রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট খোলার নিয়ম : মোবাইল ব্যাংকিং এর মধ্যে সব থেকে জনপ্রিয় একাউন্ট হচ্ছে, রকেট। তাই রকেট একাউন্ট খোলার নিয়ম অনেকেই জানতে চায়।

ডাচ বাংলা ব্যাংক দ্বারা পরিচালিত রকেট একাউন্ট অনেক অল্প খরচের কারণে ব্যবহারকারীরা অনেক বেশি পছন্দ করেন।

রকেট একাউন্ট খোলার নিয়ম
রকেট একাউন্ট খোলার নিয়ম

তাই আমাদের আজকের এই আর্টিকেলে রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।

তাই আপনি যদি রকেট একাউন্ট খোলার নিয়ম জানতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

রকেট কি ?

আমাদের জানামতে ২০২১ সালের দিকে যাত্রা শুরু করে রকেট। তখন ডান্স বাংলা ব্যাংক এর মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং মানে মোবাইল ব্যাংকিং সুবিধা দেশে চালু করা হয়।

রকেট হচ্ছে ব্যাংক শাখাবিহীন একটি ব্যাংকিং প্রক্রিয়া। যা ব্যাংকের সুবিধার থেকে, অনেক বেশি সাশ্রয়ী মূল্যে এটি আর্থিক সেবা প্রদান করা থাকে।

ডাচ-বাংলা ব্যাংক হচ্ছে- রকেট মোবাইল ব্যাংকিং সার্ভিস এর মালিক। ঠিক যেমন ভাবে বিকাশের মূল মানে হচ্ছে ব্র্যাক ব্যাংক।

রকেট একাউন্টের সুবিধা

রকেট একাউন্ট ব্যবহার করে অনেক সুবিধা নেওয়া যায়। তাই রকেট একাউন্টে যে, সকল জনপ্রিয় সুবিধা গুলো দেওয়া হয়। সেগুলোর মধ্যে আমরা কিছু উল্লেখ করেছি।

যেমন-

  • ক্যাশ ইন- যার মাধ্যমে টাকা ডিপোজিট করে নিরাপত্তায় রাখা যায়।
  • ক্যাশ আউট- যেকোন এজেন্ট সেন্টার থেকে টাকা উত্তোলন করা যায়।
  • এটিএম উইথড্রয়াল- এটিএম বুথ থেকে টাকা তোলা যায়।
  • মোবাইল টপ আপ- রকেট থেকে সহজেই মোবাইল রিচার্জ করা যায়।
  • সেন্ড মানি- রকেট ইউজার একে অপরকে টাকা পাঠাতে পারেন।
  • ব্যাংক টু রকেট- বিভিন্ন ব্যাংক থেকে রকেটে টাকা আনার সুবিধা।
  • বিল পেমেন্ট- রকেট একাউন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের বিল যেমন- বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, পানির বিল ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যায়।
  • মার্চেন্ট পেমেন্ট- রকেট একাউন্টের মাধ্যমে মার্চেন্ট পয়েন্ট-এ শপিং করা যায।

উপরে উল্লেখিত সুবিধা গুলো ছাড়া আরো অসংখ্য পরিমাণের সুবিধা রয়েছে। রকেট একাউন্ট ব্যবহার করায়। তাই আপনি যদি রকেট একাউন্ট খুলতে চান তাহলে উপরোক্ত সকল সুবিধা ভোগ করতে পারবেন।

রকেট একাউন্ট খুলতে কি কি লাগে ?

তো বন্ধুরা আপনারা যারা রকেট একাউন্ট খোলার নিয়ম জানতে চান? সেই সাথে আপনাকে জানতে হবে। রকেট একাউন্ট খুলতে মূলত কি কি লাগে?

তো আমি আপনার সুবিধার জন্য এখানে রকেট একাউন্ট খুলতে যা যা লাগবে, সে বিষয়ে সংক্ষিপ্ত ভাবে জানিয়ে দিয়েছি। তার জন্য নিচের অংশটি অনুসরণ করুন।

  • একটি সচল মোবাইল নাম্বার।
  • ইন্টারনেট কানেকশন।
  • রকেট অ্যাপ ইনস্টল করার জন্য স্মার্টফোন।
  • জাতীয় পরিচয় পত্র/ ভোটার আইডি কার্ড।

রকেট একাউন্ট খোলার নিয়ম

আপনারা চাইলে রকেট অ্যাকাউন্ট বিভিন্নভাবে খুলতে পারবেন। বিশেষ করে রকেট অ্যাপের পাশাপাশি রকেট মোবাইল ব্যাংকিং মেনু থেকে রকেট একাউন্ট খুলতে পারবেন।

এছাড়া আপনারা নিকটস্থ রকেট এজেন্টের মাধ্যমে রকেট একাউন্ট খুলতে পারবেন।

তো চলুন,নিজে নিজে কিভাবে রকেট একাউন্ট খুলতে হয়। সেই নিয়ম জেনে নেয়া যায়।

আপনি যদি বাটন মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করেন সেক্ষেত্রে, রকেট কোড ডায়াল এর মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন।

