ফ্রি ওয়েবসাইট তৈরি করুন ৫ টি সেরা প্লাটফর্ম দ্বারা

ওয়েবসাইট তৈরি করার সেরা প্ল্যাটফর্ম : আপনি যদি নিজের জন্য একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করে থাকেন। তাহলে আপনি নিজের ঘরে বসে একটি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে। সহজেই নতুন একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন।

অনলাইনে এমন অনেক উপায় রয়েছে যেমন ওয়েবসাইট বিল্ডার বা অনলাইন সফটওয়্যার আছে। যেগুলো ব্যবহার করে, আপনি সহজেই আপনার পছন্দমত ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ফ্রি ওয়েবসাইট তৈরি করুন ৫ টি সেরা প্লাটফর্ম দ্বারা
ফ্রি ওয়েবসাইট তৈরি করুন ৫ টি সেরা প্লাটফর্ম দ্বারা

অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা সেরা মাধ্যম। ওয়েবসাইট তৈরি করে, সেখানে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সহজে টাকা ইনকাম করতে পারি।

তবে আপনি যে, কোন বিষয়ে বা নিজের যে কোন ব্যবসা ওপরে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। যার ফলে, আপনি আপনার ব্যবসাকে লক্ষ লক্ষ মানুষের কাছে অনলাইনের মাধ্যমে পরিচিত করে তুলতে পারবেন।

সহজ ভাবে বলতে গেলে, একটি ওয়েবসাইট এর মাধ্যমে আপনি নিজের ঘরে বসে নিজ এর ব্যবসার জন্য কাস্টমার পেয়ে যাবেন।

আপনারা যদি ভালো করে দেখেন, তবে জানতে পারবেন, যত গুলো লোকাল ব্যবসা আছে যেমন- কাপড় এর দোকান, মিস্টির দোকান, চুল এর পার্লার ইত্যাদি ব্যবসা গুলো এখন ওয়েবসাইট এর মাধ্যমে প্রমোট করছেন। এবং মানুষ এর নিজের ব্যবসা প্রচার ও প্রসার করছে।

[wp_show_posts id=”3303″]

তাই আপনি যদি নিজের ব্যবসার জন্য কিংবা যে কোন, লক্ষ্যে নিজের একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করার চিন্তা করেন। তালে নিচে দেওয়া অনলাইন ওয়েবসাইট প্লাটফর্ম গুলো ব্যবহার করে একটি ব্লগ বা ওযেবসাইট প্রফেশনাল ভাবে তৈরি করে নিতে পারবেন।

ফ্রি ওয়েবসাইট তৈরি করুন ৫ টি সেরা প্লাটফর্ম দ্বারা

আমরা এখানে যে, ফ্রি প্লাটফর্ম গুলোর বিষয়ে বলব সেগুলো ব্যবহার করে, আপনারা সহজেই সাইট তৈরি করতে পারবেন।

সবচেয়ে মজার বিষয় হলো আপনারা উক্ত প্লাটফর্ম গুলো দিয় ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কোন প্রকার কোডিং করা ছাড়াই। বিশেষ করে, আপনার আলদা করে কোন অভিজ্ঞতার প্রয়োজনও পড়বে না।

সব কিছু অনেক সহজ। যা আপনারা শুধু মাত্র ক্লিক করেই নিজের মনের মতো করে, ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনার একটু অসুবিধা হতে পাবে। তবে কিছুদিন ব্যবহার করার পরে, অনেক সহজ মনে হবে।

আপনারা চাইলে নিজের মোবাইল থেকে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে ভালো করে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য একটি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করা উত্তম।

[wp_show_posts id=”3303″]

অনলাইনে ফ্রি ওয়েবসাইট তৈরি করার সেরা প্লাটফর্ম গুলো সম্পর্কে জানতে নিচের ধাপ গুলো ‍অনুসরণ করুণ।

01. blogger.com প্লাটফর্ম দ্বারা ফ্রি ওয়েবসাইট তৈরি করুন

আপনি যদি একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করার চিন্তা করেন। তাহলে সবার আগে blogger.com বেছে নিতে পারেন। কারণ আমরাও ব্লগার এর মাধ্যমে ফ্রি ওয়েবসাইট তৈরি করে, অনলাইনে আয় করে যাচ্ছি।

