছে। কেউ  পার্ট-টাইম আবার কেউ কেউ ফুল টাইম। যারা ফুল টাইম ব্লগিং করে তাদের অনেকেই প্রতি মাসে ১ লাখের ও বেশি টাকা ইনকাম করছে। আপনি ব্লগিং কে পার্ট-টাইম ও ফুল টাইম উভয়ই নিতে পারবেন।

আমি দীর্ঘ ৮ বছর থেকে ব্লগিং জবের সাথে জড়িত আছে এবং প্রতি মাসে  এক লক্ষ+ টাকা ইনকাম করছি।

ব্লগিং ব্যপারটা হল আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। সেখানে আপনাকে মানুষের প্রয়োজনীয় তথ্যগুলো শেয়ার করতে হবে। এর ফলে আপনার সাইটে অনলাইন হতে ভিজিটর আসবে আর আপনার শেয়ার কৃত তথ্য দেখবে।

ভিজিটর আপনার ত্যে দেখলে কি লাভ?

আপনার লেখা ইনফো এর মাঝে মাঝে বিজ্ঞাপন দেখাবেন এবং সেখান থেকে ইনকাম হবে।

যখন আপনার সাইটে প্রতিদিন ভালো পরিমান (১ থেকে ২ হাজার বা তারও বেশি) ভিজিটর আসা শুরু করবে, তখন আপনি আপনার ওয়েবসাইট মানে আপনার ব্লগে গুগল এডসেন্স, এফিলিয়েট সহ আরও বিভিন্ন অনলাইন ইনকাম পদ্ধতি ব্যবহার করে টাকা আয় করতে পারবেন।

ব্লগিং সম্পর্কে বেসিক তথ্য (Blogging)

ব্লগিং করে কত টাকা ইনকাম করা যায়?  আপনি যত কাজ করবেন আর আপনার ব্লগ যত পুরাতন হবে আপনার ইনকাম বাড়তেই থাকবে। এক সময় আপনি কাজ না করলেউ ইনকাম হতেই থাকবে।
ব্লগিং শিখতে কত দিন লাগবে? আপনি যদি প্রতিদিন ৪ থেকে ৬ ঘন্টা সময় দিতে পারেন তাহলে এক থেকে দের মাসের মধ্যেই ব্লগিং শিখে ফেলতে পারবেন। এবং ৩ থেকে ৬ মাসের মধ্যে আপনার ইনকম শুরু হবে।
কিভাবে শিখব বা শুরু করব? আপনারা চাইলে গুগল ও ইউটিউব থেকে শিখতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আরও বিস্তারিত দেখুনঃ ব্লগিং কি? কিভাবে ব্লগিং করে টাকা আয় করবেন?

ব্লগিং করে ইনকাম করার উপায়
ব্লগিং করে ইনকাম করার উপায়

#২ লেখালেখি করে ইনকাম

আর্টিকেল রাইটিং হচ্ছে কোন বিষয় বস্তুকে ইউনিকভাবে নিজের মতো করে উপস্থাপন করা। যেমন: ওয়েবসাইটে লেখা, পত্রিকায় লেখা, ম্যাগাজিন লেখা ইত্যাদি।

এটি একটি সৃজনশীলতার কাজ হওয়ায়, একজন আর্টিকের রাইটার এর অনলাইন ও অফলাইন দুই জায়গায়ই ভালো চাহিদা রয়েছে।

বর্তমানে কনটেন্ট রাইটিং কাজে অনলাইনে অনেক কম্পিটিশন বেড়ে যাওয়ায়, আপনাকে অবশ্যই একজন ভাল মানের কনটেন্ট রাইটার হতে হবে। তবে মার্কেটে প্রচুর কাজ আছে।

আরও পড়ুন:  আর্টিকেল লেখার নিয়ম। কিভাবে একটি আকর্শণীয় আর্টিকেলি লিখবেন।

একজন ভালো মানের রাইটার হওয়া কঠিন কোন বিষয় না। তবে আপনাকে একজন ভাল মানের কনটেন্ট রাইটার হতে হলে, আপনাকে কিছু বিষয় রপ্ত করতে হবে। যেমন:

  • বেশি বেশি রিসার্চ করতে হবে।
  • অনে্যর লেখা কপি করা যাবে না।
  • ব্যাকরণ অনুযায়ী লেখতে হবে।
  • বানানের দিকে কঠোরভাবে নজর দিতে হবে।
  • দ্রুত লেখার অভ্যাস করতে হবে।
  • কোন বিষয় নিয়ে রিসার্চ করার অভ্যাস থাকতে হবে।
  • লেখার ভিতর নতুন নতুন ফিচার যুক্ত করতে হেবে।

একজন ভাল মানের কনটেন্ট রাইটার নানাভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারে।

যেমন:

  • সবচেয়ে ভালো নিজস্ব ওয়েবসাইট তৈরি করে সেখানে কনটেন্ট লিখে আয় করা যায়,
  • অন্যের ওয়েবসাইটে কনটেন্ট লিখে আয় করা যায়
  • অনলাইন মার্কেটপ্লেসে কনটেন্ট রাইটিং জব করে ইনকাম করা যায়।

আরও বিভিন্নভাবে। আবার অফলাইনে স্থানীয় ম্যাগাজিন বা পত্রিকায় লিখেও টাকা ইনকাম করা যায়।

লেখালেখি করে ইনকাম  (Content Writing)

লেখালেখি করে কত টাকা আয় করা যাবে? প্রচুর আপনি যত দক্ষ হবেন তত বেশি রেটে কাজ করা যাবে। যত বেশি কাজ করবেন তত বেশি আয় হবে।
আর্টিকেল রাইটিং শিখতে কত দিন লাগবে? ১ থেকে দেড় মাসে সম্ভব! কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে।
লেখালেখি কিভাবে শিখব বা শুরু করব? গুগল বা ইউটিউব এর হেল্প নিয়ে শুরু করতে পারেন। অথবা আমাদের সাইটে লেখাটি দেখতে পারেন।

আরও পড়ুনঃ  আর্টিকেল লেখার নিয়ম ও আর্টিকেল লিখে আয় করুন

#৩ গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম (Graphic Design)

গ্রাফিক্স হল চিত্র, ডিজাইন আর টেক্স এর সমন্বয়ে তৈরি বেনার, ডিজাইন বা নকশা। অর্থাৎ নিজের মত করে চিত্র ও টেক্স এর মাধ্যমে কোন কিছুকে উপস্থাপন করা কে গ্রাফিক্স ডিজাইন বলে। আমাদের ওয়েবসাইটের লগো, পোস্টের ভিতরে ছবি গ্রাফিক্স ডিজাইনের ‍মাধ্যমে তৈরি করা।

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ের অন্যতম সেরা জব হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। ভালো ভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারলে অনলাইনে থেকে প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করা সম্ভব। একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার যে শুধু অনলাইন থেকেই ইনকাম করতে পারবে, বিষয়টা কিন্তু তা নয়। অফলাইনেও একজন গ্রাফিক্স ডিজাইনারের অনেক ডিমান্ড আছে।

গ্রাফিক্স ডিজাইন এর কাজ কোথায় পাবো?

আমি আগেই বলেছি, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ফ্রীলান্সিং মার্কেটপ্লেস গুলোতে অন্যতম চাহিদার একটি কাজ। এবং গ্রাফিক্স ডিজাইন এর মাধ্য অনলাইনের পাশাপাশি অনলাইনে ও ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে।

সকল ফ্রীলান্সিং ওয়েবসাইগুলোতে গ্রাফিক্স ডিজাইন জব পোস্ট চাহিদার তুঙ্গে থাকে। তাই সকল ফ্রীলান্সিং ওয়েবসাইটগুলোতে গ্রাফিক্স ডিজাইন জব খুব সহজে পাওয়া যায়। গ্রাফিক্স ডিজাইন জব পাওয়া কিছু ওয়েবসাইট হচ্ছে:

  • upwork.com
  • freelancer.com
  • fiverr.com
  • toptal.com
  • peopleperhour.com
  • guru.com
  • 99design

গ্রাফিক্স ডিজাইন (graphics design)

গ্রাফিক্স ডিজাইন শিখতে দিন সময় লাগে? কমপক্ষে ০৬ মাস বা তার বেশি।
গ্রাফিক্স ডিজাইন শিখে কত টাকা ইনকাম করা যাবে? মার্কেটপ্লেসগুলোতে ব্যপক চাহিদার সাথে প্রচুর টাকা ইনকাম করার সম্ভাবনা রয়েছে।
কিভাবে কোথায় শিখব ?  আপনারা চাইলে ইউটিউব বা গুগল ঘাটাঘাটি করে অথবা কোন ট্রেনিং সেন্টার থেকে বেসিক শিখে পরে নিজে নিজে শিখতে পারেন।

আরও পড়ুন:

grapics design kore income
grapics design kore income

#৪ ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট (webdesign and development)

ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েবসাইট এর বাহ্যিক design। মানে একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটি হচ্ছে ওয়েব ডিজাইন এর কাজ। যে ওয়েবসাইট ডিজাইন করে তাকে ওয়েব ডিজাইনার বলে। এবং ওয়েবসাইট নিয়ন্ত্রন করার জন্য যে ফাংশনালিটি থাকে সেগুলি হলো ওয়েব ডেভেলপমেন্ট।

আর একটি ওয়েবসাইটকে ব্যবহার উপযোগী বা ফাংশনাল করার জন্য সাইট এর ভিতরে যে কাজ করা হয় তাকে ওয়েব ডেভলপমেন্ট বলে। আর যে এ কাজ করে তাকে ওয়েব ডেভলপার বলে। এটি বাহির থেকে দৃশ্যমান নয়।

ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট এর অনলাইনে ব্যাপক চাহিদা রয়েছে। ভালো মানের একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার খুব দ্রুত সফলতা অর্জন করতে পারে। সফলতা নিয়ে চিন্তা করতে হবে না।

তবে একজন দক্ষ ওয়েব ডিজাইনার বা ডেভলপার হওয়া মুটেও সহজ কথা নয়। আবার অসাধ্য না কোন বিষয় নয়। এর জন্য আপনাকে প্রচুর সময় দিয়ে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে।

ওয়েবডিজাইনের কাজ কোথায় পাওয়া যাবে?

আগেই বলেছি, একজন ওয়েব ডিজাইনার বা ডেভলপারের অনলাইনে বা অফলাইনে চাহিদা ব্যাপক। আপনি যদি একজন ওয়েবডিজাইনার বা দক্ষ ডেভলপার হন তাহলে বিভিন্ন মার্কেটপ্লেস সহ, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সম্পর্কিত কোম্পানী, এজেন্সি থেকে কাজ সংগ্রহ করতে পারবেন।

আমি নিচে কয়েকটি সোর্স  শেয়ার করছি যেখানে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট অনলাইন জব পাওয়ার যায়:

  • fiverr.com
  • upwork.com
  • guru.com
  • freelancer.com

Webdesign and Development

ওয়েব ডিজাইন করে কত টাকা আয় করা যাবে? প্রচুর চাহিদা এবং সম্ভাবনা রয়েছে।
ওয়েবডিজাইন শিখতে কত দিন লাগবে? কমপক্ষে ০৬ মাস বা তার বেশি।
কোথায় থেকে শিখব কিভাবে? আপনারা চাইলে ইউটিউব বা গুগল ঘাটাঘাটি করে অথবা কোন ট্রেনিং সেন্টার থেকে বেসিক শিখে পরে নিজে নিজে শিখতে পারেন।

আরও পড়ুন: ওয়েব ডিজাইন কি?: ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট শেখার পূনার্ঙ্গ গাইডলাইন

#৫ ডিজিটাল মার্কেটিং সার্ভিস (Digital Marketing Service)

অনলাইনে কোন কিছুর মার্কেটিং করাকে ডিজিটাল মার্কেটিং বলে। সেটি হতে পারে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইত্যাদি।

এই ডিজিটাল সময়ে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা আলোচনা করে শেষ করা যাবে না। ডিজিটাল মার্কেটিং এর যেকোনো একটি কাজ শিখে  সার্ভিস প্রদান করার মাধ্যমে ভালো পরিমান টাকা ইনকাম করা সম্ভব।

ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন?

অনলাইন মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং কাজ প্রচুর পরিমানে পাওয়া যায়। নিচে আমি কয়েকটি ডিজিটাল মার্কেটিং জব এর জনপ্রিয় ওয়েবসােইট উল্লেখ্য করে দিচ্ছি..

