ইন্টার্নশিপ কি ? – (What is internship)

ইন্টার্নশিপ কি : আপনি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সাংবাদিকতা কিংবা অন্যান্য  যে কোন স্ট্রিম এর ছাত্র হয়ে থাকেন না কে? আপনি নিজের কলেজে পড়া সময়ে, উক্ত ইন্টার্নশিপ শব্দটি অবশ্যই শুনেছেন।

কলেজে কিংবা নিজের ডিগ্রি সম্পূর্ণ করার পরে, বেশির ভাগ প্রার্থীরা উক্ত ইন্টার্নশিপ করার পথে ধাপিত হয়। তরা বিশ্বাস করে যে, ইন্টার্নশিপের মাধ্যমে ভবিষ্যতে তারা নিজ এর ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অনেক ভালো ভালো সুযোগ পেয়ে থাকবে।

ইন্টার্নশিপ কি – (What is internship)
ইন্টার্নশিপ কি – (What is internship)

আমাদের জীবন থেকে চলে গেছে সেই পূর্বের সময় গুলো। যখন একটি ভালো চাকরি পাওয়ার জন্য শুধু ভালো ডিগ্রি থাকলেই হতো। কিন্তু বর্তমান সময়ে ভালো ডিগ্রি প্রায় সকলের কাছে আছে। কিন্তু কাজের অভিজ্ঞতা কয়জনের বা আছে।

এই সময়ে চাকরি পেতে হলে ভালো ডিগ্রি এর সাথে সাথে ব্যক্তিত্ব আকর্ষণীয় হওয়া, যোগাযোগ এর দক্ষতা এবং কাজ এর অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরী।

তাছাড়া, আপনি যে লাইনে চাকরি করার কথা চিন্তা করেন। সেই লাইন এর সাথে জড়িত বিভিন্ন বিষয় এ আপনি জ্ঞান ও দক্ষতা জানা থাকলেই চলবে।

একজন নতুন করে, গ্রাজুয়েট হওয়া শিক্ষার্থী বা পড়াশোনা চলমান করা অবস্থায় যে কোন চাকরি এর সাথে জড়িত, বিষয় গুলো কিভাবে জানতে পারবেন।

এই জন্য চলে এসেছে ইন্টার্নশিপ এর গুরুত্ব। শিক্ষার্থীদের জন্য প্রাকটিক্যঅল ভাবে, কাজ করে, কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা নিজের যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য উপায় হচ্ছে উক্ত ইন্টার্নশিপ।

এই ক্ষেত্রে চিন্তা করবেন না। আমাদের এই পোস্টে আপনাকে ইন্টার্নশিপ কি? ইন্টার্নশিপ কত প্রকার এবং ইন্টার্নশিপ মানে কি আরো ইত্যাদি বিষয়ে আপনাকে জানিয়ে দেব।

আপনি যদি ইন্টার্নশিপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চান।তাহলে আমাদের দেওয়া আর্টিকেলটি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

ইন্টার্নশিপ কি ? (What Is Internship)

সহজ ভাবে বলতে গেলে, ইন্টার্নশিপ হচ্ছে এক ধরণের প্রশিক্ষণ। কাজের অভিজ্ঞতা অর্জন করার জন্য বা নিজের যোগ্যতা বাড়ার জন্য একটি সংগঠন এর মধ্যে যখন কোন শিক্ষার্থী একজন প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করে। তখন সেই কাজ এর সময়কালকে ইন্টার্নশিপ বলা হয়।

ইন্টার্নশিপের ক্ষেত্রে অনেক সময় শিক্ষাত্রীদের তাদের কাজ এর বিপরীতে, কোন প্রকার বেতন দেওয়া হয় না। আবার অনেক সময় কাজ এর বিপরীতে শিক্ষার্থীদের সামান্য পরিমাণের টাকা প্রদান করা হয়।

ইন্টার্নশিপ এমনিতে অনেক অল্প সময় নিয়ে সীমিত সময় এর জন্য করা হয়। যেমন- এক মাস থেকে ছয় মাস আবার সর্বোচ্ছ ১ বছর এর মধ্যে ইন্টার্নশিপের কাজের সময় সীমা থাকে।

ইন্টার্নশিপ কে আমরা এক প্রকার প্রফেশনাল শিক্ষার অভিজ্ঞতা ও বলতে পারি। যেখান থেকে বাছাই করা ক্যারিয়ার এবং কাজ এর সাথে জরিত ব্যবহারিক কাজ এর অভিজ্ঞতা অর্জন করতে পারি।

ইন্টার্নশিপের মাধ্যমে একজন শিক্ষার্থী বা ট্রেইনি কর্ম জীবনে বিভিন্ন অভিজ্ঞতা গুলো অর্জন করে, নতুন নতুন কৌশল গুলো শিখে নিতে পারে।

এখন আমি আশা করি যে, উক্ত আলোচনা অনুসরণ করে, ইন্টার্নশিপ মুলত কি এই বিষয়ে ধারণা পেয়েছে। আর যদি না বুঝে থাকেন। তাহলে দয়া করে উপরে উল্লেখিত বিষয় গুলো আরো একবার পড়ে নিন।

ইন্টার্নশিপ মানে কি ? internship meaning in Bengali

ইন্টার্নশিপ মানে হচ্ছে, Short Term Work Experience. মানে অনেক অল্প সময় এর জন্য কিংবা সীমিত সময় এর জন্য একটি সংগঠন, কোম্পানি কিংবা ফার্মের জন্য কাজ করে, কাজের অভিজ্ঞতা অর্জন করার একটি মাধ্যম।

ছাত্র-ছাত্রীরা মূলত ইন্টার্নশিপ করার জন্য আগ্রহী থাকে। কারণ এর মাধ্যমে একটি বিশেষ ক্যারিয়ার এর ক্ষেত্রে প্রাসঙ্গিক কাজ এর অনুভব, অভিজ্ঞতা এবং দক্ষতা উন্নত করা যায়।

এখানে এমন অনেক কোর্স আছে। যে গুলোর ক্ষেত্রে ইন্টার্নশিপ কিন্তু বাধ্যতামূলক। যেমন- এমবিএ, বিবিএ, এমবিবিএস ইত্যাদি কোর্স এর ক্ষেত্রে।

ইন্টার্নশিপ মানে ফাইনাল ইয়ারের মধ্যে করতে বলা হয়। ইন্টার্নশিপ করার পরে, আপনাকে সেটির কেটি রিপোর্ট। মানে ফাইনাল ইন্টার্নশিপ রিপোর্ট তৈরি করে নিজের কলেজে বা বিশ্ববিদ্যালয়ে জমা করতে হয়।

আপনাদের ইন্টার্নশিপ রিপোর্টের মধ্যে নিন্মলিখিত তথ্য গুলো থাকতে হবে। যেমন-

  • আপনারা কোন কোম্পানি কিংবা সংগঠন এর সাথে ইন্টার্নশিপ করছেন।
  • উক্ত ইন্টার্নশিপের মধ্যে আপনাকে  কি কি কাজ প্রদান করা হয়েছিল।
  • আপনি সেখানে থেকে কি কি শিক্ষা অর্জন করেছেন।
  • কোম্পানি বা সংগঠন এর দ্বারা প্রদান করা সার্টিফিকেট দিতে হবে।

আপনাদের উক্ত ইন্টার্নশিপ রিপোর্ট এর উপর ভিত্তি করে, আপনা কে  মার্কস দেওয়া হবে। তো এখন আপনারা হয়তো বিস্তারিত ভাবে জেনে নিতে পারছেন ইন্টার্নশিপ মানে আসলে কি। এখন যদি না বুঝেন তবে, বুঝবো আপনি উক্ত আলোচনা গুরুত্ব সহকারে পড়েন নাই।

তাই সম্পুন্ন ভালো ভাবে জানতে আরো একবার উক্ত আলোচনাটি অনুসরণ করুন।

ইন্টার্নশিপ এর প্রকার ?

উপরের আলোচনাতে, আপনাকে ইন্টার্নশিপ এর বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এখন আমি আপনাকে জানিয়ে দেব, ইন্টার্নশিপ এর প্রকার সম্পর্কে।

তাই আমরা নিচের অংশে ইন্টার্নশিপ এর বিভিন্ন প্রকার গুলো প্রস্তুত করেছি দেখুন। যেমন-

  • Paid Internships
  • Unpaid Internship
  • Summer Internships
  • Work Research
  • Virtual Internship

ইন্টার্নশিপ করলে কি কি লাভ হবে ?

ইন্টার্নশিপ আপনি যে কোম্পানিতে কাজ করতে চান। তার একটি ভালো পরিচয় হতে পারে। তার কারণ এর মাধ্যমে আপনার ফুল টাইম জব করার বা পাওয়ার আগেই নিজের পছন্দ এর কাজের বিষয়ে জেনেনিতে পারছেন।

আপনার পছন্দ এর কাজে কি কি বিষয়ে দক্ষতা, কৌশল, কাজের ভূমিকা ইত্যাদি জড়িত আছে। সব কিছুই আপনি জানতে পারছেন। ইন্টার্নশিপ এর মাধ্যমে আপনারা নিজেকে নিজের ফিচার জব বা ক্যারিয়ার এর জন্য প্রশিক্ষণ দিয়ে আগে থেকে তৈরি করতে পারবেন।

তাই ইন্টার্নশিপ এর কিছু লাভ ও সুবিধা আছে। যে সুবিধা গুলো ইন্টার্নশিপ করলে পাওয়া যাওয় সেগুলো আপনাকে সংক্ষিপ্ত ভাবে নাম গুলো জানিয়ে দেব। নিচের অংশ অনুসরণ করুন। যেমন-

  •  কাজের অভিজ্ঞতা
  • কাজ পেতে সুবিধা
  • সুপারিশ
  • আত্মবিশ্বাস তৈরি হওয়া
  • একটি শক্তিশালী রিজিউম
  • টাকা ইনকাম করার সুযোগ ইত্যাদি।

আপনি যদি ইন্টার্নশিপ করেন, তাহলে উক্ত সুবিধা ও লাভ গুলো ছাড়া, আরো অনেক সুবিধা ভোগ করতে পারবেন। আশা করি আপনি যদি ইন্টার্নশিপ করেন। তাহলে নিজের ক্যারিয়ার সুন্দর করে সাজাতে পারবেন।

শেষ কথাঃ

তো আজকের এই পোস্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হলো ইন্টার্নশিপ কি? ইন্টার্নশিপ বিষয়ে আরো যাবতীয় তথ্য সম্পর্কে।  তো বন্ধুরা, ইন্টার্নশিপ অবশ্যই আপনাকে নিজের ক্যারিয়ার এবং জনপ্রিয় চাকরি পেতে সহায়তা করবে।

তাই আপনারা চেষ্টা করবেন নিজের ছাত্রজীবন শেষ করার পরে বা ছাত্র জীবনের সাথে সাথে ইন্টার্নশিপের মাধ্যমে কাজ এর অভিজ্ঞতা গুলো এবং নতুন কাজ এর কৌশল গুলো শিখে নিতে।

এখন আমরা আশা করি যে, ইন্টার্নশিপ কি, ইন্টার্নশিপ মানে কি ? বিষয়টি নিয়ে লেখা আমাদের পোস্ট টি আপনার কাছে ভালো লেগেছে।

ইন্টার্নশিপ এর বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তাহলে আমাদের নিচে দেওয়া কমেন্ট বক্সে জানাতে পারেন।

এছাড়া, আপনি যদি আমাদের এই ওয়েবসাইট থেকে নিয়মিত নতুন নতুন টিপস এন্ড টিক্স পেতে চান। তাহলে চোখ রাখুন Expartjobs.com এ। ধন্যবাদ।

Leave a Comment