মোবাইলের প্রয়োজনীয় টিপস : আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি, তখন ছোটখাটো অনেক সমস্যায় দেখা দেয়।
এক্ষেত্রে, মোবাইলে সমস্যার সমাধানে কেউ ছুটেন অভিজ্ঞদের কাছে, আবার কেউ কেউ কাস্টমার কেয়ারে।
কিন্তু একটু চেষ্টা করে, নিজে নিজেই মোবাইল ফোন সমস্যার সমাধান করা যায়। মোবাইল ফোনের সাধারণ কিছু সমস্যা এবং সমাধান নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে।
তাই আপনি যদি মোবাইলের প্রয়োজনীয় টিপস এন্ড টিক্স পেতে চান? তাহলে নিচে দেওয়ার তথ্য গুলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
- টাকা ইনকাম করার এপস | মোবাইল অ্যাপস থেকে আয় | বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম
- এন্ড্রয়েড মোবাইলের জন্য সবচেয়ে ভালো ক্যামেরা অ্যাপস এবং সফটওয়্যার
- অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট নিয়ে নিন [বিস্তারিত এখানে]
স্মার্টফোনের কিছু গোপন কোড
তো আমরা এখন আপনাকে মোবাইলের প্রয়োজনীয় টিপস হিসেবে জানাবো। কিছু গোপনীয় কোড সম্পর্কে।
সেগুলো হচ্ছে-
- মোবাইলের ইন্টার্নাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই নম্বর জানার জন্য ডায়াল করতে হবে- *#06#
- ফ্যাক্টরি সেটিং রিস্টর করার জন্য ডায়াল করতে হবে- *#7780#
- সফটওয়্যার এর সংস্করণ দেখার জন্য ডায়াল করতে হবে- *#0000#
- ব্লুটুথ ডিভাইসের ঠিকানা ও অন্যান্য তথ্য জানার জন্য ডায়াল করতে হবে- *#2820#
- ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কিং এর ম্যাপ এড্রেস দেখার জন্য ডায়াল করতে হবে- *#62209526#
- মোবাইলের সিরিয়াল নম্বর জানার জন্য ডায়াল করতে হবে- *#7760#
- সকল কল ডাইভার্ট জন্য ড্রায়াল করতে হবে- **21*নাম্বার#
মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেছেন?
বর্তমান সময়ে যারা স্মার্টফোন ব্যবহার করে, তারা পার্সোনাল তথ্য সংরক্ষিত রাখার জন্য পাসওয়ার্ড ব্যবহার করে লক করে রাখেন।
আর পরবর্তী সময় মোবাইল ফোনের মাধ্যমে কোন প্রকার কাজ করার আগে পাসওয়ার্ড দিয়ে সেটি সক্রিয় করতে হয়।
আমাদের জানামতে এমন একটি মোবাইল রয়েছে যার নাম হলো nokia 1100 এবং এ ধরনের মডেলের মোবাইল ফোন ব্যবহার করে, পাসওয়ার্ড ভুলে গেলেও এর তথ্য গুলো দেখতে পারে এবং কল করতে পারে।
এজন্য প্রথমে মেনু বাটন টি চাপতে হয়। তারপর সিকিউরিটি কোড বা পাসওয়ার্ড চাইবে মোবাইল ফোনে। তারপর চাপতে হবে Back- Go To বাটন।
আবার আনলক ২ সেকেন্ড পর্যন্ত একটানা ধরে রাখতে হবে। ২ সেকেন্ড পর স্ক্রিনে দেখা যাবে, Now Press (*) নামের একটি কমার্ড।
সেটি মুহূর্তের মধ্যে আবার হারিয়ে যাবে। তাই এ পর্যায়ে একটা সতর্ক থেকে। কমান্ডটি দেখার সাথে সাথে আনলক (*) বাটনে চাপ দিতে হবে দেখা যাবে। পাসওয়ার্ড ছাড়াই ফোনের লক খুলে গেছে।
স্মার্ট ফোনের তথ্য ব্যাকআপ
নোকিয়ার সিমবিয়ান অপারেটিং সিস্টেম এর স্মার্টফোনের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। তৃতীয় পক্ষের এপ্লিকেশন ব্যবহার করলে, এটি অনেক ধীরগতের হয়ে যায়। মানে স্লো হয়ে যায়।
আবার অনেক ক্ষেত্রে এক মোবাইল থেকে অন্য মোবাইলেও তথ্য স্থানান্তর করতে চান? এজন্য তথ্যের নিরাপত্তার জন্য কম্পিউটার nokia স্মার্টফোনের তথ্যগুলো ব্যাকআপ হিসেবে সেভ করে রাখতে পারেন।
এজন্য nokia পিসি সুইট সফটওয়্যারটি। কম্পিউটারে ইন্সটল করা থাকতে হবে। আপনার ছেলে শেষ সফটওয়্যার টি একদম বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
তারপর মোবাইলের ডাটা কেবল বা ব্লুটুথ সংযোগ এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত করতে পারবেন।
পিসি sweet সফটওয়্যারটি চালু করলে, পাওয়া যাবে ব্যাকআপ নামে অপশন। সে অপনে ক্লিক করলে ব্যাকআপ এবং রেস্টোর এই দুইটি অপশন দেখানো হবে।
তারপর ব্যাকআপ লেখা বাটনে ক্লিক করে কোন কোন তথ্য ব্যাকআপ করতে চান? সেগুলো কোথায় সেভ করে রাখবেন, তা নির্ধারণ করবেন।
কিছু মুহূর্তের মধ্যে স্মার্টফোনের তথ্যগুলো ব্যাকআপ হিসেবে। কম্পিউটারে সংরক্ষিত হয়ে যাবে। এই পদ্ধতিতে, তথ্য গুলো মোবাইল ফোনে আবার রিসেট করা যাবে এজন্য ব্যাকআপ বাটনে বিপরীতে চাপতে হবে, রিস্টোর বাটন।
মডেম হিসেবে মোবাইল ফোন ব্যবহার
ইন্টারনেট ব্যবহৃত মোবাইল ফোনকে মডেম হিসেবে ব্যবহার করার সুযোগ আছে। এর জন্য প্রতিটি মোবাইলের জন্য আলাদা সফটওয়্যার এর প্রয়োজন হবে।
নোকিয়া মোবাইলের মডেল হিসেবে ব্যবহার করতে নোকিয়ার পিসি সুইট এবং স্যামসাং মোবাইল ব্যবহার করার জন্য স্যামসাং স্টুডিও সফটওয়্যার। কম্পিউটারে ইন্সটল করতে হবে।
সফটওয়্যার ইন্সটল শেষ হওয়ার পরে। সফটওয়্যার ওপেন করে, ডাটা ক্যাবল বা ব্লুটুথ সংযোগ এর মাধ্যমে, কম্পিউটার এর সাথে মোবাইল ফোন সংযুক্ত করতে পারবেন।
তারপর nokia ফোনের ক্ষেত্রে, connect to the internet লেখায় ক্লিক করতে হবে। তারপর One Touch Access নামে একটি বক্স দেখানো হবে সেখানে প্রথমে সেটিং বাটনে ক্লিক করবেন তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন।
Configure the connection manually লেখাটিতে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন এখন এক্সেস পয়েন্ট লেখা ইন্টারনেট এক্সেস ঠিকানাটি লিখতে হবে অ্যান্ড্রয়েড। যেমন- গ্রামীণফোন ইন্টারনেটের জন্য- GP Internet, banglalink এর জন্য BL Internet লিখতে হবে।
তারপর ইউজারনেম এবং পাসওয়ার্ড এর ঘরে কিছু লেখার দরকার নেই। এখন নিচের ফিনিশ বাটনে ক্লিক করে দিবেন।
তারপর One Touch Access অপশন এ গিয়ে কানেক্ট বাটনে ক্লিক করবেন। তাহলেই কম্পিউটারে মোবাইল মডেম হিসেবে সংযুক্ত হয়ে যাবে।
মোবাইলে বাংলা দেখা
স্মার্ট মোবাইল ফোনে বিল্টইনভাবে বাংলা ফন্ট না থাকলে। স্বাভাবিক ভাবে বাংলা ওয়েবসাইট গুলো দেখা যায় না। কিন্তু অপেরা ব্রাউজার ব্যবহার করে। এবং কনফিগারেশন ঠিক রেখে যেকোনো বাংলা ইউনিকোড ওয়েবসাইট দেখার সুযোগ আছে।
তাই মোবাইলে বাংলা লেখা দেখতে চাইলে অবশ্যই অপেরা ব্রাউজারটি ডাউনলোড করে নিতে হবে তারপর অপেরা চালু করে এড্রেস বারে টাইপ করতে হবে, opera:config.
তারপর ওকে বাটনে ক্লিক করে দিবেন নতুন পেজে Use bitmap fonts for complex scripts সেটিং এর পরিবর্তে ইয়েস করতে হবে। তারপর সেভ করে চলে আসতে হবে এখন মোবাইল ফোনে বাংলা ইউনিকোর্ট সমর্থিত ওয়েবসাইট গুলো দেখানো হবে।
আইকনবিহীন ফোল্ডার তৈরি
স্মার্ট মোবাইল ফোনের ফোল্ডার বানানোর সময় সাধারণত একটি আইকন তৈরি করা হয়। সেই আইকনের ফলে বোঝা যায় ভেতরে কি ধরনের ফাইল আছে।
কিন্তু ভেতরের ফাইলের প্রকৃতি বুঝতে না দিতে চাইলে। আইকন বিহীন ফোল্ডার তৈরি করা সম্ভব।
এজন্য প্রথমে তৈরি করুন একটি ফোল্ডার। তারপর সেই ফোল্ডারে তথ্য বা ফাইলগুলো রাখুন। তারপর ফোল্ডারের ভিতরে, এসে নামের শেষে, .otb নামে এক্সটেনশন যুক্ত করে দিবেন। যেমন- Video.otb.
এখন দেখতে পারবেন ফোল্ডারের আইকনটি আর নেই। এখন ভেতরে কি কি ফাইল রয়েছেG সেগুলো বাইরে থেকে বোঝার কোন উপায় থাকবেনা।
শেষ কথাঃ
মোবাইলের প্রয়োজনীয় টিপস অসংখ্য পরিমাণে। সবগুলো বলে শেষ করা যাবেনা। তো আমরা আপনাদের জন্য মোবাইলের প্রয়োজনীয় যে, টিপস গুলো সম্পর্কে জানিয়েছি। এ গুলো আপনার অনেক উপকারে আসবে।
এক্ষেত্রে, আপনি যদি মোবাইলের প্রয়োজনীয় টিপস সম্পর্কে আরো নতুন নতুন তথ্য পেতে চান? তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে মোবাইলের প্রয়োজনীয় অ্যাপস/ সফটওয়্যার সম্পর্কে জানতে চাইলে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ।