DNS কি ? ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে]

DNS কি : আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে জানাবো ডিএনএস কি? ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে। আপনি যদি এ বিষয়ে জানতে চান তাহলে আমাদের দেওয়া আর্টিকেলটি মনযোগ সহকারে পড়ুন।

বর্তমান সময়ে অনলাইন ইন্টারনেট এর কাজ গুলো ছোট বড় সকলেই নিজেদের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ব্যবহার করছে।

আপনিও হইতো কোন ডিভাইস দিয়ে আমাদের এই আর্টিকেলটি পড়ছেন। এছাড়া প্রতিদিন বিভিন্ন ধরণের আলাদা আলাদা ওয়েবসাইট গুলো ভিজিট করে থাকেন।

আমাদের মধ্যে অনেক লোক আছে যারা ডিএনএস কি? এ বিষয়ে বিস্তারিত তথ্য জানেন না। তবে মনে রাখবেন একটি ওয়েবসাইট এর ভিতরে প্রবেশ করার জন্য অবশ্যই সেখানে ডোমেইন নেম সিস্টেম এর ভুমিকা গুরুত্বপূর্ণ।

তাই আমরা আজ উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব।

DNS কি ? ডোমেইন নেম সিস্টেমের কাজ [বিস্তারিত এখানে]
DNS কি ? ডোমেইন নেম সিস্টেমের কাজ [বিস্তারিত এখানে]
আমরা সকলেই জানি কম্পিউটার মানুষের বলা কথা বুঝতে পারে না। কিন্তু কম্পিউটার সংখ্যা মানে বাইনারি ভাষা বুঝতে পারে। এরকম ভাবে ইন্টারনেট এ যদি আমাদের কোন ওয়েবসাইট ভিজিট করি তাহলে কিন্তু কিছু সংখ্যার প্রয়োজন হয় সেগুলো হলো IP Address.

প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা সংখ্যার IP Address গুলো মনে রাখাটা অসম্ভব ব্যপার। তাই প্রতিটি ওয়েবসাইটের নাম সহজ করে মনে রাখার জন্য DNS ডোমেইন সিস্টেম ব্যবহার করা হয়।

DNS কি ?

DNS এর পূর্ণরূপ হচ্ছে- ডোমেইন নেম সিস্টেম। বাংলাতে আমরা একে বলে থাকি ডোমেইন নেম সার্ভার। এটি এমন এক ধরণের সিস্টেম যেখানে সহজ ভাবে বলতে গেলে মনে করুন ইন্টারনেট ফোন বুক হিসেবেও বলা যায়।

উক্ত ডোমেইন নেম সিস্টেম এর মাধ্যমে আইপি এড্রেস এর মধ্যে অনুবাদ করা হয়। যাতে করে একটি ওয়েবব্রাউজার ইন্টারনেট রিসোর্স এক্সেস করতে পারে।

আমরা যেভাবে মোবাইল নম্বর মনে রাখার জন্য মোবাইল ফোনের ফোনবুক ব্যবহার করি ঠিক সেরকম ভাবে বিভিন্ন ওয়েবসাইটের আইপি এড্রেস গুলো মনে রাখার জন্য ডোমেইন নেম সিস্টেম DNS ব্যবহার করা হয়।

আপনাকে সহজ করে বুঝানোর জন্য বলছি ডোমেইন নেম সিস্টেম এমন একটি আইপি এড্রেস গুলোকে ডোমেইন নামে ট্রান্সলেট করে থাকে যাকে ওয়েব ব্রাউজার এটি বুঝতে পারে যে, আপনি ইন্টারনেট এ কোন ওয়েব পেজ এক্সেস করতে চাচ্ছেন।

তার মধ্যে একজন ব্যবহারকারী অনেক সহজে ডোমেইন নেম এর মাধ্যমে ওয়েবসাইট এর ঠিকানা ও নাম গুলো মনে রাখতে পারে। কারণ আমরা আগেই বলেছি আইপি ঠিকানা গুলো মনে রাখার জন্য ডোমেইন নাম মনে রাখা অনেক সহজ।

ইন্টারনেট এর সাথে যুক্ত হয়ে থাকা প্রতিটি ডিভাইস এর নিজ নিজ একটি ইউনিক আইপি ঠিকানা রয়েছে। যার ফলে অন্য কারো নামের সাথে মিলবে না। যার মাধ্যমে অন্যান্য মেশিন গুলো ডিভাইস টি খুজে বের করতে ব্যবহার করা হয়।

বর্তমানে মানুষ যে কোন তথ্য পেতে অনলাইনে সার্চ করে থাকে সে জন্য তারা ডোমেইন নেম ব্যবহার করে থাকে যেমন expartjobs.com ইত্যাদি।

যখন এরকম ভাবে ডোমেইন নাম গুলো একটি ওয়েব ব্রাউজারে আইপি এড্রেস এর মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করে। তাই DNS এর কাজ গুলো ডোমেইন আইপি ঠিকানা এর মধ্যে ট্রান্সলেট করে যাতে করে ব্রাউজার বিভিন্ন ইন্টারনেট সম্পদ গুলোকে লোড করে পারে।

ডোমেইন নেম সিস্টেম সার্ভার এর জন্য আমাদের সেই জটিল IP address গুলো মনে করুন- 235.544.1.2 এর মতো জটিল হয়ে থাকে। তবে DNS ব্যবহার করে আপনি সহজেই সেই কাজ গুলো করতে পারবেন।

ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে ?

ডোমোইন নেম সিস্টেম কিভাবে কাজ করে সেই বিষয়ে জানতে আমাদের লেখা গুলো মনযোগ সহকারে পড়ুন। বর্তমানে ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছে- ওয়েবসাইট, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, টিভি ইত্যাদি প্রতিটি ইউনিক আইপি ঠিকানা রয়েছে।

আপনারা অন্যান্য ডিভাইস গুলো ইন্টারনেট এর সাথে যুক্ত সেই ডিভাইস গুলোকে সহজেই খুজে পেতে পারে। উক্ত আইপি ঠিকানা গুলো ইউনিক স্ট্রিং সে গুলো দেখতে কিছুটা 124.223.254.178 এর মতো দেখা যায়।

তো আইপি ঠিকানা গুলো যদি এরকম হয় তাহলে আপনাদের প্রিয় ওয়েবসাইট গুলো ভিজিট করার জন্য আপনাকে অনেক বড় বড় সংখ্যা গুলো মনে রাখতে হবে। তাই কষ্ট করে ওয়েবসাইট গুলোর নাম মনে রাখতে ডোমেইন নাম গুলোকে এজন্য সহজ করে নাম দিয়ে আবিষ্কার করা হয়েছে।

তো চলুন ডোমেইন নেম (DNS) এর কাজ গুলো কি ধাপে ধাপে দেখা যাক-

আপনারা যদি আমাদের expartjobs.com সাইট ভিজিট করতে চান তাহলে-

আপনার কম্পিউটার কিংবা মোবাইল ওয়েব ব্রাউজার এর মধ্যে আমাদের ওয়েবসাইট এর ডোমেইন expartjobs.com টাইপ করে অনুসন্ধান করবেন।

তারপরে আপনার ওয়েব ব্রাউজার এর প্রথম কাজ হবে আপনার দেওয়া ডোমেইন নেম এর সাথে যুক্ত আইপি এড্রেস এর খোজ করা।

সেই ক্ষেত্রে সাথে সাথে এটা দেখা হবে যে, আপনি কি আমাদের ওয়েবসাইট এই ব্রাউজার থেকে আগেই ভিসিট করেছিল। যদি ডোমেইন রেকর্ড আপনার কম্পিউটার এর ডোমেইন ক্যাশ এর খুজে পাওয়া হয়। তবে অতিরিক্ত ডিএনএস লোক আপ প্রসেস বাতিল করে দেওয়া হবে। আপনাকে সরাসরি আমাদের expartjobs.com ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।

আপনি যদি কম্পিউটার এর ডোমেইন রেকর্ড খুজে না পাওয়া যায় সে জন্য আপনার লোকাল ডিএনএস সার্ভার এর কাছে প্রথম একটি রিকুয়েস্ট পাঠাতে হবে।

যদি রিসলভিং নেমসার্ভার এর মধ্যে রেকর্ড গুলো চেক করা না থাকে তাহলে ডোমেইন এর ডিএনএস রেকর্ড গুলো খুজার জন্য রিকুয়েস্ট টি রোট নেমসার্ভার এর মধ্যে ফরোয়ার্ড করে দেওয়া হয়।

এরপরে যখন রোট নেমসার্ভার এর মধ্যে ডিএনএস রেকর্ড টি খুজে পাওয়া যায়। তাপরে সেটাকে আপনার কম্পিউটার দ্বারা চেক করে নেওয়া হয়।

তারপরে শেষ ডিএনএস রেকর্ড গুলো খুজে পাওয়া যাবে তখন আমাদের ওয়েবসাটটি সেই সার্ভার এর মধ্যে স্টোর আছে। সেই সার্ভার এর সাথে একটি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। আপনার কম্পিউটারের মধ্যে expartjobs.com ওয়েবসাইট ডিসপ্লে হযে যাবে।

আশা করি আপনি বুঝতে পারছেন ডিএনএস কি ? এবং ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে। আপনি যদি আমাদের দেওয়া আর্টিকেল মনযোগ সহকারে পড়েন তবে আপনিও এ বিষয় গুলো সঠিক ভাবে বুঝতে পারছেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আপনি ডোমেইন নেক সিস্টেম এর বিষয়ে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। আপনি যদি এই বিষয়ে জানার পরে উপকৃত হন তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভূলবেন না।

আমাদের এই ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আয় করা থেকে অনলাইন আয় করার সকল প্রকার আপডেট উপায় গুলো আপলোড করা হয়।

DNS কি ? ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে] DNS কি ? ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে] DNS কি ? ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে]

DNS কি ? ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে] DNS কি ? ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে] DNS কি ? ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে]

আপনি যদি অনলাইন থেকে টাকা আয় করতে চান তবে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Comment