ওয়ালটন ইলেকট্রিক চুলা দাম 2023

ওয়ালটন ইলেকট্রনিক চুলার দাম : বর্তমান সময়ে, মানুষ এখন আর লাকড়ি এবং গ্যাস ব্যবহার করে রান্না বান্না করতে, আগ্রহী নয়।

কারণ এই সময়ে, লাঠি পাওয়া অনেকটাই কঠিন ব্যাপার আর গ্যাসের দাম তো অনেক বেশি।

তার জন্য লোকেরা লাকড়ি এবং গ্যাসের বিকল্প হিসেবে ইন্ডাকশন চুলা ব্যবহার করতে আগ্রহী। আর দিন দিন ইন্ডাকশন চুলা ব্যবহার করার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।

ওয়ালটন ইলেকট্রিক চুলা দাম 2023
ওয়ালটন ইলেকট্রিক চুলা দাম 2023

গ্যাসের চুলায় রান্না করা থেকে, তুলনামূলক অনেক সহজে ও সাশ্রয় ভাবে, রান্না করা যায় ইন্ডাকশন চালাতে।

তার কারণ ইন্ডাকশন চুলা ডিজিটাল সিস্টেমে তৈরি করা হয়েছে। এখানে আগুন লাগার কোন সম্ভাবনা নেই।

এছাড়া ইন্ডাকশন চুলার সবথেকে বড় সুবিধা হচ্ছে, গ্যাসের চুলা থেকে 40% কম খরচে, একই পরিমাণে রান্না করা সম্ভব হয়।

ইন্ডাকশন চুলার ভোল্টেজ কমানো বাড়ানোর মাধ্যমে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং খুব দ্রুত সময়ে রান্না করা যায়।

তাই অনেকেই ইন্ডাকশন চুলার বিষয়ে, জানতে চান এবং ওয়ালটন ইন্ডাকশন চুলার দাম কত ? সে বিষয় নিয়ে আমরা আজ এখানে বিস্তারিত জানানোর চেষ্টা করব।

ইলেকট্রিক ইন্ডাকশন চুলার দাম কত ২০২৩ (ইন্ডাকশন এবং ইনফারেট চুলা)

২০০৩ সালে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায়। ইলেকট্রিক ইন্ডাকশন চুলার চাহিদা অনেক গুণ বেড়ে গেছে। বর্তমান সময়ে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ইন্ডাকশন চুলা পাওয়া যায়।

আপনি বাংলাদেশ থেকে সর্বনিম্ন ৩ হাজার ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৮ হাজার টাকার মধ্যে ইন্ডাকশন চুলা কিনতে পারবেন।

এ সকল ইলেকট্রিক ইন্ডাকশন চুলা গুলোর দাম নির্ভর করে চুলা গুলোর ব্র্যান্ড এবং মডেলের উপর ভিত্তি করে।

বর্তমান সময়ে, বাজারে যে সকল ইন্ডাকশন চুল পাওয়া যায়। সেগুলো ওয়াটারপ্রুফ হয়। কোনপ্রকার ঝামেলা ছাড়া খুব দ্রুত রান্না বান্না সম্পন্ন করা যায়।

তো চলুন জেনে নেয়া যাক। বাংলাদেশের বাজারে যে, সকল ইলেকট্রিক চুলা/ ইন্ডাকশন চুলা পাওয়া যায় সেগুলোর দাম কত ?

ওয়ালটন ইলেকট্রিক চুলার দাম ২০২৩

ওয়ালটন কোম্পানি বাজারে নিয়ে এসেছে বেশ কয়েকটি নতুন মডেলের ওয়ালটন ইন্ডাকশন এবং ইনফারেট চুলা। তাই আপনারা যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে চান? তারা WI-S40 এই মডেলের  ‍চুলা কিনতে চাইলে দাম পড়বে ৩,৫৫৫/- টাকা।

WI-S35 এই মডেলের ইলেকট্রিক চুলার দাম পড়বে ৩৫১০ টাকা। WI-F15 পড়বে ৪১৩১ টাকা।

Walton শোরুম গুলোতে, এই মডেল গুলো ছাড়া আরো অসংখ্য মডেল রয়েছে, যার দামও কম বেশি আছে। আমরা শুধু আপনাকে ধারণা দেয়ার জন্য কয়েকটি মডেল এবং দাম আপনার সামনে উপস্থাপন করলাম।

