অ্যাপস লক সফটওয়্যার ডাউনলোড করুন – কোন অ্যাপ লক সবচেয়ে ভালো এবং নিরাপদ

আপনি যদি এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন। তাহলে অবশ্যই আপনারা জানার চেষ্টা করেন। কোন অ্যাপ লক সবচেয়ে ভালো এবং নিরাপদ। বিশেষ করে অ্যাপ লক সফটওয়্যার কোথায় থেকে ডাউনলোড করব।

অ্যাপস লক সফটওয়্যার হলো, মোবাইলে ইনস্টল করে রাখা সকল অ্যাপস গুলোকে সুরক্ষিত করার একটি মাধ্যম। যার মাধ্যমে যে কোন এপস পাসওয়ার্ড/ ফিঙ্গারপ্রিন্ট এবং পিন দিয়ে নিরাপদ রাখতে পারি।

তো আপনারা যদি মোবাইলে কোন বিশেষ প্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করে রাখেন। তবে সেটি অন্যদের কাছ থেকে দূরে রাখতে চান? সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ভালো অ্যাপস লক সফটওয়্যার ব্যবহার করতে হবে।

তাই আসুন অ্যাপস লক সফটওয়্যার কোথায় থেকে ডাউনলোড করা যায়। এবং কোন অ্যাপ লক সবচেয়ে ভালো এবং নিরাপদ হবে।

অ্যাপস লক সফটওয়্যার
অ্যাপস লক সফটওয়্যার

অ্যাপস লক সফটওয়্যার কি?

অ্যাপস লক সফটওয়্যার হলো- মোবাইলে থাকা সকল প্রকার অ্যাপস গুলোতে পাসওয়্যাড দিয়ে সুরক্ষিত করে রাখা। এই ধরনের অ্যাপ লক সফটওয়্যার ব্যবহার করে, আপনার মোবাইলে থাকা সকল ইনস্টল করা অ্যাপস লক করে রাখতে পারবেন।

আপনারা চাইলে, মোবাইলের অ্যাপস গুলো ডাউনলোড করে, ইনস্টল করা প্রতিটি অ্যাপস এ পাসওয়ার্ড, পিন এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে প্রটেক্ট করতে পারবেন।

অ্যাপস লক ব্যবহার করলে, আপনি ছাড়া ২য় কোন ব্যক্তি পাসওয়ার্ড ছাড়া অ্যাপস চালু করতে পারবে না।

তো আসুন কোন অ্যাপস লক ডাউনলোড করলে সবচেয়ে বেশি নিরাপত্তা পাবেন। সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

অ্যাপস লক সফটওয়্যার কোথায় থেকে ডাউনলোড করবেন?

এখন আপনি যদি অ্যাপ লক সফটওয়্যার ডাউনলোড করার বিষয়ে জানতে চান? অর্থাৎ কোথায় থেকে ডাউনলোড করবেন সেই বিষয়ে জানেন না।

আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। আপনি যদি অ্যাপস লক সফটওয়্যার ইনস্টল করতে চান? তাহলে সরাসরি মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস লক সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।

আর গুগল প্লে স্টোর থেকে অ্যাপস লক সফটওয়্যার ডাউনলোড করার জন্য কোন টাকা খরচ করতে হবে না। একদম ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন।

কিন্তু কোন অ্যাপ লক ডাউনলোড করলে আপনি বেশি সুবিধা পাবেন। এই বিষয়ে জানতে চাইলে, নিচে দেওয়া তথ্য গুলো মনযোগ দিয়ে পড়ুন।

অ্যাপস লক সফটওয়্যার ডাউনলোড করুন

এন্ড্রয়েড মোবাইলের জন্য অ্যাপস লক সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে। মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে App Lock লিখে সার্চ করলেই অনেক গুলো অ্যাপস লক সফটওয়্যার দেখতে পারবেন।

আপনারা সেখান থেকে পছন্দ মতো যে কোন একটি অ্যাপস লক সফটওয়্যার ইনস্টল বাটনে ক্লিক করলেই মোবাইলে সেটি ডাউনলোড হওয়া শুরু হবে।

আপনারা অ্যাপস টি ডাউনলোড করে নেওয়ার পরে, ইনস্টল সম্পূর্ণ ভাবে হলে অ্যাপটি নিজের মতো করে এক্সেস করতে পারবেন।

কিভাবে অ্যাপস লক সফটওয়্যার ব্যবহার করবেন?

আপনার মোবাইলে অ্যাপস লক সফটওয়্যার ডাউনলোড করার পরে ইনস্টল হলে, সেটি অপেন করে নিবেন। তারপরে আপনি যে সকল অ্যাপস পাসওয়ার্ড দিয়ে লক করতে চান? সেগুলোকে একে-একে সিলেক্ট করবেন।

তারপরে আপনি অ্যাপস লকে কোন ধরণের লক দিতে চান? সেটি নির্বাচন করবেন। যেমন- ফ্রিঙ্গারপ্রিন্ট, পিন, পাসওয়ার্ড ইত্যাদি। তো এরকম ভাবে আপনারা সহজেই অ্যাপস লক ব্যবহার করা শুরু করতে পারবেন।

তো আমি এখানে আপনার সুবিধার জন্য কিছু জনপ্রিয় অ্যাপস লক সম্পর্কে বলে দেব। যা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলৈাড করে নিতে পারবেন।

কোন অ্যাপ লক সবচেয়ে ভালো এবং নিরাপদ

আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে ভালো এবং নিরাপদ অ্যাপস লক সফটওয়্যার ব্যবহার করতে চান? তারা নিচে দেওয়া অ্যাপস গুলো ‍গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।

সবচেয়ে ভালো এবং নিরাপদ অ্যাপস লক সফটওয়্যার হলো-

  • AppLock Pro.
  • App Locker.
  • App Lock Master.
  • AppLock – Fingerprint.
  • App Locker | Lock Apps.
  • AppLock Go.

উপরে যে সকল অ্যাপ লক দেখতে পারছেন। এগুলো নিরাপত্তার সঙ্গে ব্যবহার করতে পারবেন। এছাড়া আরো অনেক অ্যাপ লক রয়েছে। তবে এগুলোই সেরা। এখান থেকে যে কোন একটি ডাউনলোড করে নিয়ে ব্যবহার করা শুরু করতে পারেন।

শেষ কথাঃ

বর্তমানে যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করে, তাদের মাবাইলে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত অ্যাপস ইনস্টল করা থাকে। বিশেষ করে ব্যাংকিং একাউন্ট- নগদ, রকেট, বিকাশ, উপায় সহ আরো বিভিন্ন অ্যাপস গুলো।

এখন আপনার মোবাইলটি যদি কেউ হাতে নিয়ে কোন একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নেই। তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না। তাই আপনাকে পরামর্শ দেব।

উক্ত আলোচনায় বলা যে, কোন একটি অ্যাপস লক সফটওয়্যার আজই ডাউনলোড করে নিন।

আর এই পোস্ট সম্পর্কে আপনার যদি আরো কিছু জানার থাকে। আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ।

Leave a Comment