  • তো আপনার যেকোনো মোবাইল থেকে *322# ডায়াল করুন।
  • রকেট একাউন্ট একটিভ করার জন্য 1 লিখে সেন্ড করুন।
  • তারপর আপনার রকেট একাউন্ট এর পিন সেট করার জন্য বলা হবে।
  • আপনারা পছন্দ মতো 4 ডিজিটের পিন লিখে এপ্লাই করুন।

উক্ত নিয়ম সম্পন্ন করার পর, এসএমএস এর মাধ্যমে একাউন্ট সম্পর্কিত তথ্য জানিয়ে দেয়া হবে। উপরোক্ত কাজগুলো হচ্ছে, রকেট একাউন্ট খোলার প্রথম ধাপ।

তারপর আপনার নিকটস্থ রকেট এজেন্ট পয়েন্ট বা রকেট অফিস এজেন্ট এর সাথে নিজের কাগজপত্র সঙ্গে নিয়ে, যোগাযোগ করতে হবে।

যেমন-

  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জাতীয় পরিচয় পত্র / ভোটার আইডি কার্ডের ফটোকপি।

তারপর আপনাকে রকেট একাউন্ট খোলার ফরম দেয়া হবে। যা ফিংগারপ্রিন্ট এবং স্বাক্ষরসহ সাবমিট করতে হবে।

[wp_show_posts id=”3308″]

তারপর তিন থেকে পাঁচ কার্য দিবসের ভেতরে, আপনার রকেট একাউন্ট চালু হয়ে যাবে। যা আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে।

অ্যাপস দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম

আপনারা উপরোক্ত আলোচনাতে জানতে পারলেন। রকেট কোড ডায়াল করে, কিভাবে রকেট একাউন্ট খুলতে হয়। তো এখন আমি আপনাকে জানাবো।

আপনি যদি রকেট একাউন্ট খোলার নিয়ম জানতে চান? সে ক্ষেত্রে, রকেট অ্যাপ ব্যবহার করে, খুব সহজেই রকেট একাউন্ট খুলতে পারবেন।

তো অ্যাপস দিয়ে রকেট একাউন্ট খুলতে চাইলে, নিচে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

  • রকেট একাউন্ট খুলতে চাইলে সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোর থেকে রকেট অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
  • তারপর অ্যাপ ইন্সটল হয়ে গেলে ভাষা সিলেট করতে হবে। আপনারা সরাসরি ইংলিশ সিলেক্ট করে নেক্সট অপশনে যাবেন।
  • তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে নেক্সট অপশনে যাবেন।
  • তারপর আপনার সামনে “You are not registered to mobile banking. Do you want to register” এরকম একটি মেসেজ দেখানো হবে আপনারা সরাসরি Yes/OK বাটনে চাপ দিবেন।
  • তারপর আপনার মোবাইল নাম্বার অপারেটর সিলেক্ট করে নেক্সট অপশনে যাবেন।
  • তারপর আপনার মোবাইলে একটি কল করা হবে। যেখানে আপনার রকেট একাউন্টের পিন যুক্ত করতে হবে। কোলে থাকা অবস্থায় রকেটে যে পিন যুক্ত করতে চান, সেটি টাইপ করুন।
  • আপনি যে তিনটি ব্যবহার করবেন। সেটি কিন্তু পরবর্তী যেকোনো সময়, আপনার রকেট একাউন্ট ব্যবহার করার জন্য লাগবে।
  • রকেট একাউন্টের পিন যুক্ত করার পরে ৬ ডিজিটের একটি অটিপি কোড পাঠাবে।
  • আপনারা রকেট অ্যাপে ফিরে গিয়ে, “Go to verification step” সিলেকট করে দিবেন।
  • তার পরের পেজে আপনার রকেট একাউন্টের মোবাইল নাম্বার। এসএমএসের মাধ্যমে পাওয়া ওটিপি কোড এবং রকেটের পিন যুক্ত করে, ভেরিফাই অপশনে ক্লিক করবেন।
  • তারপর আপনাকে রকেট একাউন্ট লগইন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে মোবাইল নাম্বার এবং পিন দিয়ে লগইন করতে হবে।

রকেট অ্যাপ দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম এই পর্যন্তই। তো বন্ধুরা আপনারা চাইলে আরো বিভিন্ন উপায়ে রকেট একাউন্ট খুলতে পারবেন।

[wp_show_posts id=”3303″]

তবে বর্তমানে যারা বাটন মোবাইল ব্যবহার করেন। রকেট অ্যাকাউন্ট ব্যবহার করতে চান? তারা রকেট কোড ব্যবহার করে, রকেট একাউন্ট খুলে নিতে পারেন।

আবার যারা স্মার্টফোন ব্যবহার করে রকেট অ্যাপ ব্যবহার করেন। তারা চাইলে রকেট অ্যাপ ব্যবহার করে খুব সহজেই, উপরোক্ত পদক্ষেপ অনুসরণ করে রকেট একাউন্ট খুলে নিতে পারবেন।

শেষ কথাঃ

আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করলাম রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। তাই আপনারা যারা রকেট একাউন্ট খুলতে চান?

তারা উপরোক্ত পদক্ষেপ গুলো অনুসরণ করে খুব সহজেই নিজে নিজেই রকেট একাউন্ট খুলতে পারবেন। ধন্যবাদ।

Leave a Comment