আপনারা ব্লগার দিয়ে কিভাবে ফ্রি ওয়েবসাইট বানাবেন সেই বিষয়ে, আমরা পূর্বের আর্টিকেলে জানিয়ে দিয়েছি। আপনি চাইলে সেই আর্টিকেল পড়ে নিতে পারেন।

ব্লগার হচ্ছে গুগল এর একটি নিজস্ব প্রোডাক্ট। যা ব্যবহার করা অনেক ভরসা যোগ্য। Blogger দ্বারা আপনার ব্যক্তিগত ব্লগ, ব্যবসার জন্য বা কোম্পানির জন্য এবং অনলাইন শপিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

আর ব্লগার দিয়ে আপনি একদম বিনামূল্যে সাইট বানাতে পারবেন। সব চেয়ে মজার বিষয় হলো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য যে, জিনিস গুলো প্রয়োজন হয়। তার সব কিছু আপনি ব্লগার থেকে ফ্রিতে পেয়ে যাবেন।

তাই আপনি যদি ওয়েবসাইট তৈরি করার জন্য ফ্রি প্লাটফর্ম খোজে থাকেন। তাহলে আজই এই ব্লগার দিয়ে সাইট তৈরি করে নিন।

[wp_show_posts id=”3303″]

02. WordPress প্লাটফর্ম দ্বারা ফ্রি ওয়েবসাইট তৈরি করুন

আপনি যদি সহজ ভাবে একটি ওয়েবসাইট তৈরি করার চিন্তা করেন। তাহলে আপনার জন্য আরো একটি ভালো প্লাটফর্ম হচ্ছে WordPress.com.

আপনার জন্য সব থেকে সেরা প্লাটফর্ম হিসেবে ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয় হতে পারে। আপনার সাইট তৈরি করার জন্য প্রথমে নিজের একটি ওয়ার্ডপ্রেস একাউন্ট খোলতে হবে।

একাউন্ট খোলার পরে, আপনার ওয়েব সাইট তৈরি করার জন্য একটি অনলাইন সফটওয়্যার পেয়ে যাবেন। যাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড বলা হয়।

অনেক প্রকার টেমপ্লেট থেকে যে কোন একটি থিম বা ওয়েবসাইট ডিজাইন নির্বাচন করতে পারবেন। এখানে আপনারা অসংখ্য ওয়েবসাইট ডিজাইন পাবেন।

আপনি যে, সাইট তৈরি করতে চান। সেই অনুযায়ী একটি থিম সিলেক্ট করে নিবেন।

ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর বাম পাশে সকল প্রকার অপশন দেওয়া থাকবে। যে গুলো ব্যবহার করে, আপনারা অনেক সহজেই নিজের সাইট ডিজাইন করতে পারবেন, এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, কনটেন্ট লিখতে পারবেন, পেজ তৈরি করতে পারবেন। আরো অনেক অপশন আছে যে গুলো ব্যবহার করে আপনার সাইট নিয়ন্ত্রণ করতে পারবেন।

আপনি যদি চিন্তা মুক্ত থেকে ফ্রি ওযেবসাইট তৈরি করার প্লাটফর্ম খুজে থাকেন। তাহলে ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারবেন।

[wp_show_posts id=”3306″]

তবে আপনি যদি নিজের ওয়েবসাইটে একটি প্রিমিয়াম ডোমেইন যেমন- .com, .net, .info, .org ইত্যাদি ব্যবহার করতে চান। তবে সেটি ফ্রিতে পাবেন না। সেই সময় আপনাকে কিছু টাকা খরচ করে কিনে নিতে হবে।

আপনি যদি প্রফেশনাল ভাবে ব্লগিং করে, অনলাইন আয় করতে চান। তাহলে উক্ত ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম বেছে নিয়ে, একটি ওয়েবসাইট তৈরি করুন।

03. Webnode.com

Webnode এমন একটি প্লাটফর্ম যার দ্বারা আপনর পছন্দ মতো যে কোন ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বিশেষ করে অনলাইন আয় করতে চাইলে, আপনি Webnode প্লাটফর্ম বেছে নিতে পারেন।

Webnode এই সাইট দিয়ে বিজনেস ওয়েবসাইট, ব্লগ যে কোন সাইট তৈরি করতে পারবেন। এছাড়া পুরো সাইট আপনি বিনামূল্যে তৈরি করার সুযোগ পাবেন।

Webnode প্লাটফর্ম ব্যবহার করে, নিজের মোবাইল দিয়েও ওয়েবসাইট বানাতে এবং ডিজাইন করতে পারবেন। এই সাইটে কাজ করা অনেক সহজ। মানে আপনার সাইটে আর্টিকেল লেখা থেকে শুরু করে সকল প্রকার কাস্টমাইজ সহজেই করতে পারবেন।

[wp_show_posts id=”3308″]

04. Weebly.com

আপনি যদি অনলাইনে শপিং স্টোর, ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করতে চান। তাহলে সরাসরি আপনারা এটি বেছে নিতে পারেন। এখানে ওয়েবসাইট তৈরি করার নিয়ম।

আপনারা চাইলে সহজেই প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রফেশনাল ভাবে আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আপনারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কোন কোডিং ছাড়াই। ওয়েবসাইট এর যে কোনো কাজ ক্লিক করে করতে পারবেন।

আপনি যদি একটি অনলাইন শপিং ওয়েবসাইট তৈরি করার চিন্তা করেন। তাহলে আজ এই সাইডে কাজ শুরু করে দিন। Weebly আপনি ফ্রিতে ব্লগ বা যেকোন ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কিন্তু এখানে ফ্রিতে কাজ করার জন্য কিছু সীমাবদ্ধতা থাকবে যেমন-

এখানে আপনাকে শুধুমাত্র 500 এমবি দেওয়া হবে।

আপনার তৈরি করা ফ্রি ওয়েবসাইটে Weebly এর বিজ্ঞাপন দেখানো হবে।

আপনার Weebly প্ল্যাটফর্মের সাব ডোমেইন ব্যবহার করতে হবে।

আপনারা এ তিনটি সীমাবদ্ধতা অনুসরণ করে সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এছাড়া আপনাকে আর কোন সমস্যায় পড়তে হবে না। তাই নির্দ্বিধায় আপনারা Weebly প্ল্যাটফর্ম দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন।

[wp_show_posts id=”3310″]

05. WordPress.org

আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করার চিন্তা করেন তাহলে আপনার জন্য আরও একটি ফ্রি ওয়েবসাইট প্লাটফর্ম হচ্ছে, ওয়ার্ডপ্রেস সিএমএস সফটওয়্যার।

এটি কোন অনলাইন ওয়েবসাইট তৈরি করার সফটওয়্যার বা ওয়েবসাইট নয়। এটি এমন একটি ফ্রী সফটওয়্যার করে যে, কেউ যেকোনো প্রকার একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারে।

বর্তমান সময়ে যারা ব্লগিং করে অনলাইনে ইনকাম করছে তারা বেশিরভাগ সময় wordpress.org ব্যবহার করে। ওয়ার্ডপ্রেস দ্বারা আপনার যে কোন প্রকার ওয়েবসাইট কিছু সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আর আশা করা যায় এখানে আপনার সবকিছু বিনা মূল্যে পেয়ে যাবেন।

প্রথম অবস্থায় কিছু অসুবিধা হতে পারে এই ওয়ার্ডপ্রেস সফ্টওয়্যার ব্যবহার করতে। কিন্তু ইউটিউবে আপনি এর কিছু ভিডিও টিউটোরিয়াল দেখে নিলে সহজেই শিখে নিতে পারবেন।

আরো দেখুনঃ

সর্বোপরি আমাদের কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেলে আপনাকে জানিয়ে দেয়া হল ফ্রি ওয়েবসাইট তৈরি করার সেরা পাঁচটি প্লাটফর্ম সম্পর্কে। আপনি যদি ওয়েবসাইট তৈরি করার চিন্তা-ভাবনা করে থাকেন।

তাহলে যেকোনো একটি প্ল্যাটফরম বেছে নিয়ে। ওয়েবসাইট তৈরি করার কাজ শুরু করতে পারেন। তাও আবার একদম বিনামূল্যে।

আমাদের আজকের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বিশেষ করে আমাদের ওয়েবসাইট থেকে নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে, নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment