ভিসা কি? কিভাবে ভিসা করতে হয় ২০২৩

ভিসা কি : আপনি যদি বাংলাদেশে থাকে বিদেশে কোন দেশে গমন করতে চান। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিসা সম্পর্কে জানতে হবে। আমরা জানি সে বিষয়ে জানতে আপনারা আর্টিকেলে প্রবেশ করেছেন।

আমরা আমাদের এই আর্টিকেলে আপনাকে জানিয়ে দেবো, ভিসা কি? কিভাবে ভিসা করতে হয়। আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান। তাহলে আমাদের মনোযোগ দিয়ে পড়ুন।

আমাদের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং খরচ এবং কিভাবে ভিসা আবেদন করতে হয়। সে বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই আর্টিকেল গুলোও করতে পারেন।

ভিসা কি? কিভাবে ভিসা করতে হয় ২০২৩
ভিসা কি? কিভাবে ভিসা করতে হয় ২০২৩

ভিসা কি ?

ভিসা আছে একটি অনুমতি পত্র। মানে একটি দেশ থেকে অন্য একটি দেশে প্রবেশ করার জন্য যে, অনুমতি প্রয়োজন পড়ে সেটি হচ্ছে ভিসা।

কারণ ভিসা ছাড়া, আপনি কোনো ভাবেই এক দেশ থেকে অন্য দেশে গমন করতে পারবেন না। মনে করুন, আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিভিন্ন কাজের জন্য চান। সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিসা করে নিতে হবে।

আপনি যদি ভিসা ছাড়া এক দেশ থেকে অন্য দেশে গমন করতে চান। তাহলে সেটি অবৈধভাবে, বিবেচনা করা হবে।

পাসপোর্ট কিংবা ট্রাভেল পারমিটের কয়েকটি পাতায় লিখে, সিল দিয়ে, স্টিকার লাগিয়ে ভিসা প্রদান করা হয়। যে কোন দেশে প্রতিষ্ঠিত বিদেশস্থ দূতাবাসের ভিসা গুলো প্রদান করে।

এ ভিসা প্রদান করার জন্য, সকল দুতাবাস গুলোর কনস্যুলার শাখা রয়েছে। দুই পক্ষ এর চুক্তির ভিত্তিতে, ভিসা ওয়েভার নীতি মালা দেওয়া থাকে। এছাড়া, দুই দেশ পরস্পরের জন্য ভিসা বন্ধ করতে পারে।

সারা বিশ্বের অনেক দেশ রয়েছে। যাদের ওয়েভার চুক্তি রয়েছে। যেমন- মার্কিন যুক্তরাষ্ট এবং বৃটেনের মধ্যে ভিসা ওয়েভার চুক্তি থাকার ফলে, ভিসা ব্যতিত এক দেশ থেকে অন্য দেশে খুব সহজে ভ্রমণ করা সম্ভব হয়।

[wp_show_posts id=”3303″]

এছাড়া, বিশেষ কোন চুক্তি এর মাধ্যমে অনেক গুলো দেশ নিজেদের মধ্যেভিসা প্রথা অবলম্বন করতে পারে। সেনঝেন চুক্তির ভিত্তিতে, ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত কিছু দেশ এর নাগরিক।

ভিসা ছাড়া অন্য কোন দেশে ভ্রমণ করতে পারবে। এই শেনঝেন এলাকা নামে সবার কাছে অনেক পরিচিত।

এই শেনঝেন এলাকার বাহিরে অবস্থিত কোন দেশের নাগরিক শেনঝেন ভিসা নিয়ে, সেই দেশ এর যে কোন স্থানে বা শহরে প্রবেশ করতে পারে।

আপনি একবার শেনঝেন, এলাকায় প্রবেশ করতে পারলে অন্যান্য দেশ গুলো ভ্রমণ করার সুযোগ পাবেন।

2008 সাল হইতে, শেনঝেন ভিসা নিয়ে সুইজারল্যান্ড এ যাওয়ার চুক্তি কার্যক্রর হয়। কিভাবে সুইজারল্যান্ডের ভিসা নিয়ে শেনঝেন শহর বা এলাকার অন্তর্ভূক্ত দেশ গুলোতে যেতে পারবেন।

অন্য দিকে নেপাল এবং ইন্ডিয়া’র দুইটি দেশের পরস্পর যুক্ত থাকায়। ভিসা ছাড়া এক দেশে অন্য কোন দেশ এর নাগরিক এই দুইটি দেশে ‍মুক্ত ভাবে যেতে পারবেন।

[wp_show_posts id=”3308″]

কিন্তু অন্য দেশ থেকে নেপাল এবং ভারত যাওয়ার জন্য অবশ্যই ভিসা করতে হবে।

আমরা আশা করি যে, উক্ত আলোচনাতে আপনি জানতে পারছেন ভিসা আসলে কি? যদি না বুঝে থাকেন। তাহলে উক্ত আলোচনা আরো একবার পড়ুন।

ভিসা কাকে বলে ?

আমরা ভিসা কি এই বিষয়ে জানিয়েছি। এখন আপনাকে ভিসা কাকে বলে এই বিষয়ে বলতে গেলে, আগের মতোই বলা যায় যে, ভিসা হচ্ছে একটি অনুমতি পত্র।

এটি কোন একটি দেশে যাওযার জন্য একটি অনুমতি দেওয়া হয়। এই ভিসা প্রদান করার জন্য সকল দেশের, দূতাবাসে কনস্যুলার একটি শাখা রয়েছে। আপনি যদি একই কথা বুঝে থাকেন। তাহলে পরিষ্কার ভাবে বলা যায় ভিসা একটি অনুমতি পত্র।

ভিসা কত প্রকার ?

আপনি উক্ত আলোচনা থেকে ভিসা কি? ভিসা কাকে বলে জেনে নেওয়া পরে, আপনাকে জানতে হবে, ভিসা কত প্রকার। আমাদের জানা মতে, ভিসা সাধারণত বিভিন্ন প্রকার এর হয়ে থাকে।

[wp_show_posts id=”3303″]

আমরা আপনাকে বুঝানোর জন্য ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন জেনে নেওয়া যাক কিছু ভিসা সম্পর্কে প্রকার সম্পর্কে।

  • ভ্রমণ ভিসা।
  • বিজনেস ভিসা।
  • কলিং ভিসা
  • স্টুডেন্ট ভিসা।
  • কাজের ভিসা।
  • মেডিকেল ভিসা।
  • সাংবাদিক ভিসা।
  • ট্রান্সিট ভিসা।
  • গৃহ কর্মী ভিসা।
  • ড্রাইভিং ভিসা ইত্যাদি।

আপনি যদি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান। তাহলে উক্ত ভিসা গুলো ছাড়া আরো অনেক ভিসা পেয়ে যাবেন। যে ভিসা গুলো করে, নিয়ে আপনি সহজেই ভিসা নিয়ে বিদেশ গমন করতে পারবেন।

বাংলাদেশ এর জন্য কোন দেশের ভিসা খোলা

আপনি যদি বাংলাদেশ থেকে, বিদেশ এর কোন দেশে ভ্রমণ করতে চান। সে ক্ষেত্রে অনেক দেশ পেয়ে যাবেন। কারণ বাংলাদেশ এর জন্য অসংখ্য দেশের ভিসা পাওয়া যায় মানে খোলা আছে।

[wp_show_posts id=”3303″]

বাংলাদেশ এর জন্য যে, দেশের ভিসা খোলা আছে, সেটি আমরা এখানে আপনাকে জানিয়ে দেব। তার জন্য নিচের অংশ টি অনুসরণ করুন।

ক্রমিক নম্বর

বিভিন্ন দেশের ভিসা

কানাডা কাজের ভিসা

মালয়েশিয়া কাজের ভিসা

সৌদি আরব ভিসা

আয়রল্যান্ড জব ভিসা

ফিনল্যান্ড কাজের ভিসা

ইতালি কাজের ভিসা

মালয়েশিয়া কলিং ভিসা

জর্ডান জব ভিসা

মালদ্বীপ কাজের ভিসা

১০

রাশিয়া কাজের ভিসা
১১

ক্রোয়েমিয়া কাজের ভিসা

১২

কুয়েত কাজের ভিসা
১৩

সিঙ্গাপুর কাজের ভিসা

১৪

দুবাই টুরিস্ট ভিসা
১৫

সার্বিয়ায় কাজের ভিসা

১৬

আলবেনিয়া কাজের ভিসা
১৭

করক্কো কাজের ভিসা

১৮

দুবাই কাজের ভিসা
১৯

ফ্রান্স কাজের ভিসা

২০

কানাডা বিজনেস ভিসা

আপনারা উপরের ছকে যে দেশগুলো ভিসা সম্পর্কে দেখতে পারছেন। এগুলো ছাড়া আরও অসংখ্য বিষয় রয়েছে। যে, বিষয়গুলো লাগে আপনারা বিভিন্ন দেশে গমন করতে পারবেন।

[wp_show_posts id=”3306″]

বাংলাদেশ থেকে বিদেশে গমন করতে চান। তাহলে এরকম দেশগুলোতে সহজেই করতে পারবেন আর এই গুলো ছাড়া, আরো অন্যান্য দেশ রয়েছে। যে গুলো বাংলাদেশ এর জন্য থেকে খোলা রয়েছে।

কিভাবে  ভিসা করতে হয় ২০২৩

আপনি যদি বাংলাদেশ থেকে কোন দেশে গমন করতে চান। সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিসার আবেদন করতে হবে। তার জন্য আপনারা বাংলাদেশের সরকারি ভিসা ওয়েবসাইটে প্রবেশ করে। সেখান থেকে অনলাইন আবেদন করতে পারবেন।

আপনার যদি ভিসার আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই গুগলে সার্চ করতে হবে বাংলাদেশ ভিসা (Bangladesh Visa) লিখে।

গুগোল এ সার্চ করার পর আপনারা প্রথমে যে, www.visa.gov.bd এরকম ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সেখানে আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা সম্পন্ন করতে পারবেন।

[wp_show_posts id=”3308″]

ভিসার মেয়াদ কত দিন থাকে ?

আপনারা উপড়ে দেওয়া ওয়েবসাইট থেকে, সহজেই অনলাইনের মাধ্যমে, বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখন আমরা আপনাকে জানিয়ে দেবো ভিসার মেয়াদ কতদিন থাকে। বর্তমানে কোন দেশের ভিসা ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা হয়।

সাধারণত পরে সর্বশেষ কোন, তারিখের মধ্যে সে দেশে যাওয়া যাবে, সেটি ভিসায় উল্লেখ করা থাকবে।

অন্যদিকে পদ্ধতিতে ভিসা নিয়ে যাওয়ার পরে, কতদিন পর্যন্ত বিদেশে থাকতে পারবেন, তার বিষয়ে সেখানে উল্লেখ থাকবে।

এছাড়া আরো রয়েছে যেগুলো নিয়ে একবার কোন দেশে প্রবেশ করলে। দুইবার প্রবেশ এবং বহুবার প্রবেশ করার সুযোগ প্রদান করে থাকে।

তাহলে আপনারা বুঝতে পারছেন যে, আলাদা আলাদা ভিসার জন্য আলাদা আলাদা ভিসার মেয়াদ উল্লেখ করা থাকে। সেই অনুযায়ী আপনাকে ভ্রমন করতে হবে।

তাছাড়া আপনার ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়। তবে চিন্তার কোন কারণ নেই।আপনি পুনরায় আবার ভিসা রিনিউ করে নিতে পারবেন।

আরো পড়ুনঃ

সর্বোপরি আমাদের কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেলে আপনাকে জানিয়ে দেওয়া ভিসা কি এবং ভিসা কিভাবে করতে হয় ২০২৩ সম্পর্কে। আপনি যদি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গমন করতে চান।

সেক্ষেত্রে অবশ্যই ভিসা করতে হবে। আর কিভাবে আপনারা বিচার করবেন। সে বিষয়ে আমরা ওপরের অংশে আলোচনা করেছি।

আপনারা এখন আপনার পছন্দের যে, কোন দেশের জন্য ভিসা সহজে. অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। সেই লক্ষ্যে আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।

বিশেষ করে, আমাদের এই ওয়েবসাইট থেকে আরো বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে জানতে চাইলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment