টেলিগ্রাম কি ? টেলিগ্রাম অ্যাপ এর সুবিধা, ইতিহাস এবং বৈশিষ্ট্য

টেলিগ্রাম কি : টেলিগ্রাম এর বৈশিষ্ট্য টেলিগ্রামের ইতিহাস এবং এই অ্যাপ এর সুবিধা গুলো নিয়ে, আজ আমাদের আর্টিকেলটি মূলত প্রকাশ করা হয়েছে।

বর্তমানে, ইন্টারনেট নির্ভর করে, মেসেজিং অ্যাপ গুলো আমাদের যোগাযোগ করার জনপ্রিয় পছন্দের মাধ্যম হিসেবে  গড়ে উঠেছে।

অফিশিয়াল ভাবে, আলোচনা থেকে শুরু করে বন্ধু বান্ধবদের সাথে, যেকোনো জায়গায় এবং সময়ে চ্যাটিং করা এ গুলোর ব্যবহার ভীষণ ভাবে সহজ হয়ে গেছে।

টেলিগ্রাম কি ? টেলিগ্রাম অ্যাপ এর সুবিধা, ইতিহাস এবং বৈশিষ্ট্য
টেলিগ্রাম কি ? টেলিগ্রাম অ্যাপ এর সুবিধা, ইতিহাস এবং বৈশিষ্ট্য

ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ এর থেকে বেশি বিখ্যাত মেসেজিং অ্যাপ আছে। বর্তমান সময়ে, আরও একটি মেসেজিং অ্যাপ সুরক্ষিত ম্যাসেজিং প্ল্যাটফর্ম এর জন্য খুবই জনপ্রিয় হচ্ছে, টেলিগ্রাম মেসেঞ্জার।

আমাদের আজকের এই আর্টিকেলে, আপনাকে জানিয়ে দেওয়া হবে, টেলিগ্রাম অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে। আপনি যদি টেলিগ্রাম সম্পর্কে যাবতীয় তথ্য পেতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

টেলিগ্রাম কি ?

টেলিগ্রাম হচ্ছে এক ধরনের অনলাইন মেসেজিং অ্যাপস। যা অনেকটা ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটস অ্যাপ মেসেঞ্জার এর মত কাজ করে। মানে মোবাইল ডাটা হটস্পট কিংবা ওয়াইফাই ব্যবহার করে আপনি এই অ্যাপটির সাহায্যে যে কাউকে বার্তা পাঠাতে পারবেন।

কিন্তু অবশ্যই সেই ব্যক্তির একটি টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। টেলিগ্রাম একটি ক্লাউড ভিত্তিক মেসেজিং অ্যাপ। উক্ত টেলিগ্রাম অ্যাপ এর দাবি হচ্ছে এটি নিরাপত্তা এবং হাই স্পিড মেসেজিং পারফরম্যান্স দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

উক্ত জনপ্রিয় ক্রস প্ল্যাটফর্ম মেসেজিং অ্যাপ এর গোপনীয়তা এবং এনক্রিপশন বৈশিষ্ট্য এর জন্য মানুষের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

তাছাড়া এটির বিশাল বড় গ্রুপ চ্যাট বৈশিষ্ট্যগুলো সমর্থন করে থাকে। ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ অ্যাপ এই দুইটি এপস এর একই মালিক। কিন্তু টেলিগ্রাম এর  সাথে এবং অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর কোন যোগ্সূত্র নাই।

যা অনেক মানুষের কাছে এর পরে সবাইকে আরও আকর্ষণীয় করে তুলেছে এই অ্যাপটির সংস্করণ প্রতিটি জনপ্রিয় প্ল্যাটফর্ম এর সাথে কাজ করে থাকে যেমন- অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, লিনাক্স এবং আইওএস।

এছাড়া অ্যাপ ব্যবহার না করে, আপনি ওয়েব ব্রাউজার থেকে টেলিগ্রাম ব্যবহার করার সুযোগ পাবেন।

টেলিগ্রাম এর সুবিধা

উক্ত অ্যাপটি ব্যবহার এর অনেক বিশেষ সুবিধা আছে। যা আমরা নিচের অংশে ধাপে ধাপে আলোচনা করব। তার জন্য এখন একটু বেশি মনযোগি হোন।

তো চলুন এখন জেনে নেওয়া যাক। টেলিগ্রামের সুবিধা সম্পর্কে। যেমন-

যেখানে হোয়াটস্যাপ মাত্র 256 জন এর গ্রুপ তৈরি করতে সাপোর্টচ করে থাকে। এখানে উক্ত এপসটি 200,000 জন মানুষ এর বড় গ্রুপ তৈরি করা সম্ভব হয়।

এই সেলফ ডেস্ট্রয়িং মেসেজ এবং প্রাইভেট চ্যাট অপশন আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা সহ চ্যাটিং করার সুবিধা প্রদান করে।

উইন্ডোজ, লিনাক্স, এন্ড্রোয়েড বা আইএসও, উক্ত এপসটি বিভিন্ন প্রকার এর প্লাটফর্মে উপলব্ধ। অপরদিকে আপনি একই সময় মোবাইল, কম্পিউটার এবং ল্যাপটপে। এছাড়া ব্রাউজার থেকেও টেলিগ্রাম একাউন্ট এক্সেস করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ বিশ্বের বিভিন্ন দেশে বার্ষিক ফি চার্জ করলে, টেলিগ্রাম কিন্তু সারা বিশ্বে সম্পূর্ণ ফ্রি সার্ভিস প্রদান করে। স্লো ইন্টারনেট থাকা সত্যেও এখানে বার্তা এবং যে কোন বড় ফাইল পাঠানো অনেক সহজ এবং দ্রুত সম্ভব হয়।

