কম্পিউটার র্যাম কি ? র্যাম এর কাজ কি ? আপনি কি Ram এর বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান? তবে চিন্তা নেই আপনি সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন কি জ্যাম এর কাজ কি।
আমরা যারা বর্তমানে মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার কেনার জন্য মার্কেটে যায়। তখন আমরা দেখতে চাই এই ডিভাইসে র্যাম কত দেওয়া আছে। আমরা যখন কম্পিউটার কিনে তখন সব থেকে আগে দেখে নিয়ে থাকি যে কম্পিউটারের র্যাম কত লাগানো আছে।
আমরা সবাই কমবেশি জানি যে কম্পিউটার ল্যাপটপ মোবাইলে যত বেশি র্যাম থাকবে ততবেশি ভালো কাজ করবে। কিন্তু অনেকে প্রশ্ন করে থাকে যে রেম এর কাজ কি এবং কিভাবে কাজ করে।
বর্তমানে যারা মোবাইল ল্যাপটপ কিংবা কম্পিউটার ব্যবহার করে তারা সকলেই জানেন যে ডিভাইসটির ইউজ করার জন্য কি কি উপাদান আছে তা অবশ্যই আপনার জেনে নেয়া প্রয়োজন।
কারন আপনার কম্পিউটারে যে সকল উপাদান রয়েছে সে সকল মিলিয়ে মিলিয়ে আপনার ডিভাইস থেকে আপনি পারফরম্যান্স পাবেন। আমরা জানি সাধারণত একটি কম্পিউটারের সিপিইউ মাদারবোর্ড র্যাম হার্ডডিক্স গ্রাফিক্স কার্ড পাওয়ার সাপ্লাই এসএসডি ইত্যাদির মতো উপাদান দ্বারা গঠন করা হয়ে থাকে।
আরো পড়ুনঃ
- কম্পিউটার হার্ডওয়্যার কি ? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি
- অপারেটিং সিস্টেম কি ? কিভাবে কাজ করে ? বিস্তারিত জেনে নিন
- মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ পদ্ধতি [বিস্তারিত এখান]
প্রতিটি বিষয়ের আলাদা আলাদা কাজ রয়েছে। কিন্তু সকল ডিভাইসগুলো একটি আরেকটির সাথে নির্ভরযোগ্য হয়ে কাজ করে। আজ এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাকে জানাবো র্যাম কি? র্যাম কিভাবে কাজ করে।
এ বিষয়ে জানতে আমাদের পেজে লেখা গুলো মনোযোগ সহকারে দেখুন তবে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে র্যাম আসলে কি র্যাম দ্বারা কি কাজ করা হয়। তো চলুন সময় নষ্ট না করে জেনে নেয়া যাক।
র্যাম কি?
আমরা জানে মোবাইল ল্যাপটপ কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে র্যাম। আপনার প্রশ্ন হতে পারে ram এর পূর্ণরূপ কি ? ram এর পূর্ণরূপ হচ্ছে রেনডম এক্সেস মেমোরি (Random Access Memory)।
কম্পিউটারে ম্যাগনেটিক ডিস্ক ও অপটিক্যাল ডিস্কে যে সকল তথ্য থাকে সেসকল নিয়ে কম্পিউটারের প্রসেসর সরাসরি কাজ করতে পারেনা। তার জন্য প্রথমে সেকেন্ডারি মেমোরি থেকে কম্পিউটারে প্রাইমারি মেমোরি তথা ram এ চলে আসে। তাই এই তথ্যের যে কোন অংশ রেনডমলি ব্যবহার করা যায় আর তাই এটি সেকেন্ডারি মেমোরি এর চেয়ে বেশ যৌথভাবে কাজ করে থাকে।
কম্পিউটারে আরো অনেক ধরনের হার্ডওয়ার রয়েছে সেগুলো যেমন- রম, ডিভিডি রাইটার, হার্ডডিস্ক, মাদারবোর্ড ইত্যাদি এর মত এটি ram এর মতো তথ্য সংরক্ষণ করে না।
আমরা যখন কম্পিউটার বন্ধ করিবা বিদ্যুৎ চলে যায় সে সময় কম্পিউটার অফ করলে তথ্য হারিয়ে যায়। তাই কম্পিউটার হঠাৎ করে বন্ধ করে দিলে নতুন করে সবকিছু খুলে নিতে হয়। এটাকে বলা হয় ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি।
র্যাম কিভাবে কাজ করে
র্যামের অনেকগুলো ট্রানজিস্টার ও ক্যাপাসিটর এর সমন্বয়ে তৈরি হয় র্যাম মেমরি সেল। ram ক্যাপাসিটর এর উদাহরণ হল একটি বালতির মত তবে তা সিদ্র বা লিক।
তাই সেখান থেকে ডাটা অটোমেটিকলি খালি হয়ে যেতে পারে। মেমোরি সেল কোন ডাটা কে ০ ও ১ বাইনারি সংখ্যা দ্বারা সংরক্ষণ করে থাকে। কম্পিউটারে ডাটা রিচার্জ হলে ১ ডিসচার্জ হলে ০ এই কাজ সম্পাদন হয় মেমোরি কন্ট্রোলার এর মাধ্যমে।
কম্পিউটারে ram এর কাজ হচ্ছে আপনি যে সফটওয়্যার ব্যবহার করতে চান তা হার্ডডিস্ক থেকে এনে নির্দেশ অনুযায়ী রান করবেন। কিন্তু আমরা সরাসরি ram কে কোন নির্দেশ প্রদান করতে পারিনা।
সিপিইউ ram সবসময় নির্দেশ দিয়ে থাকে। মনে করুন আপনি কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করেছেন। সেখানে ram কে নির্দেশ দেবে এটি ওপেন করার জন্য ram হার্ডডিস্ক থেকে গুগল ক্রোম ডাটা তার নিজের মধ্যে লোড করে ব্রাউজার টি চালু করবে।
তারপর প্রসেস ram কে নির্দেশ দিবে এটি ওপেন করার জন্য ram হার্ড ডিস্ক থেকে গুগল ক্রোম ডাটা তার নিজের মধ্যে লোড করে ব্রাউজারটি ওপেন করে।
কম্পিউটারের কাজ কে গতিশীল করতে ram বিকল্প অন্যতম। প্রয়োজনের তুলনায় ram কম্পিউটারের র্যাম কম হলে সেটি স্লো হতে থাকবে। তবে ram সবকিছুর সমন্বয়ে কম্পিউটারের গতি বৃদ্ধি করে।
আপনি যদি কম্পিউটারের মাদারবোর্ড হার্ডডিস্ক প্রফেসর ইত্যাদি ক্ষমতা অনুযায়ী ram যুক্ত করেন তবে কম্পিউটারের জন্য ভালো স্পীড পেয়ে যাবেন। এছাড়া আপনার কম্পিউটারে হার্ডডিস্ক এর পরিবর্তে এসএসডি ব্যবহার করে থাকেন তবে কম্পিউটারের গতি আরও অনেক ভালো বৃদ্ধি পাবে। আপনার কম্পিউটারের সিপিইউ এর গ্রাফিক্স কার্ড থাকে ram আপগ্রেড করা উচিত।
[wp_show_posts id=”3308″]
শেষ কথাঃ
আপনি যদি আমাদের এই পোস্ট মনযোগ সহকারে পরেন তবে আশা করা যায় আপনি ইতোমধ্যে জানতে পারছেন যে, কম্পিউটার র্যাম কি? এবং র্যাম কিভাবে কাজ করে সেই বিষয়ে জানতে পারছেন।
ট্যাগ : কম্পিউটার Ram কি ? Ram এর কাজ কি ? [বিস্তারিত এখানে] কম্পিউটার Ram কি ? Ram এর কাজ কি ? [বিস্তারিত এখানে] কম্পিউটার Ram কি ? Ram এর কাজ কি ? [বিস্তারিত এখানে] কম্পিউটার Ram কি ? Ram এর কাজ কি ? [বিস্তারিত এখানে] কম্পিউটার Ram কি ? Ram এর কাজ কি ? [বিস্তারিত এখানে] কম্পিউটার Ram কি ? Ram এর কাজ কি ? [বিস্তারিত এখানে] র্যাম
আমাদের এই পোস্ট যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার রকতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।