বর্তমান সময়ে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে ইউটিউব অ্যাপ চালু করলেই, চোখের সামনে অসংখ্য পরিমাণের শর্টস গুলো চলে আসে। একের পর এক আকর্ষণীয় শর্ট ভিডিও গুলো দেখা শুরু করলে, কিভাবে আমাদের সময় কেটে যায়, সেটি আমরা বুঝতেই পারি না।
কিন্তু ইউটিউবে প্রতিদিন লাখ লাখ Shorts গুলো মানুষ আপলোড করে কিভাবে উপকৃত হচ্ছে। কেন লোকেরা এত কষ্ট করে, আমার আপনার সময় কাটানোর জন্য শর্ট ভিডিও গুলো আপলোড করছে।
আপনারা মনে মনে যেটা চিন্তা করছেন সেটাই। YouTube Shorts এর মাধ্যমে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ নিজের ঘরে বসে টাকা ইনকাম করছে।
মানুষ তো আর এমনি এমনি YouTube Shorts কষ্ট করে, ইউটিউবে আপলোড করছেন না। তারা সকলেই টাকা ইনকামের উদ্দেশে ভিডিও গুলো আপলোড করছে।
তো YouTube Shorts থেকে কিভাবে ইনকাম করা যায়। সে বিষয়ে আজকে আমরা জানাবো। ইউটিউব যেমন মনিটাইজেশন নিয়ে, বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম করা যায়।
ঠিক তেমনি ভাবে YouTube Shorts ভিডিও আপলোড করে, youtube এর শর্ত পূরণ করতে পারলে, YouTube Shorts মনিটাইজ নিয়ে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন।
YouTube Shorts কি মনিটাইজ করা যায়?
আমরা সবাই জানি ২০০৫ সালে শুভযাত্রা শুরু করে ইউটিউব। এখন ইউটিউব কিন্তু সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম গুলোর মধ্যে একটি।
একটা সময় ইউটিউব চ্যানেলে আমরা লং ভিডিও গুলো দেখতে অভ্যস্ত ছিলাম। এরপর tiktok এর মত শর্ট প্ল্যাটফর্ম চলে আসে।
এই বিষয়টি দেখে ইউটিউব কর্তৃপক্ষ টিক টকটক কে টক্কর দিতে ২০২১ সালে ইউটিউব শর্ট ভিডিও প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত সেগমেন্ট ইউটিউব শর্টস প্লাটফর্ম চালু করেন।
তারপর 2022 সালে ইউটিউবে, YouTube Shorts ভিডিও গুলো ব্যাপকভাবে ভাইরাল হওয়া শুরু করে। এক একটা ভিডিওতে মিলিয়ন বিলিয়ন ভিউ হওয়া শুরু করে।
এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ইউটিউব যেভাবে লং প্ল্যাটফর্ম ভিডিও গুলো মনিটাইজ করে। তেমনভাবে কি YouTube Shorts মনিটাইজ করা যায়।
তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে, ইউটিউবের লং ভিডিও আপলোড করার পাশাপাশি YouTube Shorts আপলোড করার মাধ্যমে মনিটাইজ করতে পারবেন।
তবে youtube লং ভিডিওর মনিটাইজ পাওয়ার শর্ত আর YouTube Shorts ভিডিওর মনিটাইজ পাওয়ার শর্ত আলাদা। তো আপনারা শর্ত গুলো সঠিকভাবে পূরণ করতে পারলে, YouTube Shorts ইনকাম করা শুরু করতে পারবেন।
YouTube Shorts থেকে সত্যি কি ইনকাম করা যাবে?
সরাসরি বলতে গেলে যে কোন ব্যক্তি একদম বিনামূল্যে ইউটিউব চ্যানেল তৈরি করে নির্দিষ্ট পরিমাণের ভিউ এবং কন্টেন্টের ভিত্তিতে ১০০% গ্যারান্টিতে YouTube Shorts ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবে।
YouTube Shorts শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো শর্ট প্লাটফর্ম কন্টেন্ট গুলোকে মনিটেস করতে পারবেন।
আপনার ইউটিউব চ্যানেলে যদি YouTube Shorts মনিটাইজ করার যোগ্য হয়। সে ক্ষেত্রে ইউটিউব আপনাকে প্রতিমাসের নির্দিষ্ট পরিমাণের ক্যাশ এমাউন্ট পে করতে।
YouTube Shorts কিভাবে পাবলিশ করবেন?