গোপনীয়তা বজায় রাখা উক্ত এপস এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একানে প্রেরক এবং গ্রাহক তরফ এর ব্যবহারকারী’রা কোন প্রকার ক্লু (প্রমান) না রেখে। নিজের মেসেজ সম্পুর্ণ ভাবে ডিলিটি করে দিতে পারবে।

টেলিগ্রাম 1.5 জিবি সাইজ পর্যন্ত ট্রান্সফার করতে পারে। যেখানে হোয়াটসঅ্যাপ মাত্র 16 এমবি ফাইল দেওয়া নেওয়া করা যায়। টেলিগ্রামে আপনার পাঠানো এবং গ্রহণ করা সকল ফাইল এবং তথ্য ক্লাউড স্টোরজে সংরক্ষণ হয়।

এর মানে, এটি আপনার মোবাইল এর মেমোরিতে কোন তথ্য স্টোর বা জমা করে রাখবে না। যাতে করে আপনার মোবাইল মেমোরি স্টোরেজ সম্পুন্ন ফ্রেশ থাকবে।

টেলিগ্রাম এর ইতিহাস

টেলিগ্রাম অ্যাপ সম্পর্কে বলতে গেলে, এটি প্রথম শুরু হয় 2013 সালে। নিকোলাই এবং পাভেল দূরভ নাম এর দুই রাশিয়ান বংশোদ্ভূত এই মেসেজিং এপস প্রতিষ্ঠা করে।

পাভেল টেলিগ্রাম কে আর্থিক এবং আদর্শিক ভাবে সমর্থন করে। আর নিকোলাই এর প্রযুক্তিগত উন্নতি এর দিকে নজর রাখে। টেলিগ্রাম তৈরি করতে নিকোলাই একটা অনন্য কাস্টম ডেটা প্রোটোকল তৈরি করে।

যে জন্য উক্ত এপসটি একাধিক ডাটা সেন্টার এর সাথে কাজ করতে সক্ষম হয়। যার ফলে, টেলিগ্রাম একটি যথেষ্ট উন্মুক্ত সুরক্ষিত এবং অপ্টিমাইজ এপস হয়ে উঠে।

বর্তমান সময়ে সরা পৃথিবীতে প্রায় 600 মিলিয়ন এর বেশি লোক সক্রিয় ভাবে উক্ত এপসটি ব্যবহার করে যাচ্ছে।

টেলিগ্রাম প্রথমে কোম্পানি টি রাশিয়ার অধীনে থাকলেও। এটি পরবর্তীতে এর সিইও পাভেল দূরভ 2017 সালে, উক্ত কোম্পানি কে আবার নিয়ে আসেন এবং তিনি 2021 সালে ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেন।

টেলিগ্রাম এর বৈশিষ্ট্য

টেলিগ্রাম মেসেজিং এপস এর অনেক গুলো প্রধান বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে-

টেলিগ্রাম বিনামূল্য একটি বার্তা আদান প্রদান করতে সক্ষম এবং ব্যবহার করা অনেক সহজ ও নিরাপদ। আপনার ডিভাইসে একই সময়ে টেলিগ্রাম ব্যবহার করার সুযোগ পাবেন।

আপনার বার্তা গুলো আপনার যেকোন মোবাইল কম্পিউটার বা ট্যাবলেট কোন ঝামেলা ছাড়াই দ্রুত সিঙ্ক হয়ে যাবে। এখানে, এনক্রিপশন ক্রস প্লাটফর্ম মেসেজিং সেবা প্রদানের ব্যবস্থা আছে।

টেলিগ্রাম এবার তার ওপর সাধারণত ক্লায়েন্ট এবং সার্ভার দেওয়া থাকে। কিন্তু গোপন চ্যাট বার্তা গুলোর গোপনীয়তা অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন করা হয়।

উক্ত মেসেজিং অ্যাপ গ্রুপ চ্যাট এবং সেলফ ডেস্ট্রাকটিং মেসেজগুলো সমর্থন করে থাকে। আপনার ডিভাইসে টেলিগ্রাম অ্যাপ টি 100mb এর থেকেও কম জায়গা নিয়ে নেবে।

আপনি আপনার মোবাইল মেমোরি থেকে কিছু ডিলিট না করে, আপনার সকল মিডিয়ার ক্লাউডস করে রেখে দিতে পারবেন। টেলিগ্রাম এর মাল্টি ডাটা সেন্টার স্ট্রাকচার এবং এনক্রিপশন অনেক দ্রুত এবং নিরাপদ।

টেলিগ্রাম এর প্রাইভেট মেসেজিং সার্ভিসটি সারাজীবন বিনামূল্য থাকবে। যার ফলে কোন সাবস্ক্রিপশন ফি এবং বিজ্ঞাপন ছাড়া আপনি টেলিগ্রাফ ব্যবহার করতে পারবেন।

শেষ কথাঃ

তো আজ আমাদের এই পোস্টে, আপনাকে টেলিগ্রাম কি? এবং টেলিগ্রাম এপস এর সুবিধা এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়ে দিলাম। আপনি যদি দ্রুত ভাবে অনলাইন চ্যাটিং করতে চান। তাহলে সবার আগে টেলিগ্রাম ব্যবহার করুন।

আমাদের লেখা আর্টিকেল আপনার কাছে, কেমন লাগলো। অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের এই সাইট থেকে নিয়মিত নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment