ভোটার এলাকা পরিবর্তন করার জন্য করণীয় : আমাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যাদের ভোটার এলাকা স্থানান্তর করার প্রয়োজন।
কিন্তু ভোটার এলাকা পরিবর্তন করার জন্য করনীয় কি ? এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলো কি কি লাগে, সে বিষয়ে ধারণা নেই।
ভোটার এলাকা স্থানান্তর করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আজ আমাদের এই আর্টিকেলে জানিয়ে দেয়া হবে। যাদের ভোটার এলাকা পরিবর্তন বা এন আই ডি কার্ড ট্রান্সফার করার প্রয়োজন।
তারা অবশ্যই আমাদের দেওয়া পরামর্শ অনুযায়ী আবেদন করতে পারেন।
আমাদের জানামতে মানুষ অনেক কর্ম ব্যস্ততায় জীবন যাপন করেন। প্রতিদিন এর প্রয়োজনীয়তার কারণে মানুষ সর্বদা নিজের স্থায়ী ঠিকানায় বসবাস করতে পারেন না।
এমন হাজার হাজার মানুষ রয়েছে যারা লেখাপড়া বা চাকরি এছাড়া ব্যবসা এছাড়া আরো অন্যান্য কোন প্রয়োজনের তুলনায় নিজের বাড়ি ছেড়ে দূরদূরান্তে গিয়ে বসবাস করেন।
যার ফলে তারা নিজের স্থায়ী ঠিকানায় ভোট না হয় বর্তমান ঠিকানায় ভোটার হয়ে যান।
তাই সেটি তাদের অস্থায়ী ঠিকানা যে, সেহেতু কখনো না কখনো তাদের ভোটার এলাকা পরিবর্তন করে, স্থায়ী ঠিকানায় স্থানান্তর করার প্রয়োজন হবে।
তো আপনি যদি উপজেলার স্থায়ী বাসিন্দা মানে আপনি যে উপজেলায় ভোটার এলাকা স্থানান্তরিত হবেন। সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার এলাকা স্থানান্তর করার জন্য আবেদন করতে পারেন।
ভোটার আইডি কার্ড ট্রান্সফার করার জন্য ভোটার এলাকা স্থানান্তর ১৩ নং ফরম পূরণ করে আবেদন করতে হবে।
ভোটার আইডি কার্ড ট্রান্সফার ফরম অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া নির্বাচন অফিসের সামনে ফটোকপির দোকান গুলোতেও জাতীয় পরিচয় পত্র / ভোটার আইডি কার্ড এলাকা স্থানান্তর করার ফরম পেয়ে যাবেন।
এছাড়া আপনি যদি চান অনলাইনের মাধ্যমেও ভোটার এলাকা পরিবর্তন করার ১৩ নং ফলম ডাউনলোড করতে পারবেন। আর সেই ফরমটি পূরণ করে আপনারা উপজেলা নির্বাচন অফিসার জমা দিলে ভোটার এলাকা পরিবর্তন করতে পারবেন।
ভোটার এলাকা পরিবর্তনে আবেদন ফরম পুরণ করার নিয়ম
তো বন্ধুরা আপনারা যারা ভোটার এলাকা স্থানান্তর করার আবেদন করবেন। তারা ১৩ নং ফরম হাতে পাওয়ার পরে। সবার আগে সেটি ভালো ভাবে পড়ে নিবেন।
ফরম পূরণ করা অনেক সহজ। এছাড়া ফরম পূরণের জন্য নিম্ন বর্ণিত পরামর্শ গুলো অনুসরণ করুন।
সেগুলো হচ্ছে-
ফরম এর ১ নং ক্রোমিকে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে।
ফরম এর ২ নং ক্রমিকে আবেদনকারীর এনআইডি নাম্বার লিখতে হবে।
ফরম এর ৩ নং ক্রমিকে আবেদনকারী এর জন্ম তারিখ লিখতে হবে।
ফরম এর ৪ নং ক্রমিকে, আপনি যে এলাকায় ভোটার হয়েছিলেন সেই এলাকার ঠিকানা উল্লেখ করতে হবে। সেগুলো হলো-
- ভোটার এলাকার নাম,
- ভোটার এলাকার নম্বর,
- উপজেলার নাম,
- জেলার নাম,
- গ্রাম/ রাস্তা নাম, রাস্তার নম্বর
- বাসা/ হোল্ডিং নম্বর
কিন্তু ভোটার নম্বর এবং ভোটার এলাকার নম্বর যদি না জানা থাকে তাহলে লেখার কোন প্রয়োজন নেই। যদি পারেন নির্বাচন অফিস থেকে জেনে নিয়ে তারপর লিখবেন।
ভোটার এলাকার নাম এবং গ্রাম, রাস্তার নাম অধিকাংশ সময় একই হয়ে থাকে। এক্ষেত্রে বিশেষ আংশিক বা সম্পূর্ণ আলাদা হতে পারে। তাই ভোটার এলাকার নামের জায়গায় আপনার গ্রাম / রাস্তার নাম লিখে দিবেন।
ফরম এর ৫ নং ক্রমে কে আপনি যে ঠিকানায় ভোটার এলাকা পরিবর্তন করতে চান সেই এলাকা ঠিকানা লিখতে হবে। যেমন-
- জেলার নাম
- উপজেলার নাম
- ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টঃ বোর্ডের মধ্যে যার অধীনে আপনি স্থানান্তর হবেন সেটি টেক মার্ক দিবেন। এবং পাশে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টঃ বোর্ড এর নাম লিখবেন।
- তারপর, আপনার ওয়ার্ড নম্বর, ভোটার এলাকা নম্বর, গ্রাম, রাস্তার নাম এবং রাস্তার নম্বর, বাসা হোল্ডিং নম্বর, ডাকঘর, মোবাইল নম্বর, পোস্ট কোড ইত্যাদি লিখবেন।
ফরম এর ৬ নং ক্রমিকে, পাঁচ নং ক্রমিকে বর্ণিত ঠিকানায় আপনি কত দিন বসবাস করেছেন। সেটি উল্লেখ করে দিবেন। হতে পারে পাঁচ নং ক্রমিকের ঠিকানা আপনার জন্মস্থান। হতে পারে সেখানে এক বছর বা তিন বছর যাবত বসবাস করেছেন।
ফরম এর ৭ নং ক্রমিকে বলা হয়েছে আপনি কেন ভোটার এলাকা স্থানান্তর করবেন? সেই কারণ হিসেবে আপনারা বৈবাহিক সূত্রে স্বামীর ঠিকানায় বসবাস করছেন জন্য, ভোটার এলাকা পরিবর্তন করতে চান।
এছাড়া আপনার স্থায়ী ঠিকানা বিধায় আপনি স্থায়ী ঠিকানায় ভোটার এলাকা স্থানান্তর করতে চান এছাড়া আরো অন্যান্য কারণ হতে পারেন সেটি লিখে দিবেন।
ভোটার এলাকা পরিবর্তনে যে কাগজপত্র জমা দিতে হবে ?
তো আপনি যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান? তাহলে উপরোক্ত ফরম পূরণ করে নির্বাচন অফিসে জমা দিতে হবে। তবে আপনি যদি উপরোক্ত ফরম পূরণ করে শুধু ফরম জমা দেন সে ক্ষেত্রে কিন্তু হবে না।
এক্ষেত্রে আপনাকে ভোটার এলাকা পরিবর্তনের ফরমের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
সেগুলো হচ্ছে-
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র/ পৌরসভার হলে, পৌর মেয়র বা ওয়ার্ড কাউন্সিল এর কর্তৃক প্রত্যয়ন পত্র।
- বাড়ির বিদ্যুৎ বিল গ্যাসের বিল, পানির বেল ইত্যাদি কপি।
- চৌকেদারী ট্যাক্স রশিদ, পৌর কর রশিদ, বাড়ী ভাড়ার রশিদ।
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র কপি।
তো বন্ধুরা আপনারা যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চান? তারা উপরোক্ত প্রয়োজনীয় কাগজপত্র ১৩ নং ফরম পূরণ করে, তার সাথে সংযুক্ত করে নির্বাচন অফিসে জমা দিবেন।
অফিস থেকে আপনাকে আবেদনের নিচের অংশটুকু কেটে দেবে। সেটি যত্ন করে রেখে দেবেন পরবর্তীতে নির্বাচন অফিসে গেলেG অবশ্যই আপনাকে দেওয়া সেই স্লিপ সাথে নিয়ে যেতে হবে।
যখন আপনার আবেদনের কাজ শুরু হবে তখন আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এছাড়া, আমরা আগের একটি আর্টিকেলে জানিয়ে দিয়েছি। ভোটার এলাকা পরিবর্তন করতে কতদিন লাগে। সে বিষয়ে জানতে আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
শেষ কথা:
তো আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার পর, আপনারা জেনে গেলেন যে, ভোটার এলাকা পরিবর্তন করার জন্য করনীয় কি ? এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলো সম্পর্কে।
সেইসাথে আমাদের আজকের ভোটার এলাকা পরিবর্তন করার জন্য করনীয় এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে লেখা আর্টিকেলটি ঘোষণা করা হলো।
আমাদের লেখা আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড সংক্রান্ত নতুন নতুন তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।