YouTube Shorts পাবলিশ করার জন্য আপনারা তিনটি প্রক্রিয়া অবলম্বন করতে পারবেন। যেমন-
- কম্পিউটার।
- স্মার্টফোন।
- ইউটিউব থেকে সরাসরি শর্ট ভিডিও রেকর্ড করে।
আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের সুবিধার্থে YouTube Shorts ভিডিও আপলোড করার উপায় বলে দিচ্ছি।
স্মার্টফোন থেকে রেকর্ড করা শর্টস আপলোড করুন
- সর্বপ্রথম মোবাইলের ইউটিউব অ্যাপটি চালু করুন। তারপর স্ক্রিনে আসা + বাটনে প্রেস করুন।
- তারপর মেনুবার থেকে আপলোড ভিডিও অপশনটি সিলেক্ট করুন। এখন আপনার ডিভাইস ক্যামেরা রোল থেকে যেকোনো ৬০ সেকেন্ডের ভিডিও সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
- এডিটর স্কিন থেকে, ভিডিওতে অডিও, টেক্সট, ভয়েস ওভার বিভিন্ন এফেক্ট দিয়ে ইচ্ছামত এডিট করে, নেক্সট বাটনে ক্লিক করুন।
- তারপর, শর্ট ভিডিওর ডিটেলস, ক্যাপশন, শর্ট ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, অডিয়েন্স সেটিং ঠিক করে, আপলোড শট অপশনে ক্লিক করলেই পাবলিশ হবে।
YouTube Shorts মনিটাইজ করার উপায়
YouTube Shorts মনিটাইজেশন করার ক্ষেত্রে, আপনাকে প্রতিটি শর্টস এর আগে এবং পরে দেখানো বিজ্ঞাপন এর ভিত্তিতে টাকা প্রদান করা হবে। যে কোন শর্টস ভিডিও মনিটাইজ করার নিয়ম নিচে উল্লেখ করা হলো।
- YouTube Shorts প্ল্যাটফর্মে ৫০০ থেকে ১০০০ জন সাবস্ক্রাইবার পূরণ করতে হবে।
- ৯০দিনে তিনটা পাবলিক ভিডিও আপলোড করতে হবে।
- ৯০ দিনে ১০ মিলিয়ন পাবলিক শার্ট ভিউ হতে হবে। লং ভিডিওতে 365 দিনে 4000 পাবলিক বাস টাইম লাগবে।
- YouTube Shorts চ্যানেল মনিটেস করতে প্রথমে সকল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বলেছি অনুসরণ করতে হবে।
- YouTube Shorts থেকে ইনকাম করার জন্য অবশ্যই শর্ট মনিটাইজেশন মডিউল পার্মিশন পেতে হবে।
- ইউটিউবের (Advertiser Friendly Content Guidelines) অনুসরণ করে বিজ্ঞাপন বসাতে হবে।
- কোন প্রকার ডুবলিকেট, পাইরেটেড, কপি কন্টেন্ট মনিটাইজেশন হবে না।
- ইউটিউব পার্টনার প্রোগ্রাম মোতাবেক কন্টেন্ট ক্রিয়াটাররা পেইড প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে সরাসরি ইনকাম করতে পারবে।
আশা করি উপরে উল্লেখিত শর্ত অনুযায়ী কাজ করতে পারলে, আপনারা youtube সটস থেকে মনিটাইজেশন নিয়ে ইনকাম করা শুরু করতে পারবেন।
আপনার জন্য আরো লেখা……
- ইউটিউব থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করব ?
- ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করার সঠিক গাইড
- ইউটিউব SEO কি ? ইউটিউব ভিডিও কিভাবে এসইও করব ?
- ইউটিউব ভিডিওর জন্য নতুন টপিক কিভাবে খুজবেন ?
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা ইউটিউব এর লং ভিডিও বানাতে, ঝামেলা মনে করছেন। তারা চাইলে উপরে দেয়া প্রক্রিয়া অবলম্বন করে, youtube চ্যানেল তৈরি করে, সেখানে সর্বোচ্চ (60 second) এক মিনিটের ভিডিও বানিয়ে, YouTube Shorts হিসেবে আপলোড করা শুরু করতে পারেন।
যার ফলে আপনারা প্রতিদিন প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন। আর যত বেশি YouTube Shorts ভিডিও আপলোড করতে পারবেন তত বেশি ইনকাম বাড়াতে পারবেন।
এখন ইউটিউব শর্ট সম্পর্কে আরো বিভিন্ন পরামর্শ পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
ধন্যবাদ।