মিয়াকো ইলেকট্রিক চুলার দাম ২০২৩

ইলেকট্রিক চুলার দাম হিসেবে আমরা প্রথমে আপনাকে জানাতে চাই মিয়াকো ব্র্যান্ড বাজারে কত দাম। আমাদের জানামতে মিয়াকো ব্রান্ড বাজারে নিয়ে এসেছে নতুন ইনফারেট ইলেকট্রনিক চুলা গুলো।

যে ইনফারেট ইলেকট্রিক চুলাতে, গ্যাসের চুলায় এবং লাগকি যে সকল হাড়ি পাতিল ব্যবহার করা যত, সেই সকল পাতিল আপনারা ইনভারের চুলায় ব্যবহার করতে পারবেন।

[wp_show_posts id=”3308″]

তো মিয়াকো ইলেকট্রিক ইনফারেট  ‍চুলার R3 মডেলের দাম 5100 টাকা। এছাড়া মিয়াকো ইলেকট্রিক চুলার আরো অসংখ্য মডেল রয়েছে।

যা আপনারা পাঁচ হাজার টাকার কম দিয়েও কিনতে পারবেন।

ভিশন ইলেকট্রিক চুলার দাম ২০২৩

বাংলাদেশে ভিশন কোম্পানি নিয়ে এসেছে, অনেক কম দামে ইন্ডাকশন চুলা গুলো। আপনারা 1206 ECO এই মডেলের ইন্ডাকশন চুলাটি পাচ্ছেন। মাত্র ২,৯৭৫/- টাকা দিয়ে।

এছাড়া আপনি যদি ইনডাকশন চুলা VSN 1204-Border ECO এই মডেলের নিতে চান তাহলে আপনার চুলার দাম হবে 3570 টাকা।

আবার আপনি যদি ইনডাকশন চুলা ভিশন কোম্পানি থেকে নিতে চান? VSN-XI- 1201- ECO এই মডেলের দাম পড়বে ৩১৮৭ টাকা।

ইনফারেট ও ইনডাকশন চুলার দাম ২০২৩

ইলেকট্রিক চুলা যেহেতু বিদ্যুতের মাধ্যমে চলে, তাই ইলেকট্রিক চুলা বিদ্যুৎ খরচ কেমন হবে। সে বিষয়ে সকলকে জানতে হবে। মূলত ইলেকট্রিক চুলা বিদ্যুৎ খরচ কেমন আসবে সেটির নির্ভর করবে আপনার ব্যবহারের উপর ভিত্তি করে।

[wp_show_posts id=”3303″]

কিন্তু বর্তমান সময়ে গ্যাসের দাম বাড়ছে। সে ক্ষেত্রে ইলেকট্রিক চুলা গুলো ব্যবহার করে, অনেক অল্প খরচে প্রয়োজনীয় রান্না বান্না গুলো করতে পারবেন।

বিশেষ করে আপনারা ইনফারেট  ‍চুলা ব্যবহার করে, প্রতি মাসে ৭শ থেকে ৮শ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করলে চলবে।

তো আপনারা যারা ইলেকট্রিক চুলা হিসেবে ইনফারেট চুলা কিনতে চান? তাদের দাম হতে পারে ৩৫০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত।

আবার আপনি যদি ইনডাকশন চুলা ব্যবহার করতে চান? সেগুলো বিভিন্ন মডেল অনুযায়ী ৩৫০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকার মধ্যে কিনতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা ইলেকট্রিক চুলার দাম 2023 সম্পর্কে জানতে চেয়েছিলেন। তাদের জন্য উপরোক্ত আলোচনায় ইলেকট্রিক চুলার যে ক্যাটাগরি রয়েছে যেমন ইলেকট্রিক ইনফারেট চুলা এবং ইন্ডাকশন চুলা।

উক্ত ইলেকট্রিক চুলা গুলোর বিভিন্ন কোম্পানি এবং চুলার মডেল হিসেবে দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।

এখন আপনার পছন্দমত কোম্পানি থেকে পছন্দমত মডেলের ইলেকট্রিক চুলার কিনে নিতে পারেন। যার লাকড়ি এবং গ্যাসের চুলায় রান্না করতে যে, পরিমাণে খরচ হয়। তার চেয়ে ৪০% কম খরচে ইলেকট্রিক চুলাতে রান্না বান্না সম্পন্ন করতে পারবেন।

তো আজকের এই আর্টিকেলটি আপনার বন্ধুদের জানাতে, একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ…

Leave a Comment