প্রসেসর কি : বর্তমানে যারা মোবাইলকে কম্পিউটার ব্যবহার করে থাকেন তারা সকলেই কিছু হলেও জানেন প্রসেসর কি যদি এ বিষয়ে আপনারা না জেনে থাকেন তবে চিন্তা নেই আমরা এই পেজের মাধ্যমে আপনাকে জানাবো প্রসেসর কি এবং কিভাবে কাজ করে।
আপনি যদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তবে আমাদের লেখাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আমরা জানি প্রসেসর কম্পিউটার কিংবা মোবাইল আরো অনেক ধরনের গেজেট এ ব্যবহার করা হয়।
আমরা আর্টিকেল এর শুরুতে বলতে পারি কম্পিউটারের ব্রেইন হচ্ছে কন্ট্রোল প্রসেসিং ইউনিট। প্রসেসর কম্পিউটার হার্ডওয়ার পার্টি অপারেটিং সিস্টেম প্রোগ্রাম বা সফটওয়্যারগুলোকে রান করে।
আজ আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন প্রসেসর কি প্রসেসর কিভাবে কাজ করে প্রসেসর কোর কি এবং প্রসেসর স্পিড প্রস্তুতকারক এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া তথ্যগুলো ধাপে ধাপে পড়ুন।
প্রসেসর কি ?
প্রসেসর এমন একটি জীব যা কম্পিউটার মোবাইল ল্যাপটপ বিভিন্ন ধরনের গেজেট এর মধ্যে থাকে। প্রসেসর মূলত এসব গ্যাজেটের একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়ার কম্পনেন্ট।
আরো দেখূনঃ সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি? [বিস্তারিত এখানে]
প্রসেসর কিভাবে কাজ করে ?
প্রসেসর কে বাংলা ভাষাতে ব্রেন বলা হয়। কারণ এটি সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে গতিবিধি গুলোকে বোঝার ক্ষমতা সংরক্ষণ করে মানে কম্পিউটার ও আমাদের মধ্যে যে, গতিবিধি হয় সেটা প্রসেসর বুঝতে পারে।
তার ফলে আমাদের দেওয়া কোন কমান্ড বা নির্দেশনা কম্পিউটার উপলব্ধি করতে পারে এবং সেই তাস্ক এর উপর কাজ করে। কম্পিউটার যতক্ষণ আমাদের দেওয়া নির্দেশনা বুঝতে না পারে ততক্ষণ আমরা কম্পিউটারের কোন কাজ করতে পারি না।
মনে করুন দুইজন লোক কোথাও দাঁড়িয়ে আছে একজন বাংলা ভাষা জানে আর একজন ইংরেজি ভাষা জানে। তাহলে দুজনের কথা বলার মাধ্যম তখনই সম্ভব হবে যখন দুইজন এমন একটি প্রচলিত ভাষা জানতে হবে যার সাহায্যে একে অপরের সাথে কথা বলতে পারবে।
এখন দুজনেই ইংলিশ ভাষা জানেন এর ফলে তারা ইংলিশ ভাষার মাধ্যমে একে অপরের সাথে কথা বলা শুরু করে ঠিক এইভাবে প্রসেসর ইংরেজি ভাষার মতো কাজ করে থাকে।
আমরা যখন কম্পিউটারের সাহায্যে কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকে যা কিবোর্ড এবং মাউস দ্বারা নির্দেশ প্রদান করে থাকি এর জন্য প্রসেসর কে সিপিইউ বা কন্ট্রোল প্রসেসিং ইউনিট বলা হয়।
প্রসেসর কোর কি ?
আপনি যখন প্রসেসর কি সেটা জানতে যাবেন তখন এটা জানতে পারবেন প্রসেসর কত কোর এর যথা- ডুয়েল কোর কিংবা quad core এরকম লেখা থাকে। প্রসেসর কোর প্রসেসর এর স্পিড ক্ষমতাকে বর্ণনা করে যদি প্রসেসর এর single-core হয় তাহলে বেশি টাকা কাজ করতে পারবে না এর ফলে কম্পিউটার হ্যাং হয়ে যাবে।
তবে বর্তমানে কম্পিউটার বা মোবাইলে দুই কোর, ৪ কোর, ৬-৮ কোর এর মতো প্রসেসর থাকে। যার ফলে বর্তমানের মোবাইল কিংবা কম্পিউটার গুলো অনেক শক্তিশালী।
আপনি যদি এই কোর গুলো ব্যবহার করতে পারেন তবে আপনার কম্পিউটার পানির মত চলবে কোন হ্যাং হবে না।
প্রফেসর এর প্রকারভেদ ?
ডুয়াল কোর প্রসেসর- এখানে প্রসেসর দুইটি কোর দেওয়া আছে।
কোয়াড কোর প্রসেসর- এখানে প্রসেসর চারটি কোর দেওয়া রয়েছে।
হেক্সা কোর প্রসেসর- এখানে প্রসেসর ছয়টি কোর দেওয়া আছে।
অক্টা কোর প্রসেসর- এখানে প্রসেসর আটটি কোর দেওয়া রয়েছে।
ডেকা কোর প্রসেসর- এখানে দশটি কোর দেওয়া আছে।
আপনি যদি উক্ত কোর গুলো আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে কিংবা ল্যাপটপ ব্যবহার করতে পারেন তবে আপনার কম্পিউটার গুলো অনেক সুন্দর ভাবে চলবে কোনরকম স্লো হবে না।
প্রসেসর স্পিড
প্রসেসর স্পিড মূলত ghz দ্বারা মাপা হয় যেমন তরল পদার্থ দুধ জল দ্বারা এবং ডাল চাল কিলোগ্রাম এবং দূরত্ব কিলোমিটার দ্বারা মাপা হয় সেভাবে প্রসেসরকে ghz দ্বারা মাপা হয়।
আমরা জানি একটি প্রসেসরে যতগুলি কোর থাকবে তার ক্ষমতা তত Ghz হবে। মোবাইল ক্যামেরা কম্পিউটারের মধ্যে যে প্রসেসর থাকে সেটি যত বেশি কোর ও যত বেশি GHz হিসেবে রান করবে কম্পিউটার কিংবা মোবাইল তত বেশি কাজ করতে পারবে। এর ফলে আপনার মোবাইল কিংবা কম্পিউটার গুলো কখনোই স্লো হবে না।
প্রসেসর এর প্রস্তুতকারক
বর্তমানে অনেক ধরনের কোম্পানি রয়েছে যেগুলো প্রসেসর প্রস্তুত করা থাকে। আমরা আপনাকে বুঝার জন্য কিছু কোম্পানির নাম নিচে সংযুক্ত করে দিয়েছি আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন।
ইন্টেল এমডি কোয়ালকম স্যামসাং মিডিয়াটেক আইবিএম হুয়াওয়ে এনভিডিয়া ইত্যাদি। এসকল কোম্পানিগুলো প্রসেসর তৈরি করে থাকে আপনি যদি এই বিষয়গুলো আগে না জানতেন তবে আজ এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে গেলেন।
শেষ কথাঃ
তো বন্ধুরা আজ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারলেন প্রসেসর কি প্রসেসর কিভাবে কাজ করে এ বিষয়ে বিস্তারিত ধারনা। আপনি যদি এই বিষয়গুলো জানার পর উপকৃত হন তবে আমাদের ওয়েবসাইটের পোষ্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
প্রসেসর কি ? প্রসেসর কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে] প্রসেসর কি ? প্রসেসর কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে] প্রসেসর কি ? প্রসেসর কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে] প্রসেসর কি ? প্রসেসর কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে] প্রসেসর কি ? প্রসেসর কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে] প্রসেসর কি ? প্রসেসর কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে]
কম্পিউটারের যন্ত্রাংশগুলো নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে ভিজিট করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।