ঘরে বসে ভিসা চেক করার উপায়

ঘরে বসে ভিসা চেক করার উপায় :  বর্তমান সময়ে আপনি যদি কোন দেশের জন্য ভিসা করেন। সেটি আপনারা নিজের ঘরে বসেই চেক করতে পারবেন। আপনার হাতে থাকা বা কাছে থাকার যে, কোন ডিভাইস ব্যবহার করে।

বিশেষ করে, বর্তমান সময়ে- লোকেরা যেহেতু স্মার্টফোন বেশি ব্যবহার করে। তাই স্মার্টফোনের মাধ্যমে, যে কোন দেশের ভিসা নিজের ঘরে বসে চেক করার সুযোগ পেয়ে যাবে।

ঘরে বসে ভিসা চেক করার উপায়
ঘরে বসে ভিসা চেক করার উপায়

তো ঘরে বসে কিভাবে ভিসা চেক করবেন। তার বিষয়ে বিস্তারিত জানতে আমাদের দেওয়া আর্টিকেলটি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

আমরা জানি বিদেশ যাওয়ার জন্য ভিসা অনেক জরুরী একটি ডকুমেন্ট। বেশির ভাগ সময় আমরা ভিসা করে থাকি কোন এজেন্সি বা দালাল এর মাধ্যমে। ভিসা তৈরি হওয়ার পরে, আমাদের হাতে যখন ভিসা আসে। তখন ভিসা চেক করার অনেক জরুরী।

কারণ আপনি যে মাধ্যমে ভিসা করেছেন। তারা তো আপনার সাখে প্রতারণাও করতে পারে। তাই আপনি যে দেশের ভিসা আবেদন করেছেন।

সেটি আসল নাকি নকল সেটি অবশ্যই চেক করা একান্ত প্রয়োজন। আর আপনি যদি ভিসা হাতে পাওয়ার আগে চেক না করেন। তাহলে আপনাকে অনেক ভোগান্তির শিকার হওয়া লাগতে পারে।

তাই ভোগান্তিতে না পড়তে চাইলে নিজে কে দূরে রাখতে চাইলে ঘরে বসে ভিসা চেক করার উপায় জেনে নিতে হবে। আপনারা বাংলাদেশে থেকে যে, কোন দেশের ভিসা করার পরে, সেটি খুব সহজেই ভিসা সাইট থেকে চেক করে নিতে পারবেন।

তো চলন ঘরে বসে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

অনলাইনে ভিসা চেক করার নিয়ম

অনলাইনের মাধ্যমে ভিসা চেক করার জন্য এখন আর ঢাকা যাওয়ার প্রয়োজন হয় না। সঠিক পদ্ধতি জানা থাকলে, নিজের ঘরে বসে ভিসা চেক করার যায় হাতে থাকা স্মার্ট মোবাইল ব্যবহার করেই।

তো ঘরে বসে ভিসা চেক করার অনেক সহজ ব্যাপার। তাই আপনার কোন আত্মিয় বিদেশ গামী হয়ে থাকে। এছাড়া আপনি নিজেই ভিসা প্রার্থি হয়ে থাকেন। তবে ভিসা চেক করুন।

ঘরে বসে ভিসা চেক (বাহরাইন ভিসা)

আপনি যদি বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার জন্য কোন মাধ্যমে ভিসা করেন। তাহলে অবশ্যই সেটি আসল নাকি নকল সেটি চেক করতে হবে। কারণ বাহরাইন যাওয়ার আগে যদি ভিসাতে কোন ভুল থাকে তাহলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন।

তাই আগে থেকে ঘরে বসে ভিসা চেক করার নিয়ম জানা থাকলে, কোন সমস্যায় পড়তে হবে না।

তো চলুন ঘরে বসে বাহরাইন ভিসা চেক করার পদক্ষেপ গুলো জেনে নেওয়া যাক।

পদক্ষেপ-১

বাহরাইন ভিসা চেক করার জন্য আপনাকে প্রথমে lmra.gov.bh/en/home এই লিংকে প্রবেশ করতে হবে। তারপরে সরাসরি বাহরাইন এর দূতাবাস এর সাইটে প্রবেশ করতে হবে।

উক্ত সাইটে প্রবেশ করার পরে, পেজের উপরে থাকা থ্রি…ডট বাটনে ক্লিক করবেন।

পদক্ষেপ-২

উক্ত থ্রি … ডট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্ভিস অপশন দেখানো হবে। সেখানে ক্লিক করে, express service অপশনে ক্লিক করতে হবে।

পদক্ষেপ-৩

এরপরে, আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে। সেখান থেকে identity card,work permit numbe ও পাসপোর্ট নাম্বার প্রদান করতে হবে।

পদক্ষেপ-৪

উক্ত সকল তথ্য সঠিক হলে নিচে থাকা i am a not robot নামের যে অপশন আছে। সেটি পূরণকরে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তবে বাহরাইন ভিসার সকল তখ্য দেখতে পারবেন।

ঘরে বসে ভিসা চেক (মালদ্বীপ ভিসা)

আপনি যদি মালদ্বীপ যাওয়ার জন্যে কোন ভিসা করেন। তাহলে ভিসা হাতে পাওয়ার পরে, সেটি অবশ্যই চেক করে নিতে হবে। কারণ আপনার ভিসাতে যদি কোন প্রকার ভুল থাকে। তাহলে কিন্তু মালদ্বীপ দিয়ে বিপদে পড়তে পারেন।

তাই কোন বিপদে পড়তে না চাইলে আপনাকে অবশ্যই ঘরে বসে ভিসা চেক করার বিষয়টি জানতে হবে।

আমি আপনার সুবিধার জন্য এখানে মালদ্বীপ ভিসা চেক করার লিংক প্রস্তুত করে দিয়েছি। যেখানে ক্লিক করে সহজেই ভিসা চেক করতে পারবেন।

তো মালদ্বীপ ভিসা চেক করার জন্য immigration.gov.mv এই সাইট ভিজিট করুন।তারপরে আপনার পাসপোর্ট নম্বর এবং জন্ম তারিখ লিখে খুব সহজেই ভিসা চেক করে নিতে পারবেন।

ঘরে বসে ভিসা চেক (মালয়েশিয়া ভিসা)

আপনি যদি ঘরে বসে ভিসা চেক করতে চান। তাহলে আমি আপনাকে মালয়েশিয়ার ভিসা চেক করার লিংক সম্পর্কে জানিয়ে দেব। যেখানে প্রবেশ করে, খুব সহজেই আপনার ভিসার সকল তথ্য জেনে নিতে পারবেন।

আর আপনার মালয়েশিয়া ভিসাটি আসল না নকল সেটি যাচাই করে নিতে পারবেন।

তো মালয়েশিয়া প্রফেশনাল ভিসা চেক করার জন্য, আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে- imi.gov.my তারপরে আপনার পাসপোর্ট নম্বর এবং ভিসা এপ্লিকেশন নম্বর যুক্ত করে ভিসা চেক করতে পারবেন।

শেষ কথাঃ

তো আপনি যদি বাংলাদেশ থেকে কোন ভিসা আবেদন করে, হাতে পান। সেক্ষেত্রে আপনার ভিসা আসল না নকল সেটি জানার জন্য অবশ্যই চেক করতে হবে।

আর নিজের ঘরে বসে ভিসা চেক করার উপায় আমরা উক্ত আলোচনাতে জানিয়ে দিয়েছি।

আপনি যদি উক্ত দেশের কোন ভিসা করেন। তাহলে খুব সহজেই চেক করে নিতে পারবেন। আরও অন্যান্য দেশের ভিসা চেক করা করার নিয়ম জানতে চাইলে আমাদের এই সাইট নিয়মিত ভিজিট করুন।

ধন্যবাদ।

Leave a Comment