  • upwork.com
  • fiverr.com
  • freelancer.com
  • peopleperhour.com
  • guru.com

ডিজিটাল মার্কেটিং সার্ভিস (Digital Marketing Service)

ডিজিটাল মার্কেটিং করে কত টাকা আয় করা যাবে? বিপুল পরিমান টাকা আয় করার সম্ভাবনা রয়েছে।
ইনকাম শুরু হতে কত দিন লাগতে পারে?  ৩ থেকে ৬ মাসের মধ্যে ইনকাম শুরু করা সম্ভব। তবে পরিশ্রম যত বেষি করবেন তত ইনকাম বেশি হবে।
কিভাবে শিখব বা শুরু করব? গুগলে ও ইউটিউবে ঘাটা-ঘাটি করতে হবে। এছাড়াও বিভিন্ন কোচিং সেন্টার থেকে বেসিক ধারনানিতে পারেন।

#৬ অনলাইন টিউশন/ক্লাশ

ইন্টারনেটের এই সুদিনে এখন আর পড়ালেখা স্কুল-কলেজের বাড়ান্দায় সীমাবদ্ধ নয়। আপনি যদি একজন ভালো ছাত্র বা শিক্ষক হোন এবং আপনার টিউশনি করানো দরকার কিন্তু তার জন্য ছাত্র-ছাত্র পাচ্ছেন না। অনলাইনে আপনি টিউশনি জব করে আপনার দক্ষতা অনুযায়ী টাকা আয় করতে পারবেন।

দক্ষতার কথা এজন্য উল্লেখ্য করলাম যে, অনেকেই অনলাইনে শুধুমাত্র টিউশনি করে মাসে ১ লক্ষ বা তারও বেশি টাকা ইনকাম করছে। আবার অনেকেই নিজের পড়ালেখার টাকার যোগানি দিতে পারেনা। দক্ষতা বড় ব্যাপার

অনলাইন টিউশন কোথায় পাবেন?

বাংলাদেশের কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী খুব সহজে আপনার অনলাইন টিউশনি জব পেতে পারেন। অথবা আপনী চাইলে দক্ষতা অনুযায়ী নিজে একটি ওয়েবসাইট খুলে বা ফেসবুক পেজ খুলে অনলাইন ক্লাশ শুরু করতে পারেন। আমি  নিচে  কয়েকটি বাংলাদেশের জনপ্রিয় অনলাইন টিউশন ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছি।

  • bdtutors.com
  • mytutor.com.bd
  • deshtutor.com
  • bdtutor24.com

এছাড়াও বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনিও অনলাইন টিউশন জব খুঁজে পেতে পারেন।

অনলাইন টিউশন (Online Tutor / Class)

অনলাইন টিউশন  কত টাকা ইনকাম করা যাবে? দক্ষতা অনুযায়ী প্রচুর সম্ভাবনা রয়েছে।
কাজ পেতে কত দিন লাগবে? খুব দ্রুত পাওয়া সম্ভব।

 #৭ এফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing)

এফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা হচ্ছে, কোন কোম্পানী বা প্রতিষ্ঠানের কোন পণ্য বা সার্ভিস বিক্রি করে দিয়ে, বিক্রির জন্য সেই পণ্য বা সার্ভিস এর মূল্য থেকে নির্দিষ্ট পরিমাণ কমিশন নেয়া।

এফিলিয়েট মার্কেটিং হচ্ছে অনলাইনে টাকা ইনকাম করার জনপ্রিয় একটি পদ্ধতি। আমার পরিচিত অনেকেই এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ভালো পরিমান টাকা ইনকাম করছে। তারা অনেকেই এটিকে ফুল-টাইম জব হিসেবে বেছে নিয়েছে। আপনিও চাইলে এফিলিয়েট মার্কেটিং কে ফুল-টাইম বা পার্ট-টাইম জব হিসাবে নিয়ে অনলাইনে ইনকাম করতে পারেন।

কিভাবে শুরু করবেন করবেন?

এফিলিয়েট মার্কেটিং শুরু করার করার জনপ্রিয় মাধ্যম গুলি হচ্ছে নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেইসবুক।

প্রথমে আপনাকে এফি্লিয়েট প্রোগাম ওয়েবসাইটে গিয়ে রেজিষ্টেশন করতে হবে। তারপর আপনি যে পণ্য বা সার্ভিস বিক্রি করতে চান তার জন্য তার এফিলিয়েট লিংক আপনার একাউন্ট থেকে তৈরি করতে হবে। তারপর আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেইসবুক বা অন্য কিছুতে লিংক শেয়ার করে, সেই লিংক শেয়ার করার মাধ্যমে যে বিক্রি হবে তার জন্য আপনি নিদিষ্ট পরিমান টাকা পাবেন।

এফিলিয়েট মার্কেটিং বিষয়ে আমাদের ওয়েবসাইটে একটি বিস্তারিত পোস্ট রয়েছে।

এফিলিয়েট মার্কেটিং (affiliate marketing)

 Affiliate Marketing করে কত টাকা আয় করা যাবে? প্রচুর পরিমানে টাকা আয় সম্ভাবনা রয়েছে।
Affiliate Marketing করে ইনকাম শুরু হতে কত দিন লাগতে পারে কমপক্ষে ৬ মাসতো লাগবেই! কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে।
কিভাবে শিখব বা শুরু করব?  গুগল, ইউটিউব ও ফেসবুক ঘেটে শিখতে পারেন।

আরও পড়ুন: এফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে এফিলিয়েট মার্কেটিং করে আয় করবেন?

#৮ সোশ্যাল মিডিয়া ম্যানেজার

সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোন পণ্য বা সার্ভিস এর প্রচারণার মূল্য দায়িত্বে থাকা। এটি মার্কেটিং বিভাগের অন্যতম একটি সেরাপদ। এটি ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। এই পদটি সাধারণত প্রাইভেট ফার্ম,  এজেন্সি ও কোম্পানিতে পাওয়া যায়। তবে বর্তমানে বিভিন্ন সরকারি প্রজেক্ট এ চাকরির পদ খোলা হয়েছে।

তবে এই জব পাওয়ার আগে আপনাকে কিছু দক্ষতা অর্জন করতে হবে।  যা দ্বারা সোশ্যাল মিডিয়ায় কোন পণ্য বা সার্ভিস এর প্রচার প্রসার করতে পারেন।  যেমন:

  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়ে গভীর জ্ঞান থাকা
  • ভালোভাবে উপস্থাপন করার হ্মমতা রাখা
  • বাংলা ও ইংরেজি উভয়ই ভাষায় ভালো দক্ষ হওয়া
  • ব্যাবসায়িক বিষয়ে ভালো ধারণা রাখা
  • দল পরিচালনা করার দক্ষতা
  • নতুন মার্কেটিং পরিকল্পনা ইত্যাদি

কাজ কোথায় পাওয়া যায়?

বিভিন্ন মার্কেটপ্লেসে, যেমন,

    • upwork.com
    • freelancer.com
    • fiverr.com
    • peopleperhour.com
    • guru.com

তাছাড়াও বিভিন্ন জব সাইটে এই সম্পর্কিত জব পোস্ট করা হয়। তার জন্য আপনি বিভিন্ন অনলাইন জব সাইটে নজর রাখতে পারেন।

সোশ্যাল মিডিয়া ম্যানেজার 

কত টাকা আয় করা সম্ভব? ভালো পরিমানে টাকা আয় করা সম্ভব।
ইনকাম শুরু হতে কত দিন লাগতে পারে? এর কোন নিদিষ্ট তারিখ নেই। কাজ জানলে খুব দ্রুত সম্ভব।

#৯ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট

অনলাইনের মাধ্যমে কোন ব্যক্তিকে কাজে সহায়তাকে করাই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। বর্তমানে মানুষের কাজ প্রচুর অনলাইন ভিত্তিক হওয়ার জন্য অনলাইন মার্কেটপ্লেসে এই কাজের চাহিদা ব্যাপকভোবে বৃদ্ধি পেয়েছে। তবে এই কাজ করার জন্য আপনাকে অবশ্যই খুব ভালো করে এমএস অফিস যেমন, এম এস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং একসেস সম্পর্কে জানতে হবে।

তাছাড়া এডভান্স ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে।

কাজ কোথায় পাবেন?

বিভিন্ন মার্কেটপ্লেসে, যেমন,

    • upwork.com
    • freelancer.com
    • fiverr.com
    • peopleperhour.com
    • guru.com

তাছাড়াও আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ সহ আরো বিভিন্ন ওয়েবসাইটে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব পেতে পারেন।

Virtual Assistant

কত টাকা আয় করা যাবে? ভালো পরিমানে টাকা আয় করা সম্ভব।
ইনকাম শুরু হতে কত দিন লাগতে পারে? কাজ জানলে খুব দ্রুতই সম্ভব। শুরু থেকেই ইনকাম হবে

#১০ ট্রান্সলেশন 

ট্রান্সলেশন ব্যাপারটা হচ্ছে, আপনাকে কোনো একটি ডকুমেন্টকে একটি ভাষা হতে অন্য একটি ভাষাতে রূপান্তর/অনুবাদ করতে হবে। অনেকে ট্রানসলেশন নিয়ে ফিলান্সিং জব করছে। তবে অবশ্যই আপনি যে ভাষায় ট্রান্সলেট করবেন সে ভাষায় আপনাকে দক্ষ হতে হবে। একাধিক ভাষা জানতে জানতে হবে।

ধরুন, আপনি একজন বাঙালি কিন্তু আপনি ভালো ইংরেজি জানেন। তাহলে আপনি আপনার এই ইংরেজি দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে বা অনলাইন মার্কেটপ্লেসে অনুবাদ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

অর্থাৎ আপনি বাংলা ভাষাকে ইংরেজি করার মাধ্যমে ইংরেজি কে বাংলা ভাষায় রুপান্তর করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

কাজ কোথায় পাওয়া যায়?

  • upwork.com
  • fiverr.com
  • peopleperhour.com
  • gengo.com
  • freelancer.com
  • smartling.com
  • onehourtranslation.com
  • guru.com

তাছাড়াও আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ সহ আরো বিভিন্ন ওয়েবসাইটে ট্রান্সলেশন জব পেতে পারেন। এর জন্য আপনাকে খুজে বের করতে হবে।

Translation Job

অনুবাদ করে কত টাকা আয় করা সম্ভব? ভালো পরিমানে টাকা আয় করা যায়।
ইনকাম শুরু হতে কত দিন লাগতে পারে? খুবই দ্রুত সম্ভব। আপনি যখন কাজ পাবেন তখন থেকে ইনকাম শুরু হেবে।

#১১ অনলাইনে পণ্য বিক্রি

অনলাইনে পণ্য বা সাসর্ভি বিক্রি আপনি অনলাইন জব হিসাবে নিতে পারেন। অনলাইনে নতুন ও পুরাতন এই দুই ধরনেরই পন্য বিক্রি করে ইনকাম করা যায়। এবং তার জন্য এই মার্কেটটি বিশাল পরিসরে বিদ্যমান। এ ব্যাপারটি অত্যন্ত লাভজনক, যদি আপনি সঠিকভাবে করতে পারেন।

বাংলাদেশে বর্তমানে অনেক অনলাইন পন্য বিক্রির ওয়েবসাইট রয়েছে। যেইগুলোতে আপনি পণ্য অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করে বা অন্যের পণ্য বিক্রি করে দিয়ে টাকা আয় করতে পারবেন।

কোথায় বিক্রি করবেন?

নিজস্ব ওয়েবসাইট,ফেসবুকে,  ইউটিউব চ্যানেল থেকে আপনি অনলাইনে পণ্য বিক্রির ব্যবসা করতে পারেন। আপনি একটু কষ্ট করে গুগোল করলেই অনেক বাংলাদেশী অনলাইন বিক্রির ওয়েবসাইট খুঁজে পাবেন। যেগুলোতে আপনি আপনার পণ্যের এড দিয়ে বিক্রি করতে পারবেন।

অনলাইনে পণ্য বিক্রি

কি পরিমান টাকা আয় করা সম্ভব? ভালো পরিমানে আয় করা সম্ভব। তবে কাজটি মোটেও সহজ নয়। এখানে ট্রাস্ট এর দরকার
ইনকাম শুরু হতে কত দিন লাগতে পারে? ভালো ভাবে মার্কেটিং করতে পারলে শুরু থেকে ভালো ইনকাম করা যায়।

#১২ অনলাইনে ছবি/ভিডিও/অডিও বিক্রি

সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের ইনকাম করা পদ্বতিতে এসেছে বিশাল পরিবর্তন। যেমন বর্তমানে অনেকই ঘরে বসে ছবি/ভিডিও/অডিও বিক্রি করার মাধ্যমে টাকা আয় করছে। যা আগে ছিল মানুষের কাছে অবাস্তব বিষয়।

বলে রাখা ভালো যে, ছবি তুলে, ভিডিও করে বা ভয়েস বিক্রি করে টাকা করতে চাইলে অবশ্যই আপনাকে হতে হবে দক্ষ ফটোগ্রাফার, বা ভয়েস অভার আর্টিস্ট। অনলাইনে অনেক পেইড ওয়েবসাইট রয়েছে যেখানে ছবির ক্রেতারা তাদের প্রয়োজনীয় ছবি কেনে থাকে। সেই ওয়েবসাইট গুলোতে আপনাকে রেজিষ্টেশন করে আপনার ছবি,ভিডিও ও অডিও লিস্ট করতে পারেন।

কোথায় বিক্রি করবেন?

  • hutterstock.com
  • freepik.com
  • pexels.com
  • fotolia.com
  • gettyimages.com
  • pixabay.com
  • istockphoto.com

আরো অনেক ওয়েবসাইট রয়েছে, আপনি গুগল করে দেখতে পারেন।

Read More:ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো অনলাইনে?

অনলাইনে ছবি বিক্রি

কি পরিমান টাকা আয় করা সম্ভব? ভালো পরিমানে আয় করা সম্ভব। ক্রিয়েটিভিটি থাকতে হবে ও পরিশ্রমি হতে হবে।
ইনকাম শুরু হতে কত দিন লাগতে পারে?  আপনার ছবি, ভিডিও বা অডিও আপলোড করলে সেখান থেকে যত সেল হবে আপনার তত ইনকাম হবে। সেল না হলে ইনকাম হবে না।

#১৩ ইন্টারনেট ফ্রিল্যান্সার জব

আমি এখানে যে সকল অনলাইন জব বা অনলাইন চাকরির তালিকা উল্লেখ্য করেছি, আপনি যে শুধুমাত্র অনলাইনেই এই জব গুলো করতে পারবেন  তা কিন্তু নয় অনলাইন ছাড়াও কাজ করতে পারবেন। অনলাইনে অনেক ফ্রিল্যান্সিং জব রয়েছে যেগুলি আপনি শিখে অনলাইন মার্কেট এ জব করতে পারেবেন।

যেমন:

  • Video Editing
  • Acvance Photoshop
  • YouTubeing
  • Search Engine Evaluator
  • Sucial Media marketing
  • SEO Service
  • Email Marketing
  • lead genaration
  • Transcriptionist, আরও অনেক কিছু।

আরও দেখতে পারেন: 

অনলাইন জব ওয়েবসাইট (Online Job Website List)

আমরা ইতিমধ্যে, কয়েকটি অনলাইন জব ওয়েবসাইট লিস্ট (Onilne Job Website) উল্লেখ করেছি। এছাও বর্তমানে অনলাইনে প্রচুর জন ওয়েবসাইট রয়েচে। এখন প্রচলিত ও পনপ্রিয় কয়েকটি অনলাইন জব সাইট তালিকা দিয়ে দিচ্ছি যা আপনার একান্ত কাজে লাগবে বলে আশা করি।

  • Fiverr.
  • Upwork.
  • freelancer
  • Toptal.
  • Simply Hired.
  • PeoplePerHour.
  • Aquent.
  • Crowded.
  • The Creative Group
  • Guru

শেষ কথা,

আশাকরি, আপনি যদি “অনলাইন জব 2023” (Online Job 2023) করতে চান তাহলে Expartjobs.com  এই পোস্টটি অনেক কাজে দিবে। এছাড়া আপনার মনে যদে কোন প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করুন। আর এই জব গুলির মধ্যে আপনার কাছে  কোন অনলাইন জবটি ভাল লেগেছে এবং আপনি কোন কাজটি করতে চান আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।

3 thoughts on “১৩ টি অনলাইন জব | অনলাইনে মাসে ১ লক্ষ+ টাকা ইনকাম করার উপায়”

Leave a Comment