গুগল কি ? গুগল কেন জনপ্রিয় জেনে নিন এখানে

বর্তমানে সকলের জীবনে গুগল একটি বহু পরিচিত নাম। যারা কোন বিষয় নিয়ে কিছু জানার জন্য আগ্রহী হয়ে থাকেন তারা যে কোন তথ্য গুগল থেকে পাওয়ার একটি বড় বিকল্প আর নেই।

বর্তমানে বিশ্বের যে সকল লোকেরা ইন্টারনেট ব্যবহার করে থাকে তারা গুগল এর মাধ্যমে কাজ করেন। তাই যে কোন বিষয় নিয়ে বা ইন্টারনেটে কাজ করার জন্য সবচেয়ে প্রয়োজন হয় গুগল কে।

আমরা জানি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত কোম্পানি হচ্ছে গুগল। গুগল আবার বিশ্বের সবচেয়ে বড় একটি এড নেটওয়ার্ক।

গুগলে লক্ষ লক্ষ পাবলিশার কাজ করে থাকে। গুগল অনেক জনপ্রিয় ও বিশ্বস্ত বলে বর্তমানে এ অবস্থায় এসে দারিয়েছে। গুগলের সাথে বর্তমানে প্রতিযোগীতা করার মতো কোন কোম্পানি এখনও সৃষ্টি হয়নি।

আমরা আজকের এই আর্টিকেলে আপনাকে জানাব গুগল সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনি যদি গুগল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তবে আমাদের এই আর্টিকেল ভালো ভালো পড়ুন।

গুগল কি ? গুগল কেন জনপ্রিয় জেনে নিন এখানে
গুগল কি ? গুগল কেন জনপ্রিয় জেনে নিন এখানে

আমরা আপনাকে এখানে জানাবো গুগল কি ? গুগল এর অর্থ কি ? গুগলের ইতিহাস কি ? গুগল কিভাবে উৎপত্তি হয়েছে, গুগলে উদ্দেশ্য কি? গুগল কিভাবে ইনকাম করে এবং গুগল এর কি ধরণের প্রোডাক্ট রয়েছে এবং গুগল থেকে লোকেরা কিভাবে টাকা ইনাকম করে সেই বিষয় গুলো জানতে আমাদের এই পোস্ট অবশ্যই পড়ুন।

গুগল কি ?

আমরা জানি গুগল একটি সার্চ ইঞ্জিন। যেখানে আপনি কোন প্রশ্ন লিখে প্রবেশ করলেই আপনার প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। গুগলকে আবার একথায় বলা যায় তথ্য ভান্ডার। কারণ গুগলে এমন কোন জিনিস বা বিষয় নেই যা পাওয়া যায় না। গুগলে সকল প্রকার তথ্য খুঁজে পাওয়া যায়।

গুগলে লক্ষ লক্ষ প্রোডাক্ট বা প্রোগ্রাম রয়েছে । সেগুলো প্রোগ্রাম হিসেবে কাজ করে। গুগলের প্রডাক্ট গুলো হচ্ছে গুগল ম্যাপ, জিমেইল, ইউটিউব, গুগল প্লে স্টোর সহ আরো অনেক প্রডাক্ট আছে।

বর্তমানে গুগলের হাজার হাজার প্রডাক্ট থাকলেও এর সূচনা হয়েছিল সার্চ ইঞ্জিন থেকেই। মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য গুগল সর্বদা কাজ করে থাকে। এবং এখনও আরো ভালো সুবিধা প্রদান করার জন্য গুগল কাজ করে যাচ্ছে। তো আমরা একথায় বুঝতে পাচ্ছি যে, গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন।

Google এর অর্থ কি ?

আমরা জানি গুগল এর অফিসিয়াল কোন অর্থ নেই। আমরা অনেক কোম্পানি দেখে থাকি সেগুলোর পেছনে অনেক অর্থ রয়েছে। গুগল কোম্পানি গুগলের কোন অর্থ প্রকাশ করেনি।

আমরা জানি গুগল এর পূর্ণরুপ হচ্ছে Global Organization Of Oriented Group Language Of Earth. গুগলের নামটি উৎপত্তি হয়েছে Googol শব্দ থেকে।

আপনি যখন গুগলে কোন বিষয় নিয়ে সার্চ করবেন তখন নিচে দেখতে পারবেন একটু স্ক্রল করলে গুগল এর লেখাতে G এর পরে ১০ টি O (ও) দেওয়া রয়েছে।

আপনার কাছে একটিকে মনে হয় সুন্দর্য। কিন্তু একটি সুন্দর্য এর জন্য  সাধারণ কোন বিষয় নয়। G এর পরে ১০ টি O থাকার কারণ হলো- যখন কেউ কোন বিষয় নিয়ে গুগলে সার্চ করে তখন সার্চ করা সেই ব্যক্তি যেন সঠিক তথ্য গ্রহণ করেত পারে সেই জন্য গুগল বড় আকারে সেই ব্যক্তিকে সঠিক তথ্য প্রদান করে থাকে।

G এর পরে O আসলে নির্দেশ করে আপনার সার্চ করা বিষয় সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য গুগলের পরবর্তী (Next) পেজে রয়েছে। পরবর্তী পেজে যাওয়ার পরে আপনি যে বিষয় নিয়ে সার্চ করেছেন সেগুলো আরো তথ্য পেয়ে যাবেন। আপনার সুবিধার জন্য আমরা একটি গুগল সার্চের ছবি শেয়ার করছি দেখুন।

গুগল এর ইতিহাস কি ?

আমরা জানি পৃথিবীতে কোন কিছু সৃষ্টির পেছনে কিছু ইতিহাস থাকে। ঠিক সেরকম গুগল সৃষ্টির পেছনেও অনেক বড় ইতিহাস রয়েছে। বর্তমানে আমরা গুগলকে যে অবস্থায় দেখছি এটি আজ থেকে ১০-১৫ বছর আগে তেমন ছিল না।

গুগল অনেক হালকা একটি সার্চ ইঞ্জিন নিয়ে সুচনা শুরু করেছিল। বর্তমান সময়ে যেমন গুগল এ কোন কিছু সার্চ করলে সাথে সাথে যে কোন বিষয়ের তথ্য বা ফলাফল পাওয়া যায়। আপনি যদি ১০ বছর আগের ইতিহাস গুলো সন্ধান করেন তবে দেখতে পারবেন। আগেরকার সময়ে গুগল এত বড় তথ্য ভান্ডার নিয়ে কাজ করতে পারতো না।

কারণ কথায় আছে ছোট থেকে বড় হতে হয়। সেই ভাবে ধিরে ধিরে গুগল কোম্পানি আজ বিশ্বের সব চেয়ে বড় কোম্পানি হিসেবে পরিচিত।

আপনি কি গুগলের জানা অজানা ইতিহাস গুলো আরো ভালো ভাবে জানতে চান তবে আমাদের এই পেজের লেখা গুলো ধাপে ধাপে পড়ুন।

গুগল কত সাথে প্রতিষ্ঠিত হয়েছে

আমরা জানি গুগল অনেক বছরের পুরোনো একটি সার্চ ইঞ্জিন। একটি ১৫ সেপ্টেম্বর ১৯৯৭ সালে নতুন ডোমেইন নাম www.google.com হিসেবে নাম করণ করা হয়।

গুগল প্রতিষ্ঠার শুরু দিকে প্রাতিষ্ঠানিক কোন অফিস ছিল না। তাই গুগলকে পরিচালনা করার জন্য একটি গ্যারেজ ব্যবহার করা হয়েছিল।

গুগল যখন নতুন প্রতিষ্ঠিত হয়েছেল তখন গুগলের নতুন ভিজিটর ছিল অনেক কম। কিন্তু গুগলের তথ্য মতে ২০১১ সালে গুগলের নতুন ভিজিটর ছিল এক বিলিয়নের থেকেও বেশি। এছাড়া ২০১৩ সালে গুগলের তথ্য মতে জানা যায় ৫০ বিলিয়নের ও বেশি ভিজিটর ছিল। এরকম ভাবে গুলের পরিচিতি দিন দিন বাড়তেই থাকে। বর্তমান সময়ে বিলিয়ন বিলিয়ন ভিজিটর কাজ করে গুগলের মাধ্যমে।

Google এর উদ্দেশ্য কি ?

আমরা জানি যে কোন কিছু প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কিছু উদ্দেশ্য থাকে তেমনি ভাবে গুগলের কিছু উদ্দেশ্য রয়েছে। আমরা জানি যে, গুগলের মূল উদ্দেশ্য হচ্ছে দুইটি। ১. গুগলে ব্যবহারকারী বৃদ্ধি করা ২. গুগলের বিজ্ঞাপন প্রচার করা।

আমরা আপনার সাথে উক্ত আলোচনায় দেখিয়েছি গুগলে যে পরিমানের ব্যবহারকারী রয়েছে এটি আর কোন কোম্পানিতে নেই। আর এই গুগলের সাথে টক্কর দেওয়ার মতো কোন কোম্পানি আজও সৃষ্টি হয়নি। এই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করতে পারবে না।

গুগলের মূল উদ্দেশ্য ব্যবহার কারী ও বিজ্ঞাপন প্রচার করা। কারণ এই দুইটিই হচ্ছে অনলাইনে কাজ করার মূল লক্ষ্য। গুগলে কাজ করার জন্য আরো অনেক উদ্দেশ্য রয়েছে।

গুগল এ সময়ে উক্ত উদ্দেশ্যকে কাজে লাগিয়ে অনেক কাজ করে যাচ্ছে। আপনি কি জানতে চান গুগল এর উদ্দেশ্য গুলো কাজে লাগিয়ে গুগল কিভাবে ইনকাম করে।  তো বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া ধাপ গুলো অনুসরণ করুন।

গুগল কিভাবে আয় করে?

আপনি হয়তো গুগলের উদ্দেশ্য জানতে পাছেন। এখন আমরা আপনাকে জানাবো গুগল কিভাবে আয় করে। গুগলের উদ্দেশ্য ছিল ব্যবহারকারী বৃদ্ধি করা আর বিজ্ঞাপন প্রচার করা।

গুগল যখন এই কাজ গুলো সঠিক ভাবে করতে পারছে এখন গুগলের আয় করার পথ প্রসারিত হচ্ছে। গুগলের আয় করার প্রধান উৎস হচ্ছে বিজ্ঞাপন প্রচার করা।

একথায় বলা যায় গুগলের এড গুলো ব্যবহার করে আয় করে থাকে। আপনি যদি গুগল কিভাবে আয় করে সে বিষয় জানতে নিচের অংশ দেখুন।

আরো দেখুনঃ

আমরা জানি গুগলের হাতিয়ার ভিজিটর। যে কোনো কোম্পানি বা প্রডাক্টের প্রচার করার জন্য কোনো বিকল্প নেই। বর্তমানে বিশ্বের বড় বড় কোম্পানি গুলো তাদের পণ্যের প্রচারনার জন্য একমাত্র উপায় হিসেবে গুগলকেই সঠিক হিসেবে বেছে নেন।

গুগল এতটাই আপডেট যা আপনার প্রডাক্ট বা পণ্যের বিজ্ঞাপন একবারে সঠিক ভিজিটরের কাছে প্রচার করতে পারে।  যেমন- কোন কোম্পানির পণ্য গুগলের কাছে দেওয়া হয় সেগুলো গুগল নিজেই তাদের বিজ্ঞাপন প্রচার করে থাকে মানুষদের কাছে। বিজ্ঞাপন করে গুগল প্রচুর পরিমানের টাকা আয় করতে পারে।

আপনা হয়তো উক্ত আলোচনা পড়ে বুঝতে পারছেন গুগলের ইনকাম করার মূল কারণ বিজ্ঞাপন। আমরা গুগলের তথ্য অনুযায়ী জানতে পারি গুগল প্রতি সেকেন্ডে ২৩৭৮ ডলার আয় করে থাকে। এটি শুনতে আপনার অবাক লাগতে পারে কিন্তু একটাই সত্যি।

তবে চিন্তা করে দেখুন গুগল প্রতিদিন কত কোটি টাকা একদিন অর্থাৎ ২৪ ঘন্টায় আয় করে। বিশ্বে সকল কোম্পানির উদ্ধে হচ্ছে গুগল। গুগল কোম্পানির মতো আরো কোম্পানি আয় করতে পারে না।

Google যে সকল প্রডাক্টের রয়েছে

আমরা আপনাকে আগেই বলেছি গুগল এখন যে অবস্থায় রয়েছে এটি গত ১০ বছর আগে তেমন ছিল না। গুগল প্রতিষ্ঠিত হয়েছে তাদের কোম্পানিকে প্রসারিত করার জন্য।

তার জন্য গুগল যেসকল উদ্ভাবন দিনের পর দিন করে যাচ্ছে সেগুলো মান কল্যানের কাজে নিয়োজিত হবে। মানুষ গুগলে যে সকল প্রডাক্ট নিয়ে কাজ করে সে সকল প্রডাক্ট গুগলের নিজস্ব তারই দখলে করে নিয়েছে।

গুগল প্রডাক্টের মধ্যে কিছু প্রডাক্ট রয়েছে যে গুলো সকল সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত। আবার অনেক প্রডাক্ট রয়েছে সে গুলো অনলাইন ব্যবসা করার জন্য তৈরি করা হয়েছে।

আমরা আপনাকে এই পেজের মাধ্যমে গুগলের সকল প্রডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব। আপনি  শুধু আমাদের দেওয়া লেখা গুলো স্টেপ বাই স্টেপ দেখুন।

গুগল প্রডাক্ট গুলোর নাম ও কাজ

গুগল মানুষদের জন্য এমন কিছু প্রডাক্ট বানিয়েছে যা আপনার আমার মতো সকল মানুষ ব্যবহার করতে পারবে। এই প্রডাক্ট গুলো সকল সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত।

আপনি যদি গুগলের উন্মুক্ত প্রডাক্ট গুলোর নাম ও কাজ জানতে চান তবে নিচে দেওয়া ধাপ গুলো স্টেপ বাই স্টেপ দেখুন।

Gmail.com [জিমেইল]

বর্তমানে গুগলের মাধ্যমে আমরা একটি ফ্রি জিমেইল ব্যবহার করে থাকি। গুগলে জিমেইল সবার প্রথম সূচনা হয়েছিল ২০০৪ সালে। তারপরে থেকে জিমেইল গুগলের জন্য একটি উন্মুক্ত প্রডাক্ট হিসেবে ঘোষণা দেওয়া হয়। আপনি জানলে অবাক হবেন যে, পৃথীবির প্রায় ১০৫ টি ভাষাতে জেমইল ব্যবহার করা হয়।

জিমেইল এর কাজ হচ্ছে কোন ফাইল এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে প্রেরণ করাকেই জিমেইল বা ই-মেইল বলে। মোট কথা কোন ফাইল যদি এক জায়গায় থেকে অন্য জায়গায় পাঠাতে প্রয়োজন হয় এটি মূলত জিমেইল এর মাধ্যমে করা হয়।

আশা করি জিমেইল কি এবং জিমেইল দিয়ে কি কাজ করা হয় সে বিষয়ে পরিষ্কার ভাবে জানতে পারছেন। আপনি যদি এটি না বুঝেন তবে আবারো দয়া করে উক্ত তথ্যটি পড়ুন।

YouTube [ইউটিউব]

ইউটিউব হচ্ছে গুগলের একটি অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। ইউটিউব প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। এখানে লোকেরা যে কোন ভিডিও আপলোড করতে পারে এবং লোকেরা এটি দেখতে পারে।

বর্তমানে অনেক লোক আছে যারা ইউটিউবে চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করছে। আপনি চাইলে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটে কিছু পোস্ট করা আছে যে, কিভাবে ইউটিউব থেকে আয় করার যায়। আপনি চাইলে পড়ে নিতে পারেন।

আমরা জানি ইউটিউব গুগলের একটি প্রডাক্ট এটি সকল সাধারন মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনি ইউটিউব ভিডিও দেখতে পারেন এবং ইউটিউব দিয়ে টাকাও ইনকাম করতে পারবেন।

Google Translate [ভাষা অনুবাদ]

গুগল ট্রান্সলেট হলো গুগলের একটি প্রডাক্ট। একটি সকল লোকদের জন্য উন্মুক্ত একটি ফ্রি প্রডাক্ট। এটি ব্যবহার করে যে কোন ভাষা পরিবর্তন করা যায়।

যেমন মনে করুন আপনি যদি কোন ইংরেজি লেখার বাংলা অর্থ না জানেন তবে আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে একটি সঠিক ভাবে জানতে পারবেন। এখাবে বাংলা লেখা যদি ইংরেজি করতে চান তবে আপনাকে অবশ্যই গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হবে। এই প্রডাক্টটিও গুগলের একটি ফ্রি প্রডাক্ট।

গুগল ট্রান্সলেটে শুধুমাত্র বাংলা আর ইংরেজি নয়। এখানে ১০৯ টি ভাষার অনুবাদ করতে পারবেন। এই গুগল ট্রান্সলেটে প্রতিদিন কম করে হলেও ৫০০ মিলিয়ন মানুষ ভাষা অনুবাদ করার জন্য ব্যবহার করে থাকে।

Google Map [গুগল ম্যাপ]

গুগল ম্যাপ হচ্ছে ওয়েব ভিত্তিক একটি মানচিত্র। উক্ত গুগল ম্যাপে আপনি বিশ্বের যে কোন জায়গার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন।

এছাড়া গুগল ম্যাপ দ্বারা জানতে পারবেন এক স্থান থেকে অন্য স্থানের সঠিক দ্রুত এবং সেখানে যেতে কত সময় লাগবে তার বিস্তারিত। এই প্রডাক্টও গুগলোর এটি সর্ব সাধারণ লোকদের জন্য উন্মুক্ত।

Google Play Store [গুগল প্লে স্টোর]

গুগল প্লে স্টোর গুগলের একটি প্রডাক্ট একটি সর্বসাধারণের জন্য একটি উন্মুক্ত প্রডাক্ট। এই প্রডাক্টটি যাদের এন্ড্রয়েড মোবাইল ফোন আছে তাদের জন্য জন্য অনেক গুরুত্বপূর্ণ।

কারণ হলো গুগল প্লে স্টোরে এন্ড্রয়েড মোবাইলের জন্য সকল প্রকার অ্যাপস পাওয়া যায়। গুগল প্লে স্টোর থেকে যে কোন অ্যাপস ডাউনলোড করা উন্মুক্ত এবং একদম বিনামূলে।

এছাড়া আরো অনেক প্রডাক্ট রয়েছে সেগুলোর তালিকা নিচের অংশে দেখুন যেমন-

  • Google Photos
  • Chrome Browser
  • Google Drive
  • Find My Device
  • Google Classroom

উক্ত প্রডাক্ট গুলো গুগলের উন্মুক্ত হিসেবে কাজ করে। এই সকল প্রডাক্ট ব্যবহার করে লোকেরা অনেক উপকৃত হচ্ছে দিনের পর দিন।

গুগলে ব্যবসা করার জন্য যে সকল প্রডাক্ট ব্যবহার করা হয়

  • Google AdSense
  • Google AdMob
  • Blogger
  • Analytics
  • Search Console
  • Google Ads

এছাড়া আরো অনেক প্রডাক্ট রয়েছে যে গুলো ব্যবহার করে ব্যবসা করা যায়। আপনি যদি গুগল এডসেন্স ব্যবহার করেন তবে আপনি কোন ব্লগ ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন।

এছাড়া গুগল এডমোব থেকে আয় করার জন্য আপনাকে গুগলের মাধ্যমে গুগল এডমোব ব্যবহার করতে হবে। ব্লগার এটি একটি গুগলের বিনামূল্য প্লাটফর্ম।

এখানে আপনার ইচ্ছা মতো ব্লগ তৈরি করে অনলাইনে আর্টিকেল পাবলিশ করতে পারবেন। আরো অনেক বিষয় রয়েছে যে গুলো করে গুগলের মাধ্যমে অনলাইন ব্যবসা করতে পারবনে।

শেষ কথাঃ 

তো বন্ধুরা আমরা আশা করি যে, আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে জানতে পারছেন গুগল কি ? গুগল কেন জনপ্রিয়। আপনি যদি আমাদের এই পোস্ট পড়ে উপকৃত হন তবে আমাদের পোস্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

ট্যাগ: গুগল কি ? গুগল কেন জনপ্রিয় জেনে নিন এখানে গুগল কি ? গুগল কেন জনপ্রিয় জেনে নিন এখানে গুগল কি ? গুগল কেন জনপ্রিয় জেনে নিন এখানে গুগল কি ? গুগল কেন জনপ্রিয় জেনে নিন এখানে গুগল কি ? গুগল কেন জনপ্রিয় জেনে নিন এখানে

আমাদের এই ওয়েবসাইটে অনলাইনে আয় করার সকল প্রকার সমাধান পোস্ট করা হয়। আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তবে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Comment