ফটোগ্রাফি কি ? ফোটোগ্রাফি কিভাবে শিখব ?

ফটোগ্রাফি কি : কিভাবে ফটোগ্রাফি শিখব : বর্তমান সময়ে ফটোগ্রাফি কোর্স কোনগুলো। আপনি যদি ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান। তাহলে আমাদের সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন।

বর্তমান সময়ে স্মার্টফোনের দৌলতে এবং ultra-hd যুগে আমরা সকলেই কমবেশি ছবি তুলতে বা ফটোগ্রাফি করতে পছন্দ করি।

কিন্তু আপনার ব্যাপারে প্যাশন থাকে থাকে এবং আপনার ফটোগ্রাফি শিখতে চান।

ফটোগ্রাফি কি ? ফোটোগ্রাফি কিভাবে শিখব ?
ফটোগ্রাফি কি ? ফোটোগ্রাফি কিভাবে শিখব ?

তাহলে বর্তমানে এমন অনেক অনলাইন ফটোগ্রাফি কোর্স আছে। যেগুলোর জন্য আপনাকে বাড়ি থেকে বাইরে গিয়ে শিখতে হবে না।

তো বন্ধুরা, আজকের পোষ্টে আপনাকে আমরা জানিয়ে দেবো। ফটোগ্রাফি ফটোগ্রাফি কিভাবে শিখবো সে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য।

আপনি যদি ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান? তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

ফটোগ্রাফি কি ?

মোবাইলের ক্যামেরা এবং ডিজিটাল ক্যামেরা তে নিজের বা প্রকৃতির কোনো ছবি তোলা নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

ঠিক সেরকম ভাবে ফটোগ্রাফি মানে কি তা একেবারেই জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া সম্ভব।

কিন্তু আলোকচিত্রবিদ্যা কে আমরা সহজ ভাষায় বলতে পারি এটি হচ্ছে ছবি তোলার শিল্প।

এছাড়া আবার যদি প্রফেশনাল ভাবে বলা যায় তাহলে ইলেকট্রনিক্স পদ্ধতিতে ইমেজ সেনসর বা আলে সংবেদনশীল উৎপাদন।

যেমন- ফটোগ্রাফিক ফিল্ম এর ওপরে রেখে, চিরস্থায়ী করার শিল্প ব্যবহার এবং প্র্যাকটিস করাকে আমরা ফটোগ্রাফি বলে থাকি।

এছাড়া আপনাকে যদি আরও সহজভাবে বলা যায়। তাহলে ফটোগ্রাফি হচ্ছে, আলো দিয়ে আঁকাআঁকি করা। একটি ক্যামেরা দিয়ে ছবি তৈরি করার প্রক্রিয়াকে ফটোগ্রাফি বলা হয়।

একজন মানুষ একটি ক্যামেরার সাহায্যে ছবি তৈরি করে থাকেন তাকে ফটোগ্রাফার বলা হয়। সবে কে বলা হয় photograph বা ফটো।

বর্তমান সময়ে সময়ে ডিজিটাল জগতে ফটোগ্রাফের চাহিদা ততই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে ফটোগ্রাফার উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়।

একটি সুন্দর করে যে, কোন গল্পকে পরিবেশন করা সম্ভব হয় মানুষকে সহজে দেওয়া এবং মানুষের মনকে নির্মল আনন্দ দেওয়া সম্ভব হয়।

এছাড়া বর্তমান সময়ে ফটোগ্রাফি শেখার চাহিদা মানুষের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে। তবে এখন আশা করি, ফটোগ্রাফি কি এবং ফটোগ্রাফি বলতে কী বোঝায় বিষয়টি সম্পর্কে, আপনি ক্লিয়ার ভাবে জানতে পেরেছেন।

কিভাবে শিখবো ফটোগ্রাফি ?

উপরের আলোচনা থেকে এতকিছু জানার পর এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এ ফটোগ্রাফি কিভাবে শিখব। আপনাকে বলে রাখা ভালো যে ছবি তোলা শেখার একাধিক উপায় আছে।

আপনারা সরাসরি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার এর থেকে ছবি তোলা সেখানেতে পারবেন। এছাড়া ফটোগ্রাফি শেখার এমন ইনস্টিটিউশনে ভর্তি হয়ে। সম্পূর্ণ প্রফেশনাল ফটোগ্রাফি শিখে নিতে পারবেন।

আপনারা ইন্টারনেটের মাধ্যমে বিশেষ করে ইউটিউব চ্যানেল দেখে ফটোগ্রাফি বিষয়ে সাধারণ থেকে শুরু করে অ্যাডভান্স তথ্য এবং টিপস গুলো জানতে পারবেন।

কিন্তু আমাদের এই আলোচনা আমরা জানিয়েছি অনলাইনে ভালো কিছু ফটোগ্রাফি সম্পর্কে। যার ফলে, আপনি নিজের পেশা বা কাজের ফাঁকে সময়মতো এগুলো করতে পারবেন।

এছাড়া আপনি যদি নিজেকে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত করে নিতে চান? তাহলে আজকে থেকেই বিভিন্ন ফটোগ্রাফি কতগুলো শাখা শুরু করে দিতে পারেন।

আর কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক। সারা অনলাইন ফটোগ্রাফি কোর্স করার প্ল্যাটফর্ম ও তালিকা গুলো সম্পর্কে।

ফোটোগ্রাফি কিভাবে শিখব ? অনলাইন ফটোগ্রাফি কোর্স করার প্লাটফর্ম

ইউটিউব চ্যানেল এর শিক্ষানবিস থেকে শুরু করে। বিশ্বের সেরা ইউনিভার্সিটি প্রোগ্রাম পর্যন্ত এই সারাবিশ্বে অনলাইন ফটোগ্রাফি ক্লাস এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে চলেছে।

এর মাধ্যমে অনলাইন ফ্রী ফটোগ্রাফি কোর্স থাকলেও। ভালো মানের ফটোগ্রাফি কোর্স গুলো তে, ভর্তি হওয়ার জন্য। আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা ইনভেস্ট করতে হবে।

প্রচলন এখন জেনে নেয়া যাক সেরা ফটোগ্রাফি কোর্স গুলো সম্পর্কে। যেমন-

Creativelive (ফটোগ্রাফি কোর্স)

Creativelive অনলাইন কোর্স প্ল্যাটফর্মটির ফটোগ্রাফি শেখার জন্য একটি জনপ্রিয় স্থান হতে পারে। আপনি যদি একদম শুরু থেকে ফটোগ্রাফি শিখতে আগ্রহী থাকেন। তাহলে এই প্ল্যাটফর্মের নিজস্ব ৪ টি ফটোগ্রাফি কোর্স রয়েছে।

উক্ত ৪ টি কোর্স বান্ডিল এ আপনি সাধারণ ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।

উক্ত কোর্স গুলোতে আপনি বেসিক ক্যামেরা সেটিং, লাইটিং, কম্পোজিশন এবং ডিজিটাল পোস্ট প্রসেসিং বিষয়ে শিখে নিতে পারবেন।

এছাড়া উক্ত প্রাথমিক ফোটোগ্রাফির কোর্স এর মাধ্যমে আপনি 107 টি অনলাইন ভিডিও ক্লাস করতে পারবেন।

আপনারা উক্ত কোর্স থেকে যে বিষয় গুলো শিখতে পারবেন।

সেগুলো হলো-

  • ফটোগ্রাফির বেসিক ধারণা।
  • ফটোগ্রাফির লাইটিং বিষয়ে সঠিক ধারণা।
  • অ্যাডবি লাইটরোম সফটওয়্যার  এর ব্যবহার।
  • অ্যাডোবি ফটোশপ বেসিক প্রাকটিক্যাল ব্যবহার।

Udemy (ফটোগ্রাফি কোর্স)

Udemy হচ্ছে এমন একটি অনলাইন কোর্স এর সাইট। যেখান থেকে আপনি প্রায় 2000 এর বেশি ডিজিটাল ফটোগ্রাফি কোর্স এর এক্সেস পেয়ে যাবেন।

এছাড়া আপনি এখানে ফ্রিতে ফটোগ্রাফি কোর্স গুলো দিয়ে আপনার ফটোগ্রাফি শেখা আরম্ভ করতে পারবেন। কিন্তু আমরা এখানে কথা বলব Udemy এর দের ঘন্টার একটি অনলাইন ফটোগ্রাফি ভিডিও ক্লাস এর বিষয়ে।

উক্ত ক্লাসটা সেই সকল লোকের জন্য অনেক উপকারী। যারা ফটোগ্রাফি কে নিজের পেশা হিসেবে নির্বাচন করতে চায়। বর্তমানে উক্ত সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে আপনার ভিডিও এর মাধ্যমে দেখে শিখতে পারবেন।

উক্ত বেসিক কোর্স এ যে বিষয় গুলোর ধারণা নিতে পারবেন যেমন-

  • ক্যামেরা সেটিংস।
  • এক্সপোজার এবং মিটারিং মোড।
  • অটোফোকাস- ম্যঅনুয়াল ফোকাস কন্ট্রোলিং।
  • রুল অফ থার্ড,  ডেপ্থ অফ ফিল্ড এর মতো ফটো কম্পোজিশন এর ধরাণা সমূহ।

উক্ত কাজ গুলো ছাড়া Udemy তে অসংখ্য ভালো ভালো পেইড ফটোগ্রাফির কোর্স আছে। যে গুলো ডিউরেশন 5-20 ঘন্টার অনলাইন ভিডিও ক্লাস এর মধ্যে সীমাবদ্ধ।

আর এখানে আপনি ফ্লিমেকিং, অ্যাডবি প্রিমিয়ার এবং কমার্শিয়াল ফটোগ্রাফি সম্পর্কে কোর্স গুলো দেখতে পারবেন।

Better Photography (ফটোগ্রাফি কোর্স)

এটি Udemy এর আন্ডারে আরো একটি জনপ্রিয় ফটোগ্রাফি অনলাইন কোর্স। উক্ত কোর্স সেই সকল লোকদের জন্য ভালো হবে।

যারা ক্যঅমেরার বেসিক ব্যবহার সম্পর্কে ধারণা জানেন। এবং তারা ক্যামেরার অটো মোডে মোটামুটি ভালো ফটো তুলতে পারেন।

তার কারণ উক্ত কোর্স থেকে আপনি অটো মোড থেকে বেরিয়ে, কিভাবে ম্যানুয়াল সেটিং থেকে একদম প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন।

এখান থেকে আপন সেই সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন। যেমন-

  • ISO
  • শাটার স্পিড এর ব্যবহার।
  • এ্যাপারচার এবং এক্সপোজার এর নিয়ন্ত্রণ ইত্যাদি।

Portrait Photography Bootcamp (ফটোগ্রাফি কোর্স)

বেসিক ফটোগ্রাফির বাইরে আপনারা যদি এডভান্স লেভেলে কোন ফটোগ্রাফি শিখতে চান? তাহলে আপনি একবার পোর্টেইড ফটোগ্রাফি শিখতে পারেন।

Portrait Photography Bootcamp কোর্স এ আপনি পোট্রেইট ফটোগ্রাফি করার সকল খুটিনাটি বিষয় শিখতে পারবেন।

উক্ত কোর্স যে কোন ফটোগ্রাফিদের জন্য অনেক উপকারী হিসেবে প্রমাণিত। আপনি এখানে পোর্ট্রেইট ফটোগ্রাফি সম্পর্কে যে বিষয় গুলো জানতে পারবেন। যেমন-

  • লাইটিং।
  • ক্যামেরা সেটিংস।
  • লেন্স সিলেক্ট করা।
  • একক এবং গ্রুপ এর জন্য এডভান্স পোসিং টেকনিক ইত্যাদি।

Skillshare (ফটোগ্রাফি কোর্স)

Skillshare হচ্ছে আরো একটি অনলাইন লার্নিং কমিউনিটি। যেখানে আপনারা বিভিন্ন বিষয়ের উপর এডুকেশনাল ভিডিও পেয়ে যাবেন।

এখানে আপনারা শুধু ফটোগ্রাফি নয়। এছাড়া আরো অনেক বিষয়ে টিউটোরিয়াল ভিডিও পাবেন। কিন্তু হে! এটি একটি পেইড প্লাটফর্ম। তার জন্য এখানে যে কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে চাইলে, কিছু টাকা পে করতে হবে।

আপনি উক্ত প্লাটফর্মে ফটোগ্রাফি কোর্সে যে বিষয় গুলো শিখতে পারবেন।

সেগুলেঅ হলো-

  • ডিএসএলআর ফটোগ্রাফির বেসিক।
  • ম্যানুয়াল ক্যামেরা বেসিক।
  • মোবাইল ফটোগ্রাফির বেসিক।
  • ইনস্টাগ্রাম এর জন্য ফটোগ্রাফি, ইত্যাদি।

শেষ কথাঃ

তো বন্ধুরা আজকের এই আর্টিকেল থেকে আপনি জেনে নিতে পারলেন। ফটোগ্রাফি কি? ফোটোগ্রাফি কিভাবে শিখা যায়। ফটোগ্রাফি কোর্স করার জনপ্রিয় প্লাটফর্ম গুলো সম্পর্কে।

আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান। তাহলে উক্ত আলোচনা অনুরণ করে। আপনার পছন্দ মতো যে কোন ফ্রি বা পেইড কোর্স করে ফটোগ্রাফি শিখতে নিতে পারেন।

তো আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার পরে, আপনার কাছে কেমন লাগলো। অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।

আর বিশেষ করে, আমাদের সাইট থেকে আরো নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে, ভিজিট করুন ধন্যবদা।

Leave a Comment